Howrah

May 17 2023, 19:35

* বন্দে ভারতের সূচনা আগেই সেজে উঠলো হাওড়া স্টেশন*

আগামীকাল চালু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আর এই নিয়েই হাওড়া স্টেশনে সাজো সাজো রব। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসকে স্বাগত জানাতে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সহ উচ্চপদস্থ আধিকারিকরা।আগামীকালের অনুষ্ঠান উপলক্ষে আজ হাওড়া স্টেশনে আসেন দক্ষিণ পূর্ব রেলের এডিশনাল জেনারেল ম্যানেজার অতুল্য সিনহা।

রেল সূত্রের খবর বৃহস্পতিবার বাদে সপ্তাহে ছয় দিন এই ট্রেনটি চলবে। অন্যদিন সকাল ছটা দশ মিনিটে হাওড়া স্টেশন ছেড়ে যাওয়ার পর বারোটা পয়ত্রিশ মিনিটে পুরীতে পৌছাবে। আবার দুপুর একটা পঞ্চাশ মিনিটে পুরী থেকে ছেড়ে ট্রেনটি রাত আটটা তিরিশ মিনিটে হাওড়ায় পৌঁছাবে।

Howrah

May 17 2023, 17:40

*জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে পথে নামল পুরসভা*

বর্ষায় শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে নড়েচড়ে বসল হাওড়া পুরসভা। আজ সকালে হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর নেতৃত্বে ইঞ্জিনিয়াররা। প্রশাসক মন্ডলীর সদস্য বাপি মান্নার নেতৃত্বে পুরসভার ইঞ্জিনিয়াররা, ৭, ৮, ৯ এবং ৫০ নম্বর ওয়ার্ডের নিকাশি নালাগুলি ঘুরে দেখেন।

প্রতি বছর বর্ষায় হাওড়া পুর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে। ৫০ টি ওয়ার্ডের মধ্যে কমপক্ষে ১৫ থেকে ১৬ টি ওয়ার্ডে কোথাও গোড়ালি সমান আবার কোথাও হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। ফলে সমস্যায় পড়েন শহরবাসী। এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে হাওড়া পুরসভা এ বছর বর্ষার আগেই বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে পুরসভা। যাতে জমা জল দ্রুত নেমে যায়। সুজয় চক্রবর্তী জানান গত বছরের মতো এবারও বর্ষার আগে তারা নর্দমা থেকে পলি তোলার কাজ শেষ করতে চান। যাতে দ্রুত জল বেরিয়ে যেতে পারে। তিনি বলেন বেশি বৃষ্টিতে জল জমলেও তা দ্রুত নেমে যাবে। এর পাশাপাশি তিনি বর্ষার আগে ভাঙ্গা রাস্তা সারানোর কাজ শেষ করে দেওয়া হবে বলে আশ্বাস দেন।

Howrah

May 17 2023, 12:25

*আগামীকাল উদ্বোধন হতে চলেছে হাওড়া-পুরি বন্দে ভারত এক্সপ্রেসের*


আগামী ২০ শে মে শনিবার থেকে শুরু হতে চলেছে হাওড়া-পুরি বন্দে ভারত এক্সপ্রেস। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন।  তার জন্য আজ ১৭ ই মে থেকে টিকিট বুকিং করতে পারবেন যাত্রীরা। এই ট্রেনটি হাওড়া থেকে ৬:১০ তে ছাড়বে ও সেই দিন দুপুরবেলা ১২: ৩৫ এ পুরী তে পৌঁছবে, আবার দুপুর ১৩:৫০ পুরী থেকে হাওড়া উদ্দেশ্যে রওনা দেবে।

 হাওড়া থেকে ছাড়ার পর খড়গপুর, বালাসোর, ভদ্রক, যাজপুর কোনজার রোড, কোটক, ভুবনেশ্বর, খুরদা রোড এ দাঁড়াবে। হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের ডিসেম্বর মাসে উদ্বোধন হওয়ার পর ভালো সাড়া পড়েছে রাজ্যে। তাই এইবার দ্বিতীয় বন্দে ভারত চলতে শুরু করবে কেন্দ্রীয় সরকার।

