Howrah

May 24 2023, 16:08

बहुमंजिला इमारत से गिरने के कारण एक व्यक्ति मौत

हावड़ा के जगाछा थाना अंतर्गत एक बहुमंजिला इमारत से एक व्यक्ति ने छलांग लगा दी और सीधे जमीन पर गिरने के कारण घटनास्थल पर ही उसकी मौत हो गई घटना की जानकारी मिलते ही घटनास्थल पर जगाछा थाना पुलिस अधिकारी पहुंच शव को अपने कब्जे में लेकर हावड़ा जिला अस्पताल पोस्टमार्टम हेतु भेज दिए हैं, वहीं पूरे घटना की जांच की जा रही है।

Howrah

May 24 2023, 16:00

*আইসক্রিম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড*

বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো লিলুয়ায়। জানা গেছে , লিলুয়ায় অগ্রসেন স্ট্রিটের কাছে একটি আইসক্রিম কারখানায় আচমকাই আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করেন স্থানীয়রা। প্রত্যদর্শীরা জানিয়েছেন, প্রথমে কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। চোখের নিমেষেই গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়তে থাকে। তবে এই ঘটনার জেরে এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

Howrah

May 23 2023, 18:50

*ঘরে ফিরলো হারিয়ে যাওয়া শিশু*

কালীঘাট এলাকার এক বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে অপহৃত এক শিশু উদ্ধার হল হাওড়ার সাকরাইল থেকে।গতকাল রাতে তাকে গায়ে গামছা জড়ানো অবস্থায় পাওয়া যায় রাস্তার ধারের এক মন্দিরে।আজ বাবা-মার হাতে তুলে দেওয়া হয় শিশুটিকে।

 গত রবিবার বিকালে কালীঘাট থানার ভারত সেবাশ্রম সংঘ হলঘরে এক বিয়ের অনুষ্ঠান ছিল। ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার তালতলা এলাকার বাসিন্দা সুভাষ সাউ। তিনি স্ত্রী খুশবু সাউ এবং দশ মাসের ছেলে আয়ুশ সাউকে নিয়ে ওই বিয়ে বাড়িতে যান। বিকাল সাড়ে চারটে নাগাদ ওই শিশুটি যখন মায়ের কোলে কাঁদছিল সেই সময় একজন অপরিচিত লোক সাহায্য করার নামে শিশুটিকে তার কোলে নেয়।এরপর নিমেষের মধ্যে বিয়ে বাড়ি থেকে উধাও হয়ে যায়। রবিবার সন্ধ্যেবেলায় শিশুটির মা কালীঘাট থানায় লিখিত অভিযোগ জানায়। তদন্তে নামে কালীঘাট থানার পুলিশ এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খোঁজ চলে। সোমবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ আন্দুল রোডের ধারে একটি মন্দিরের চাতালে গামছা জড়ানো অবস্থায় একটি শিশুকে পড়ে থাকতে দেখা যায়। বাদল আইচ নামে এক টোটো চালক বাচ্চাটির কান্নার আওয়াজ শুনে ছুটে আসেন।তিনি জানান ফুটফুটে শিশুটি সুস্থ ছিলো।মনে হয় ধরা পড়ার ভয়ে শিশুটি ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। বাঁকড়া আই সি ডি এস কেন্দ্রের কর্মী মুনমুন ঘোষ জানান সেই সময় স্বামীর সঙ্গে দোকানে যাচ্ছিলেন। তিনিও ভীড় দেখে দাঁড়িয়ে পড়েন। এরপর শিশুটিকে কোলে তুলে নেন। ঘটনাস্থলে ছুটে আসে সাঁকরাইল থানার পুলিশ এবং স্থানীয় মাশিলা গ্রাম পঞ্চায়েত প্রধান। শিশুটিকে স্থানীয় বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর সাঁকরাইল থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে শিশুটির ছবি ভাইরাল করে দেওয়া হয় সমাজ মাধ্যমে। ওই পরিবারের লোকজন বিভিন্ন জায়গা থেকে ফোন পেতে শুরু করেন। শিশুটির বাবা সুভাষ সাউ বলেন সন্ধ্যেবেলা তাকে ফোন করে একজন বলেন শিশুটিকে পেতে হলে আন্দুল পেট্রোল পাম্প এর কাছে আসতে হবে। সেইমতো তিনি তার বন্ধুকে খোঁজখবর নিতে বলেন। তার বন্ধু খবর পেয়ে তাকে জানায়। তিনি আরও বলেন বিয়ে বাড়ি থেকেই শিশুটিকে অপহরণ করা হয়েছে। রাতে কালীঘাট থানার পুলিশ এবং কলকাতা পুলিশের গোয়েন্দারা সাঁকরাইল থানায় আসে।পুলিশ সূত্রে খবর কে বা কারা ওই শিশুটিকে মন্দিরে ফেলে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। অপহরণকারীরা কি উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করেছিল আর কেনই বা ফেলে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। অপহরণকারীদের সঙ্গে শিশু পাচার চক্র জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।শিশুটিকে তার বাবা মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

Howrah

May 23 2023, 17:40

*২০০০টাকা দিয়ে পেট্রোল কেনার হিড়িক*


৩০ শে সেপ্টেম্বরের পর বাজারে ২০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নির্দেশের জেরে হাওড়ার পেট্রোল পাম্পগুলিতে ২০০০ টাকার নোট দিয়ে পেট্রোল কেনার জন্য হুড়োহুড়ি পড়ে গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন পেট্রোল পাম্পের মালিকরা। সমস্যার সমাধানে তারা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে চিঠি লেখার পাশাপাশি ইনকাম ট্যাক্স দপ্তরকে চিঠি লিখছেন।

২০০০ টাকার নোট বাতিলের ঘোষণার পর সমস্যায় পড়েছেন পেট্রোল পাম্পের মালিকরা। ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রসেঞ্জিত সেনের অভিযোগ খদ্দেররা ২০০০ টাকার নোট দিয়ে ৫০ অথবা ১০০ টাকার তেল কিনছেন। ফলে তাদের পক্ষে এত খুচরো টাকা দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ছে। রিজার্ভ ব্যাংকের ঘোষণার পর এখন পেট্রোল পাম্পে ২০০০ টাকা ১০ গুণ বেশি আসছে। ব্যাংকে জমা নেওয়ার ক্ষেত্রে পাম্পের মালিক, পার্টনার অথবা ডিরেক্টরের সই লাগছে।

পেট্রোল পাম্প মালিকের আশঙ্কা পরে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে তারা হয়রানির শিকার হতে পারেন। তাই তারা সুরাহার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পাশাপাশি ইনকাম ট্যাক্স বিভাগকে চিঠি লিখছেন। এই নিয়ে আগামী ২৫শে মে সংগঠনের পক্ষ থেকে বৈঠক ডাকা হয়েছে। পেট্রোল পাম্পের এক কর্মচারী জানান ২০০০ টাকার নোট দিয়ে খদ্দের ১০০ টাকার তেল চাইছে। না দিলে গালিগালাজ, দুর্ব্যবহার এমনকি হুমকি দেওয়া হচ্ছে। এক ব্যবসায়ীর অভিযোগ তারা ২০০০ টাকা অন্যদের থেকে নিলেও ব্যাংক নিচ্ছে না। ফলে তারা সমস্যায় পড়েছেন।

Howrah

May 23 2023, 17:39

*মাঠ বাঁচাতে পথে নামলো গ্রামবাসী*


হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত রুদ্রপুরে একটি খেলার মাঠ বাঁচাতে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা।প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখান তাঁরা। অবরোধ করেন রাস্তা।আন্দোলনে গ্রামের মহিলারা ছোটরাও সামিল হয়।খবর পেয়ে আসে ডোমজুর থানার পুলিশ।গ্রামবাসীদের অভিযোগ এখানকার মাঠে দীর্ঘদিন ধরে খেলাধুলো হয়।

কিন্তু স্থানীয় একটি ক্লাব মাঠটি প্রমোটরদের বিক্রি করে দিয়েছে।তারা মাঠে ভীত খুঁড়ে জোর করে দখল করতে চাইছে।প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি।তাই তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।ক্লাবের এক সদস্য জানান তারা নিয়ম মেনেই কাজ করছেন।বৈধ কাগজপত্র আছে।সময়মতো তা প্রশাসনকে দেওয়া হবে।

Howrah

May 23 2023, 12:02

पुलिस ने छापेमारी कर भारी मात्रा में अवैध पटाखे बरामद किया


हावड़ा के जगतबल्लभपुर थाने के पतियाल के मलपारा गांव से करीब 100 किलो पटाखा बरामद किया गया. यहां एक जंगल में ये पटाखे रखे गए थे। गुप्त सूत्रों से मिली सूचना के बाद जगतबल्लभपुर थाने की पुलिस ने कार्रवाई कर भारी मात्रा में अवैध पटाखे बरामद किया.

पुलिस सूत्रों के अनुसार माना जा रहा है कि यह पटाखे किसी के घर में रखा हुआ था.अभी बंगाल की मौजूदा हालात में लोगों को पकड़ा जा रहा है जगह-जगह छापेमारी की जा रही है, इस कारण गांव के बाहर कोई इसे रख दिया है। पुलिस मामले की जांच कर रही है।

Howrah

May 22 2023, 17:10

বালিতে ইভটিজিং কান্ড,প্রতিবাদ করায় ছাত্রকে মারধর


হাওড়া:বালিতে ইভটিজিং এর প্রতিবাদ করায় প্রতিবাদী ছাত্রকে বেধড়ক মারধরের ঘটনায় দুজনকে গ্রেফতার করলো বেলুড় জিআরপি।নারায়ণ দাস(৩২) ও বিক্রম পাত্র (১৯) নামের দুজনকে রাতে গ্রেফতার করা হয়।দুজনকে সনাক্ত করেছে আক্রান্তেরা।

পুলিশ সূত্রে জানা গেছে গভীররাতে অভিযুক্তেদের বাড়ির এলাকা থেকেই বেলুড় জিআরপি ও বালি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করে। ঘটনায় যুক্ত আরো দুজনের নাম পাওয়া গেছে। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজ অভিযুক্ত দের হাওড়া আদালতে পেশ করা হয়।

