/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz হুমকির ৪৮ ঘণ্টার মধ্যে ঘরের ভেতর থেকে টোটো চালকের মৃতদেহ উদ্ধার West Bengal Bangla
WestBengalBangla

Nov 24 2023, 13:40

হুমকির ৪৮ ঘণ্টার মধ্যে ঘরের ভেতর থেকে টোটো চালকের মৃতদেহ উদ্ধার

এসবি নিউজ ব্যুরো: মালদহের পুরাতন মালদা থানার রসিলাদহ বাগানপাড়া এলাকায় ঘটনা ।ফোনে খুন করার হুমকির ৪৮ ঘণ্টার মধ্যে ঘরের ভেতর থেকে টোটো চালকের মৃতদেহ উদ্ধার। মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে। ঘটনা ঘিরে ব্যাপক এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরী হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত টোটো চালকের নাম নেপাল মন্ডল। গত এক সপ্তাহ আগে নেপাল মন্ডলের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এলাকারই কয়েকজন যুবককে সন্দেহ করে নেপাল মন্ডল। এই নিয়ে গ্রামে সালিসি সভাও বসে। কিন্তু কোন মীমাংসা না হওয়ায় নেপাল মণ্ডল পুরাতন মালদা থানার দ্বারস্থ হওয়ার কথা চিন্তাভাবনা করে।

এরপরই গত পরশুদিন রাত্রে নেপাল মণ্ডল কে ফোন করে কে বা কারা খুনের হুমকি দেয় বলে অভিযোগ। সেই হুমকির ৪৮ ঘন্টা না কাটতেই আজ সকালে নিজের ঘর থেকে ওই টোটো চালকের মৃতদেহ উদ্ধার হয়। মৃত নেপাল মন্ডলের স্ত্রী মৌসুমী মন্ডলের অভিযোগ তার স্বামী নেশা করত। এই কারণে আলাদা বাড়িতে ছেলেমেয়েদের নিয়ে থাকতেন তিনি।

তবে প্রতিদিন যাতায়াত ছিল। তার স্বামী তাকে জানিয়েছিল তাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। এরপরই আজ সকালে ঘরের ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃত নেপাল মন্ডলের গলায় মশারি এবং মুখে বালিশ দেওয়া অবস্থায় পুলিশ দেহ উদ্ধার করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মালদহ থানার পুলিশ।

WestBengalBangla

Nov 24 2023, 12:25

পানীয় জল পেতে প্লে কার্ড,খালি বালতি নিয়ে মহিলাদের বিক্ষোভ,ঘটনাস্থলে পুলিশ

এসবি নিউজ ব্যুরো: দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে জলপাইগুড়ির ধূপগুড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড। অভিযোগ বারবার পুরসভাকে আবেদন জানালেও মিলছে না পানীয় জল।স্বাভাবিকভাবেই বাড়ছিল ক্ষোভ। পানীয় জলের সমস্যায় নিয়ে এদিন বিক্ষোভ দেখায় ধুপগুড়ি ৯ নম্বর ওয়ার্ডে বাসিন্দারা।মহিলারা রাস্তা আটকে জলের দাবিতে হাতে প্ল্যাকার্ড ও ফাঁকা বালতি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি এমন জটিল হয়ে ওঠে যে ঘটনাস্থলে উপস্থিত হয় ধুপগুড়ি থানার পুলিশ। পুলিশ এসে জনতার সাথে কথা বলে বিক্ষোভ তুলে দেয়।

