*নজরে ২০২৪, মুম্বাইতে বৈঠক 'INDIA' বনাম 'NDA'*
বিরোধী জোট 'ইন্ডিয়া'-র মোকাবিলায় উল্টো কৌশল
নিতে তৈরি হচ্ছে বিজেপি এবং তাদের জোট এনডিএ। তৃতীয়বার 'ইন্ডিয়া' জোট বৈঠকে বসবে বৃহস্পতিবার এবং শুক্রবার ।বিরোধীদের এই জোট ঘিরে গেরুয়া শিবিরে দুশ্চিন্তা বাড়ছে বলে কারও কারও পর্যবেক্ষণ। দেশের বিভিন্ন লোকসভা আসনে 'ইন্ডিয়া'র প্রভাব বুঝতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । পাশাপাশি কর্নাটকের বিধানসভা নির্বাচনে বিজেপির হারের পর থেকেই ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে ইন্ডিয়া জোট।
তাই ওই দুই দিনই মুম্বইতে অনুষ্ঠিত হবে বিজেপি নেতত্বাধীন এনডিএ জোটের বৈঠক । মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে ২৭টি দল উপস্থিত থাকতে চলেছে। আর এনডিএ-র বৈঠকে বিজেপি ছাড়া উপস্থিত থাকবে এনসিপি ও শিবসেনা ভেঙে বেরিয়ে আসা নেতারা। জানা গিয়েছে, বৃহস্পতিবার এনডিএ-র তিন দলের নেতারা মুম্বইতে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সরকারি বাংলোয় বৈঠকে বসে আসন সমঝোতা এবং নির্বাচনী ইস্যু, বিরোধীদের মোকাবিলা ইত্যাদি বিষয়ে আলোচনা করবেন।
শুক্রবারের আলোচনা হবে ভার্চুয়াল মাধ্যমে। অন্যদিকে মুম্বইতে ইন্ডিয়া জোট বৈঠকের আয়োজক মহারাষ্ট্র বিকাশ আগারির নেতারা জানিয়েছেন, বৃহস্পতিবার জোটের লোগো প্রকাশ করা হবে। এছাড়া জোটের বার্তাবাহী একটি স্লোগানও চালু করা হতে পারে।
Aug 30 2023, 15:45