Bankura

May 21 2023, 11:28

*রহস্যভেদ! শর্ট শার্কিটের জেরেই বাড়ির সিঁড়ি গরম হচ্ছে*


বাঁকুড়াঃ রহস্য ভেদ বিজ্ঞান মঞ্চের! কোন আলৌকিক ঘটনা নয়! শুধুমাত্র বৈদ্যুতিক শর্ট শার্কিটের কারণেই বাড়ির সিঁড়ির একটা অংশ গরম হচ্ছে! বিজ্ঞান মঞ্চের কর্মীদের এই রহস্য উন্মোচনের খবরে হাঁফ ছেড়ে বাঁচলেন ছাতনার গ্রামের কুম্ভকার পরিবার।

ঘটনার বিবরণে প্রকাশ, বাঁকুড়ার ছাতনার কমলপুর গ্রাম পঞ্চায়েতের মহিসানা কুমোর পাড়ার বাসিন্দা কাশীনাথ কুম্ভকারের বাড়ির সিঁড়ির একটি অংশ ক্রমাগত গরম হয়ে উঠছে। গত কয়েক দিনের ঘটনায় যথেষ্ট বিচলতিত কুম্ভকার পরিবার। খবর পেয়ে ঐ বাড়িতে ভীড় করতে শুরু করেন অনেকেই। অতি আলৌকিক ঘটনা বলে প্রচার শুরু করতে থাকেন কেউ কেউ। প্রশাসনের মাধ্যমে খবর পৌঁছায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মীদের কাছেও।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক জয়দেব চন্দ্র নিজে ঐ গ্রামে গিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেন। সামান্য কিছুক্ষণের মধ্যেই 'রহস্যে'র সমাধানও করে ফেলেন তিনিই।

জয়দেব চন্দ্র বলেন, কোন আলৌকিক ঘটনা নয়, নয় কোন গ্যাস সংক্রান্ত সমস্যা। ঐ বাড়িতে বিদ্যুৎ সংযোগ রয়েছে, নেই কোন আর্থিং সংযোগ। আর সিঁড়ির ঐ অংশে রয়েছে লোহার বিম। ফলে শুধুমাত্র বৈদ্যুতিক শর্ট শার্কিটেই এই সমস্যা বলে তিনি জানিয়েছেন।

Bankura

May 20 2023, 11:25

*অভিষেকের নিজাম প্যালেসে তলব নিয়ে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ*


বাঁকুড়াঃ 'বাঁকুড়াকে পাপি বলার জন্য ঈশ্বর নির্দিষ্ট ফল তাঁকে বাঁকুড়া থেকেই পেতে হলো'। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই-র নিজাম প্যালেসে তলব ও 'নবজোয়ার' কর্মসূচী স্থগিত রেখেই কলকাতার উদ্দেশ্যে তাঁর রওনা হওয়া প্রসঙ্গে এই মন্তব্য করলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। শনিবার সকালে বাঁকুড়া শহরের বাড়িতে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন।

ডাঃ সুভাষ সরকার এদিন আরো বলেন, 'বারবার চেষ্টা করেও রেহাই পাওয়া গেলনা! আইন আইনের পথেই চলে। অন্যায় যে করে সে শাস্তি পায়, 'এখন উনি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) গিয়ে দেখা করুন দেখা যাক কি হয়' বলেও তিনি মন্তব্য করেন।

এদিন 'জাতীয় শিক্ষা নীতি' নিয়েও সাংবাদিকদের প্রশ্নের খোলামেলা উত্তর দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। তাঁর দাবি, 'জাতীয় শিক্ষা নীতি দেশের ছাত্র ও শিক্ষা ব্যবস্থার পক্ষে এক অতুলনীয় সম্ভার'। এরাজ্যের সরকার মুখে বলছে জাতীয় শিক্ষা নীতি চালু করবোনা, কিন্তু তারা কি 'দুই আর দুইয়ে পাঁচ' বলতে পারবে? চারই হবে। এই অবস্থায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সঙ্গে রাজ্য সরকারের আধিকারিকরা আলোচনায় বসছেন দাবি করে আরো বলেন, আগামী দিনে ছাত্র ও অভিভাবকদের চাপে কেন্দ্রীয় শিক্ষা নীতি এরাজ্যের সরকারও লাগু করতে বাধ্য হবে। কেন্দ্রীয় শিক্ষা নীতি নিয়ে যে সব রাজনৈতিক নেতারা মন্তব্য করছেন তাঁরা কেউই কেন্দ্রীয় শিক্ষা নীতি-২০২০ পড়েননি বলেও তিনি দাবি করেন।