Howrah

May 16 2023, 19:12

*অনুষ্ঠিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা*

উত্তর কলকাতা কালচারাল সোসাইটি আয়োজিত কবি প্রণাম উপলক্ষ্যে, উত্তরপাড়া আনন্দবিতান এর কর্ণধার নরেশ রায় চৌধুরী ও পাপড়ি রায় চৌধুরীর নির্দেশনায় এবং সর্বানী সেনের নৃত্য পরিচালনায় জোড়াসাঁকো ঠাকুর বাড়ির রথীন্দ্র মঞ্চে, অনুষ্ঠিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। এছাড়াও বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৌমিত্র বন্দোপাধ্যায় এর সঙ্গীত জীবনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।

Howrah

May 15 2023, 18:26

*সন্ধ্যা নামতেই শুরু ঝড় বৃষ্টি*

হাওড়ায় সন্ধ্যা থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি।শহর জুড়ে কালো আকাশ।তীব্র গরমের পর অবশেষে মিলল স্বস্তি।তাপমাত্রা কমলো বেশ কিছুটা।বাতাসে ঠান্ডার আমেজ।

Howrah

May 14 2023, 16:36

*ICSC পরীক্ষায় কৃতি হাওড়ার সিদ্ধার্থ*

আই এস সি পরীক্ষায় কৃতি ছাত্র সিদ্ধার্থ দুগ্গর।হাওড়ার ১৩৮ নম্বর জি টি রোডে শ্রী এপার্টমেন্ট এর বাসিন্দা সিদ্ধার্থ হাওড়ার এম সি কেজরিওয়াল বিদ্যাপীঠ স্কুলের ছাত্র।তার প্রাপ্ত নম্বর ৯৯.৫ %।এই সাফল্যে খুশী পরিবারের লোকজন।

Howrah

May 14 2023, 11:37

*অনিয়মিত ট্রেন পরিষেবা? বিক্ষোভ নিত্যযাত্রীদের*


লোকাল ট্রেনের অনিয়মিত পরিষেবার বিরুদ্ধে ক্ষোভে রেললাইন অবরোধ করল নিত্যযাত্রীরা। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ জগৎবল্লভপুরের বড়গাছিয়া স্টেশনে অবরোধ করেন যাত্রীরা। তাদের অভিযোগ দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা লাইনে লোকাল ট্রেন পরিষেবা খুব খারাপ।

বেশিরভাগ সময় হাওড়া আমতা লোকালকে দাঁড় করিয়ে ওই লাইন দিয়ে মালগাড়ি পাস করানো হয়। ফলে লোকাল ট্রেন আধঘন্টা থেকে দেড় ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকে। এর ফলে নিত্যযাত্রীদের অফিস যেতে বা বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়। আজ রাতে আমতা লোকাল ৮:৪০ মিনিটে হাওড়া স্টেশন ছাড়ে। বড়গাছিয়া স্টেশনে দীর্ঘক্ষন ট্রেনটি দাঁড়িয়ে থাকে। এতে ক্ষুব্ধ যাত্রীরা ট্রেন থেকে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। অনেক যাত্রী রেল ট্রাকে অথবা লাইনে বসে পড়েন। ফলে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীরা জানিয়েছেন তারা রেল কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

Howrah

May 13 2023, 19:51

*বিঘ্নিত হতে চলেছে ট্রেন চলাচল*

সাঁতরাগাছি স্টেশনে ফুট ওভার ব্রিজের জরুরি কাজের দরুন দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করল।

দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর বিভাগের অধীনে সাঁতরাগাছি স্টেশনে এই কাজ হবে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। 

এর জন্য একাধিক ট্রেন বাতিল করল দক্ষিন পূর্ব রেল।

দক্ষিন পূর্ব খড়্গপুর শাখায় সাঁতরাগাছি চতুর্থ ফুট ওভার ব্রিজের কাজের জন্য আগামীকাল অর্থাৎ রবিবার সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পাওয়ার ব্লক করা হবে | শনিবার থেকেই আপ ও ডাউনের দুই জোড়া দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে | পাশাপাশি চারটি দূরপাল্লার ট্রেনের সময়সীমা বদল করা হয়েছে আরো চারটি ট্রেন কে খড়্গপুর পর্যন্ত চালানো হবে | এখনো পর্যন্ত লোকাল ট্রেন চলাচল নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি রেল কর্তৃপক্ষ।

বাতিল হওয়া ট্রেনের তালিকা।

১৮০১৪/১৮০১২ বোকারো স্টিল সিটি /চক্রধরপুর - হাওড়া এক্সপ্রেস ১৩ তারিখে বাতিল করা হয়েছে।

১৯০১১/১৮০১৩ হাওড়া - চক্রধরপুর /বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ১৫ তারিখ বাতিল করা হয়েছে।

