*নির্বাচনে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি কমিশনের*


 পঞ্চায়েত নির্বাচন নিয়ে বারবার হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টে ধাক্কা খাওয়ার পর হুশ ফিরল নির্বাচন কমিশনের । বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রের কাছে ৮০০ কোম্পানি বাহিনী চাইল রাজ্য নির্বাচন কমিশন। বুধবার এ ব্যাপারে কলকাতা হাই কোর্ট একটি নির্দেশ দিয়েছিল কমিশনকে। সেই নির্দেশ অনুসারে ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, অন্তত সেই সংখ্যক তার বেশি আধাসেনা জওয়ান এবারের ভোটেও মোতায়েন করতে বলেছিল আদালত।

একই সঙ্গে কমিশনকে বলা হয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যে ওই বাহিনী চেয়ে কেন্দ্রের কাছে আবেদন করতে হবে কমিশনকে। এছাড়াও এর পাশাপাশি ২০১৩ সালের তুলনায় বেশি সংখ্যক বাহিনী মোতায়েন করে নির্বাচন করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এবার সেই রায়কে সমর্থন করে কেন্দ্রের কাছে ৮০০ কোম্পানির বাহিনী চাইল কমিশন। যদিও ভোট নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতিই জানিয়েছেন, এ বারের পঞ্চায়েত ভোট অনেক বেশি শান্তিপূর্ণ। মমতা গত বেশ কয়েক বছরের পঞ্চায়েত ভোটের পরিসংখ্যান প্রকাশ করে বলেছেন, এর আগে এত শান্তিপূর্ণ ভোট হয়নি রাজ্যে। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গ। তবে , সূত্র মারফর জানা যাচ্ছে, কাল সকাল থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিমী মোতায়েন হতে চলেছে রাজ্যে।

*কমিশনার মনোনয়নকে ঘিরে মমতা- রাজ্যপাল সংঘাত*


রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহার ওপর ক্ষুব্ধ রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কমিশনার পদে রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট গ্রহণ করেননি সি ভি আনন্দ বোস। ফলে ওই পদে আর রাজীব সিনহার কার্যকরিতা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। পাল্টা রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে শাসক দল তৃণমূল। সেই নিয়ে এবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সাফ বক্তব্য, এই বিষয়ে রাজ্য সরকারের কাছে কোনও তথ্য নেই। মুখ্যমন্ত্রী রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট নিয়ে বলেন,'আমাদের কাছে এই ব্যাপারে কোন খবর নেই ।

এমন ঘটনা আগে কখনও ঘটেনি, এটা অভূতপূর্ব ঘটনা। এটা একটা সাংবিধানিক পদ। তাঁকে শপথ নিতে হয়। উনি ফাইল ক্লিয়ার করেছিলেন।সবকিছু এত সহজ নয়। রাজ্যপালই রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহাকে নিয়োগ করেছিলেন। কোনও কিছু চাপিয়ে দেওয়া হয়নি। কমিশনারকে সরাতে হলে বিচারপতিদের ইমপিচমেন্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।' উল্লেখ্য, এদিন হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চেও রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরত চাওয়ার প্রসঙ্গটি উঠেছিল। বিচারপতি এই বিষয়ে জানতে চেয়েছিলেন। কমিশনার আদৌ দায়িত্বে আছেন কি না? জবাবে কমিশনের তরফে বলা হয়েছিল, কমিশনার নিজের দায়িত্বে আছেন। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনারে নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই রাজ্যপাল জানান, 'রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহাকে মন্ত্রিসভার সুপারিশক্রমেই নিয়োগ করেছিলাম। ভেবেছিলান উনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ভোট করাতে পারবেন। কমিশনারের নিরপেক্ষ হওয়া প্রয়োজন। কিন্তু ওনার কাজে বাংলার মানুষ হতাশ।' উল্লেখ্য, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ফের শুরু হয়েছে রাজ্য সরকার বনাম রাজ্যপাল সংঘাত।

*কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান*


পঞ্চায়েত নির্বাচনের আগেই ফের কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান। এবার ঘটনাটি বীরভূমের হাঁসন বিধানসভা একাকার নলহাটি ২ ব্লকের বারা গ্রামে ঘটেছে। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় ৩০০ জন কর্মী ও সমর্থক। বুধবার নলহাটির বারা গ্রামের কংগ্রেসের অঞ্চল সভাপতি সৈয়দ শাহ জাফর আলী তার দলের ৩০০ জন কর্মী নিয়ে তৃণমূলে যোগদান করেন।

