*করণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার জেরে বাতিল একাধিক ট্রেন*
দুর্ঘটনার জেরে আজ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া, শালিমার থেকে ছাড়বে না বহু ট্রেন। হাওড়াগামী বহু ট্রেনও বাতিল হয়েছে। এদিকে বহু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই আবহে এই সব ট্রেনের তালিকা প্রকাশ করেছে রেল। দেখে নিন সেই তালিকা।
বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে কয়েকটি হল - ২২৮৯৫ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, ২২৮৯৬ পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, ১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস, ১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস, ১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস, ২২৮৯০ পুরী-দিঘা সমুদ্রকন্যা এক্সপ্রেস ।
১৮০২১ খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস, ০৮০৬৩ খড়্গপুর-ভদ্রক, ১২৬৬৬ কন্যাকুমারী-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, ১২৮৪২ চেন্নাই সেন্ট্রাল-শালিমার করমণ্ডল এক্সপ্রেস, ০৮০৬৪ ভদ্রক-খড়্গপুর, ১৮০৩৮ জাজপুর কেওনঝড়-খড়্গপুর এক্সপ্রেস, ১৮০৪৪ ভদ্রক-হাওড়া বাঘাযতীন এক্সপ্রেস, ১২৮৬৪ হাওড়া-SMVT বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস।
এদিকে ০৮০৩১ বালাসোর-ভদ্রক, ০৮৪১১ বালাসোর-ভুবনেশ্বর, ০৮৪১৫ জলেশ্বর-পুরী, ১২৮৯১ বাঙ্গিরিপোষি-পুরী ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস, ০৮৪১৬ পুরী-জলেশ্বর, ০৮৪৩৯ পুরী-পাটনা স্পেশাল, ০৮০৩২ ভদ্রক-বালাসোর স্পেশাল ট্রেন, ১২৮১৫ পুরী-আনন্দবিহার টার্মিনাল নন্দন কানন এক্সপ্রেস, ১২৫৫১ SMVT বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস, ১২২৫৩ SMVT বেঙ্গালুরু-ভাগলপুর অঙ্গ এক্সপ্রেস, ১২৮৯২ পুরী-বাঙ্গিরিপোষি ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস, বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল।
Jun 03 2023, 14:53