kolkata

May 16 2023, 16:49

*CID তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার*

পূর্ব মেদিনীপুরের এগরায় বাজি কারখানায় বিস্ফোরণে ভয়াবহ কাণ্ড। মৃত ৫, আহত ৭। এই নিয়ে নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিআইডিকে তদন্তের নির্দেশ দিলেন তিনি। অভিযোগ করলেন যে তৃণমূল বিধায়ককে এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয়েছে। বলেন, 'আগেও বেআইনি বাজে কারখানার মালিককে পুলিশ গ্রেফতার করেছিল'।

ওড়িশা সীমানার কাছে বেআইনি বাজি কারখানা চলছিল। বিস্ফোরণের পরেই ওড়িশার দিকে পালিয়ে যায় অভিযুক্ত। যেখানেই পালাক অভিযুক্ত ধরে আনবোই। এটা তৃণমূল করেনি। যাদের মদতে হয়েছে তারাই এখন উস্কানি দিচ্ছে'। এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে এনআইএ তদন্তের দাবি করেছেন। এনআইএ তদন্ত নিয়ে আপত্তি নেই মুখ্যমন্ত্রীর। বলেন যে এনআইএ হলেও যেন আসল অপরাধীরা ধরা পড়ে।পড়ে।

kolkata

May 16 2023, 14:12

সিবিআই ও ইডি আধিকারিকদের সাথে অতিথির মতো আচরণ করার নিদান তৃণমূল বিধায়কের


কলকাতা: সিবিআই ও ইডির অফিসারদের বহিরাগত তকমা দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের। বহিরাগত সি বি আই ও ই ডি আধিকারিকদের সাথে অতিথির মতো আচরণ করার নিদান মদন মিত্রের।

আগামীকাল অভিনেত্রী কৌশানির জন্মদিন তার আগে আজ অভিনেত্রী কৌশানি ও অভিনেতা বনি কে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর কাছে পুজো দেন কামারহাটির বিধায়ক।

এরপর পুজো দিয়ে বেরিয়ে এসে কৌশানি বলেন," সে বিধানসভা নির্বাচনে অন্যায় কারচুপির কাছে হেরেছে। মুকুল রায়ের মতো নেতার এক লক্ষ ভোটে জেতা উচিত ছিল। কিন্তু মুকুল রায়ের কাছে মাত্র ৩০ হাজার ভোটে হেরেছিল সে।এর থেকে বোঝা যায় নদীয়ার মানুষ তাকে কতটা চেয়ে ছিলেন।"

কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন,"ইডি- সি বি আই আধিকারিকরা সকলে বহিরাগত। আর বাইরে থেকে তারা আসছেন বলেই তারা আমাদের অতিথি। আর অতিথি দেব ভব"। তাই তাদের সাথে কর্মীদের অতিথির মতো ব্যবহার করার নির্দেশ দেন তিনি।

kolkata

May 16 2023, 14:11

প্রাথমিকে অপ্রশিক্ষিত শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত বাতিলের নির্দেশ সংশোধন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি


কলকাতা:প্রাথমিকে অপ্রশিক্ষিত শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত বাতিলের নির্দেশ সংশোধন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সংশোধনের জেরে বাতিলের সংখ্যা ৩৬ হাজারের পরিবর্তে সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ৩২ হাজার। মঙ্গলবার নির্দেশ সংশোধন করে এমনটাই জানালেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী।

মামলায় অভিযোগ করা হয় যে প্রায় ৩২ হাজার অপ্রশিক্ষিত শিক্ষক ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছিল। গেল শুক্রবার নিয়োগ বাতিলের নির্দেশে বিচারপতি ৩৬ হাজার লিখেছিলেন। সেই নির্দেশ তিনি সংশোধন করলেন। বিচারপতি বলেন, ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় এত বেআইনিভাবে হয়েছে যে সেটা বাতিল করা ছাড়া আর কোন উপায় ছিল না।

