*অভিষেক আসার আগেই কালো পতাকা নিয়ে বিক্ষোভ মতুয়াদের*


তৃণমূলের নবজোয়ার কর্মীসূচিতে আজ ঠাকুরনগরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই ঠাকুরবাড়িতে কালো পতাকা নিয়ে জমায়েত করল মতুয়াদের একাংশ। ঠাকুরবাড়ির অধিকাংশ জায়গায় পড়ল মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী পোস্টার। অভিষেককে ঠাকুরবাড়িতে ঢুকতে দেওয়া হবে না বলেও দাবি উঠছে বিজেপির তরফে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিস-প্রশাসন। এমনটি মন্দিরের গেটেও লাগিয়ে দেওয়া হল তালা।

অভিষেকের কর্মসূচিকে কেন্দ্র করে দুভাগ ঠাকুরবাড়ির মতুয়ারা। একদল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে তৈরি। অন্যদিকে, অন্য একটি দল কালো পতাকা নিয়ে হাজির হয়ে যান ঠাকুরবাড়িতে। এনিয়ে উত্তজনার সৃষ্টি হয় ঠাকুরবাড়িতে। অভিষেকের কর্মসূচির বিরোধিতা করা হয় অল ইন্ডিয়া মতুয়া মহসংঘের ব্যানারে।

*পরিবেশবান্ধব আতশবাজি তৈরি নিয়ে বৈঠকে মুখ্যসচিব*


মঙ্গলবার পরিবেশবান্ধব আতশবাজির ক্লাস্টার নিয়ে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ ত্রিবেদী। রাজ্যে লাগাতার বেআইনিভাবে তৈরি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে তড়িঘড়ি বৈঠকে বসছেন মুখ্যসচিব ।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে আতশবাজির বেআইনি ব্যবসা তুলে দিয়ে পরিবেশবান্ধব আতশবাজি ক্লাস্টার গড়ে তোলার সিদ্ধান্ত ঘোষণা করেন। সূত্রের খবর, যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়ে যাওয়ার পর আগামী মঙ্গলবার প্রশাসনের শীর্ষকর্তা এবং আতশবাজি ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যসচিব।

ইতিমধ্যেই পরিবেশবান্ধব আতশবাজি তৈরি করতে নাগপুর থেকে ন্যাশনাল এনভায়রমেন্ট রিসার্চ ইনস্টিটিউট থেকে ২২ জনের একটি প্রতিনিধি দল রাজ্যে এসে উপস্থিত হয়েছেন জুনের প্রথম সপ্তাতে । তাই পরিবেশবান্ধব আতশবাজি তৈরি করতে বৈঠকে বসতে চলেছে রাজ্যের মুখ্যসচিব ।

সারা বাংলা আতশবাজি ব্যবসায়ী সমিতির তরফ থেকে আশ্বাস দিয়ে জানানো হয়েছে, প্রশিক্ষণ পর্ব শেষ হলে আগামী কয়েক মাসের মধ্যেই তারা উৎসবের মরসুমের জন্য বাজির তৈরির কাজে হাত দেওয়া হবে । উল্লেখ্য , মঙ্গলবার মুখ্যসচিবের সঙ্গে এই বৈঠককে পরিবেশবান্ধব আতশবাজি নিয়ে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে সেই দিকেই তাকিয়ে আছে বাজি ব্যবসায়িরা ।

রেষারেসি করতে গিয়ে নিউটাউনে ভয়াবহ দুর্ঘটনা


ছুটির দিনে সাতসকালে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটলো নিউটাউনের পেঁচার মোড়ে । এই ভয়াবহ দুর্ঘটনায় একজন বাইক আরোহী সহ তিন জন আহত হয়েছে । 

জানা গেছে , দুটি বাইকের মধ্যে রেষারেসি করে আসার সময় পেঁচার মোড় সিগন্যালে একের পর এক গাড়ির পিছনে ধাক্কা দেয় । আহত বাইক আরোহীকে চিনারপার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ইকোপার্ক ও নিউটাউন ট্রাফিক পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিউটাউন বিশ্ব বাংলা গেটের দিক থেকে চিনার পার্কের দিকে যাওয়ার সময় দুটি বাইক রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পরপর তিনটি গাড়িতে সজোরে ধাক্কা মারে । ঘটনা প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, “সিগন্যালটা তখন বন্ধ ছিল।

