Howrah

May 16 2023, 19:12

*অনুষ্ঠিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা*

উত্তর কলকাতা কালচারাল সোসাইটি আয়োজিত কবি প্রণাম উপলক্ষ্যে, উত্তরপাড়া আনন্দবিতান এর কর্ণধার নরেশ রায় চৌধুরী ও পাপড়ি রায় চৌধুরীর নির্দেশনায় এবং সর্বানী সেনের নৃত্য পরিচালনায় জোড়াসাঁকো ঠাকুর বাড়ির রথীন্দ্র মঞ্চে, অনুষ্ঠিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। এছাড়াও বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৌমিত্র বন্দোপাধ্যায় এর সঙ্গীত জীবনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।

Howrah

May 15 2023, 18:26

*সন্ধ্যা নামতেই শুরু ঝড় বৃষ্টি*

হাওড়ায় সন্ধ্যা থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি।শহর জুড়ে কালো আকাশ।তীব্র গরমের পর অবশেষে মিলল স্বস্তি।তাপমাত্রা কমলো বেশ কিছুটা।বাতাসে ঠান্ডার আমেজ।

Howrah

May 14 2023, 16:36

*ICSC পরীক্ষায় কৃতি হাওড়ার সিদ্ধার্থ*

আই এস সি পরীক্ষায় কৃতি ছাত্র সিদ্ধার্থ দুগ্গর।হাওড়ার ১৩৮ নম্বর জি টি রোডে শ্রী এপার্টমেন্ট এর বাসিন্দা সিদ্ধার্থ হাওড়ার এম সি কেজরিওয়াল বিদ্যাপীঠ স্কুলের ছাত্র।তার প্রাপ্ত নম্বর ৯৯.৫ %।এই সাফল্যে খুশী পরিবারের লোকজন।

Howrah

May 14 2023, 11:37

*অনিয়মিত ট্রেন পরিষেবা? বিক্ষোভ নিত্যযাত্রীদের*


লোকাল ট্রেনের অনিয়মিত পরিষেবার বিরুদ্ধে ক্ষোভে রেললাইন অবরোধ করল নিত্যযাত্রীরা। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ জগৎবল্লভপুরের বড়গাছিয়া স্টেশনে অবরোধ করেন যাত্রীরা। তাদের অভিযোগ দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা লাইনে লোকাল ট্রেন পরিষেবা খুব খারাপ।

বেশিরভাগ সময় হাওড়া আমতা লোকালকে দাঁড় করিয়ে ওই লাইন দিয়ে মালগাড়ি পাস করানো হয়। ফলে লোকাল ট্রেন আধঘন্টা থেকে দেড় ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকে। এর ফলে নিত্যযাত্রীদের অফিস যেতে বা বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়। আজ রাতে আমতা লোকাল ৮:৪০ মিনিটে হাওড়া স্টেশন ছাড়ে। বড়গাছিয়া স্টেশনে দীর্ঘক্ষন ট্রেনটি দাঁড়িয়ে থাকে। এতে ক্ষুব্ধ যাত্রীরা ট্রেন থেকে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। অনেক যাত্রী রেল ট্রাকে অথবা লাইনে বসে পড়েন। ফলে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীরা জানিয়েছেন তারা রেল কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

Howrah

May 13 2023, 19:51

*বিঘ্নিত হতে চলেছে ট্রেন চলাচল*

সাঁতরাগাছি স্টেশনে ফুট ওভার ব্রিজের জরুরি কাজের দরুন দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করল।

দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর বিভাগের অধীনে সাঁতরাগাছি স্টেশনে এই কাজ হবে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। 

এর জন্য একাধিক ট্রেন বাতিল করল দক্ষিন পূর্ব রেল।

দক্ষিন পূর্ব খড়্গপুর শাখায় সাঁতরাগাছি চতুর্থ ফুট ওভার ব্রিজের কাজের জন্য আগামীকাল অর্থাৎ রবিবার সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পাওয়ার ব্লক করা হবে | শনিবার থেকেই আপ ও ডাউনের দুই জোড়া দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে | পাশাপাশি চারটি দূরপাল্লার ট্রেনের সময়সীমা বদল করা হয়েছে আরো চারটি ট্রেন কে খড়্গপুর পর্যন্ত চালানো হবে | এখনো পর্যন্ত লোকাল ট্রেন চলাচল নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি রেল কর্তৃপক্ষ।

