North24Paragana1

May 17 2023, 14:00

কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু কাঁকিনাড়া জুটমিলে


উত্তর ২৪ পরগনা:কর্মরত অবস্থায় কাঁকিনাড়া জুটমিলের তাঁত বিভাগের এক শ্রমিকের মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতে। মৃতের নাম মহম্মদ আসলাম ( ৪২)। তাঁর বাড়ি ভাটপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর গলিতে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৯-৩০ বাড়ি থেকে বেরিয়ে কাজে যোগ দিয়েছিলেন আসলাম। কিছুক্ষণ বাদে তাঁর এক সহকর্মী বাড়িতে ফোন করে ঘটনার কথা জানায়।

মৃতের পুত্র ওয়াসিম আক্রম জানান, সহকর্মী তাঁকে জানিয়েছে মেশিনে ভারী বীমা লাগাতে গিয়ে মাথা ঘুরে বাবা পড়ে যায়। তৎক্ষণাৎ তাঁকে মিলের ভেতরে ডিস্পেনসারিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কল্যাণী ই এস আই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

North24Paragana1

May 16 2023, 19:07

*"মনের কথা পুলিশ, দিদির সঙ্গে"*


উত্তর ২৪ পরগনা: কিছুদিন আগে সোদপুরের সুখচরে মোবাইল বেশি দেখার জন্য মা বকাবকি করেছিল এক স্কুল ছাত্রীকে। অভিমানে সেই ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। অপর একটি ঘটনায় মোবাইল কিনে দেওয়ার জন্য বার বার অনুরোধ করেছিল এক স্কুল ছাত্র। পরিবারের লোকজন রাজি হননি। আর সেই অভিমানে ওই স্কুল ছাত্র আত্মহত্যার পথ বেছে নেন। দুটি ঘটনাই ব্যারাকপুর পুলিস কমিশনারেট এলাকায় ঘটেছে। তবে, এগুলি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, এই শিল্পাঞ্চলে এই ধরনের ঘটনা আখছাড় ঘটছে। এবার টিনএজারদের জন্য অভিনব উদ্যোগ নিয়েছে ব্যারাকপুর পুলিস কমিশনারেট।

"মনের কথা পুলিশ দিদির সঙ্গে।"মঙ্গলবার অভিনব এই প্রকল্পের উদ্বোধন হতে চলেছে।

নিজর পছন্দমতো কোনও কিছু না পেলেই অভিমানে টিনএজাররা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কমিশনারেট এলাকায় একাধিক থানায় টিনএজারদের আত্মহত্যার ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হচ্ছে। ফলে, টিনএজারদের মনের কথা বুঝতেই পুলিসের এই উদ্যোগ। নতুন এই প্রকল্পের সুবিধা কী করে পাবে টিনএজাররা। এই প্রকল্প ব্যাখ্যা করতে গিয়ে পুলিস কমিশনার অলক রাজোরিয়া বলেন, "নির্দিষ্ট একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হবে। সেই নম্বর পুলিস প্রশাসনের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে টিনএজারদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

সেখানে ফোন করে তাঁরা নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। একজন মহিলা পুলিস অফিসারকে এই কাজের জন্য নিয়োগ করা হবে। 

কী কী সমস্যার কথা জানানো যাবে। বন্ধুর সঙ্গে মনোমালিন্য, প্রেমে ব্যর্থ, শিক্ষকের শাসন, বাবা মায়ের বকাঝকা সহ নিজের অত্যন্ত পরিচিত কারোর দ্বারা যৌন হেনস্তা বা শ্লীলতাহানির শিকার হলেও সমস্ত কিছুই চাইলে টিনএজাররা পুলিস দিদির সঙ্গে কথা বলতে পারবে। পুলিস দিদি প্রয়োজনমতো তার সঙ্গে কথা বলবে। প্রয়োজনে কাউন্সেলিং করবে। এমন কী পুলিস প্রশাসনের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে সেটাও নেওয়া হবে। মূলত, কী বিষয় নিয়ে তারা অভিমানে রয়েছে তা জেনে সমস্যা সমাধানে উদ্যোগী হবে কমিশনারেটের কর্তারা"।

