Hooghly

May 23 2023, 19:56

*কালবৈশাখী ঝড়ে পড়ে গেল গাছ*

কালবৈশাখীর প্রবল ঝড়ে সিঙ্গুরে একাধিক জায়গায় রাস্তার উপর উপড়ে পড়ল গাছ। উড়ে গেল দোকানের টিনের ছাউনি, ভেঙে পড়ল রাস্তার উপর ইলেকট্রিক পোস্ট। 

সিঙ্গুরের পাশাপাশি তারকেশ্বর, ধনিয়াখালি হরিপাল ও গাছ পড়েছে একাধিক জায়গায়। ক্ষতিগ্ৰস্থ হয়েছে দোকান। বন্ধ ইলেকট্রিক সংযোগ।

আজ বিকালে হঠাৎ ই কালো মেঘে ঢেকে যায় হুগলীর আকাশ। কালবৈশাখীর ঝড় শুরু হয় হুগলির সিঙ্গুর ,হরিপাল, তারকেশ্বর, ধনিয়াখালি সহ বিস্তীর্ণ এলাকায়। প্রবল ঝড়ের সঙ্গে বেশ কিছু জায়গায় শুরু হয় বৃষ্টি। প্রচন্ড দাবদাহের হাত থেকে রক্ষা পায় মানুষ। তবে এই ঝড়ে একাধিক জায়গায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার খবর এসেছে। সিঙ্গুর থেকে বলরামবাটি যাবার রাস্তার উপর গাছ পড়ে বন্ধ হয়ে গেছে রাস্তা। সাইকেল কাঁধে নিয়ে রাস্তা পারাপার করছে মানুষ। রাস্তার উপর গাছ পড়ে যাতায়াত বেশ কিছুটা বিঘ্নিত হয়েছে। সিঙ্গুরের মল্লিকপুরের বৈদ্যবাটি তারকেশ্বর রাস্তার উপর পড়ে রয়েছে ইলেকট্রিক পোস্ট

অন্যদিকে তারকেশ্বরের বালিগোড়িতে গাছ পরে ক্ষতিগ্ৰস্থ হয়েছে দুটি দোকান, ধনিয়াখালির ও একাধিক জায়গায় পড়েছে গাছ।।

Hooghly

May 19 2023, 14:51

মাধ্যমিকে জয়জয়কার হুগলির শ্রীরামপুরের মাহেশ রামকৃষ্ণ আশ্রম স্কুলের


হুগলী:মাধ্যমিকের ফলে জয়জয়কার হুগলির শ্রীরামপুর এর মাহেশ রামকৃষ্ণ আশ্রমের। একই স্কুল থেকে তিনজন এক থেকে দশের মধ্যে। মাধ্যমিকের সপ্তম জিষ্ণু ঘোষ প্রাপ্ত নম্বর ৬৮৬। অন্যদিকে শুভ্র সাধুখা নবম এবং অয়ন দীপ সেনগুপ্ত দশম স্থান অধিকার করেছে। স্কুলের সাফল্যে স্বাভাবিকভাবেই আপ্লুত স্কুলের শিক্ষকরা। ৬৮৬ পেয়ে সপ্তম স্থানের জিষ্ণু ডাক্তার হতে চায়। আগামী দিনে বায়োলজি নিয়ে পড়াশোনা করতে চায় সে। জিষ্ণুর বাবা প্রণব ঘোষ এই স্কুলেরই প্রধান শিক্ষক। মা গৃহবধূ। যতক্ষণ ভালো লাগতো ততক্ষণই পড়াশোনা করত জিষ্ণু, পড়াশোনা ছাড়া ক্রিকেট এবং ফুটবল খেলাতেও ঝোক ছিল তার।

মাধ্যমিক ফলপ্রকাশে সপ্তম স্থানে আরামবাগ হাই স্কুলের ছাত্র প্রান্তিক গাঙ্গুলী । তার নম্বর ৬৮৬, তার বাড়ি আরামবাগ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেনেপুকুর এলাকায়।

এবারে মাধ্যমিকে ৬৮৫ নম্বর পেয়ে অষ্টমস্থান অধিকার করেছেন।

কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্র রাজদীপ সাশমল।রাজদীপের ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা।

মা ও বাবা দুজনেই শিক্ষক।বাড়ি গোঘাটের কামারপুকুরে।

Hooghly

May 19 2023, 11:41

*ফের উদ্ধার হলো রক্তাক্ত মৃতদেহ! ছড়াল চাঞ্চল্য*


বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে জোড়া মৃতদেহ । ঘটনা ঘিরে চাঞ্চল্য হুগলির গোঘাট হাটতলা এলাকায়। ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ।মৃতদেহ নাম সুনীল বারুই ও নমিতা বারুই। ষাট উর্ধ্ব দুজনে স্বামী স্ত্রী।