বাতিল হওয়া ট্রেনের তালিকা।

১৮০১৪/১৮০১২ বোকারো স্টিল সিটি /চক্রধরপুর - হাওড়া এক্সপ্রেস ১৩ তারিখে বাতিল করা হয়েছে।

১৯০১১/১৮০১৩ হাওড়া - চক্রধরপুর /বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ১৫ তারিখ বাতিল করা হয়েছে।

১২৮১৪ টাটানগর - হাওড়া স্টিল এক্সপ্রেস ১৪ তারিখ বাতিল করা হয়েছে। 

১২৮১৩ হাওড়া - টাটানগর স্টিল এক্সপ্রেস ১৪ তারিখ বাতিল করা হয়েছে। 

সময় পরিবর্তিত হওয়া ট্রেনের তালিকা।

১২৮৬০ হাওড়া - মুম্বাই (CSMT) গীতাঞ্জলি এক্সপ্রেস ১৪ তারিখে হাওড়া থেকে ৪:০৫ মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় ছিল দুপুর ২:০৫ মিনিট। 

১২৮১০ হাওড়া - মুম্বাই (CSMT) মেল ১৫ তারিখ হাওড়া থেকে রাত্রি ১২:২০ মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় সূচি ছিল ১৪ তারিখ রাত্রি ৯:৫০ মিনিট। 

১২১৩০ হাওড়া - পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস ১৫ তারিখ হাওড়া থেকে রাত্রি ১:১০ মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় ছিল ১৪ তারিখ রাত্রি ১০:১০ মিনিট।

১২২৪৫ হাওড়া - স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু) দুরন্ত এক্সপ্রেস ১৪ তারিখ হাওড়া থেকে বেলা ১১:৫০ মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় ছিল বেলা ১০:৫০ মিনিট।

যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়া ট্রেনের তালিকা।

১৮০৪৪ ভদ্রক - হাওড়া এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর অব্দি চলবে।

১৮০৪৩ হাওড়া - ভদ্রক এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর অব্দি চলবে। 

১৮০০৪ আদ্রা - হাওড়া শিরোমনি এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর অব্দি চলবে। 

১৮০০৩ হাওড়া - আদ্রা শিরোমনি এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর অব্দি চলবে। 

Howrah

May 13 2023, 16:54

*৩৬হাজার চাকরি বাতিল! উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ শিক্ষকরা*

রাজ্যের ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই ঘোষণার পর আজ হাওড়া জেলা তৃণমূল শিক্ষা সেলের সাথে যুক্ত প্রাথমিক শিক্ষকরা সিদ্ধান্ত নেন উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে যাবার।সেইমতো আজ দুপুরে প্রায় ছয়শো শিক্ষক জমায়েত করেন সদর তৃণমূল কার্যালয়ের সামনে।উপস্থিত হন আইনজীবী ও সংগঠনের নেতারা।

ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চের রায়ে সমালোচনা করেন সংগঠনের নেতারা।শিক্ষকরা জানান যাদের অপ্রশিক্ষন প্রাপ্ত বলা হচ্ছে সেটা ঠিক নয়।সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার আদালতে মামলা হবে।রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানান প্রত্যেকেরই সংসার আছে।তাই সহানুভূতির সাথে বিষয়টি দেখা উচিত।তবে যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত।

Howrah

May 12 2023, 18:00

*CBSC পরীক্ষায় প্রথম হাওড়ার সৌমাদিত্য চন্দ্র*

সিবিএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় প্রথম হাওড়া আন্দুল দুইলার সৌমাদিত্য চন্দ্র। তার প্রাপ্ত নম্বর ৫০০ মধ্যে ৪৯১। তবে সৌমাদিত্য কোভিডের কারণে দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা দিতে পারেনি। সেজন্য তার মনে দুঃখ ছিল। তাই দ্বাদশ শ্রেণীর জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিল।

সৌমাদিত্য জানিয়েছে, তার প্রাইভেট টিউটর না থাকলেও সে একটি বেসরকারি কোচিং সেন্টারে সঙ্গে যুক্ত ছিল। স্কুলের শিক্ষকের পাশাপাশি ওই কোচিং সেন্টারের শিক্ষকরা তাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। তার এই সাফল্য সে মা-বাবা এবং শিক্ষকদের উৎসর্গ করতে চায়। ভবিষ্যতে তার ইচ্ছা আইআইটিতে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করা। পড়াশোনার বাইরে সে ইংরাজি এবং বাংলা গল্পের বই পড়তে ভালোবাসে। তার মা শর্মিষ্ঠা চন্দ্র জানিয়েছেন ছেলের সাফল্য তিনি খুব খুশি। সৌমাদিত্য এর বাবা উত্তরবঙ্গের চা বাগানের ম্যানেজার। গোটা পরিবার এখন অপেক্ষা করছেন গৃহকর্তা কবে বাড়ি ফেরেন।