এত ব্যাপক দুর্নীতি হয়েছে যে কে বৈধভাবে পেয়েছে আর কে অবৈধ ভাবে পেয়েছে সেটা খুঁজে বের করা সম্ভব নয়। তাঁর সংযোজন, যে দালালরা গ্রেফতার হয়েছেন এবং যারা গ্রেফতার হবে তাদের হাতে এত কোটি কোটি টাকা কোথা থেকে পেয়েছেন, সেটা তদন্তের প্রয়োজন।একইসঙ্গে তিনি মনে করছেন, ‘ঝাঁকে ঝাঁকে চাকরি বিক্রি হয়েছে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন কেউ কেউ। কোর্ট দোষী নয়। আপনারা( প্যারা টিচার) বলুন সেগুলো। আমি কি করতে পারি বলে মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী।

যারা টাকা নিয়েছেন, অপরাধী তাদের বিরুদ্ধে কথা বলুন বলে মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। তাঁকে ঘিরে চলা সমালোচনার কথা মাথায় রেখে তিনি বলেন, আমি কোন মন্তব্য করলে সেটা রাজনৈতিক মন্তব্য বলে মনে হতে পারে, তাই আমি কোন মন্তব্য করছি না। এজলাসে উপস্থিত প্যারা টিচার থেকে প্রাথমিক শিক্ষক হওয়া এবং বর্তমানে চাকরি হারাদের উদ্দেশ্যে মন্তব্য বিচারপতির।

kolkata

May 16 2023, 12:51

পুরসভার নিয়োগ সংক্রান্ত দূর্নীতির মামলায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য


কলকাতা: পুরসভার নিয়োগ সংক্রান্ত দূর্নীতির মামলায় এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টে নতুন করে তৈরি বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্ত বহাল রাখে।পুর দুর্নীতির অভিযোগ ওঠায় প্রথমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এরপর রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট প্রাথমিক স্থগিতাদেশ দিয়ে হাইকোর্টে মামলা ফেরত পাঠায়।

সুপ্রিম কোর্ট হাইকোর্টকে নির্দে‌শ দেয় নতুন করে সিঙ্গল বেঞ্চ গঠন করে শুনানি করাতে। ফের মামলার শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। বিচারপতি সিনহা সিবিআই তদন্ত বহাল রাখায় রাজ্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে এই আপিল মামলা করেছে রাজ্য। ডিভিশন বেঞ্চ আপিল মামলা গ্রহন করেছে। মামলাটি দ্রুত শুনানির আবেদন করেছে রাজ্য।

kolkata

May 15 2023, 15:04

অপ্রশিক্ষিতদের চাকরী বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকের্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ


কলকাতা: ২০১৪ সালের টেট ও ২০১৬ প্যানেলের ভিত্তিতে ৩৬ হাজার অপ্রশিক্ষিতদের চাকরী বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকের্টের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার পর্ষদ বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩৬ হাজার অপ্রশিক্ষিতদের চাকরী বাতিলের নির্দেশ দেন। পর্ষদকে নির্দেশ দেন আগামী তিন মাসের মধ্যে নতুন প্যানেল তৈরি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে। অনিয়ম ও অস্বচ্ছতার জন্য এই নিয়োগ বাতিল বলে জানান তিনি। এই নির্দেশকেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল পর্ষদ। এদিন পর্ষদ ওই নির্দেশ বিবেচনা করে বাতিলের জন্য আবেদন করতে চেয়ে দৃষ্টি আকর্ষণ করে ডিভিশন বেঞ্চে। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।

