Eastmedinipur

May 14 2023, 19:13

*পুলিশকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী*

পূর্ব মেদিনীপুর : কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই পূর্ব মেদিনীপুরের পটাশপুরের সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার পটাশপুরের সভা থেকে বিরোধী দলনেতা জানান, মমতা পুলিশ তৃণমূলকে বাঁচাতে পারবে না। পশ্চিমবঙ্গে পুলিশ তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে। আমি অনেক মাতব্বরকে সাইজ করেছি। এখানকার চুনোপুঁটিদের কি ওষুধ দিতে হবে তা আমার জানা আছে। পটাশপুরের একটা ওসি আছে কি নাম তার যেন রাজু কুন্ডু না হুন্ডু, এর তো বাচ্চা বয়স এখনও কাটেনি।

একেও ও আমি টাইট করে দিয়েছি। এর পুলিশ বাবা অমরনাথও ওঁকে বাচাঁতে পারবে না। আবারও আমি পটাশপুরের সিংদাতে সভা করবো। আপনারা ভয় পাবেন না। আমি রাস্তায় আছি। মিথ্যে মামলা দিয়ে, ভয় দেখিয়ে কোন লাভ হবে না। আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জীকে হারিয়েছি। আপনারা প্রস্তুত থাকুন পঞ্চায়েতও আমরা জিতব। এদিনের র‍্যালিতে শুভেন্দু অধিকারীর পদযাত্রায় প্রায় হাজার দশেক বিজেপি কর্মী -সমর্থকেরা পা মেলান।

Eastmedinipur

May 14 2023, 17:35

*ICESE মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে পঞ্চম ও জেলায় প্রথম চন্ডিপুরের সায়ন্তন নন্দ*


মহিষাদল: প্রকাশিত হলো ২০২৩ সালের ICSE পরিক্ষার ফলাফল৷ সেই পরীক্ষায় রাজ্যের মধ্যে পঞ্চম এবং জেলায় প্রথম মহিষাদল এপেক্স একাডেমির ছাত্র সায়ন্তন নন্দ। অল ইন্ডিয়াতে তার স্থান ৫৪ নম্বরে।তার প্রাপ্ত নম্বর ৪৯৫, শতাংশের ভিত্তিতে ৯৯। বিষয় ভিত্তিক নম্বর গণিত -১০০, ভূগোল-ইতিহাসে-১০০, কম্পিউটার সায়েন্সে ১০০, সায়েন্সে-৯৯ এবং ইংরেজিতে-৯৬। সায়ন্তন পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুরের মঠ চন্ডিপুরের বাসিন্দা। বাবা সান্তনু নন্দ, নন্দীগ্রাম সীতানন্দ কলেজের অধ্যাপক এবং মা সোনা নন্দ স্থানীয় চন্ডিপুর বিবেকানন্দ মেমোরিয়াল একাডেমির প্রিন্সিপাল। সায়ন্তন নার্সারি -২ থেকে মহিষাদলে এপেক্স একাডেমিতে পড়াশোনা করতো। আগামীদিনে মেডিক্যাল নিয়ে পড়াশোনা করতে চায় সায়ন্তন। প্রিয় খেলা ক্রিকেট ও ব্যাডমিন্টন। পড়াশোনার ফাঁকে বাংলা গান শুনতে ভালো বাসে। সায়ন্তনের এই ধরনের ফলাফলে ভীষণ খুশি পরিবার থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে সহপাঠীরা।

মহিষাদল এপেক্স একাডেমি থেকে মোট ৯৬ জন পরীক্ষা দিয়েছিলো। তার মধ্যে ৯৫ জন উর্তিন হয়েছে। একাডেমির প্রিন্সিপাল নয়নতারা রায় জানান, সায়ন্তন পড়াশোনায় খুব ভালো ছেলে। আমরা আশা করেছিলাম আমাদের একাডেমির কয়েকজন ভালো ফল করবে। সায়ন্তনের এই ধরনের ফলাফলে আমরা ভীষণ খুশি।