Howrah

May 12 2023, 17:49

*সিবিএসসি পরীক্ষায় প্রথম হাওড়া আন্দুল দুইলার সৌমাদিত্য চন্দ্র*

সিবিএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় এবার টপার হাওড়া আন্দুল দুইলার সৌমাদিত্য চন্দ্র। সে ৫০০ মধ্যে ৪৯১ নম্বর পেয়েছে। এর মধ্যে ইংরেজিতে ৯৯ ,অংকে ১০০, পদার্থবিদ্যায় ৯৭, রসায়নে ৯৮ এবং কম্পিউটারে ৯৭। বরাবরই মেধাবী সৌমাদিত্য কোভিডের কারণে দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা দিতে পারেনি। সেজন্য তার মনে দুঃখ ছিল। তবে এবারে সিবিএসই বোর্ডের পরীক্ষায় বসার সুযোগ পেয়ে সুদে-আসলে নম্বর তুলেছে। সে জানিয়েছে তার প্রত্যাশা অনুযায়ী সে নম্বর পেয়েছে। সৌমাদিত্য জানিয়েছে তার প্রাইভেট টিউটর না থাকলেও সে একটি বেসরকারি কোচিং সেন্টারে সঙ্গে যুক্ত ছিল।

স্কুলের শিক্ষকের পাশাপাশি ওই কোচিং সেন্টারের শিক্ষকরা তাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। তার এই সাফল্য সে মা-বাবা এবং শিক্ষকদের উৎসর্গ করতে চায়। পড়াশোনার নির্দিষ্ট সময় না থাকলেও যখনই ভালো লাগতো সে পড়ত। ভবিষ্যতে তার ইচ্ছা আছে আইআইটিতে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করা।

পড়াশোনার বাইরে সে ইংরাজি এবং বাংলা গল্পের বই পড়তে ভালোবাসে। তার মা শর্মিষ্ঠা চন্দ্র জানিয়েছেন ছেলের সাফল্য তিনি খুব খুশি। ছেলে আলু ভাজা খেতে ভালোবাসে বলে আজ একটু বেশি আলু ভাজা রেঁধেছেন। ছেলে যা ভালবাসে সেই নিয়েই পড়াশোনা করুক তিনি মনে প্রাণে চান। কোন কিছু জোর করে চাপিয়ে দিতে চান না। সৌমাদিত্য এর বাবা উত্তরবঙ্গের চা বাগানের ম্যানেজার। গোটা পরিবার এখন অপেক্ষা করছেন গৃহকর্তা কবে বাড়ি ফেরেন। তখন জমিয়ে পার্টি হবে।

Howrah

May 12 2023, 17:17

*स्थानीय तृणमूल नेता के खिलाफ कपड़े के व्यवसायी से मारपीट करने का आरोप*


हावड़ा : कपड़े के व्यवसाय से जुड़े एक व्यक्ति के ऑफिस में घुसकर उसके साथ स्थानीय एक तृणमूल नेता के खिलाफ। इस घटना को लेकर पांचला थाने में एक लिखित शिकायत दर्ज की गई है वही पुलिस CCTVदेख कर पूरे मामले की जांच कर रही है पूरी घटना कार्यालय में लगे सीसीटीवी कैमरे में कैद है। मारपीट मामुली जमीन विवाद को लेकर हुआ है। पुलिस में शिकायत होने के बावजूद अभी तक इस घटना में किसी की गिरफ्तारी नहीं हुई है, वही पीड़ित सत्यजीत जाठी नामक व्यवसाय काफी डरे हुए हैं।

हावड़ा के पांचला थाना अंतर्गत जुजाड़सा इलाके के रहने वाले पेशे से कपड़ा व्यवसाई स्यजीत जाठी की है इस इलाके के कुलडांगा बाजार में स्थित एक जमीन है और यह जमीन इन्हीं के दखल में भी है ऐसा कहना है सत्यजीत बाबू का,उन्होंने बताया कि इस जमीन के सटे हुए पास के जमीन का मालिक के साथ मामूली विवाद चल रहा है और इसी के बीच तृणमूल नेता खलील रहमान जमीन की दखल को छोड़ने के लिए सत्यजीत बाबू के ऊपर दबाव बनाने लगा था उन्हें अपने पार्टी कार्यालय बुलाया लेकिन जब सत्यजीत बाबू खलील रहमान के पास नहीं गए तो वो अपने दल बल के साथ उनके ही दफ्तर में आ पहुंचे खलील रहमान आने के साथ ही बेधड़क मारपीट वह असभ्य भाषा में गाली गलौज करना शुरू कर दिया व्यवसायिक को।

