"হারাধনের দশটি ছেলে ",জ্যোতিপ্রিয়ের গ্রেফতারি নিয়ে মন্তব্য সুকান্তের

নিয়োগ দুর্নীতি মামলা থেকে গরু পাচার মামলা, রেশন বন্টন দুর্নীতি, একের পর এক গ্রেফতারি শাসক দলের নেতাদের। পার্থ চট্টোপাধ্যায়কে দল সাসপেন্ড করলেও তৃমমূলে রয়েছেন জীবন কৃষ্ণ সাহা, অনুব্রত মণ্ডলরা।

এবার গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক। একের পর এক দুর্নীতি মামলায় বাড়ছে গ্রেফতারির সংখ্যা। আর এবার ছোটেবেলার কবিতার কথা মনে করিয়ে শাসকদলকে খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বর্তমান বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতারির একটি ভিডিও পোস্ট করে সুকান্ত লিখেছেন, ''ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম 'হারাধনের দশটি ছেলে, রইলো বাকি....'!! কবিতাটি হঠাৎ মনে পড়লো! আইনের ঊর্ধ্বে কেউ না, অন্যায় যারা করেছে শাস্তি তাদের হবেই।''

রাত পোহালেই কোজাগরী লক্ষী পুজো, তার আগে চড়া দাম ফলের বাজারে

এসবি নিউজ ব্যুরো: রাজ্যজুড়ে পুজো কার্নিভাল শেষ হতেই লক্ষী পুজোর বাজার জমে উঠেছে। রাত পোহালেই কোজাগরি লক্ষীপূজা। জ বিভিন্ন বাজারে এবং রাস্তার ধারে সকাল থেকেই লক্ষ্মী পুজোর বাজার করতে দেখা গেল ক্রেতা বিক্রেতাদের। তবে ফলের দাম অতিরিক্ত বেশি হওয়ায় মধ্যবিত্ত মানুষ কাটসাট করছেন ফল কেনায়। যদিও বাজারে জিনিসের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে।

লক্ষ্মী পূজার বাজারে পুজোর বিভিন্ন সামগ্রী বাজারদর প্রতি কেজি

আপেল - ১২০/- থেকে ২০০/- টাকা।

পেয়ারা - ১৫০ টাকা।

আঙ্গুর - ২০০ টাকা।

কলা- ১০০ টাকা ২০ টা।

নারকেল - ৩ টা ১০০ টাকা।

ন্যাসপাতি- ১৫০ টাকা।

আনারস- ১০০ টাকা ৫ টা।

কমলালেবু- ১৫০ টাকা।

শুধু কি ফল?

লক্ষ্মী পুজোর সরঞ্জামেরও দাম বেড়েছে পাল্লা দিয়ে। মাটির ঘট ১০ টাকা থেকে শুরু, ধুপতি ২০ টাকা থেকে শুরু, সোলার কদম ফুল পিস প্রতি ৫ টাকা করে,পঞ্চশস্য সহ পুজোর সরঞ্জাম ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। লক্ষ্মী ঠাকুর প্রতিমা ৫০ টাকা থেকে শুরু। লক্ষীসড়া ৩০ টাকা থেকে শুরু।

*কার্নিভালের জেরে কেমন থাকবে যানজট? জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ২৭ শে অক্টোবর দিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। শুক্রবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে  আজ দুর্গাপুজোর কার্নিভাল থাকায় বন্ধ থাকবে রেড রোড। যানচলাচল হবে জহরলাল নেহেরু রোড এবং স্ট্যান্ডার্ড রোড দিয়ে। তবে বিকেলে কার্নিভালের পর বন্ধ করে দেওয়া হবে স্ট্যান্ডার্ড রোড। শুধুমাত্র জহরলাল নেহেরু রোড দিয়ে যানচলাচল হবে। 

 এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই শুক্রবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

*কমবে বৃষ্টি, রাজ্যে এবার শীতের আমেজ, ,জেনে নিন আজকের আবহাওয়া*


শনিবার লক্ষী পুজো। দুর্গাপুজোর শেষ দুদিন নবমী ও দশমীতে বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলায় কেটে গিয়েছে দুর্যোগ। দশমীর রাতেই বাংলাদেশে প্রবেশ করেছে হামুন। মধ্যরাতে বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল হয়। ঘণ্টায় সর্বোচ্চ ৯৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে। তবে পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়ে নি।