Howrah

May 22 2023, 04:37

*অবশেষে হাওড়ায় এলো বন্দে ভারত এক্সপ্রেস*

প্রাকৃতিক বিপর্যয়ের শিকার পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস।প্রবল ঝড়ে ট্রেনের প্যানটোগ্রাফ ভেঙে বিপত্তি।

প্রচন্ড ঝড় বৃষ্টিতে পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস দুর্ঘটনার কবলে।ঝড়ের দাপটে ট্রেনের ওভারহেড তারে গাছ পড়ে গিয়ে ভেঙে যায় ট্রেনের প্যান্টরোগ্রাফ।উড়িষ্যার বৈতরণী ব্রীজের ওপর দাঁড়িয়ে যায় বন্দে ভারত এক্সপ্রস ।

এরপর প্রায় চার ঘন্টা পরে ডিজেল ইঞ্জিন দিয়ে ট্রেন নিয়ে চালানো হয় হাওড়ার উদ্দেশ্যে।রাত প্রায় তিনটা নাগাদ হাওড়া স্টেশনে আসে বন্দে ভারত।দীর্ঘক্ষণ ট্রেনে এসি কাজ না করা,বিদ্যুৎ না সহ একাধিক অভিযোগ যাত্রীদের।চরম দুর্ভোগের শিকার যাত্রীরা।হাওড়ায় পৌঁছে ক্ষোভ উগরে দেন তারা।

Howrah

May 20 2023, 07:33

*শুরু হল হাওড়া- পুরী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা*


আজ থেকে হাওড়া পুরি বন্দেভারত এক্সপ্রেস বাণিজ্যিক যাত্রা শুরু করলো। হাওড়া স্টেশন নিউ কমপ্লেক্স থেকে সকাল ৬:১০ নাগাদ পুরি উদ্দেশ্যে যাত্রীদের নিয়ে রওয়ানা হয় বন্ধে ভারতে এক্সপ্রেস।

এই ট্রেনে বহু সংখ্যায় মানুষ উড়েযাত্রার উদ্দেশ্যে রওনা দেন এর পাশাপাশি রাস্তার রেললাইন ধারে বহু মানুষ দাঁড়িয়ে তাকে এক ঝলক পাবার জন্য অপেক্ষায় থাকেন ও বন্দে ভারত এক্সপ্রেস আসলে হাততালি দিয়ে তাকে স্বাগত জানান।

Howrah

May 19 2023, 17:06

*উদ্বোধন হল রাস্তা পরিস্কার করার মেশিন*

আজ উনিশে মে হাওড়া পৌর নিগমের সাফাই বিভাগের আয়োজনে হাওড়া পৌর নিগমের ভেতরের রাস্তায় একটি মেশিন উদ্বোধন করলেন হাওড়া পৌর নিগমের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী মহাশয় সেই মেশিনটিকে পুজো দিয়ে নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করলেন সুজয় বাবু। তিনি জানালেন হাওড়া শহরের যত রাজপথ আছে। সেই রাস্তাগুলি এই মেশিনের দ্বারা পরিষ্কার রাখা হবে। উনাদের লক্ষ্য গ্রীন হাওড়া ক্লিন হাওড়া। আজকে আনুষ্ঠানিকভাবে এই মেশিনের সূচনা করা হলো পরবর্তীকালে আরেকটি মেশিন আনা হবে বলে জানালেন সুজয় বাবু।

তিনি বললেন এই গাড়িগুলোকে রোড ক্লিপার গাড়ি বলা হয়। এর কাজ হল রাস্তায় যত ময়লা পড়ে থাকবে সেগুলোকে পরিষ্কার করা এবং রাস্তায় তার পাশাপাশি জল দেওয়া এই গাড়িগুলোর মূল্য ৪৫ লক্ষ টাকা এবং তিনিও আরো বলেন হাওড়া তে এই ধরনের অত্যাধুনিক রোড ক্লিনিং গাড়ি প্রথম চালু করা হলো তিনি মাননীয়া মুখ্যমন্ত্রী কে এই জন্য ধন্যবাদ জানিয়েছেন। এবং হাওড়া কর্পোরেশনের অনুমোদনে এই মেশিন দুটি পাওয়া গেছে রাস্তা পরিষ্কারের জন্য।

এই থেকে বোঝা গেল হাওড়া বাসির কাছে এটি একটি বড় পাওনা তার পাশাপাশি সুজয় বাবুকে জিজ্ঞেস করা হলে এই মেশিনের জন্য তো অনেকের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। তখন তিনি জানালেন না কারোরই কর্মসংস্থান বন্ধ হবে না। হাওড়া শহরে বড় রাস্তা বাদে অনেক ছোটখাটো রাস্তা আছে যেগুলোতে তারা কাজ করবে। তাই কারো কর্মসংস্থান ছেদ হওয়ার কোন কারণ নেই। বলে জানালেন হাওড়া কর্পোরেশনের চেয়ারপারসন ডক্টর সুজয় চক্রবর্তী মহাশয়।