*বাঁকুড়ার প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া মরদেহ এসে পৌঁছালো কলকাতায়*
কলকাতা: মঙ্গলবার সন্ধ্যায় হায়দ্রাবাদ থেকে বিমানে কলকাতায় এসে পৌঁছালো প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম নেতা বাসুদেব আচারিয়ার মৃতদেহ। দলীয় পতাকা,ফুলের মালা নিয়ে দমদম বিমানবন্দরে প্রাক্তন সাংসদ কে শেষ শ্রদ্ধা জানালেন সিপিআইএম কর্মী সমর্থকরা।
![]()
সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য জানান," প্রাক্তন সাংসদদের মৃতদেহ সিপিআইএম রাজ্য সদর দপ্তর তথা আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হবে। সেখানেই দলের প্রথম সারি নেতারা শেষ শ্রদ্ধা জানাবেন। রাতে মরদেহ p7 এর রাখা থাকবে। আগামীকাল সকালে পুরুলিয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।
Nov 16 2023, 12:24