হাওয়া অফিস জানাচ্ছে, শীঘ্রই শীতের আমেজে গাঁ ভাসাতে পারবে রাজ্যবাসী। শুক্রবার দুই পরগনার কয়েকটি এলাকা সহ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টি হতে পারে। তবে তারপর থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও সেরম বৃষ্টির পূর্বাভাস নেই।

 সব জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। অর্থাৎ নির্বিঘ্নেই কাটবে লক্ষীপুজো। তবে বাংলায় ক্রমশ জাঁকিয়ে বসবে উত্তরে হাওয়া। আজ রাজ্যের তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। 

*আজকের রাশিফল ২৭ শে অক্টোবর (শুক্রবার)*


 

 

মেষ রাশিফল (Friday, October 27, 2023)

মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন। যারা নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছেন তাদের আজ খুব সতর্ক থাকা দরকার, অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে। শিশুর অসুস্থতা আপনাকে ব্যস্ত রাখবে। আপনার অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন। সঠিক উপদেশ গ্রহণ করুন যেহেতু আপনার তরফে সামান্য অবহেলাও সমস্যাটিকে আরো খারাপ করতে পারে। আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে। কর্মক্ষেত্রে উত্থিত কোন বিরুদ্ধাচারের মুখোমুখি হতে বিচক্ষণ এবং সাহসী হোন। আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথেই আপনাকে মদ্যপান থেকে বাঁচতে হবে নাহলে সময় নষ্ট হবে। আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়েই আপোস বলে মনে হয়? যদি হ্যাঁ হয় তাহলে আজ আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভাল জিনিস।

প্রতিকার :- পারিবারিক জীবনে খুশির জন্য পুরুষরা কপালে লাল তিলক এবং মহিলারা লাল সিঁদুর লাগান।

বৃষভ রাশিফল (Friday, October 27, 2023)

আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মত প্রস্ফুটিত হবে। আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনার নজর রাখা দরকার, অন্যথায় আপনি আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন। ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে। নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন। আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে। ভ্রমণের দ্বারা আপনার বাণিজ্যিক যোগাযোগ উন্নত হওয়া সম্ভব। আজকে আপনি আপনার প্রেমিকের সাথে সময় কাটাতে পারবেন আর উনার সামনে নিজের অনুভূতি রাখতে সক্ষম হবেন। আপনার বিবাহিত জীবন আজকের আগে এত রঙিন ছিল না।

প্রতিকার :- সমৃদ্ধি বৃদ্ধির জন্য সূর্যোদয়ের সময় ১১বার ‘ওম’ মন্ত্র পাঠ করুন এবং সূর্য প্রণাম করুন।

মিথুন রাশিফল (Friday, October 27, 2023)

আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। আপনি আজ আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে, কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে। বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন। প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন। দীর্ঘসময়ের স্থগিত সিদ্ধান্তগুলি চূড়ান্ত হবে এবং নতুন উদ্যোগের পরিকল্পনা মসৃণ হবে। আজকে আপনি টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে এতো ব্যাস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথা ভুলে যাবেন। আপনার স্ত্রী আজ সত্যিই ভাল মেজাজে থাকবে। তাই আপনি একটি সারপ্রাইজ পেতে পারেন।

প্রতিকার :- পরিবারে গুরুজনদের পা ছুঁয়ে প্রতিদিন সকালে আশীর্বাদ নিলে পরিবারে সবার মধ্যে আন্তরিকতা বজায় থাকবে।

কর্কট রাশিফল (Friday, October 27, 2023)

আপনার রুক্ষ মেজাজ আপনাকে কিছু ঝামেলায় ফেলতে পারে। একজন নিমন্ত্রিত অতিথি আজ আপনার বাড়িতে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যেতে পারে, যার কারণে আপনি পরের মাসে কেনার কথা ভেবেছিলেন এমন গৃহস্থালি জিনিসগুলিতে আপনার অর্থ ব্যয় করতে পারবেন। আপনার পিতামাতার স্বাস্হ্যের প্রতি অতিরিক্ত নজর এবং খেয়াল প্রয়োজন। নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিন আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন। তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভাল বোঝার সাথে শান্ত করবে। আজকে আপনি অফিসে ভালো ফলাফল পাবেন না।আপনার বিশেষ কেউ আজ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে।এই কারণে আজ আপনি সারাদিন সমস্যার মধ্যে থাকতে পারেন। যেই সম্পর্ককে আপনি গুরুত্ব দেন উনাকে সময় দেওয়াও আপন আপনাকে শিখতে হবে নাহলে সম্পর্ক ভেঙে যেতে পারে। এটি একটি অনুকূল দিন, কর্মক্ষেত্রে এটিকে ভালভাবে ব্যবহার করুন।