জানা গেছে, সুনীল বাবু স্কুলে চাকরি করতেন।স্ত্রী মানসিক ভারসাম্যহীন। অবসরের পর থেকে তিনিও মানসিক সমস্যায় ভুগছিলেন।তার জেরে প্রায়শই নিজেরাই ঘরের ভেতরে মারামারি করতেন বলে জানান প্রতিবেশীরা।

এক আত্মীয়ের দাবি, বৃহস্পতিবার সারাদিন বাড়ি থেকে বের হননি তারা।

শুক্রবার সকালে যখন আম দিতে বাড়িতে যায়, তখন দেখে ভেতর থেকে খিল দেওয়া রয়েছে।

প্রাচীর টপকে ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ।

স্বামী স্ত্রী দুজনেই রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

কেউ বাড়ির ভিতরে আবার কেউ বাড়ির উঠানে।তার পরেই স্থানীয়দের ও পুলিশে খবর দেওয়া হয়। অনুমান, একদিন আগেই দুজনে ফের মারামারি করে। তখনই লোহার রড দিয়ে একে অপরের উপর আঘাত করে।

তার জেরেই মৃত্যু বলে মনে করছেন আত্মীয় ও প্রতিবেশীরা।

তবে ঠিক কিভাবে মৃত্যু,

দুজনের আঘাতেই মৃত্যু,

নাকি অন্য কোন রহস্য,

গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

যদিও রহস্য জনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।

Hooghly

May 19 2023, 09:54

*রাস্তা নেই কিন্ত আছে বোর্ডে নাম!*


 ঘটনাটি হুগলির গোঘাটা অঞ্চলে। ঘটনায় ক্ষোভ প্রকাশ তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে স্হানীয়দের । পুননির্মাণ ও রক্ষণাবেক্ষণ বোর্ডে রাস্তার নাম থাকলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। বার বার ধরে প্রশাসনের আধিকারিকদের কাছে গিয়েও কোন কাজ হয়নি বলে দাবি স্হানীয়দের। 

দির্ঘদিন ধরে রাস্তার বেহালদশা। বোর্ডে লেখা নাম জ্বলজ্বল করছে তবু হয়নি রাস্তার কাজ।ব্লক অফিসে রাস্তা সংস্কারের বোর্ডে  নাম থাকলেও কেন রাস্তার কাজ হচ্ছে না এই প্রশ্নটাই এখন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। স্হানীয়দের প্রশ্ন তাহলে কি রাস্তার টাকা আত্মসাৎ করা হয়েছে।

বোর্ডে লেখা আছে পথশ্রী অভিযান কুমুড়শা পিচরোড থেকে চকহরি ফুটবল মাঠ পর্যন্ত পাকা রাস্তা নির্মান।অথচ এই রাস্তা আগে যেমন মোরামের ছিল তেমনি আছে।তবে এই বিষয়ে তৃনমূল পরিচালিত গোঘাট ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল অবশ্য কেন্দ্রীয় সরকারের উপরে দায় চাপিয়েছেন। তার দাবি, কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়া এই সমস্ত কাজ আটকে আছে। এই বিষয়ে গোঘাট ১ নং বিডিও সম্রাট বাগচি  আবার বোর্ডের লেখা কার্যত নস্যাৎ করেছেন।তার বক্তব্য এই লেখার কোথাও কোন নথি সাথে মিল নেই তবে গ্রামবাসী দাবি মেনে কিভাবে ঐ রাস্তার কাজ করা যায় সেই বিষয়ে ভাবনা চিন্তা করবেন বলে জানান বিডিও।

Hooghly

May 12 2023, 17:53

*জঞ্জাল স্তুপে ভয়াবহ অগ্নিকাণ্ড*


শুক্রবার ভদ্রেশ্বরের চন্ডীতলা এলাকায় ডিভিসির ক্যানেল পরিস্কার করছিল ঠিকা শ্রমিকরা। মশা তাড়াতে আবর্জনার স্তুপে আগুন ধরাতেই ঘটে বিস্ফোরন। ক্যানেল পরিস্কার করছিল জন পাঁচেক ঠিকা কর্মী।ক্যানেলের পাড়ে আবর্জনার স্তুপে তারা আগুন ধরায় মশা তাড়াতে। হঠাৎ ই ঘটে বিস্ফোরন।

দুই জনের সামান্য আঘাত লাগে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রচন্ড শব্দে বিস্ফোরন হয়েছে।