*বঙ্গোপসাগরে গভীর ঘূর্ণাবর্ত! জেনে নিন আজকের আবহাওয়া*

বৃহস্পতিবার আবহাওয়া দফতর জানিয়েছে আগামী তিনদিনে গাঙ্গেও পশ্চিমবঙ্গের তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে এক ধাক্কায়। এরপর ২ দিন অপরিবর্তিত থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া । পশ্চিমের জেলাগুলিতে আর তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় নেই। বর্ষা অগ্রসর হওয়ায় রাজ্যের সব জেলাতেই বৃষ্টি হতে থাকবে।পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে।

তাই আজকে বিকেলের পর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এই সবকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজ শহরের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। 

*আজকের রাশিফল ২২শে জুন ( বৃহস্পতিবার)*


মেষ: ব্যবসায়ের উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে।এলোমেলো পরিস্থিতি এখন মিটে যাবে। আপনি সুখ এবং মানসিক শান্তি অনুভব করবেন, আপনি সুস্বাস্থ্যেরও আশা করতে পারেন। আপনি আপনার পেশাগত জীবনে দক্ষতার সাথে কাজ করতে পারেন। 

বৃষ: আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন। আপনার অধীনস্থরা আপনাকে ব্যবসার মধ্যে কিছু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে। সন্তানদের লেখাপড়া আপনাকে ব্যস্ত রাখবে। সন্তানের স্বাস্থ্য আপনাকে বিরক্ত করতে পারে। ভাগ্য আপনাকে সাফল্যের উপায় খুঁজে পেতে সাহায্য করবে।

মিথুন: আপনার সুখ আপনাকে হতাশার চেয়ে বেশি আনন্দ দেবে। আপনার কঠোর কথাবার্তা নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে, প্রেমময় দম্পতিকে অকেজো বিষয় নিয়ে আলোচনা এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় সম্পর্কের মধ্যে ফাটল হতে পারে।

কর্কট: সময় এবং অর্থকে মূল্য দেওয়া উচিত অন্যথায় ঝামেলা হতে পারে। আপনার কষ্টার্জিত অর্থ অকেজো জিনিসগুলিতে ব্যয় করবেন, যা আপনার সঞ্চয়কে প্রভাবিত করতে পারে। আপনি আপনার ভাইবোন এবং নেটওয়ার্কের সাহায্যে কিছু নতুন উদ্যোগ শুরু করার পরিকল্পনা করতে পারেন।

সিংহ: ভালোবাসার ক্ষেত্রে বিবেচনা করার শক্তি ব্যবহার করুন। আপনি পেশাদার এবং পারিবারিক জীবনে আপনার প্রতিটি কাজ ভালো হবে। আপনি আপনার পারিবারিক ব্যবসায় একটি বড় কাজের সুযোগ আশা করতে পারেন। যা ব্যবসার মধ্যে কিছু বৃদ্ধি এনে দেবে।

কন্যা: মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনি কিছু ইতিবাচক শক্তি পেতে পরিবার বা বন্ধুদের সাথে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন। আপনি কিছু পরিমাণ আধ্যাত্মিক জায়গায় বা কিছু দাতব্য দান করবেন। স্ত্রীর সাথে মানসিক সম্পর্ক আরও ভাল হবে, যার কারণে ঘরোয়া সম্প্রীতি বজায় থাকবে।

তুলা: চাপের কারণে ছোটখাটো অসুস্থতা দেখা দিতে পারে। আপনি মনে শক্তি অনুভব করবেন | আপনার মুড ভাল থাকবে | অফিসের বাইরে অন্য কাজে কিছুটা চাপ হতে পারে। কিন্তু আপনার ভালো অন্তর্নিহিত বোঝাপড়ার জন্য সবকিছু সহজেই মিটে যাবে। 

বৃশ্চিক: দুশ্চিন্তা এবং চাপ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। ভাইবোনের সাথে সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হতে পারে। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার ব্যবসা সম্প্রসারণে আপনাকে সাহায্য করবে। আপনার নেটওয়ার্ক আপনাকে আপনার ব্যবসা বাড়াতে সাহায্য করবে।