প্রতিকার :- ভালো স্বাস্থ্যের অধিকারী হবার জন্য সাদা রঙের মিষ্টি দান করুন ও নিজেও সেবন করুন।

সিংহ রাশিফল (Friday, October 27, 2023)

আপনার অসাধারণ মেধা ক্ষমতার আপনার অক্ষমতাকে জয় করতে সাহায্য করবে। শুধুমাত্র ইতিবাচক চিন্তার মাধ্যমেই আপনি আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন। কাউকে প্রভাবিত করার জন্য বেশী খরচ করবেন না। কোন প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে। কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ইন্ধন জোগাবে। যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউই আপনার সাথে ঝগড়া করতে পারবে না। হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন। রোমান্টিক প্রভাবগুলি আজকের দিনে প্রবল থাকবে। কর্মক্ষেত্রে ঠিক সময়ে সহকর্মীদের সহায়তায় কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাবেন। এটা আপনার পেশাগত উৎকর্ষতা বজায় রাখতে সাহায্য করবে। যে কোনো পরিস্থিতিই হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময় কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে। আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এটি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন।

প্রতিকার :- ফিটকিরি দিয়ে দাঁত পরিষ্কার করলে তা আপনার আর্থিক পরিস্থিতির ওপর ভালো প্রভাব দেবে।

কন্যা রাশিফল (Friday, October 27, 2023)

বন্ধুরা আপনাকে কোন বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষ্যণীয় প্রভাব ফেলবেন। জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে। অতএব, আজ থেকে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন, অন্যথায় সমস্যা দেখা দিতে পারে। আপনার জীবন সঙ্গীর অবহেলা সম্পর্কটিকে নষ্ট করতে পারে। আপনার খুশির সোনালী দিনগুলি ফিরে পেতে আপনার মূল্যবান সময় কাটান এবং মিষ্টি স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন। প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে। আজ কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। সেইজন্য আজ আপনার চোখ কান খোলা রেখে কাজ করা দরকার। আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগীতায় জয় পেতে সক্ষম হবেন। আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন।

প্রতিকার :- গণেশ চল্লিশা পাঠ করলে এবং এবং মন্ত্র উচ্চারণ করলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

তুলা রাশিফল (Friday, October 27, 2023)

আপনার স্ত্রীর স্বাস্হ্য চাপ এবং উদ্বেগের কারণ হতে পারে। অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে আজ কথা বলতে হবে। তাদের পরামর্শ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতিতে সহায়ক হিসাবে প্রমাণিত হবে। আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে। কাজের চাপের ফলে পরিবার এবং বন্ধুদের কোন সময় না দেওয়ার জন্য এখনো আপনার মন বিষাদে আচ্ছন্ন করবে। আপনাকে আপনার ঘরের ছোট সদস্যের সাথে সময় কাটানো শেখা দরকার। যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরে সাদৃশ্য করতে অসফল হবেন। আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজ বিষয়গুলিকে সত্যিই অবিশ্বাস্য দেখাবে।

প্রতিকার :- সুস্বাস্থ্য উপভোগ করতে রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন। পরদিন সকালে কাছের গাছে দুধ ঢেলে পাত্রটি খালি করুন।

বৃশ্চিক রাশিফল (Friday, October 27, 2023)

অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্হ্যের বিকাশ ঘটতে পারে। আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে। পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া এড়াতে আপনার মেজাজ নিয়ন্ত্রণ করুন। একইসঙ্গে বুঝতে হবে যে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর এবং এটি কিছু মারাত্মক ভুলের জন্য বাধ্য করতে পারে। স্বপ্ন,দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গীর সঙ্গ উপভোগ করুন। অংশীদারিত্বে একটি নতুন উদ্যোগ শুরু করার ভালো দিন। সবারই উপকৃত হওয়া সম্ভবপর। কিন্তু অংশীদারদের সাথে হাত মেলানোর আগে ভেবে নিন। ব্যবসা আর ব্যাবসার চেয়ে বেশি আজকে আপনি নিজের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন। এই কারণে আপনার পরিবারের মধ্যে সাদৃশ্য আসবে। নারীরা শুক্র থেকে এবং পুরূষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে, কিন্তু আজ এমন দিন যেখানে শুক্র ও মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে।