আমি সিগন্যালেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলাম। একটা লাল চারচাকা আচমকা ছুটে এসে ওই বাইকওয়ালাটাকে মারল, তারপর আমার গাড়িটাকে মারল। আমার পায়ে লেগেছে।” এদিকে এই দুর্ঘটনার জেরে নিউটাউন বিশ্ব বাংলা সরনির চিনারপার্ক যাওয়ার রাস্তা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। উল্লেখ্য , এই দুর্ঘটনার জেরে চারজনকে আটক করেছে পুলিশ ।

*মেঘলা আকাশে প্রবল বৃষ্টির সম্ভাবনা! জেনে নিন আজকের আবহাওয়া*


প্যাচপ্যাচে গরম থেকে বেশ কিছুটা রেহাই পেয়েছে শহরবাসী। মুঝলধারা বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। তবে, শুধু কলকাতাতেই নয়, এর পাশাপাশি রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে একইভাবে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। এদিকে আগামী ৪৮ ঘণ্টায় নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার থেকে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলি এবং উপকূলীয় জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানাচ্ছে মৌসম ভবন। এছাড়া মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোম ও মঙ্গলবার।কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিমের জেলাগুলিকে পুড়তে হবে গরমে।

পূর্বাভাস বলছে, পশ্চিমের কয়েকটি জেলায় একইরকমভাবে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৮ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.১ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ১১ ই জুন ( রবিবার) *

মেষ: আইনি বিবাদ এড়িয়ে চলুন। প্রিয়জনের সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন আজ। সাবধান না হলে সেই বিবাদ আদালত অবধি যেতে পারে। পরিশ্রমের মধ্যে দিয়ে আজ সাফল্য আসবে।

বৃষ: বেহিসেবি খরচ নিয়ন্ত্রণ করুন। অবসর সময় সঠিক ভাবে কাজে লাগাতে না পেরে মন বিরক্ত হবে। পরিবারের কাজ করতে গিয়ে অনেক সময় যাবে। বিনিয়োগের ব্যাপারে কারোর মতামত নেওয়ার প্রয়োজন নেই।

মিথুন: সন্তানের জন্য সময় রাখুন। আজ স্বাস্থ্য ভালো রাখতে হাঁটাহাঁটি করুন। কোনও বিনিয়োগের আগে সকলের সাথে পরামর্শ করুন। প্রেমের মানুষের সাথে সাক্ষাত আজ নতুন পরিবর্তন আনবে।

কর্কট: সহকর্মীকে কাজে সহায়তা করুন। আজ কাউকে টাকা ধার দেওয়ার আগে ভালো করে যাচাই করে নিন। নাহলে টাকা ফেরত পাবেননা। পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন।

সিংহ: সামাজিক কাজে যুক্ত হোন। পরিবারের সাথে কোনও সামাজিক অনুষ্ঠানে যেতে পারেন। নিন্দা বা কুৎসা থেকে দূরে থাকুন। আর্থিক অবস্থা ভালো থাকবে। অবসর সময়ে আটকে থাকা কাজগুলি মিটিয়ে ফেলুন।

কন্যা: জমি-বাড়িতে বিনিয়োগ করুন । শরীরের যত্ন নিন। স্ত্রী’র সাথে কিছুটা সময় একান্তে কাটান। অনেক দিন পরে আজ পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটাতে পারবেন। কর্মক্ষেত্রে কোনও ভুল হলে তা স্বীকার করে নিন।

তুলা: সংসারের প্রতি অবহেলা করবেন না। আজ এমন কাজ করুন যাতে আপনার শরীর ভালো থাকে। অপচয় বন্ধ করার প্রয়োজন আছে। আজ ধর্মীয় কাজের জন্য আপনার খরচ হতে পারে। ব্যবসা সংক্রান্ত ভ্রমণ লাভজনক হবে।

বৃশ্চিক: আধ্যাত্মিক স্থানে ভ্রমণে যান। অতিরিক্ত খরচ এড়িয়ে চলতে হবে। ভ্রমণ আপনার জন্য সুবিধাজনক নয়। গুরুত্বপূর্ণ কোনও মানুষের থেকে ভালো পরামর্শ পাবেন।