অন্যদিকে, প্রাথমিকে ৩৬ হাজার চাকরি বাতিলের নির্দেশে সংশোধন চেয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দারস্থ হন মামলাকারী। তাঁর আইনজীবী তরুনজ্যোতী তিওয়ারি জানান, ওই নিয়োগে ৩০,১৮৫ জন অপ্রশিক্ষিত শিক্ষক রয়েছেন। মামলায় সেটাই উল্লেখিত ছিল। এছাড়াও সেখানে প্যারা টিচারদের বিষয়েও উল্লেখ করা হয়নি। আবেদনের ভিত্তিতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি জানান,মঙ্গলবার ওই নির্দেশ সংশোধনের জন্য আবেদনটির তিনি শুনানি করবেন।

kolkata

May 15 2023, 15:02

*প্রকাশ্যে এল উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিনক্ষণ*

আগামী ২৪ মে বুধবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে, জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ । দুপুর ১২টায় অনুষ্ঠানিক ফল প্রকাশ করা হবে। সংসদের ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে দুপুর ১২.৩০টা থেকে। এই বছর মাত্র ৫৭ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে। তবে ২৪ মে মার্কশিট দেওয়া হবে না। ৩১ মে থেকে সংসদের অফিস থেকে মার্কশিট বিলি করা হবে।

kolkata

May 15 2023, 15:01

*কুন্তল-শান্তনুর পর এবার কে?*

প্রথম থেকেই নিয়োগ দুর্নীতি মামলার গ্রেফতারিতে উঠে এসেছে হুগলির বলাগড়ের একের পর এক তৃণমূলের যুব নেতার নাম । কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়রা গ্রেফতার হয়েছেন ইতিমধ্যেই। এবার তাদের নামের সঙ্গে ইডির চার্জশিটে নয়া সংযোজন বলাগড়েরই আরেক যুব তৃণমূল নেতা রাহুলদেব ঘোষ। শান্তনুর থেকে মোটা টাকায় চাকরি কেনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইডির জেরায় শান্তনুও স্বীকার করেন অভিযোগ।

জানা গিয়েছে, ২০১৪ সালে প্রাথমিক শিক্ষকের চাকরি পেতেই শান্তনুকে মোটা অঙ্কের টাকা দেন রাহুলদেব। যদিও আদালতের নির্দেশের পরই সেই চাকরি তার চলে গিয়েছে। শুধু রাহুল নাকি তার সঙ্গে আরো কাউকে চাকরি পাইয়ে দিয়েছিলেন শান্তনু, এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

kolkata

May 13 2023, 17:26

*মমতার বাড়িতে সলমান খান*


কথা ছিল, সেই মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে

দেখা করলেন ‘ভাইজান’। এদিন ঠিক বিকেল ৪টে নাগাদ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পৌঁছন সলমন খান। কালো রঙের বিলাসবহুল গাড়ি থেকে নেমেই হাত জোর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এগিয়ে যান সলমান খান। তবে, বলিউড সুপারস্টারকে দেখে তখন উচ্ছ্বসিত আশপাশের জনতা। তিনিও জনতার উদ্দেশে হাত নেড়ে তাঁদের ভালবাসা জানান। 

সলমনের সঙ্গে আলাপচারিতার ভিডিয়ো নিজেই ফেসবুকের পাতায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, ‘স্বনামধন্য অভিনেতা সালমান খানের সঙ্গে আলাপকালে’। ভিডিয়োতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর দিকে হাত জোর করে এগিয়ে যাচ্ছেন সলমন। তাঁকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

kolkata

May 12 2023, 17:45

*প্রশিক্ষণহীন ৩৬ হাজার প্রাথমিক স্কুলে কর্মরত শিক্ষকের চাকরী বাতিল করল কলকাতা হাইকোর্ট*


কলকাতা: ২০১৬ সালের প্যানেলের প্রশিক্ষণহীন ৩৬ হাজার প্রাথমিক স্কুলে কর্মরত শিক্ষকের চাকরী বাতিল করল কলকাতা হাইকোর্ট।* শুক্রবার নিয়োগে অনিয়মের জেরে ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় টেট উত্তীর্ণ এবং ২০১৬ সালের প্যানেলভুক্ত চাকর্থীপ্রার্থীদের মধ্যে যাদের প্রশিক্ষণ নেই, তাঁদেরই চাকরি বাতিল করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাঁর নির্দেশ, আগামী ৩ মাসের মধ্যে নতুন প্যানেল তৈরি করতে এবং সেই প্যানেল থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। তবে চাকরিরত প্রশিক্ষণহীন যে সমস্ত শিক্ষক ইতিমধ্যেই তাদের প্রশিক্ষন সম্পূর্ণ করেছেন তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন এবং উত্তীর্ণ হলে তাদের চাকরিতেও ছেদ পড়বে না।

এছাড়াও আদালতের নির্দেশ এই ৩৬ হাজার প্রাথমিক শিক্ষক আগামী চার মাস যে যার স্কুলে চাকরি করতে পারবেন এবং পার্শ্ব শিক্ষকদের সমবেতনে বেতন পাবেন। এছাড়াও রাজ্য সরকার যে নতুন করে পরীক্ষা নেবে তার খরচ প্রয়োজন হলে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের কাছ থেকে তা আদায় করতে পারবে।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বড় সংখ্যক চাকরি বাতিলের নজির বলে আইনজীবীরা জানিয়েছেন। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। তাতে নিয়োগ সংক্রান্ত একাধিক অনিয়মের প্রমাণ মেলায় ৩৬ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি। এই মামলার শুনানি পর্বে বিচারপতি পর্ষদ কর্তা, নিয়োগের দায়িত্বে থাকা পরীক্ষক ও চাকরিপ্রার্থীদের জেরা ও তদন্তে করেছিলেন বিচারপতি নিজেই।

২০১৪ সালে টেট পাশ করা শিক্ষকদের আলাদা করে সাক্ষ্যগ্রহণ করেছিল আদালত। তাতে উঠে আসে একাধিক বিষয়। দেখা যায়, কারও কারও অ্যাপটিটিউট টেস্ট নেওয়া হয়নি। কারও ক্ষেত্রে সংরক্ষণ নীতি না মেনে নিয়োগ হয়েছে। প্রশিক্ষণ থাকা সত্ত্বেও কাউকে বাতিল করে প্রশিক্ষণহীন পরীক্ষার্থীকে চাকরি দেওয়া হয়েছে। ২০১৬ তে সাড়ে ৪২ হাজার পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল। তার মধ্যে ৩৬ হাজার প্রশিক্ষণহীনের চাকরি বাতিল করা হল। তবে সাড়ে ৬ হাজার প্রশিক্ষিত শিক্ষকদের চাকরি বহাল থাকছে

kolkata

May 12 2023, 13:41

*আপাতত জেলেই থাকতে হবে সুকন্যাকে*


তিহাড়ে থাকার মেয়াদ বাড়ল সুকন্যার । ১২ই জুলাই পর্যন্ত পর্যন্ত বাড়ল অনুব্রত-কন্যার হেফাজতের মেয়াদ। হিসাবরক্ষক মণীশ কোঠারিরও ১২ই জুলাই পর্যন্ত জেল হেফাজত। রাউস অ্যাভিনিউ কোর্টে সুকন্যার জামিনের আবেদনের শুনানি হবে আগামী ২৬শে মে।

উল্লেখ্য ,গরুপাচার মামলায় সদ্যই চার্জশিট পেশ করেছে সিবিআই। যাতে অনুব্রত, মণীশ কোঠারি, সায়গল হোসেনের মতো নাম রয়েছে সুকন্যারও । সেই চার্জশিটের ভিত্তিতে তদন্তের জন্য আরও সময় প্রয়োজন তদন্তকারী সংস্থার। এই যুক্তিতে আগেই অনুব্রত মণ্ডল ও অন্যান্যদের ১২ই জুলাই পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়িয়েছে আদালত।