ধনু: গভীর অনুভূতি এবং দুঃখকে কাছের বন্ধুর সাথে ভাগ করে নিতে পারেন।স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হতে পারে। আপনি ধৈর্যের অভাব অনুভব করবেন, যার কারণে আপনি বিভ্রান্ত হতে পারেন। আপনার প্রকৃতিতে শুষ্কতা থাকতে পারে, যা ব্যক্তিগত জীবন এবং পারিবারিক সম্প্রীতিকে প্রভাবিত করতে পারে।

মকর: বাস্তবধর্মী পরিকল্পনা করুন যাতে সেগুলো পূরণ করতে পারেন। আপনার চাকরিতে কিছু নতুন দায়িত্ব আসবে। আপনি পারিবারিক বা সামাজিক সমাবেশে ব্যস্ত থাকবেন। সন্তানদের পড়ালেখা আপনাকে ব্যস্ত রাখবে, সন্তানদের শিক্ষা সংক্রান্ত সুখবর শুনতে পাবেন।

কুম্ভ: আপনার প্রিয়়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে। ব্যবসার উন্নতির জন্য আপনি কিছু নতুন পরীক্ষা-নিরীক্ষা করবেন। আপনি কিছু সেমিনার বা শিক্ষামূলক কাজে ব্যস্ত থাকবেন, যা আপনার জ্ঞান বাড়াতে পারে। প্রেমিক দম্পতি পারিবারিক সমস্যা নিয়েও ব্যস্ত থাকবেন।

মীন: আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন। আপনি আপনার সন্তানদের জন্য কিছু নতুন বিকল্পে বিনিয়োগ করার পরিকল্পনা করতে পারেন। আপনি বিরক্তিকর বোধ করবেন এবং আপনার মনে আশাহীনতার অনুভূতি আসতে পারে।

*২০১৩ থেকে বেশী কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবারের পঞ্চায়েত ভোট করতে হবে নির্দেশ হাইকোর্টের*


২০১৩ থেকে বেশী কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবারের পঞ্চায়েত ভোট করতে হবে নির্দেশ হাইকোর্টের। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর করা আদালত অবমাননার মামলায় বুধবার এই নির্দেশ দেয় প্রধান বিচারপতি টি এস শিভাগ্নানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় ২৪ ঘণ্টার মধ্যে সব জেলায় পর্যাপ্ত বাহিনী মোতায়েনে জন্য কেন্দ্রের কাছে বাহিনী চাইবে রাজ্য কমিশন।

২০১৩ সালে যে পরিমাণ বাহিনী মোতায়েন ছিল তার থেকে কম বাহিনী চাইলে হবে না, বরং তার থেকে বেশি চাইতে হবে, কারণ এখন জেলার সংখ্যা বেশি।প্রধান বিচারপতি মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দেওয়া হয়নি।মূল্যায়নের কাজ সততার সাথে এবং নিরপেক্ষ ভাবে কাজ করবে বলে আদালত আশা করে । নির্বাচন কমিশন স্বতন্ত্র ভাবে কেন কোন সিদ্ধান্ত নিচ্ছে না সেটা স্পষ্ট নয়।মূল্যায়নের কাজের দ্বায়িত্ব কমিশনের ওপর ছাড়া হয়েছিল। কিন্তু তারা অযথা বিষয়টি দীর্ঘায়িত করেছে। তাই সব জেলায় বাহিনী দিতে আমরা বাধ্য হয়েছিলাম মন্তব্য প্রধান বিচারপতির। এছাড়াও ডিভিশন বেঞ্চ মনে করে ২২ কোম্পানি পর্যাপ্ত নয় বলেই আমাদের প্রাথমিক মতামত।২০১৩ সালে কেন্দ্রীয় বাহিনীর জন্য এই কমিশন সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল, আমরা বুঝতে পারছি না এই নির্বাচনে সেই কমিশনের স্বতন্ত্রতার কি হলো ? রাজ্য কমিশন সক্রিয় নয়। তাই আদালতে নির্দেশ মানতে উৎসাহ দেখাচ্ছে না। আদালতে নির্দেশকে কার্য্যকর না করার সব পদক্ষেপ কমিশন করছে মন্তব্য প্রধান বিচারপতি। যদি নির্বাচন কমিশনার তার দ্বায়িত্ব পালন অপারক হন, তাহলে তিনি পদ ছেড়ে দিন।

মামলার শুনানিতে বিজেপি সওয়াল মাত্র ১৭০০ জন কেন্দ্রীয় জওয়ান চাওয়া হয়েছে ।ইচ্ছাকৃত ভাবে আদালতের সঙ্গে প্রতারণা করছে রাজ্য নির্বাচন কমিশন। আমরা সংবাদপত্রে পড়েছি যে ২২ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে । মন্তব্য প্রধান বিচারপতির।

বিজেপির সওয়াল ৫ রাজ্যের কাছে যে পুলিশকর্মী চাওয়া হয়েছে তাদের ৬ ই জুলাই থেকে মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুধু কি নির্বাচনের দিনের জন্য নিরাপত্তা দেওয়া কলকাতা হাইকোর্টের উদ্দেশ্যে ছিল ?