প্রতিকার :- গরুকে সাদা মিষ্টি জ্বাতীয় খাবার খেতে দিলে আপনি কর্ম জীবনে অনেক উন্নতি করবেন।

ধনু রাশিফল (Friday, October 27, 2023)

গর্ভবতী মায়েদের জন্য বিশেষ যত্নের দিন। আপনি কমিশন- ডিভিডেন্ট- বা রয়্যালটি থেকে বেনিফিট পাবেন। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন-বা কেনাকাটি করা অত্যন্ত আনন্দময় এবং আকর্ষণীয় হবে। প্রেমে অপ্রত্যাশিত মোড় সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ণ করে তুলবে। নিকটতম বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে এই চিহ্নটির ব্যবসায়ীরা আজ সমস্যায় পড়তে পারেন। আজ, কর্মক্ষম নেটিভদের কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায়। আজকেও আপনার মনের পরিস্থিতি এমনি থাকতে পারে। যারা বলে বিবাহ মানেই সেক্স তারা মিথ্যা কথা বলে। কারণ আজ আপনি প্রকৃত প্রেম কি তা জানতে পারবেন।

প্রতিকার :- কর্মজীবনে প্রগতির ঝড় তুলতে আপনার বাড়ির মুখ দরজায় সাতটি পেড়েক পুঁতে দিন।

মকর রাশিফল (Friday, October 27, 2023)

আপনি শক্তিতে পরিপূর্ণ থাকবেন এবং আজ অসাধারণ কিছু করতে পারেন। পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন, যা আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা টানটান করে তুলতে পারে। একঘেয়ে এবং অস্থির দিনে বন্ধু এবং স্ত্রী আপনার জন্য আরাম এবং খুশি বয়ে নিয়ে আসবে। কোন আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভবপর। অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হোন এবং তাঁরা কি বলতে চাইছেন তা থেকে শিখুন। যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে। আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়ে যায়।

প্রতিকার :- হিজড়ে সম্প্রদায়ের মানুষদের অসম্মান করবেন না কারণ তারা বুধের সাথে সম্পর্কিত, এর ফলে আপনার আর্থিক অগ্রগতি বজায় থাকবে।

কুম্ভ রাশিফল (Friday, October 27, 2023)

কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে- যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে। নির্দিষ্ট কিছু জরুরী পরিকল্পনা নির্বাহিত হওয়ায় আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে। আপনাদের মধ্যে কারোর গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা আছে। আপনার প্রিয়জন ঘৃণা বর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন। আপনার ভালবাসা একটি নতুন উচ্চতায় পৌছবে। দিনটি আপনার ভালবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে। এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার।যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যাক্তিত্ব কে মূল্যয়ন করুন। আপনি আপনার স্ত্রীর জন্য আজ অসুবিধা বোধ করতে পারেন।

প্রতিকার :- প্রেম জীবন কে সুদৃঢ় করার জন্য পাঁচটি লোহার পেরেক ও চুন কালো ও সাদা কাপড়ে বেঁধে বহমান জলে নিক্ষেপ করুন।

মীন রাশিফল (Friday, October 27, 2023)

আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন। আজকের দিনটি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভাল প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন। দিনের শেষ দিকে কোন পুরনো বন্ধু আপনার বাড়িতে সৌজন্যমূলক দেখাসাক্ষাৎ করতে আসবে। আপনার প্রিয়তমার প্রেমের জীবন আপনি আজ আশীর্বাদ করবে বলে মনে হয়। এই রাশির ছাত্র আজকে মোবাইলে পুরো দিন নষ্ট করতে পারে। আপনি একটি সুন্দর রোমান্টিক দিন পেতে পারেন, কিন্তু কিছু শারীরিক সমস্যা পীড়া দিতে পারে।

প্রতিকার :- আপনার প্রেমিক বা প্রেমিকাকে রুপার আংটি উপহার দিন প্রেম জীবনে শান্তি আসবে।