सत्यजीत बाबू का कहना है कि उनके पास से 5 लाख रुपए खलील ने मांग की थी लेकिन वह इसे देने से मना कर दिए थे। सत्यजीत और उनके भाई को कार्यालय में ही बेधड़क मारपीट किया गया जो वहां लगे सीसीटीवी कैमरे में कैद हो गई। इसके बाद देर रात सत्यजीत बाबू के ऑफिस पहुंच सीसीटीवी के हार्ड डिस्क को खोलकर अपने साथ लेकर चले गए खलील रहमान।

इस घटना के बाद से व्यवसाय सत्यजीत जाठी व उनके परिवार के लोग काफी डरे हुए हैं कि कही कुछ अनहोनी न हो जाए। वह चाहते हैं कि पुलिस उनकी सुरक्षा मुहैया कराये और दोषियों को तुरंत गिरफ्तार करे। खलील रहमान कैमरे के सामने आने से साफ इनकार कर दिए साथ ही उन्होंने अपने ऊपर लगाए गए आरोपों को झूठा बताया उन्होंने कहा कि वह बीते कल अपने इलाके में उपस्थित ही नहीं थे।

जो व्यवसाय उनके ऊपर यह आरोप लगा रहे हैं वह सरासर गलत है और साथ ही वह किसी भी तरह का रुपए पैसे का डिमांड भी नहीं किया है। हावड़ा जिला तृणमूल कांग्रेस सदर के सभापति कल्याण घोष से जब इस बारे में जानकारी ली गई तो उन्होंने बताया कि पूरी घटना पुलिस जांच कर रही है और कानून के हिसाब से कार्रवाई की जाएगी यदि उनके खिलाफ किसी भी तरह का कोई प्रमाण सत्य साबित होता है तो उनके खिलाफ कठोर व्यवस्था ली जाएगी ।

वहीं पुलिस की ओर से जानकारी मिली है कि इस घटना के बाबत सीसीटीवी फुटेज को देख कर मामले की जांच की जा रही है। बीजेपी राज्य नेता उमेश राय ने कहा कि तृणमूल कांग्रेस को अब तोला बाज तृणमूल कांग्रेस कहने से कोई परहेज नहीं है आज तक किसी भी घटना में पुलिस कठोर कार्रवाई नहीं कर पाई है।

Howrah

May 10 2023, 12:53

*রোগী মৃত্যু নিয়ে হাসপাতালে চলছে ভাঙচুর*


চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে গতকাল জগৎবল্লভপুরের হাটালে এক বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর চালায় রোগীর আত্মীয় এবং গ্রামবাসীরা। গত রবিবার মিনতি পাজা নামে বছর ৪৫ এর এক রোগীকে ওই নার্সিংহোমে ভর্তি করা হয় টিউমার অপারেশনের জন্য। অভিযোগ ওই নার্সিংহোমে অপারেশনের পর তার অবস্থার অবনতি হয়। গতকাল বিকালে নার্সিংহোম কর্তৃপক্ষ তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করে। এসএসকেএম হাসপাতালে ভর্তির পরই গতকাল রাতে মারা যায় ওই রোগী।

মৃত্যুর খবর চাউর হতেই রোগীর আত্মীয়রা এবং গ্রামবাসীরা ওই নার্সিংহোমে চড়াও হয়। ব্যাপক ভাঙচুর চালায়। কম্পিউটার, টেবিল, চেয়ার, চিকিৎসার যন্ত্রপাতি এবং বাইকে ভাঙচুর চালানো হয়। ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। মৃতের পরিবারের লোকের অভিযোগ চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে।

আজ সকালে এসএসকেএম হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে আসা হয় গ্রামে। এরপর গ্রামবাসীরা মৃতদেহ নার্সিংহোমের সামনে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। অবরোধ করা হয় হাওড়া আমতা রোড। তাদের দাবি অবিলম্বে এই নার্সিংহোমকে বন্ধ করে দিতে হবে। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ চিকিৎসার গাফিলতির কথা অস্বীকার করেছে।