WestBengalBangla

Nov 24 2023, 11:36

বাল্যবিবাহ রোধে রাজ্যে স্তরে সন্মানিত মেদিনীপুরের গোলাড় সুশীলা বিদ্যাপীঠ

এসবি নিউজ ব্যুরো: গ্রামের মানুষ এখনও আইনের নিয়মকে তোয়াক্কা না করেই নাবালিকাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে চলেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে মেয়েদের ১৮ বছর বয়সে বিবাহ যাতে না হয়, সে বিষয়ে জোর দেওয়া হয়েছে। বিশেষ প্রকল্প হিসেবে "কন্যাশ্রী" প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। পাশাপশি, রাজ্যের প্রত্যেকটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কন্যাশ্রী ক্লাবও গঠন করা হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত গোলাড় সুশীলা বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাব এক অভূতপূর্ব কাজ করে আসছে। ২০১৮ সাল থেকে শুরু করে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২০ টি বাল্যবিবাহ প্রতিরোধ করে রাজ্যের প্রথম হয়েছে। ২০২২ সালেও তাদেরকে রাজ্যস্তরে প্রথম হিসেবে সম্মানিত করা হয়েছিল। আবারো ২০২৩ সালেও গোলাড় সুশীলা বিদ্যাপীঠ এর কন্যাশ্রী ক্লাবকে ভালো কাজ করার জন্য রাজ্যস্তরে প্রথম হিসেবে নির্বাচিত করা হয়েছে।

আগামী ৩০ শে নভেম্বর গোলাড় সুশীলা বিদ্যাপীঠকে কলকাতায় এক অনষ্ঠানের মধ্য দিয়ে সম্মানিত করা হবে। কন্যাশ্রী ক্লাবের সদস্যা অর্পিতা রায় জানান, "আমরা খুব আনন্দিত রাজ্যস্তরে দ্বিতীয় বার আমাদেরকে সম্মানিত করা হবে। এই সম্মান ধরে রাখার জন্য আমরা আরো ভালো কাজ করবো। প্রতিকূলতা অনেক রয়েছে তাও আমরা পিছিয়ে আসিনি, ভবিষ্যতেও পিছাবোনা।"

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশচন্দ্র পড়িয়া জানান, "রাজস্তরে আমাদের বিদ্যালয়কে দ্বিতীয়বার প্রথম হিসেবে সম্মানিত করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আমরা বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি শিশু পাচার বন্ধ করার কাজে ব্রতী হব সারা জেলা জুড়ে"। বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবে ৮০ জন সদস্যা রয়েছেন।

WestBengalBangla

Nov 23 2023, 20:02

নবান্ন উৎসব তারাপীঠে

এসবি নিউজ ব্যুরো: এরাজ্যের অন্যতম সিদ্ধপীঠ হল তারাপীঠ তারাপীঠে সব দেবীর ঊর্ধ্বে মা তারা। আর সে কারণেই তারাপীঠে কোন দেবী মূর্তি পুজো করা হয় না। দুর্গাপুজোর সময় মা তারাকে দুর্গার রূপে,কালীপুজোর সময় কালি রূপে, জগদ্ধাত্রী পুজোর সময় জগদ্ধাত্রী রূপে,লক্ষ্মী পূজার সময় লক্ষী রূপে পুজো করা হয়ে থাকে।

এবার নবান্ন উৎসবে মেতে উঠল তারাপীঠ বাসীরা।তারাপীঠ চত্বরে কোনো দেবী মূর্তির পুজোর প্রচলন নেই।তাই নবান্ন উপলক্ষ্যে কার্তিক পুজো হয় মহা ধুমধামের সাথে। অগ্রহায়ণ মাসে বিশেষ তিথিতে এই নবান্ন উৎসব পালন করা হয়। সেই মতো তারাপীঠ মন্দির চত্বর এলাকায় নবান্ন উৎসব উপলক্ষ্যে কার্তিক পুজোর বিশাল আয়োজন করা হয়েছে। পান্ডাপাড়া সহ ২০টি জায়গায় ছোট বড় কার্তিক পুজো হয়।

WestBengalBangla

Nov 23 2023, 20:01

পুরুলিয়ার সাংসদের বাড়ি বাইরে নতুন মাছের বাজার, ক্ষুব্ধ সাংসদ

এসবি নিউজ ব্যুরো: পুরুলিয়ার সাংসদের বাড়ি বাইরে নতুন মাছের বাজার হওয়ার ঘটনায় ক্ষুব্ধ বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।এই নিয়ে ক্ষোভ উগরে দিলেন পৌরসভা বিরুদ্ধে। দিলেন হুঁশিয়ারিও।

ভাটবাঁধের মাছের বাজারে জায়গার অভাবে কারণে সেই মাছ বাজার স্থান পরিবর্তন করে পুরুলিয়া শহরে রাঁচি রোডে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর বাস ভবনে উল্টো দিকে তুলে নিয়ে আসা হয়। একই সাথে সেখানে একটি আটো স্টান্ড বসানো হয়েছে। এটি পুরুলিয়া বাস স্টান্ডের কাছে আটো স্টান্ডটি স্থান পরিবর্তন করা হয় পৌরসভা পক্ষ থেকে।ঘটনা পরে গোটা ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হন পুরুলিয়া বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি বলেন, তাঁকে হেনস্থা করতে তাঁর বাড়ির পাশে এই মাছের বাজার বসানো হল।পুরুলিয়া পৌরসভা বিরুদ্ধে ক্ষোভ উগরে বলেন, "ওই মাছ বাজার জন্য দুর্গন্ধ ছড়াবে। এখান থেকে সেই বাজার সরানো জন্য হুঁশিয়ারি দেন পৌরসভাকে"।

যদিও সেই হুঁশিয়ারী উরিয়ে দেন পুরুলিয়া পৌরসভা পৌর প্রধান নবেন্দু মাহালী। তিনি বলেন, "মাছ শুভ যাত্রার প্রতীক। তিনি এই ঘটনা হাস্যকর বলে দাবি করেন। মাছ ব্যবসায়ী নিরাপত্তা জন্য তাঁদের সরিয়ে নিয়ে আসা হয়েছে। অনেকে বাড়ির পাশে মাছের বাজার বসে এতে তাঁর কেনো সমস্যা হচ্ছে?"

সব মিলিয়ে বিজেপি সাংসদের বাড়ির বাইরে মাছ বাজার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এখন দেখার এই মাছ বাজার রাজনীতি। কোন দিকে মোড় নেয়।

WestBengalBangla

Nov 23 2023, 18:37

মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্য ভবনের কর্তারা

এসবি নিউজ ব্যুরো: পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের পরিষেবা নিয়ে বারবার উঠেছিল প্রশ্ন। এরই মাঝে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্য ভবনের কর্তাদের। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিনিধি দল এসে পৌঁছায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।ঘুরে দেখেন মেদিনীপুর হাসপাতালের বিভিন্ন বিভাগ। কথা বলেন হাসপাতালে সুপার এবং মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপালের সাথে।

এরপরই একটি উচ্চপর্যায়ের বৈঠক হয় মেডিকেল কলেজে। বৈঠকে ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডা: সৌম্য শংকর সারেঙ্গী, মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মৌসুমী নন্দী, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার সহ জেলার স্বাস্থ্যকর্তারা।

এ দিনের বৈঠকে ক্যাথ ল্যাব, গাইনোকোলজি, অর্থোপেডিক, সহ একাধিক ওয়ার্ডের পরিকাঠামো নিয়ে কথা হয়, রেফার রোগ কমাতেও একাধিক ব্যবস্থা নেওয়ার কথা আলোচনা করা হয় এই বৈঠকে। এছাড়াও এদিন স্বাস্থ্য কর্তা কথা বলেন ডাক্তারি পড়ুয়াদের সঙ্গেও।