ব্যারাকপুর পুলিস কমিশনার অলক রাজোরিয়া বলেন, এই উদ্যোগের মাধ্যমে টিনএজারদের পাশে থাকার বার্তা দেওয়া যাবে। অনেক সময় তাদের ঠিকমতো করে কাউন্সেলিং না করার জন্যই তারা না বুঝেই আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে। সেটা রুখতে আমাদের এই পদক্ষেপ। এর আগে 'পুলিস বন্ধু'র মত কর্মসূচি নিয়েছিলেন পুলিস কমিশনার। সেই কর্মসূচিতে ভালই সাড়া পেয়েছে। এবার নতুন কর্মসূচি, মনের কথা পুলিস দিদির সঙ্গে।

North24Paragana1

May 15 2023, 17:12

সাফাই কর্মীদের বিক্ষোভ


উত্তর ২৪ পরগনা:অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, বকেয়া বেতন প্রদান-সহ ১০ দফা দাবিতে ভাটপাড়া পুরসভায় বিক্ষোভ সাফাই কর্মীদের। সোমবার বিকেলে সাফাই কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তারপর পুরসভার চেয়ারপার্সনের কাছে তারা স্মারকলিপি জমা দেন। দাবি-দাওয়া পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন তারা।

North24Paragana1

May 15 2023, 17:12

*সাফাই কর্মীদের বিক্ষোভ*


উত্তর ২৪ পরগনা:অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, বকেয়া বেতন প্রদান-সহ ১০ দফা দাবিতে ভাটপাড়া পুরসভায় বিক্ষোভ সাফাই কর্মীদের। সোমবার বিকেলে সাফাই কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তারপর পুরসভার চেয়ারপার্সনের কাছে তারা স্মারকলিপি জমা দেন। দাবি-দাওয়া পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন তারা।

North24Paragana1

May 15 2023, 10:29

মৌলি এলাকায় নিজের ডিভোর্সি স্ত্রীকে গুলি করে খুন করার চেষ্টা স্বামীর


উত্তর ২৪ পরগনা: নিজের ডিভোর্সী স্ত্রীকে দ্বিতীয়বারের জন্য বিয়ে করতে চেয়েছিল স্বামী। স্বামীর সেই প্রস্তাবে রাজি না হওয়ায় নিজের ডিভোর্সী স্ত্রীকে গুলি করে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো মিনাখাঁ থানার মালঞ্চ মৌলি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় বসিরহাট ষোলাদানা এলাকার রবিউল সর্দার নামে এক যুবকের সাথে বছর তিনেক আগে বিয়ে হয়েছিল মালঞ্চ মৌলী এলাকার রুকসানা পারভীনের সঙ্গে। গত মাস চারেক আগে রুকসানা পারভীনের সঙ্গে রবিউল সর্দারের ডিভোর্স হয়ে যায়।

ডিভোর্স হয়ে যাওয়ার পর গত দিন ১০ আগে রবিউল আবার রুকসানাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি না হওয়ার জন্য মাঝেমধ্যেই রবিউল রুকসানাকে খুন করার হুমকি দিতো।রবিবার রাতে রবিউল রুকসানা পারভীনের বাপের বাড়ি মালঞ্চ মৌলি এলাকায় এসে রুকসানাকে বিয়ে করার কথা বলে। রুকসানা তাতে রাজি না হওয়ায় রূপসানাকে গুলি করে খুন করার চেষ্টা করে। রুকসানাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালায় রবিউল।

গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে রুখসানা পারভীনের ডানহাতে লাগে। গুরুতর আহত অবস্থায় রুকসানা পারভীনকে পরিবারের লোকেরা মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করায়। মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করানোর পর সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পলাতক রবিউল সরদারের খোঁজে তল্লাশি শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ।

North24Paragana1

May 14 2023, 16:31

*সম্পত্তির লোভে বাবা মাকে মারধর, বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে*


উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বরানগর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ডাক্তার বাগান এলাকায় সম্পত্তির লোভে নিজের বৃদ্ধ বাবা মা ও বোনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বরানগরের বিজেপি নেতা বাবলু দের বিরুদ্ধে।ঘটনায় আতঙ্কিত বাবা-মা বাড়িতে ঢুকতে ভয় পাচ্ছে। ছেলের বিরুদ্ধে বাবা মা অভিযোগ দায়ের করেছে বরানগর থানায়।অভিযুক্ত বিজেপি নেতা বাবলু দে পালিয়ে বেড়াচ্ছে পুলিশের ভয়ে।