আদালতের উদ্দেশ্য ছিল গোটা পর্বের নিরাপত্তা সুনিশ্চিত করা। - মন্তব্য প্রধান বিচারপতির।

অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি মন্তব্য প্রধান বিচারপতির।

এটা ঠিক করা কি আদালতের কাজ যে ১৭০০ জন কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার জন্য পর্যাপ্ত হবে ? নাকি ৮০ হাজার হবে ? নাকি ৮ লাখ বাহিনী লাগবে ? - মন্তব্য প্রধান বিচারপতির। আমরা তো কমিশনের ওপরই মূল্যায়নের কাজ ছেড়েছিলাম। - মন্তব্য প্রধান বিচারপতির।প্রাথমিকভাবে এই পরিমাণ বাহিনী অপর্যাপ্ত বলে মনে হচ্ছে। - মন্তব্য বিচারপতির।

যারা ৬ ই জুলাই আসবে তাদের এলাকায় পৌঁছাতেই তো জুলাই দুপুর হয়ে যাবে। - মন্তব্য প্রধান বিচারপতির।

মানুষ যদি প্রশাসনের ওপর আস্থা হারায় তাহলে নির্বাচন করে কি লাভ ? - মন্তব্য প্রধান বিচারপতির।

আমাদের কি কমিশনের নিরপেক্ষতার ওপর সন্দেহ করা উচিত ? আপনারা নিরপেক্ষ সংস্থা . আপনারা Dotted Line এর ওপর কেন হাঁটবেন ? - মন্তব্য প্রধান বিচারপতির।

মামলার সময় কমিশনের একজন আধিকারিক আদালতে উপস্থিত থাকতে পারেন না ? তারা এত ব্যস্ত ? আমরা তো দেখেছি CESC মামলার সময়ও তাদের একজন অধিকারী আদালতে উপস্থিত থাকেন। - মন্তব্য প্রধান বিচারপতির।

আমরা মনে করেছিলাম এই আদালত অবমাননার মামলা আজকে প্রত্যাহার হয়ে যাবে। আমাদের ওপর ছেড়ে দিন, আমরা সবটা দেখে নিচ্ছি মন্তব্য প্রধান বিচারপতির।

রাতভর ধর্ণায় অধীর, পথে নেমে বিক্ষোভ কংগ্রেসের

মুর্শিদাবাদের বড়ঞার বিডিও অফিসে দলীয় প্রার্থীদের থেকে প্রতীক সম্বলিত ফর্ম ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার বিকেল চারটে থেকে ধর্ণায় বসে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে বুধবার রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস।

উল্লেখ্য, অধীরের ধর্ণায় বসার পাশাপাশি বড়ঞার বিডিও-র বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠিও দিয়েছেন৷ তারসঙ্গে বড়ঞার ভিডিওর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ করেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।মঙ্গলবার কংগ্রেস প্রার্থীরা প্রতীক জমা দিতে গেলে তাদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের গুন্ডা বাহিনীর হামলায় বেশ কয়েকজন জখমও হয়। খবর পেয়ে মঙ্গলবার বিকেল চারটে থেকে বিডিও অফিসে ধরনায় বসেন প্রদেশ কংগ্রেস সভাপতি।মশা আর গরমেই সাংসদের সঙ্গে রাত কাটল কংগ্রেস কর্মী সমর্থকদেরও। গরমে পাখাটুকু চালাতে বাইরে থেকে জেনারেটর ভাড়া করে আনতে চাইলেও তার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ। বিডিও-এর বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী।

নির্বাচনে ব্যবহার করা যাবে না পার্শ্ব শিক্ষক এবং মেডিক্যাল অফিসারদের, নির্দেশ কমিশনের