ঘটনাস্থলে আসে ভদ্রেশ্বর থানার পুলিশ। ডিভিসি ক্যানেল ভ্রমর দীঘি নামে পরিচিত। সেখানেই চলছিল পরিষ্কার।

পুলিশ জানিয়েছে বিস্ফোরন স্থলে বোমার চিহ্ন মেলেনি। অন্য কোনও বিস্ফোরক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Hooghly

May 11 2023, 14:51

*টেকনিক্যাল সমস্যার জেরে ব্যাহত ট্রেন চলাচল*

তারকেশ্বর আরামবাগ রেলওয়ে শাখার তোকিপুরে- মায়াপুর স্টেশনের মাঝে ট্রেনের‌ লাইনের ওভার হেডের তারে টেকনিক্যাল সমস্যা হওয়ার কারণে আজ সকাল থেকে বিঘ্নিত ট্রেন চলাচল। তারকেশ্বর স্টেশন থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয় আপাতত ট্রেন ছাড়তে দেরি হবে, একই সাথে জানানো হয় খুব দ্রুততার সাথে কাজ চলছে বলেও মাইকে জানানো হয়।যদিও সকাল থেকে এখনও পযন্ত তারকেশ্বর আরামবাগ ট্রেন  চলাচল  বন্ধ আছে।

Hooghly

May 08 2023, 13:57

*এটিএমে টাকা না দিয়েই আত্মসাৎ!*

                                                                         এ টি এম কিয়স্কে টাকা না ভরে কোটি টাকার বেশি আত্মসাৎ এর অভিযোগ, গ্রেফতার তিন জন। যদিও মূল অভিযুক্ত এখনও অধরা, ধৃতদের কাছ থেকে উদ্ধার ষাট লক্ষ টাকা। হুগলীর শ্রীরামপুর এর ঘটনা। ধৃত তিন জনকে আজ শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

চন্দননগর পুলিশ সূত্রে জানা গেছে,চন্দননগর কমিশনারেট এলাকার বিভিন্ন এটিএম এ টাকা ভরে এরকম একটি এজেন্সি গত ৫ মে শ্রীরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করে।তাদের অভিযোগ বেশ কিছুদিন ধরে এটিএম কিয়স্ক গুলোতে যে পরিমান টাকা রিফিল করার কথা ছিল তা করা হয়নি। এজেন্সির হয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে গিয়ে এটিএমে ভরার কাজ করতো শ্রীরামপুরের এক যুবক। বিষয়টি নজরে আসে গত ২ তারিখ।

পুলিশ তদন্তে নেমে শ্রীরামপুর ও রিষড়া থেকে তিনজনকে গ্রেফতার করে। ধৃতরা হল সন্তু দত্ত,সঞ্জিত সরকার ও সঞ্জিত পাত্র। ধৃতদের কাছ থেকে ষাট লাক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। প্রায় দেড় কোটি টাকা তছরুপ হয়েছে বলে অভিযোগ।ঘটনায় মূল অভিযুক্ত এখনও অধরা। তার খোঁজে তল্লাসী চলছে।ধৃতদের দশ দিনের হেফাজতে চেয়ে আজ আদালতে পেশ করা হয়।

Hooghly

May 08 2023, 12:33

*প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড*

হুগলীর ডানকুনিতে দিল্লী রোডের পাশে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগে । ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। আজ ভোর রাতের দিকে আগুন লাগে এম এস বি ডি কাস্টিং নামের ওই কারখানায়।প্লাস্টিকের নানা রকম সামগ্রী তৈরী হয় এই কারখানায়। দাহ্য পদার্থ যথেষ্ট পরিমানে মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পরে পাশের আরও দুটি ওয়ার হাউসে।

ধোঁয়া দেখে শ্রমিকরা বাইরে বেরিয়ে আসে।

ডানকুনি থানার পুলিশও পৌঁছেছে ঘটনাস্থলে। কি থেকে আগুন তা এখনো স্পষ্ট নয়।

প্রায় ছয় ঘন্টা ধরে দমকলের সাতটি ইঞ্জিন লাগাতার আগুন নেভানোর কাজ করে, পাশের কারখানায় যাতে আগুন ছড়িয়ে না পড়ে তার জন্য আগে থেকেই চেষ্টা চালায় দমকল বাহিনী। ছয় ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।

Hooghly

May 06 2023, 17:49

আমবাগানে আগুন

আমবাগানে আগুন

হুগলি:আম গাছে আগুন, রাতের অন্ধকারে কেউ বা কারা ফলন উপযুক্ত আমের গাছ পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। জমির মালিকদের অভিযোগ রাতের অন্ধকারে এই কান্ড ঘটিয়েছে দুষ্কৃতি রা।কয়েকশো ফলন হওয়া আম গাছ পুড়িয়ে দেওয়া হয়। যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা।

