*নতুন বছরে চালু হচ্ছে বালুরঘাট -শিয়ালদহ নতুন ট্রেন*
এসবি নিউজ ব্যুরো নতুন বছরে চালু হচ্ছে বালুরঘাট -শিয়ালদহ নতুন ট্রেন। বালুরঘাট রেল স্টেশন পরিদর্শনে এসে এমনটাই ঘোষণা করলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনেরাল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবের। শুধু কলকাতাগামী নতুন ট্রেন নয়, আগামীতে বালুরঘাট থেকেই সরাসরি দূরপাল্লার ট্রেন চলবে। বালুরঘাট- গুয়াহাটি এবং বালুরঘাট-ব্যাঙ্গালোর ট্রেন চলবে। এমনকি গুরুত্ব অনুযায়ী দিল্লিগামী ট্রেনও চলানো যাবে বলে আশ্বাস দিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনেরেল ম্যানেজার।
এদিকে জেলায় নতুন এতগুলি ট্রেন চালু নিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,
পিট লাইন সিক লাইনের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করেছি। এই লাইন হয়ে গেলে অনেক দূরপাল্লার ট্রেন চলবে। সেকথাই আজ উত্তর পূর্ব রেলের জিএম বলেছেন। রেল নিয়ে আমরা যেভাবে কাজ করেছি। আমরা চ্যালেঞ্জের সাথে বলতে পারি, বিগত দিনে তৃণমূল হোক কিংবা বামফ্রন্টের কোন সাংসদই এভাবে কাজ করতে পারেনি। জেলাবাসী তথা লোকসভাবাসীকে আশ্বস্ত করছি, আগামীতে রেলের জন্য যা যা করা দরকার সব করব। তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকী বলেন, "মানুষের দাবি নিয়ে কাজ করে দপ্তর। সুতরাং এটা জেলাবাসীর পাওনা। কেউ যদি এখন ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, তাহলে মানুষ মেনে নেবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টাতেই ২০০৪ সালে প্রথম এই জেলাবাসী রেল পায়। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন এমপি অর্পিতা ঘোষও একাধিকবার রেলের কাছে দাবি জানিয়েছে। জেলার রেল উন্নয়ন কমেটিগুলিও আন্দোলন করেছে"।
প্রসঙ্গত, বালুরঘাট থেকে বর্তমানে পাঁচটি ট্রেন চলে। সবচেয়ে পুরনো গৌড় লিঙ্ক এক্সপ্রেস নিয়ে নানা যন্ত্রনা মানুষের রয়েছে। সন্ধ্যায় রওনা দিলেও মালদাতে দীর্ঘক্ষণ অপেক্ষা করে। এবারে সরাসরি বালুরঘাট-শিয়ালদহ ট্রেন পাবে জেলাবাসী। সম্ভবত রাতেই এই নতুন ট্রেনটি ছাড়বে। তবে ট্রেনের সময়সূচি এখনও জানানো হয়নি রেলের তরফে। এছাড়াও বালুরঘাট গুয়াহাটি, বালুরঘাট ব্যাঙ্গালোর ট্রেন নিয়েও আশ্বাস দিয়েছে রেল মন্ত্রক। এই ট্রেনগুলি পরবর্তীতে ছাড়া হবে।
Nov 24 2023, 18:33