সূর্যযানের ট্রাকিং এবার নদীয়ায়, এই সিস্টেমের অন্যতম সদস্য নদীয়ার বরুণ বিশ্বাস!
নাদিয়া:সফল চন্দ্রযান গর্বিত দেশবাসী এরপর ইসরোর কাছে নয়া চ্যালেঞ্জ সূর্য মিশন যা আজ শনিবার সকাল ১১:৫০ মিনিটে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেয় ইসরোর রকেট আদিত্য এল ওয়ান আর আরো।চন্দ্রযানের মতই সূর্যযানের ট্রাকিং সিস্টেমেরও অন্যতম সদস্য নদীয়ার বরুণ বিশ্বাস।
চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রমের গোটা যাত্রা ট্রাকিং এর কাজে নিযুক্ত ছিলেন বরুণ এরপরেই সূর্যযান ট্রাকিং সিস্টেমে কাজ করার সুযোগ পান নদীয়ার কালীনারায়নপুর রাধানগরের এলাকাবাসী বরুণ বিশ্বাস ।
অর্থ কষ্ট নিয়ে বড় হওয়া বরুণ ইসরোয় মহাকাশ গবেষক ১০ বছর ধরে ইসরোতে কর্মরত।নদীয়ার বিজ্ঞানী বরুণ বিশ্বাসদের মত এ প্রজন্মের বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমে চন্দ্রযান সফল অবতরণের পর বিশ্ববাসী দেখেছে চাঁদের অনেক ছবি, জেনেছে অজানা নানা তথ্য।এবার সূর্যের অদেখা অজানা অংশের খোঁজ পাওয়ার অপেক্ষায় গোটা দেশ তথা নদিয়াবাসী।
Sep 02 2023, 16:13