*রেশন দুর্নীতিতে গ্রেপ্তার জ্যোতিপ্রিয় মল্লিক*


রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। টানা প্রায় ২০ ঘন্টা তল্লাশির পর আজ ভোর রাত ৩ টে নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে। তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।

*বীর যতীন দাস জন্মদিন স্মরণে*

খেঁদুর যখন ন'বছর বয়স তখন মা হারালেন। তাই মা-হারা কনিষ্ঠ সন্তানটির প্রতি সমস্ত মমত্ব গিয়ে পড়ল পিতা বঙ্কিমবিহারী দাসের। সকল দুরন্তপনা আর স্নেহের আবদার অকৃপণ ভাবে মিটিয়ে দিতেন তিনি এবং তার পরিবারের অন্য সদস্যরা‌ও।

কিন্তু মাতৃস্নেহের ক্ষিধে কে মেটাবে তাঁকে? 

তাই বোধহয় একটু বড়ো হতেই তাঁর সমস্ত প্রেম গিয়ে পড়েছিল পরাধীন দেশ মাতৃকার চরণে।  

মিত্র ইনস্টিটিউশন থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেই যোগ দিলেন গান্ধীর অসহযোগ আন্দোলনে। ধরা পড়ে বন্দী হলেন ময়মনসিংহের সেন্ট্রাল জেলে। বাড়ির লোকেরা তখন কেউ জানেনা। সেদিন জেলে বন্দীদের প্রতি অমানুষিক দুর্ব্যবহারের প্রতিবাদে ২৩ দিন অনশন করে জেল সুপারের কাছ থেকে লিখিত এবং নিঃশর্ত ক্ষমা আদায় করে যখন বাড়ি ফিরলেন তখন পরিবারের সবাই তো অবাক হলেন‌ই এবং সমগ্র দেশে তাঁর নামে ধ্বনি উঠল

"বীর যতীন দাস জিন্দাবাদ।"

তারপর…

সালটা ১৯২৮ । 

আন্দোলনে আন্দোলনে জেরবার ইংরেজ সরকার।

পাশবিক দমননীতিতে ও স্তব্ধ করতে পারলনা বিপ্লবীদের।

ধূর্ত ইংরেজ নিল চালাকির আশ্রয়। গঠন করল সাইমন কমিশন। 

কমিশন ঠিক করবে ভারতীয়দের দুঃখ দুর্দশা কিভাবে লাঘব করা যায় ! ! !

বাহ্! এ যেন ভূতের মুখে রাম নাম ! ! অথচ একজনও ভারতীয়কে রাখা হলনা ঐ কমিটিতে। 

ভাবুন,

ওরা করবে ভারতীয়দের মঙ্গল সাধন ! ! 

বিপ্লবীরা মানলো না এই কমিশন।

অতএব যুদ্ধ জারি।

৩০ অক্টোবর।

পাঞ্জাবে লালা লাজপত রায়ের নেতৃত্বে অনুষ্ঠিত হল মৌন মিছিল। সেই মিছিলের উপর পুলিশের নৃশংস লাঠিচার্জ। ভগৎ সিংয়ের সামনে লুটিয়ে পড়লেন লাজপত। ১৭ দিনের মাথায় মারা গেলেন তিনি। 

স্থির হল এর প্রতিশোধ চাই!

পুলিশ প্রধান স্কট সাহেবের মৃত্যু চাই।

ভগৎই কাঁধে তুলে নিল এই দায়িত্ব। 

বিফল হল স্বপ্ন। স্কটকে মারতে গিয়ে 

ভগতের গুলিতে মারা পড়ল আন্ডারসন।

চুল দাঁড়ি কেটে ছদ্মবেশে পালিয়ে এলেন কলকাতায়, যতীন্দ্রনাথ দাসের কাছে ।

যতীন ও তখন ইংরেজদের কাছে দাগী আসামি।

লাহোর ষড়যন্ত্র মামলা সহ হাজারটা মামলা ঝুলছে তাঁর মাথায়। তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে তাঁকে। ধরা পড়লেই ফাঁসি!

তাতে কিসের ভয়! দেশের চেয়ে প্রাণ বড়ো?!!!

সুতরাং হানো আঘাত!