ধনু: কর্মক্ষেত্রে আবেগ সংযত রাখুন। আপনার অকারণ ব্যায়ের জন্য আর্থিক সমস্যা হতে পারে। আপনার কঠোর পরিশ্রমে কর্মক্ষেত্রে সাফল্য আসবে। কোনও নতুন উৎস থেকে অর্থ উপার্জন হবে।

মকর: বিবাহের কথা ভাবতে পারেন । সামাজিকতার ভয় ঝেড়ে ফেলে আপনার কর্তব্য করে যান। নিজের রাগ দমন করুন। পরিবারের প্রতি দমনমূলক মনোভাব পরিত্যাগ করুন।

কুম্ভ: সৃজনশীল কাজে ব্যস্ত থাকুন। নতুন রোজগারের প্রচেষ্টা আজ সফল হতে পারে। কিছু সাম্প্রতিক ঘটনায় মন বিক্ষিপ্ত থাকবে। জরুরি কাজে মন একাগ্র করুন। ব্যাবসার কারণে ভ্রমণ লাভজনক হবে।

মীন : খেলাধুলার সাথে যুক্ত থাকুন। শরীর ভালো থাকবে। আজ সহকর্মীদের সহযোগিতা পাবেন। সন্তানদের কিছুটা সময় দিন। কোনও ব্যাপারে স্ত্রীয়ের সাথে মতানৈক্য হতে পারে। নিজেকে সংযত রাখুন।

*মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলায় জেলায় বিক্ষোভ, তদন্তে কমিশন*

মনোনয়নের প্রথম দিনই রাজ্যের একাধিক প্রান্ত থেকে এসেছে অশান্তির খবর। দ্বিতীয় দিনের শুরুতেও অশান্তি। এবার মনোনয়নে অশান্তির রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। ডোমকল,খড়গ্রাম-সহ একাধিক জায়গায় গন্ডগোলের ছবি প্রকাশ্যে এসেছে। সে সবের ভিত্তিতে রিপোর্ট তলব করা হয়েছে। কেন মনোনয়ন জমা দেওয়া যাচ্ছে না, জানতে চায় কমিশন।

কমিশন আরও বেশি উদ্বিগ্ন, পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মীকে গুলি করে খুনের ঘটনাটি নিয়ে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিষয়টি জানিয়েছেন।

পঞ্চায়েত নির্বাচনে প্রতিবেশী রাজ্য থেকে পুলিশ চাইছে রাজ্য সরকার


আসন্ন পঞ্চায়েত ভোটে হিংসাত্মক ঘটনা এড়াতে রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব হয়েছেন কংগ্রেস ও সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা। প্রশাসনিক সূত্রে খবর, কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারে রাজ্য সরকার এখনও সম্মতি না দিলেও, অন্য রাজ্যের থেকে ইতিমধ্যেই সশস্ত্র পুলিশ চেয়েছে নবান্ন।

প্রসঙ্গত শনিবার থেকে রাজ্য পুলিশের ছুটি বাতিল করেছে সরকার। শুধুমাত্র জরুরি কারণেই ছুটির আর্জি জানানো যাবে। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্য পুলিশের ডিজি মনোজ মালবীয়। সূত্রের খবর, সব বুথে সশস্ত্র বাহিনী দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্যের। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা নেই বলে কমিশনকে জানিয়েছেন শীর্ষ আমলারা। অনুমান করা হচ্ছে,বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড থেকে সশস্ত্র পুলিশ বাহিনী চাইতে পারে নবান্ন।

অন্যদিকে কমিশনের সঙ্গে বৈঠকের পর রাজ্যের মুখ্যসচিব বৈঠক করেন স্বরাষ্ট্রসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে। প্রশাসনিক সূত্রে খবর, বর্তমানে রাজ্য পুলিশের সংখ্যা প্রায় ৭৮ হাজার। শীঘ্রই আট হাজার যোগদান করতে পারেন বাহিনীতে। সময়ের মধ্যে যোগদান করলে তাঁদের ভোট-নিরাপত্তায় ব্যবহার করা হতে পারে।