WestBengalBangla

Nov 23 2023, 18:36

ময়নাগুড়ি তিস্তা সেতু সংলগ্ন এলাকায় হাতির দল, ঘটনাস্থলে বন দপ্তর

এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়ির ময়নাগুড়ি তিস্তা সেতু সংলগ্ন এলাকায় চলে আসল প্রায় ১৫-১৬টি হাতির একটি দল। দলটিতে ২-৩টি শাবকও রয়েছে। বৃহস্পতিবার তিস্তা সেতুর পাশে হাতিগুলিকে দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায় এলাকায়। তিস্তা রেল সেতুর কাজের জন্য এই স্থানে রেলের ঠিকাদারি সংস্থার তরফে একটি ক্যাম্প করা হয়েছিল। ওই ক্যাম্পটি ভাঙচুর চালায় হাতির দলটি। এদিন দীর্ঘ সময় হাতির দলটি তিস্তা সেতুর পাশেই ছিল।

এলাকার বাসিন্দাদের বক্তব্য, এই এলাকায় এর আগে হাতির আসেনি। হাতিগুলি যেখানে দাঁড়িয়েছিল তার পাশে রেললাইন ও জাতীয় সড়ক রয়েছে। কোনভাবে সেখানে হাতিগুলি রেললাইন কিংবা জাতীয় সড়কে উঠে পড়লে সমস্যা বাড়ার সম্ভাবনা ছিল। যদিও তার আগেই খবর পেয়ে বন দপ্তরের থেকে কর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে দলটি নদীর মাঝখানে চলে যায়। সেখানেই জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা যায় হাতিগুলিকে।

WestBengalBangla

Nov 23 2023, 13:44

চাকরি দেওয়ার নামে নগরোন্নয়ন দপ্তরে জালিয়াতি, গ্রেফতার ২

এবার জালিয়াতির অভিযোগ উঠলো নগরোন্নয়ন দপ্তরে । অভিযোগ উঠে এল চাকরি দেওয়ার নাম করে ৩৭ লক্ষ টাকা জালিয়াতির । এই ঘটনা প্রকাশ্যে আসতেই ২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে লালবাজারের পুলিশ। অভিযুক্তরা হলেন- সায়ন্তন দাস ও প্রকাশ বসু। জানা গিয়েছে, উত্তর কলকাতার দুই বোন সরকারি চাকরির জন্য পড়াশুনা করছিলেন। সেইসময় একটি নেমন্তন্ন বাড়িতে তাদের সঙ্গে আলাপ হয় প্রকাশ বসুর। সেই সময় প্রকাশ জানান তাদের দুই বোনকেই চাকরি করে দেবেন নগরোন্নয়ন দপ্তরে। তাঁর সঙ্গে নবান্নের খুব ভাল সম্পর্ক রয়েছে। তাই তাদের দুই বোনকে দিতে হবে না পরীক্ষা। তবে তাঁর বিনিময় প্রকাশকে দিতে হবে ৩৭ লক্ষ টাকা ।

তা শুনে দুই বোন কয়েক দফায় টাকা দিয়ে দেয় প্রকাশকে। এরপরেই প্রকাশ দুই তরুণীকে নগরোন্নয়ন দপ্তরের নিয়োগ পত্র দেন। তবে ওই দুই তরুণী ওই নিয়োগ পত্র নিয়ে নবান্নে নথি জমা দিতে গিয়ে জানতে পারে তাদের নিয়োগপত্রটি ভুয়ো। শুনে স্বাভাবিকভাবেই তাঁরা অবাক হন। এর পরই তাঁরা উত্তর কলকাতার জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের করেন। এর তদন্তভার নেয় লালবাজারের গোয়েন্দা বিভাগে প্রতারণা দমন শাখা। তদন্তের সময় পুলিশ জানতে পারে এই জালিয়াতিতে প্রকাশের সঙ্গে যুক্ত রয়েছেন সায়ন্তন দাস।

তিনিও সেই টাকার অংশীদারি। ইতিমধ্যেই প্রকাশ এবং সায়ন্তনকে গ্রেফতার করেছে পুলিশ । তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারেন এই জালিয়াতি কাণ্ডে আরও ১ জন যুক্ত রয়েছেন । সেই পলাতক ব্যক্তিকে খোঁজা শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এই পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