১২৮১৪ টাটানগর - হাওড়া স্টিল এক্সপ্রেস ১৪ তারিখ বাতিল করা হয়েছে। 

১২৮১৩ হাওড়া - টাটানগর স্টিল এক্সপ্রেস ১৪ তারিখ বাতিল করা হয়েছে। 

সময় পরিবর্তিত হওয়া ট্রেনের তালিকা।

১২৮৬০ হাওড়া - মুম্বাই (CSMT) গীতাঞ্জলি এক্সপ্রেস ১৪ তারিখে হাওড়া থেকে ৪:০৫ মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় ছিল দুপুর ২:০৫ মিনিট। 

১২৮১০ হাওড়া - মুম্বাই (CSMT) মেল ১৫ তারিখ হাওড়া থেকে রাত্রি ১২:২০ মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় সূচি ছিল ১৪ তারিখ রাত্রি ৯:৫০ মিনিট। 

১২১৩০ হাওড়া - পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস ১৫ তারিখ হাওড়া থেকে রাত্রি ১:১০ মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় ছিল ১৪ তারিখ রাত্রি ১০:১০ মিনিট।

১২২৪৫ হাওড়া - স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু) দুরন্ত এক্সপ্রেস ১৪ তারিখ হাওড়া থেকে বেলা ১১:৫০ মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় ছিল বেলা ১০:৫০ মিনিট।

যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়া ট্রেনের তালিকা।

১৮০৪৪ ভদ্রক - হাওড়া এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর অব্দি চলবে।

১৮০৪৩ হাওড়া - ভদ্রক এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর অব্দি চলবে। 

১৮০০৪ আদ্রা - হাওড়া শিরোমনি এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর অব্দি চলবে। 

১৮০০৩ হাওড়া - আদ্রা শিরোমনি এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর অব্দি চলবে। 

Howrah

May 13 2023, 16:54

*৩৬হাজার চাকরি বাতিল! উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ শিক্ষকরা*

রাজ্যের ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই ঘোষণার পর আজ হাওড়া জেলা তৃণমূল শিক্ষা সেলের সাথে যুক্ত প্রাথমিক শিক্ষকরা সিদ্ধান্ত নেন উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে যাবার।সেইমতো আজ দুপুরে প্রায় ছয়শো শিক্ষক জমায়েত করেন সদর তৃণমূল কার্যালয়ের সামনে।উপস্থিত হন আইনজীবী ও সংগঠনের নেতারা।

ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চের রায়ে সমালোচনা করেন সংগঠনের নেতারা।শিক্ষকরা জানান যাদের অপ্রশিক্ষন প্রাপ্ত বলা হচ্ছে সেটা ঠিক নয়।সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার আদালতে মামলা হবে।রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানান প্রত্যেকেরই সংসার আছে।তাই সহানুভূতির সাথে বিষয়টি দেখা উচিত।তবে যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত।

Howrah

May 12 2023, 18:00

*CBSC পরীক্ষায় প্রথম হাওড়ার সৌমাদিত্য চন্দ্র*

সিবিএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় প্রথম হাওড়া আন্দুল দুইলার সৌমাদিত্য চন্দ্র। তার প্রাপ্ত নম্বর ৫০০ মধ্যে ৪৯১। তবে সৌমাদিত্য কোভিডের কারণে দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা দিতে পারেনি। সেজন্য তার মনে দুঃখ ছিল। তাই দ্বাদশ শ্রেণীর জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিল।

সৌমাদিত্য জানিয়েছে, তার প্রাইভেট টিউটর না থাকলেও সে একটি বেসরকারি কোচিং সেন্টারে সঙ্গে যুক্ত ছিল। স্কুলের শিক্ষকের পাশাপাশি ওই কোচিং সেন্টারের শিক্ষকরা তাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। তার এই সাফল্য সে মা-বাবা এবং শিক্ষকদের উৎসর্গ করতে চায়। ভবিষ্যতে তার ইচ্ছা আইআইটিতে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করা। পড়াশোনার বাইরে সে ইংরাজি এবং বাংলা গল্পের বই পড়তে ভালোবাসে। তার মা শর্মিষ্ঠা চন্দ্র জানিয়েছেন ছেলের সাফল্য তিনি খুব খুশি। সৌমাদিত্য এর বাবা উত্তরবঙ্গের চা বাগানের ম্যানেজার। গোটা পরিবার এখন অপেক্ষা করছেন গৃহকর্তা কবে বাড়ি ফেরেন।