Bankura

May 19 2023, 14:53

এবার মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকার করেছে বাঁকুড়ার শ্রেয়া চক্রবর্ত্তী


বাঁকুড়াঃ এবার মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকার করেছে বাঁকুড়ার ছাতনা বাসুলী বালিকা বাণী পীঠের ছাত্রী শ্রেয়া চক্রবর্ত্তী। তার প্রাপ্ত নম্বর ৬৮৪।

শ্রেয়ার বাবা শুভাশীষ চক্রবর্ত্তী একজন প্রাইভেট টিউটর, মা টুম্পা চক্রবর্ত্তী গৃহবধূ। মেয়ের এই সাফল্যে খুশী ছাতনার চক্রবর্ত্তী পরিবার। আগামী দিনে সে একজন চিকিৎসক হতে চায় বলেই জানিয়েছে।

Bankura

May 19 2023, 11:38

*মাধ্যমিকে পঞ্চম বাঁকুড়ার অন্বেষা চক্রবর্তী*


বাঁকুড়াঃ চলতি বছরে মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের অন্বেষা চক্রবর্ত্তী। তার প্রাপ্ত নম্বর ৬৮৮। মাধ্যমিকে মেয়ের মেধা তালিকায় নাম ওঠার খবরে খুশীর হাওয়া শহরের কেন্দুয়াডিহির বাড়িতে।

বরাবরই পড়াশুনায় 'ভালো' অন্বেষার অন্যতম ভালোলাগার বিষয় 'আবৃত্তি', ভবিষ্যতে সে চিকিৎসক হতে হতে চায় বলে জানিয়েছে। একই সঙ্গে তার এই সাফল্যের পিছনে বাবা, মায়ের পাশাপাশি স্কুল ও গৃহশিক্ষকদের যথেষ্ট অবদান রয়েছে বলে জানিয়েছে।

অন্বেষার বাবা পরিক্ষীত চক্রবর্ত্তী পেশায় স্কুল শিক্ষক, মা মিঠু চক্রবর্ত্তী গৃহবধূ। তাঁরা দু'জনেই বেজায় খুশী মেয়ের এই সাফল্যে।

Bankura

May 18 2023, 18:22

*ঝড় বৃষ্টির জেরে প্রাণ হারালো এক ছাত্রী*

বাঁকুড়াঃ পিসির বাড়ি বেড়াতে এসে ঝড় বৃষ্টির সময় আম গাছ চাপা পড়ে মৃত্যু হলো ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর। মৃতার নাম টাপুর সিং (১২)। এই ঘটনায় আহত মেঘা বাগদী নামে আরো এক ছাত্রী। বৃহস্পতিবার বাঁকুড়ার বড়জোড়া থানা এলাকার মেটেলি- ন'পাড়ার ঘটনা।

  স্থানীয় সূত্রে খবর, বড়জোড়ার মালিয়াড়া গ্রামের বাসিন্দা ঐ স্কুল ছাত্রী ন'পাড়া গ্রামে পিসির বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিল। বিকেলে ঝড় বৃষ্টির সময় আরো অনেকের সঙ্গে বাড়ি সংলগ্ন একটি আম গাছে আম কুড়োতে যায়। ঠিক সেই সময় ঐ গাছের ডাল ভেঙ্গে তার নিচে চাপা পড়ে যায় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Bankura

May 18 2023, 10:55

*এক গুচ্ছ কর্মসূচি নিয়ে বাঁকুড়ায় পৌঁছালেন অভিষেক*

বাঁকুড়াঃ 'নব জোয়ার' কর্মসূচীর ২৪ তম দিনে বাঁকুড়ায় এসে পৌঁছাচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী তিন দিন জেলায় থাকবেন তিনি। আর সেই লক্ষ্যেই যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে শাসক দল। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর জেলা পুলিশও।

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া জেলা সফরের পূর্ব নির্দ্ধারিত কর্মসূচীতে কিছু কাঁটছাঁট করা হয়েছে। এদিন তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার দুর্গাপুর থেকে সরাসরি দুপুর আড়াইটা নাগাদ বড়জোড়া চৌমাথা মোড়ে পৌঁছাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই দলের পক্ষ থেকে তাঁকে 'স্বাগত' জানানো হবে। পরে ৩ টা ১৫ নাগাদ দুর্লভপুর মোড়ে 'রোড শো', ৪ টায় শালতোড়া কলিজ মাঠে বিশেষ কর্মসূচী, ৫ টায় ছাতনার দুবরাজপুর বাসস্ট্যাণ্ড মোড়ে জনসংযোগ, সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ বাঁকুড়া-২ ব্লকের বলরামপুর ফুটবল মাঠে অধিবেশন ও সেখানেই রাত্রীবাসের কর্মসূচী রয়েছে তাঁর।