এবারের পঞ্চায়েত ভোটে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৬১,৬৩৬। প্রশাসনিক পর্যবেক্ষকদের মতে, প্রতিটি বুথে দু’জন করে পুলিশ নিয়োগ করতে হলেও প্রায় প্রয়োজন ১.২৩ লক্ষ পুলিশের। এছাড়াও আইনশৃঙ্খলা, তল্লাশি, ফ্লাইং স্কোয়াড, মোবাইল নিরাপত্তার পাশাপাশি স্ট্রং-রুম রক্ষার জন্যও প্রয়োজন বিশাল পুলিশ বাহিনী। এই নির্বাচনে সিভিক পুলিশকেও ভোটে ব্যবহার করতে পারবে না রাজ্য। রাজ্যের সব পুলিশকে ভোটের কাজে ব্যবহার করা হলেও ঘাটতি মিটবে না। তাই বাইরের রাজ্য থেকে পুলিশ বাহিনী আনার ব্যাপারে তৎপর রাজ্য সরকার।

*দিনভর হবে বৃষ্টি! জেনে নিন আজকের আবহাওয়া*


লাগাতার বাড়তে থাকা গরমে নাজেহাল গোটা রাজ্যের মানুষ। কবে মিলবে রেহাই? রাজ্যে কবে ঢুকছে বর্ষা? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবারই কেরালায় বর্ষা প্রবেশ করেছে। গতকালই মৌসুমী বায়ু প্রবেশ করেছে সে রাজ্যে। ফলে পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে বলে হাওয়া অফিস সূত্র মারফত জানা গিয়েছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই পাঁচটি জেলায় আগামী ১১ তারিখ বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস। বাংলায় বর্ষা দেরীতে এলেও এবার অনেক দিন থাকবে বলেই জানা গিয়েছে। আজ শহরের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ১০ ই জুন ( শনিবার) *


মেষ: কর্মক্ষেত্রে ব্যস্ততায় থাকবেন । আর্থিক লেনদেনে সতর্ক হোন। তাড়াহুড়ো করে বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। কিছু সাম্প্রতিক ঘটনায় মন বিক্ষিপ্ত থাকবে। সমস্যার কথা ভেবে কাজ নষ্ট করবেন না। গুরুজনদের উপদেশ মেনে চলুন। 

বৃষ: সন্তানের কাজে গর্বিত হবেন। অপচয় বন্ধ করা দরকার। কাজের জায়গায় নতুন কিছু করে সকলের প্রশংসা পাবেন। ছেলেবেলার কথা স্মরণে আনন্দ হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। তবে নিজেকে সংযত রাখুন। 

মিথুন: পারিবারিক বিবাদের সম্ভাবনা আছে । বেশি খাওয়ার ফলে আপনার ওজন বেড়ে যাচ্ছে। সাবধান হোন। প্রেমিকাকে বেশি প্রশ্রয় দিলে পরে পস্তাতে হতে পারে। টাকা রোজগারের কোনও নতুন উপায় খোঁজার চেষ্টা করুন।

কর্কট: একগুঁয়েমির জন্য সময় নষ্ট হবে। রূপচর্চায় বেশি খরচ করবেন না। সকলের প্রতি আপনার সন্দেহ মনমালিন্যের কারণ হতে পারে। আশেপাশে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়ান। ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। 

সিংহ: বিদেশে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা আছে। আপনার মানসিক শান্তি বিঘ্নিত হবে। নতুন উদ্যমে কাজ শুরু করুন। সাফল্য আসবে। বন্ধুদের সাথে খেলতে যেতে পারেন। গোপন সম্পর্ক আপনার সুনাম ধুলোয় মেশাতে পারে। 

কন্যা: সৃষ্টিশীল কাজে নিজেকে ডুবিয়ে রাখুন। বড়দের সাথে কিছু মতভেদ হতে পারে। সন্ধ্যার দিকে পরিবারের সাথে আনন্দে কাটবে। র্মক্ষেত্রে পুরানো কোনও অসম্পূর্ণ কাজের জন্য অসুবিধায় পড়তে পারেন। 

