*মৃত্যু মিছিল ! ৩০০ ছুঁই ছুঁই মৃতের সংখ্যা*
ওড়িশায় তিনটি ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ২৩৩ জন । বালাসোর জেলার বাহানগা বাজার রেল স্টেশনের কাছে আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ি দুর্ঘটনায় পড়ে। লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল এক্সপ্রেসের ১৫ টি বগি।
বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের দুটি বগিও লাইন থেকে ছিটকে যায়। বালাসোর কালেক্টরকে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং রাজ্য স্তর থেকে কোনও অতিরিক্ত সাহায্যের প্রয়োজন হলে এসআরসিকে অবহিত করা হয়েছে, বিশেষ ত্রাণ কমিশনার অফিস জানিয়েছে। ওডিশা সরকার বলেছে, "আমরা ঘটনাস্থলে ১৫টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছি এবং রোগীদের সোরো সিএইচসিতে স্থানান্তর করা শুরু হয়েছে।
আমরা আশা করছি কিছুকে উচ্চতর সুবিধায় রেফার করা হবে।" এখানে বালাসোরে কন্ট্রোল রুমের জরুরি নম্বর- 06782262286। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের পক্ষ থেকেও চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর, জানালেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
নম্বরটি হল- ০৩৩-২১৪৩৫২৬ এবং ০৩৩-২২৫৩৫১৮৫। টুইট করে মমতা লিখেছেন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে করমন্ডল এক্সপ্রেস। ওডিশা সরকারের সঙ্গে সবরকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বাংলা। ইতিমধ্যেই রাজ্য থেকে ৫-৬ জনের দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।
Jun 03 2023, 11:30