জমিরও গাছের মালিকেরা বিষয়টি নিয়ে প্রসাশনের দ্বারস্থ হয়েছেন। হুগলির দিল্লী রোড লাগোয়া চন্দননগরের গোড়জী মৌজায় জমি সরোজ ও রামচন্দ্র হালদার দের। এই জমিতে আম্রপালি ও দোফলা আমগাছ বসিয়ে ছিলেন কয়েক বছর আগে। বেশ কিছু গাছে এবছর ফলনও হয়েছে। কিন্তু কে বা কারা এই ধরনের জঘন্য কাজ করল তা পরিস্কার করে না বলতে পারলেও তাদের অনুমান একটি সংস্থা তাদের থেকে এই জমি কিনতে চেয়ে চাপ সৃষ্টি করছে বেশ কয়েক বছর ধরেই।

যদিও থানায় অভিযোগ জানানোর সময় নির্দিষ্ট কারোর বিরুদ্ধে এই অভিযোগ করেননি ক্ষতিগ্রস্ত জমির মালিকরা।

Hooghly

May 05 2023, 17:03

*আটকে রয়েছে লাইনের কাজ! পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে আধিকারিকরা*


হুগলির গোঘাট থানার ভাবাদিঘী জটে আটকে থাকা রেল লাইনের কাজের জন্য পরিদর্শনে গিয়ে, গ্রামবাসীদের আন্দোলনের মুখে পড়লেন রেল আধিকারিকরা।

এর ফলে এলাকা ছাড়লেন রেলের উচ্চ পদস্থ কর্তারা।

ভাবাদিঘী জটে দীর্ঘ দিন ধরেই থমকে রয়েছে তারকেশ্বর -থেকে বিষ্ণপুর রেল লাইনের কাজ।

দিঘী বাঁচাও কমিটির আন্দোলনের জেরে গোঘাটের ভাবাদিঘী এলাকায় কাজ থমকে যায় রেল লাইনের।বারবার রেল কর্তারা ভাবাদিঘী পরিদর্শন করলেও কাজে অগ্রগতি কিছুই হয়নি।

এদিকে দিঘীর জল গড়িয়েছে আদালত পর্যন্ত।

তার মাঝে ফের আজ ভাবাদিঘী পরিদর্শন করতে আসেন পূর্ব রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা।

কিন্তু কোনো কথাই বললেন না আন্দোলন কারিরা।

উল্টে আন্দোলন কারিদের প্রতিবাদের মুখে পড়লেন তারা।

হাতে পোষ্টার নিয়ে প্রতিবাদ দেখান তারা।

কবে হবে রেললাইনের কাজ তা নিয়ে ধোঁয়াসায় এলাকার মানুষের ।শুক্রবার হঠাৎ করে পূর্ব রেলের আধিকারিকরা তারকেশ্বর বিষ্ণুপুর রেল পথে ভাবাদিঘির রেলজট এলাকা পরিদর্শন করেন। তারা তারকেশ্বর থেকে ট্রেনে করে গোঘাট স্টেশনে এসে নামেন। তারপর সড়কপথে ভাবা দিঘির রেল লাইনের কাজ পরিদর্শনে যান। কিন্তু গ্রামের মানুষের দাবি, ভাবা দিঘির জট কাটাতে রেল লাইন পরিদর্শন করলেও তাদের সঙ্গে রেলের আধিকারিকরা কোন কথা বলেনি। গ্রামের মানুষ রেলকর্তাদের উপস্থিতির কথা জানতে পেরে পোস্টার হাতে প্রতিবাদ জানায়। প্রসঙ্গত উল্লেখ্য তারকেশ্বর বিষ্ণুপুরের রেল লাইনের কাজ ভাবাদিঘির জোটের কারণে থমকে রয়েছে। হুগলি জেলার অন্যতম পবিত্র স্থান কামারপুকুর রেল স্টেশনেও নিস্তব্ধতা বিরাজ করছে। কামারপুকুর মঠ ও মিশনে আসতে বহু মানুষকে নাজে হাল হতে হচ্ছে ভাবাদিঘির রেল জটের কারনে।

কবে এই ভাবাদিঘির রেল জট কেটে তারকেশ্বর বিষ্ণুপুর রেল চলাচল করবে সেটাই এখন দেখার।

যদিও রেল আধিকারিকরা এনিয়ে সংবাদ মাধ্যম কাছে মুখ খুলতে চাননি।ভাবাদিঘীর পর তারা বাঁকুড়ার বিষ্ণুপুর এলাকায় রেল লাইনের কাজ খতিয়ে দেখতে যান।