তুলা: কাজের প্রয়োজনে যোগাযোগ বাড়তে পারে। বন্ধুদের সাথে সময় কাটান। কাজের প্রতি আপনার আগ্রহ বেড়ে যাবে। অন্যরা আপনাকে নিয়ে কী বলল সেই চিন্তায় সময় নষ্ট করবেন না। ব্যবসায় লাভ হবে। 

বৃশ্চিক: সঠিক পরামর্শ নিয়ে বিনিয়োগ করুন। সন্ধ্যায় প্রিয়জনের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। আপনার নাহলে নিজের কাছেই অস্বস্তিতে পড়বেন। যারা বাড়ি থেকে দূরে থাকেন, টাকাপয়সা সাবধানে রাখুন। 

ধনু: স্বাস্থ্যের কারণে অর্থ ব্যয় হতে পারে। আপনার জন্য আর্থিক পুরস্কার অপেক্ষা করছে। প্রভাবশালী ব্যক্তিদের সাথে পরিচয় ঘটবে। রাগের বশে কিছু করবেন না। সন্ধ্যায় কোনও মন্দিরে যেতে পারেন। মন শান্ত হবে। 

মকর: মানসিক হতাশায় কাজের ক্ষতি হতে পারে। আপনার বুদ্ধি এবং প্রভাব খাটিয়ে পারিবারিক সমস্যাগুলি মিটিয়ে ফেলুন। বন্ধুদের সহায়তায় আর্থিক উন্নতি হবে। প্রেমিকা প্রতারণা করতে পারে। 

কুম্ভ: সম্পত্তি নিয়ে আইনি জটিলতা হতে পারে। পুরানো বন্ধুর সাথে দেখা হবে। অতীতের কোনও দুর্বলতার জন্য অপমানিত হতে পারেন। অতিরিক্ত খাওয়াদাওয়া এবং নেশা বিপদে ফেলবে। কাজের চাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করুন। 

মীন: ব্যবসায় কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। ভয় পেয়ে পিছু হটবেন না। বাচ্চাদের জন্য আজ সমস্যায় পড়তে পারেন। আজকে অবসর সময়ে ঘর বাড়ি সাজিয়ে তুলুন। স্ত্রীয়ের সাথে বিবাদ হতে পারে। 

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার হতেই শাহের কাছে শুভেন্দু


রাজ্যের পঞ্চায়েত ভোট ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । দিল্লিতে নর্থ ব্লকে অমিত শাহের দফতরে ৪৫ মিনিট ধরে ২ জনের বৈঠক হয়েছে বলে শুভেন্দুর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে ব্যাপারে কেউই মুখ খুলতে চাননি।

সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনী মোতায়নের পাশাপাশি তিনি এদিন রাজ্য বিজেপির সাংগঠনিক অবস্থার কথাও অমিত শাহর কাছে তুলে ধরেন। দল কোথায় কতটা লড়াই করার মতো জায়গায় রয়েছে তাও বিস্তারিত শাহকে জানান তিনি।

কিন্তু এই নির্বাচনে কোনোভাবেই সব আসনে প্রার্থী দিতে পারবে না বিজেপি। যে আসনে প্রার্থী দিতে পারবে না বিজেপি সেখানে তৃণমূলকে হারাতে অন্য দলের প্রার্থীর পাশে দাঁড়াবে জেলা নেতৃত্ব। দুর্বল সংগঠন নিয়ে লড়াই করতে হলে যে কেন্দ্রীয় বাহিনী আর কেন্দ্রীয় নেতৃত্বই ভরসা, সেটা শুভেন্দুর দিল্লি যাত্রাতেই স্পষ্ট।

এদিকে পঞ্চায়েত ভোট নিয়ে ফের হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু। এদিন মামলাটির শুনানি হয় হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। আদালতের পর্যবেক্ষণ, 'মনোনয়ন পেশের সময় পর্যাপ্ত নয়। শুরু থেকে শেষ পর্যন্ত গোটা প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করতে হবে। রাজ্য প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একত্রে কাজ করতে পারে'। উল্লেখ্য , রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি-সিবিআইয়ের তৎপরতার মধ্যেই দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। তবে , আচমকাই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুভেন্দুর এই বৈঠককে ঘিরে শুরু হয়েছে উত্তেজনা ।