ঠিক হল, লেজিসলেটিভ আ‍্যসেমব্লিতে বোমা ফেলতে হবে।

এই কাজে যতীন সবরকম সাহায্য করতে লাগলো।

বাংলার বিপ্লবীদের সাথে পরিচয় করিয়ে এবং অস্ত্র শস্ত্র যোগাড় করে ভগৎ সিং কে দিলেন।

১৯২৯ এর ৮ ই এপ্রিল।

নিচ্ছিদ্র পুলিশি প্রহরা ভেদ করে নির্ভীক ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত আ‍্যসেমব্লিতে বোমা নিক্ষেপ করলেন।

বাইরে তাদেরকে উদ্ধার করে আনতে অপেক্ষা করছিল যতীন দাস সহ অন‍্য বিপ্লবীরা।

ধরা দিলেন ভগৎ আর বটুক দত্ত।

দুমাস পর ধরা পড়লেন যতীন। লাহোর জেলে চালান করা হল তাঁকে। 

জেলের ভেতর একি জঘন‍্য পাশবিক অত্যাচার! জেল কর্তৃপক্ষকে প্রতিবাদ জানিয়ে ও কোন লাভ হলোনা।

যতীন দাস অনশন শুরু করলেন। 

টানা ৬৩ দিন! এই ৬৩ দিনের মধ্যে অনশন ভাঙানোর জন্য 

অভূক্ত এই মানুষটির প্রতি সভ‍্যতা দেখানো তো দূরের কথা প্রতিদিন নির্যাতন করেছে, তাঁর বুকের উপর পা তুলে খাওয়ানোর চেষ্টা হয়েছে।

অবশেষে ১৩ সেপ্টেম্বর, মাত্র ২৪ বছর বয়সে মৃত‍্যুকে বরণ করেন বীর বিপ্লবী যতীন্দ্রনাথ দাস।

প্রতিবাদে ফেটে পড়ে সমগ্র ভারতবর্ষ।

সুভাষ চন্দ্র নিজের উদ্যোগে যতীন দাসের লাশ লাহোর থেকে ট্রেনে করে কলকাতায় নিয়ে এলেন।

দু লক্ষের ও অধিক মানুষ শেষ যাত্রায় অংশগ্রহণ করেছিল সেদিন।

প্রতিবাদে রবীন্দ্রনাথ সেই রাতেই লিখলেন

 'সর্ব খর্ব তারে দহে তব ক্রোধ দাহ' গানটি , যেটি পরে 'তপতী' নাটকে অন্তর্ভুক্ত হয়।

আজ তাঁর ১২০তম জন্মদিনে এই মৃত্যুঞ্জয়ী অমর বীরকে চোখের জলে শ্রদ্ধা পাল।

*গেরুয়া শিবিরে ভাঙন, তৃণমূলে যোগদান BJP বিধায়কের*


লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে ভাঙন। বৃহস্পতিবার তৃণমূলে যোগ দেন বাঁকুড়ার কোতলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে বিজেপি বিধায়ককে দলে স্বাগত জানান। ইতিমধ্যেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে তৃণমূলের তরফ থেকে। 

তৃণমূলের তরফে জানানো হয়েছে, "সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাঁকুড়া কোতলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার আমাদের হাত ধরলেন। এই পদক্ষেপ জনস্বার্থ ও মা-মাটি-মানুষের কাজের করার জন্য ইতিবাচক। তৃণমূল কংগ্রেস পরিবারে আমরা তাঁকে স্বাগত জানাই। আমরা বাংলার উন্নয়ন করতে বদ্ধপরিকর। আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলার উন্নয়নের জন্য কাজ করব।' তবে এই যোগদানের পর বিরোধী শিবিরের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

*ফটো গ্যালারী* পুজো কার্নিভাল জমজমাট জলপাইগুড়ি।কলকাতার টানা রিকশো দেখা গেল এই কার্নিভালে।
কলকাতার পাশাপাশি প্রত্যেক জেলা জুড়েই এবার দুর্গাপুজোর কার্নিভাল আয়োজন

কলকাতার পাশাপাশি প্রত্যেক জেলা জুড়েই এবার দুর্গাপুজোর কার্নিভাল আয়োজন করা হচ্ছে। উত্তর ২৪ পরগনার সদর শহর বারাসাতে ২০ টি পুজোকমিটি তাদের প্রতিমা নিয়ে অংশগ্রহণ করেছে এই কার্নিভালে।এই কার্নিভাল অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্যের খাদ্য দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা বিধায়ক রথীন ঘোষ, জেলা শাসক শরদকুমার দ্বীবেদী, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি সহ অন্যান্য স্থানীয় জেলা পরিষদের নেতৃবৃন্দ।