পুলিশ প্রশাসন তার কাজ করবে বললেন ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পাশাপাশি, বিজেপি নেতার বাবা-মাকে এইভাবে মারধরের ঘটনায় নিন্দা প্রকাশ করেছে বিজেপি নেতা কিশোর কর। তিনি বলেন,সে কোন দল করুক না কেন মা-বাবাকে মারধর করা একদম উচিত নয়।প্রশাসনের কাছে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।

North24Paragana1

May 14 2023, 16:23

*ঝড় বৃষ্টির মোকাবিলায় সন্দেশখালি এলাকায় তৎপর এনডিআরএফ*

উত্তর ২৪ পরগনা:ঘূর্ণিঝড় মোকার প্রভাবে সন্দেশখালি এলাকায় হতে পারে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টি। পূর্ণিমার ভরা কোটালের মধ্যে ঝড়ো হাওয়ার সঙ্গে যদি বৃষ্টি হয় তাহলে সন্দেশখালির আতাপুর মনিপুর সহ বিভিন্ন এলাকায় নদী বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা। বিগত দিনে মানুষদের সমস্যার কথা মাথায় রেখে ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়ার আগেই সন্দেশখালি এলাকায় তৎপর হয়ে উঠল এনডিআরএফ এর কর্মীরা।

রবিবার সন্দেশখালি ফেরিঘাটে মাইক প্রচার করে সাধারণ মানুষদের বিশেষভাবে সচেতন করতে দেখা যায় এনডিআরএফ এর কর্মীদের। এদিন সকাল থেকে মাইক প্রচার করে সাধারণ মানুষদের সচেতন করতে দেখা যায় এনডিআরএফ এর কর্মীদের।

North24Paragana1

May 14 2023, 15:53

*এটিএম মেশিন থেকে টাকা লুটের চেষ্টা*

উত্তর ২৪ পরগনা: বারাসাতের ইকো নার্সিং হোম সংলগ্ন কানাড়া ব্যাঙ্কের এটিএম মেশিন থেকে টাকা লুটের চেষ্টা প্রকাশ্যে আসতেই রবিবার চাঞ্চল্য ছড়ালো বারাসাতে। স্থানীয় অসীম পাল নামে এক ব্যবসায়ী জানান, সাত সকালে ওই এটিএমে টাকা তুলতে এসে তিনি দেখেন, এটিএম মেশিনের যেখান থেকে টাকা বের হয় সেই জায়গাটা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। সেই সঙ্গে তার নজরে আসে পাশেই থাকা নোংরা ফেলার বাস্কেটে একটি আধলা ইট পড়ে আছে। সঙ্গে সঙ্গে তিনি বারাসাত থানা ও ব্যাঙ্কের ম্যানেজারকে ফোন করে বিষয়টি জানান ।

এদিকে ব্যাঙ্কের কর্তৃপক্ষ সেখানে উপস্থিত হলেও বিষয়টি কি,তা জানাতে অস্বীকার করে।

ওই ঘটনার পর স্থানীয় মানুষরা দাবি তোলেন নিরাপত্তারক্ষী না থাকায় দুষ্কৃতীরা এই ধরনের এটিএম লুটের চেষ্টা করে।অন্যদিকে ,এটিএমে নিরাপত্তারক্ষী না থাকার জন্যই এই ঘটনা বারংবার ঘটছে এমনটাই দাবি করেন স্থানীয় এক বাসিন্দা।

North24Paragana1

May 13 2023, 15:58

*সম্পত্তির কারণে মহিলাকে খুনের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে*


উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুর দেবপুকুর এলাকার স্বাথী ঘোষ ও তার পরিবারের প্রচুর জমিজমা রয়েছে। আর সেই জমি পরিবারের লোকজনদের বুঝিয়ে প্রমোটিংয়ের জন্য নেয় এলাকার স্থানীয় প্রোমোটার বিধান রায়।স্বাথী ঘোষের জায়গায় প্রোমোটিং এর জন্য তার পরিবারের লোকজনদের তেলিনিপাড়ায় একটি বাড়িতে ভাড়া করে রাখেন ঐ প্রোমোটার।বেশ কয়েকদিন ধরে স্বাথী ঘোষের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।তার নামে মোহনপুর থানায় নিখোঁজের ডাইরি করে তার পরিবারের লোকজন।