যদিও তৃণমূলের এই কর্মসূচীকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বুধবার সিমলাপাল রাজবাড়ি মাঠে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা ও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'ভাইপোর নেতৃত্বে এ নবজোয়ারের যাত্রা নয়, এ যাত্রা হলো চলো চলো তিহারের যাত্রা। এখন তিহারের পথে এগোচ্ছে'। আগামী দিনে অন্যদেরও অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ের মতো অবস্থা হবে বলে তিনি ভবিষ্যদ্বানী করেন।

Bankura

May 17 2023, 19:08

*তৃণমূল চোর! বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর*

বাঁকুড়াঃ 'তৃণমূল প্রমাণিত চোর' ফের বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে বাঁকুড়ার সিমলাপাল রাজবাড়ি মাঠে দলীয় জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন। একই সঙ্গে শুভেন্দু এদিন দাবি করেন, 'ডিয়ার লটারী গত দেড় তৃণমূলের ইলেকশান বণ্ডে ৩০০ কোটি টাকা দিয়েছে'। ঐ সংস্থা তাদের রিটার্নে ঐ কথা জানিয়েছে বলেও তিনি দাবি করেন। 

 নারদা স্টীং অপারেশন প্রসঙ্গে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে এদিন বিস্ফোরক শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, 'ও (অভিষেক বন্দ্যোপাধ্যায়ক) ম্যাথুকে দিয়ে চক্রান্ত করেছিল'।

 আদিবাসী কুড়মি সমাজের আন্দোলন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'বিজেপির এখানে কোন রোল নেই। একটি বিশেষ সম্প্রদায়ের সঙ্গে রাজ্য সরকারের 'লড়াই' বলে তিনি দাবি করেন।

 এগরা বিস্ফোরণ কাণ্ড নিয়ে তিনি বলেন, বিষমদ কাণ্ডে যে আইসিকে সরানো হয়েছিল, এখানে তাকে তদন্তভার দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

Bankura

May 17 2023, 13:24

*অভিষেকের কর্মসূচির আগেই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে 'তোলাবাজি'র অভিযোগ*

বাঁকুড়াঃ দলের 'সেকেণ্ড ইন কমাণ্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'নব জোয়ার' কর্মসূচীতে যোগ দিতে বাঁকুড়ায় আসার ঠিক একদিন আগেই তৃণমূল পরিচালিত বিকনা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে 'তোলাবাজি'র অভিযোগ তুলে পোষ্টার পড়লো এলাকায়। কে বা কারা কারা ঐ পোষ্টার লাগিয়েছে বিষয়টি স্পষ্ট না হলেও বুধবার সকাল থেকে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বিকনা এলাকায় লাগানো সাদা কাগজের উপর হাতে লেখা ঐ পোষ্টারে প্রধান কার্তিক চন্দ্র মালের বিরুদ্ধে একাধিক বিষয়ে 'তোলাবাজি'র অভিযোগ তোলা হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে দলের নেতা তথা প্রধানের বিরুদ্ধে এই ধরণের পোষ্টারের ঘটনায় বেজায় অস্বস্তিতে ঘাস ফুল শিবির।

ঐ পোষ্টারে লেখা রয়েছে, 'ট্রেড লাইসেন্স তোলাবাজি, আবাস যোজনাতে তোলাবাজি, বেনামী জমি ওয়ারেশনে তোলাবাজি, সরকারী জমির দালালীতে তোলাবাজি, ঠিকাদারদের সিণ্ডিকেট গড়ে তোলাবাজি'। এছাড়াও ভুয়ো জবকার্ড তৈরীতেও প্রধান কার্তিক চন্দ্র মালের বিরুদ্ধে ঐ পোষ্টারে 'তোলাবাজি'র অভিযোগ আনা হয়েছে।