WestBengalBangla

Nov 23 2023, 10:59

*দলের MP-MLA হবো না,জানালেন কুণাল ঘোষ*

সারদাকাণ্ডে প্রথম গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ। এগারো দফা তলব এবং জেরার পর ২০১৩ সালের ২৩ নভেম্বর কুণাল ঘোষকে গ্রেপ্তার করেছিল আইপিএস রাজীব কুমারের নেতৃত্বাধীন সিট। প্রায় তিন বছরের বন্দিদশা কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছিলেন বর্তমান তৃণমূল কংগ্রেসের মুখ্যপাত্র কুণাল ঘোষ।

এরপর কুণালের গ্রেফতারি সময়কাল কেটে গেছে ১০ বছর । তাই ২৩ নভেম্বরের পূর্ব ঘটনাকে রোমন্থন করলেন কুণাল ঘোষ। তিনি জানান, ঠিক দশ বছর আগে আজকের তারিখে বিনা দোষে চক্রান্তমূলকভাবে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। অনেকে ভেবেছিল আমি ধ্বংস হয়ে যাব। ঈশ্বরের আশীর্বাদে এখনও আছি। মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলায় জর্জরিত থেকেও আইনে লড়ছি। জীবনযুদ্ধে লড়ছি। সাংবাদিকতা, লেখালিখি, রাজনীতিতে আছি, লড়াই করছি। রাজ্য, কেন্দ্র দুই সরকারের এজেন্সির বিরুদ্ধেই লড়াই চলছে।কঠিনতম দিনগুলিতে যে কয়েকজন পাশে ছিল, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।আমার এবং আমার ঘনিষ্ঠদের সেদিনের চোখের জল, আর্তনাদ বৃথা যাবে না। সময় তা প্রমাণ করবে। ঈশ্বরের বিচার থেকে ষড়যন্ত্রীরা বাদ যাবে না।‘

পাশাপাশি কুণাল আরও জানান, ‘ আমি তৃণমূল কংগ্রেস করছি শুধু এটা প্রমাণ করতে যে মন থেকেই দলটা করে এসেছি, আমি একজন সৈনিক এবং কুণাল ঘোষ বেইমান নয়। আমি দলের এমপি, এম এল এ হব না। দলের তরফে জনপ্রতিনিধি হব না। যতদিন ইচ্ছে থাকবে সসম্মানে দলের সাংগঠনিক কাজ করব। তারপর জীবন যেভাবে বলবে, সেইভাবে চলব।গ্রেপ্তারের দিনগুলো এবং আমার ঘাড়ে কলঙ্ক চাপানোর আগেও ভুলিনি, কোন দিনও ভুলব না।‘

WestBengalBangla

Nov 23 2023, 06:55

*রাজ্যজুড়ে শীতের আমেজ,জেনে নিন আজকের আবহাওয়া*


 ধীরে ধীরে বাড়ছে শীত। চলতি সপ্তাহেই বেশ ঠান্ডা পড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই রাজ্যজুড়ে শীতের আমেজ। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই শীতের আগমনী।কলকাতাতেও কিছুটা তাপমাত্রার পতন হয়েছে। ভোরের দিকে ভালো ঠান্ডা অনুভূত হচ্ছে তিলোত্তমায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহেই কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নামতে পারে। 

উইকএন্ডে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির কাছাকাছি থাকবে।আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বৃহস্পতিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে। যা এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে। পূবালী অক্ষরেখা রয়েছে শ্রীলঙ্কা থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত। এই ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকার বেশ কিছু রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

জোর বৃষ্টিরপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু এবং কেরালায়। অন্ধ্রপ্রদেশ, কেরালের মাহে, তামিলনাড়ু, কর্ণাটক, পন্ডিচেরিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। যদিও এ রাজ্যে এই পশ্চিমী ঝঞ্ঝা কোনও প্রভাব ফেলবে না। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রী সেলসিয়াস ।