অবশেষে আজ বাড়ির ওপরের ঘর থেকে মৃত অবস্থায় নিখোঁজ স্বাথী ঘোষের মৃতদেহ উদ্ধার করে মোহনপুর থানার পুলিশ।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রোমোটার বিধান রায় স্বাথী ঘোষ কে খুন করে। দীর্ঘদিন ধরে রেখে দেওয়ার পচন ধরেছে শরীরে।ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ওই প্রোমোটার।পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় এলাকার স্থানীয় বাসিন্দারা।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ব্যারাকপুর শিউলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেলনিপাড়া এলাকায়।

ঘটনার তদন্ত শুরু করেছে মোহনপুর থানার পুলিশ। শুধু তাই নয় নিজের ঘরে আরও তিন জন স্বাথী মা বোন কে দীর্ঘদিন ধরে না খেতে দিয়ে রেখে দিয়েছিল ওই বিধান এমনটাই অভিযোগ মৃত আত্মীয়দের।

North24Paragana1

May 13 2023, 15:57

*একটি বেওয়ারিশ গাড়ি বাজেয়াপ্ত করল খড়দহ থানা*


উত্তর ২৪ পরগনা: পানিহাটির পৌরপ্রধান মলয় রায়ের উদ্যোগে গত বেশ কিছুদিন ধরে সোদপুর অমরাবতী মাঠে শুরু হয়েছে ৩৬ দিনের "পানিহাটি এক্সপো মেলা" । সেই মেলার মঞ্চের পিছনে ভিআইপি গেটের কাছে গত কয়েকদিন ধরে রহস্যজনক ভাবে পড়ে থাকা একটি এসইউভি গাড়ি শুক্রবার রাতে বাজেয়াপ্ত করল খড়দহ থানার পুলিশ ।

গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে ১৬ টি মোবাইল ফোন ও টাকা গোনার মেশিন । পুলিশ সূত্রে খবর এছাড়াও উদ্ধার হয়েছে বেশকিছু প্যান কার্ড, এটিএম কার্ড, প্রেস কার্ড, নথিপত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী । কোনও অসৎ উদ্দেশ্যে কেউ গাড়িটি রেখে গিয়েছিল কিনা পুলিশ সেদিকটি যেমন খতিয়ে দেখছে।জানা গিয়েছে, বাঁকুড়া আঞ্চলিক পরিবহন দপ্তরের থেকে রেজিস্ট্রেশন হওয়া গাড়িটি সেলিম মিদ্যা নামে এক ব্যক্তির । গাড়িটির বয়স প্রায় ১০ বছর । কিন্তু বাঁকুড়ার গাড়ি সোদপুরে এল কি করে তার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ ।

গত কয়েকদিন ধরে গাড়িটি ওই মাঠে রাখা ছিল । গাড়িটির কোনও মালিকানা না পাওয়ায় মেলা উদ্যোক্তারা মেলার ব্যারিকেড ঘুরিয়ে দেন । বৃহস্পতিবার বিষয়টি নজরে আসে খড়দহ থানার পুলিশের । এরপরই পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করে নিয়ে যায় । 

মেলা কমিটির মুখ্য সংগঠক তথা পূর্ব পানিহাটি তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোময় রায় জানান, বেশ কয়েকদিন ধরে গাড়িটি মাঠে পড়েছিল।আমরা পাড়াতে খোঁজখবর নিয়েছিলাম কিন্তু গাড়ির মালিকানার বিষয় কেউ কিছু বলতে পারেনি । এরপর পুলিশ মেলা প্রাঙ্গণটি খতিয়ে দেখতে আসলে তারা বিষয়টি পুলিশকে জানায় এবং পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করে নিয়ে যায় । গাড়ির ভেতরে কি ছিল তা তারা জানতেন না কারণ গাড়িটির কাঁচ বন্ধ অবস্থায় সম্পূর্ণভাবে লক করা ছিল । তিনি এও জানান, বিষয়টি যথেষ্ট রহস্যজনক এবং আশঙ্কাজনক কারণ গাড়িটি থেকে কোন ক্ষতিও হতে পারতো ।