৮ জুলাই রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন । এই নির্বাচন নিয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন । বুধবার পার্শ্ব শিক্ষক এবং মেডিকেল অফিসারদের নির্বাচনের কাজে ব্যবহার না করার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন।

জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের চিঠি লিখে এই নির্দেশের কথা জানালেন রাজ্য নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব।ওই বিজ্ঞপ্তিতে কমিশনের তরফে বলা হয়, তারা লক্ষ করেছে যে, ভোটে পার্শ্বশিক্ষক এবং মেডিক্যাল অফিসারদের চতুর্থ পোলিং অফিসার হিসাবে নিযুক্ত করার বহু উদাহরণ রয়েছে। কিন্তু এ বার পার্শ্বশিক্ষকদের যাতে ভোট সংক্রান্ত কোনও কাজে না রাখা হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। এবার পঞ্চায়েত নির্বাচনে তা করা চলবে না।

কারণ হিসাবে মনে করা হচ্ছে , উচ্চ আদালত চতুর্থ পোলিং অফিসার প্রসঙ্গে কমিশনকে নির্দেশ দেয় যে, চতুর্থ পোলিং অফিসারের নীচের কোনও পদে সিভিক ভলান্টিয়ার-সহ অন্য অন্য অস্থায়ী কর্মীদের রাখা যেতে পারে। কার্যত উচ্চ আদালতের নির্দেশই বহাল রাখল রাজ্য নির্বাচন কমিশন । উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচন নিয়ে বর্তমানে উত্তপ্ত রাজ্য রাজনীতি। কলকাতা হাইকোর্টের পর মঙ্গলবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্টে দায়ের করা স্পেশাল লিভ পিটিশন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায়ে কোনওরকম হস্তক্ষেপ করতে চায়নি শীর্ষ আদালত।

নির্বাচনের আগেই কি দল ছাড়ছেন মনোরঞ্জন ব্যাপারী!

পঞ্চায়েত নির্বাচন কমিটির সদস‍্য ও পশ্চিমবঙ্গ রাজ‍্য তৃণমূলের সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়ালেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। ফেসবুক পোস্টে তিনি বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। যা নিয়ে শোরগোল রাজ্য-রাজনীতিতে। সোশাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ''প্রিয় বলাগড়বাসী জনগন ও জেলা সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে এই পোস্টের মাধ‍্যমে জানাই, আমাকে দল দুটি পদ প্রদান করেছিল। হুগলি জেলা ( জোনাল 6) ২০২৩ পঞ্চায়েত নির্বাচন কমিটির সদস্য, সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ‍্য তৃণমূল কংগ্রেস কমিটি, উক্ত দুটি দলীয় পদ থেকে ব‍্যক্তিগত কারণে পদত‍্যাগ করলাম। বিধায়ক পদ থেকেও ইস্তফা দেবার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু আগে আমি একটি চাকরি করতাম, নির্বাচনে দাঁড়াবার জন্য সেটি ছাড়তে হয়েছিলহয়েছিল।

দু বছরের অধিক সময় হয়ে গেল পঞ্চাশ বার ছোটাছুটি করেও যার পেনশন ও গ্র্যাচুইটির কিছু পাইনি, তাই এই মুহূর্তে বিধায়ক পদ ছাড়তে পারছি না। তা হলে খাবো কী? যেদিন পেনশন পেতে আরম্ভ করব এই পদ থেকেও সরে দাঁড়াব। ''

এখানেই শেষ নয়, প্রাজ্ঞ রাজনীতিবিদ ও লেখক মনোরঞ্জন ব্যাপারী আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, ''এতদিনে বুঝতে পেরেছি এই রাজনীতি আমার মতো মানুষের জন্য নয়।''যদিও বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানালেও কবে তিনি পদত্যাগ করবেন সে বিষয়ে কিছু জানাননি।

*বৃষ্টিতে ভিজবে পশ্চিমবঙ্গের এই ৫ টি জেলা! জেনে নিন আজকের আবহাওয়া*


অবশেষে পশ্চিমবঙ্গে জাঁকিয়ে আসছে বর্ষা। গত সপ্তাতেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। যার জেরে প্রবল ঝড়-বৃষ্টি দেখা দিয়েছে উত্তরবঙ্গে।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর বুধবার থেকেই গোটা রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে। চলতি সপ্তাহেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর থেকেই একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। তবে দক্ষিণবঙ্গে এখনও আদ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে।

আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিভারী বৃষ্টিপাত হবে বলে সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার সহ আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস।