সিবিআই ও ইডি আধিকারিকদের সাথে অতিথির মতো আচরণ করার নিদান তৃণমূল বিধায়কের
কলকাতা: সিবিআই ও ইডির অফিসারদের বহিরাগত তকমা দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের। বহিরাগত সি বি আই ও ই ডি আধিকারিকদের সাথে অতিথির মতো আচরণ করার নিদান মদন মিত্রের।
আগামীকাল অভিনেত্রী কৌশানির জন্মদিন তার আগে আজ অভিনেত্রী কৌশানি ও অভিনেতা বনি কে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর কাছে পুজো দেন কামারহাটির বিধায়ক।
এরপর পুজো দিয়ে বেরিয়ে এসে কৌশানি বলেন," সে বিধানসভা নির্বাচনে অন্যায় কারচুপির কাছে হেরেছে। মুকুল রায়ের মতো নেতার এক লক্ষ ভোটে জেতা উচিত ছিল। কিন্তু মুকুল রায়ের কাছে মাত্র ৩০ হাজার ভোটে হেরেছিল সে।এর থেকে বোঝা যায় নদীয়ার মানুষ তাকে কতটা চেয়ে ছিলেন।"
কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন,"ইডি- সি বি আই আধিকারিকরা সকলে বহিরাগত। আর বাইরে থেকে তারা আসছেন বলেই তারা আমাদের অতিথি। আর অতিথি দেব ভব"। তাই তাদের সাথে কর্মীদের অতিথির মতো ব্যবহার করার নির্দেশ দেন তিনি।
![]()
May 16 2023, 16:49