আর এই ঘটনাকে কেন্দ্র করে তৈরী হয়েছে শাসক-বিরোধী তর্জা। যদিও এবিষয়ে বিকনা গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক চন্দ্র মালকে এবিষয়ে জানাল জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে বাঁকুড়া-২ ব্লক তৃণমূল সভাপতি বিধান সিংহ বলেন, আগামীকাল আমাদের দলের নেতা জেলায় আসবেন, তার আগে বিরোধীরা এসব করে অশান্তি সৃষ্টি করতে চাইছে বলে তিনি দাবি করেন।

বর্ষীয়ান সিপিআইএম নেতা কিঙ্কর পোষাক বলেন, ঐ প্রধানের বিরুদ্ধে আগেও এধরণের অভিযোগ আছে। তৃণমূলে যে যতো বড় তোলাবাজ সে ততো বড় নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাধারণ সাংসদ, তিনি জেলায় আসার জন্য 'পুলিশ ১৮-২১ মে বিরোধীদের সভার অনুমতি দিচ্ছেনা'। তৃণমূলের তোলাবাজির বিরুদ্ধে এভাবে আরো পোষ্টার, দেওয়াল লিখন হবে বলেও তিনি জানান।

স্থানীয় বিজেপি নেতা দেবাশীষ দত্ত এপ্রসঙ্গে বলেন, পোষ্টার বিতর্কে বিজেপির নাম জড়িয়ে লাভ নেই, মানুষ এভাবে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। পঞ্চায়েত ভোট হলেই 'তৃণমূল হারবে' বলে তিনি দাবি করেন।

Bankura

May 16 2023, 19:32

*মৎস্য চাষ বাড়াতে সরকারের নয়া উদ্যোগ*

বাঁকুড়াঃ মৎস চাষীদের উৎসাহিত করতে ও রাজ্যে মৎস্য চাষে স্বয়ংসম্পূর্ণতালাভে বিশেষ উদ্যোগ নিল রাজ্য মৎস্য দপ্তর। এবার আর খোলা পুকুরে নয়, মাছ চাষ হবে নির্দিষ্ট খাঁচার মধ্যেই। মঙ্গলবার পরীক্ষামূলকভাবে এই প্রকল্পের উদ্বোধন হলো বাঁকুড়ার মুকুটমনিপুর কংসাবতী জলাধারে। প্রকল্পের সূচণা করেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক কে.রাধিকা আইয়ার সহ অন্যান্যরা।

 সূত্রের খবর, সি.আই.এফ.আর.আই-আই.সি.এ.আর এর সঙ্গে মৎস্য দপ্তরের যৌথ প্রকল্প এটি। মুকুটমনিপুর জলাধারের খাঁচায় যে মাছ চাষ হবে তা আগামী ন'মাসের মধ্যে এক একটি মাছের ওজন ৮ কেজি পর্যন্ত হতে পারে।

রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এদিন বলেন, মাছ আমদানির দিন প্রায় শেষ, এবার আমাদের লক্ষ্য মাছ রপ্তানি করা। ১০ ফুট গভীতরতা যুক্ত জলাশয়ে খাঁচার মাধ্যমে মাছ চাষ সম্ভব। এই ব্যবস্থায় মাছ ও মাছের খাবার কোন কিছুই নষ্ট হবেনা। আর এবিষয়ে সংশ্লিষ্ট মাছ চাষীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ তারা দেবেন বলেও জানান।

Bankura

May 15 2023, 10:26

*কারখানা কর্তৃপক্ষে অত্যাচার ! পথে নামল বিজেপি*

বাঁকুড়াঃ কারখানা কর্তৃপক্ষের 'দাদাগিরি আর স্বৈরাচারি মনোভাবে'র অভিযোগ তুলে আন্দোলনে নামলো বিজেপি। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন বাঁকুড়ার বড়জোড়ার ঘুটগড়িয়া শিল্পতালুকে একটি বেসরকারী কারখানার গেটের সামনে বিক্ষোভে সামিল হন ঐ দলের নেতা কর্মীরা।

বিজেপির বড়জোড়া মণ্ডল-১ সভাপতি গোবিন্দ ঘোষ বলেন, গত তিন বছর ধরে এই কারখানায় শ্রমিকরা কাজ করছেন। শ্রমিক শোষণ অব্যাহত। কারখানা কর্তৃপক 'একনায়কতন্ত্র' কায়েম করে রেখেছেন। শ্রমিকরা 'প্রতিবাদ' করলেই 'ঘাড়ধাক্কা' দিয়ে তাদের বের করে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধেই বিজেপির আন্দোলন বলে তিনি জানান।

যদিও এবিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া মেলেনি।