Eastmedinipur

May 13 2023, 16:04

*নন্দীগ্রামের সনাতনী শহীদ স্বর্গীয় দেবব্রত মাইতির মূর্তিতে মাল্যদান শুভেন্দু অধিকারীর*

পূর্ব মেদিনীপুর: একুশ সালের ২রা মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষনা হওয়ার পর পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভায় বর্তমানে আঞ্চলিক দল তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জির পরাজয়ের প্রতিশোধ নেবার জন্য তৃণমূলের গুন্ডারা নন্দীগ্রামের বিজেপি কর্মীদের উপর নির্বিচারে অত্যাচার শুরু করেছিল। ২০২১ এর ৩রা মে নন্দীগ্রাম বিধানসভার চিল্লগ্রামের বিজেপির সক্রিয় কর্মী দেবব্রত মাইতি তৃণমূলের গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত হয়ে গুরুতর আহত হন।

তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর ১৩ই মে হাসপাতালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন নন্দীগ্রামের সনাতনী শহীদ স্বর্গীয় দেবব্রত মাইতির আত্মবলিদান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তিতে ওনার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে ওনাকে স্মরণ করে ঈশ্বরের কাছে দেবব্রত বাবুর বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ।

Eastmedinipur

May 13 2023, 16:01

*জাতীয় লোক আদালতে জমে থাকা ১১হাজার মামলার নিষ্পত্তি*


তমলুক: জেলায় জমে রয়েছে বহু মামলা। সেই মামলা নিষ্পত্তি না হওয়ায় সমস্যায় পড়েছিলো বিভিন্ন মামলায় যুক্ত ব্যক্তিরা। জমে থাকা মামলা বাদি বিবাদিদের বসিয়ে মিটিয়ে ফেলার লক্ষ্যে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার তিনটি আদলত তমলুক, কাঁথি ও হলদিয়ায়।

জেলা আইনী পরিষেবার সচীব সমরেশ বেরা জানান, জেলায় দ্বিতীয় পর্যায়ের জাতীয় লোক আদাল বসেছে। জেলার তিনটি আদালতে জমে থাকা মামলা নিষ্পত্তি করার জন্য জাতীয় লোক আদালত বসেছে। সেখানে ১১ হাজার জমে থাকা মামলা নিষ্পত্তি হবে।  

লোক আদালত হওয়ায় মামলায় যুক্ত ব্যক্তিদের অনেকটাই সুবিধে হচ্ছে বলে জানাচ্ছেন তারা।

Eastmedinipur

May 13 2023, 11:59

*মোকার মোকাবিলায় তৎপর বিপর্যয় মোকাবিলা দল*


উত্তর ২৪ পরগনা:ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়ার আগেই এলাকার সাধারণ মানুষদের সচেতন করার লক্ষ্যে ও যদি কোন মানুষ বিপদে পড়ে তাদের দ্রুত উদ্ধার করার লক্ষ্যে তৎপর হয়ে উঠল এনডিআরএফ এর কর্মীরা। মোকার প্রভাব পড়ার আগেই সন্দেশখালি রায়মঙ্গল, ছোট কলাগাছি সহ বিভিন্ন নদীতে ছোট নৌকা নিয়ে মহড়া দিল এনডিআরএফের কর্মীরা।

ছোট ছোট স্পিডবোট নিয়ে নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে সাধারণ মানুষদের সচেতন করেন। যদি কোন মানুষ বিপদে পড়ে তাহলে তাকে দ্রুত কিভাবে উদ্ধার করা হবে তা নিয়ে ও নদীতে মহড়া দেন এনডিআরএফ এর কর্মীরা।

Eastmedinipur

May 13 2023, 11:57

*প্রখর তাপপ্রবাহের পর দীঘায় বদলাচ্ছে আবহাওয়া*

প্রখর তাপমাত্রার মাঝে শনিবার সকাল থেকে দিঘা মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে। যেসমস্ত পর্যটকরা দিঘায় রয়েছেন তারা স্বস্তি পেলেও সমুদ্রে নামতে না পারায় মন খারাপ।

পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের অপরুপ দৃশ্য উপভোগ করছে। ঘূর্ণিঝড় মোকার কারনে সমুদ্রের জল উত্তাল হতে পারে তাই সমুদ্রে নামার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। লুকিয়ে-চুরিয়ে কিছু পর্যটক সমুদ্রে নেমে পড়ছে তাদের কর্মরত নুলিয়ারা বিশেষ ব্যবস্থা গ্রহন করে চলেছে। তবে ঘূর্ণিঝড় মোকার প্রভাব দিঘায় পড়ে কি না তার দেখার অপেক্ষা মাত্র।আগামী ১৪ মে পর্যন্ত প্রশাসনের বিশেষ নজদারি করা হবে প্রশাসনের পক্ষ থেকে।।

Eastmedinipur

May 12 2023, 19:08

*কুস্তিগীরকে যৌন হেনস্তা! প্রতিবাদে শুরু মোমবাতি মিছিল*


দিল্লির কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে, মহিলা কুস্তিগীরদের উপর যৌন নির্যাতনকারী রেসলিং ফেডারেশনের সভাপতি বিজেপি সাংসদের কঠোর শাস্তির দাবিতে, দিল্লি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংগঠনের কর্মীদের আন্দোলনে ব্যাপক পুলিশি আক্রমণ এবং গভীর রাতে আন্দোলনকারী কুস্তিগীরদের উপর পুলিশী সন্ত্রাসের প্রতিবাদে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ২০৪ তম জন্মদিবসে আজ ১২ মে মেডিক্যাল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে মেচেদায় ডাক্তার নার্স স্বাস্থ্য কর্মী ও নাগরিকদের মোমবাতি জ্বালিয়ে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি ডাঃ মেহেতাব আলি ডাঃ নর্মান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া ।

Eastmedinipur

May 12 2023, 19:05

*বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিল সরকার*

নন্দীগ্রামে বাস দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার কথা ঘোষনা করেছিলেন রাজ্য সরকার। সেই ঘোষনা অনুসারে শুক্রবার নন্দীগ্রাম- পঞ্চায়েত সমিতির সভাগৃহে মৃত আহত পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেনকুমার মহাপাত্র, জেলাশাসক পূর্ণেন্দু মাজি, হলদিয়া মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় সহ স্থানীয় প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা।

 

গত ৮ ই মে নন্দীগ্রাম চন্ডিপুর রাজ্য সড়কের ঠাকুরচকের নিকট দুটি যাত্রীবাহী বাস ও একটি যাত্রীবাহী টেকারের ধাক্কায় দুজনের মৃত্য হয় আহত হয় বেশ কিছুজন। এদিন মৃত দুই পরিবার সহ মোট ৩৯ জনের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়া হয়। মৃত পরিবারের হাতে আড়াই লক্ষ এবং গুরুতর যখমদের ৫০ হাজার এবং আহতদের ২৫ হাজার টাকা দেওয়া হয়।

Eastmedinipur

May 12 2023, 09:34

*স্ত্রীকে গুলি করলো স্বামী*

পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে গুলি করে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা এলাকার পাঁউশীতে। স্ত্রীকে গুলি করার পর পলাতক স্বামী।

গুলিবিদ্ধ মহিলা এখন মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। আহত মহিলার নাম যমুনা দলপতি। আর পলাতক স্বামীর নাম দীপঙ্কর দলপতি। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ভূপতিনগর থানার পুলিশ।

Eastmedinipur

May 11 2023, 17:07

*স্বামীকে ফিরে পেতে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় স্ত্রী ও শিশুকন্যা*


কোলাঘাট: স্বামীকে ফিরে পেতে স্বামীর বাড়ির সামনে বুধবার থেকে ধর্ণায় বসেছে স্ত্রী ও শিশুকন্যা।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোদালিয়া গ্রামে। অভিযোগ হাওড়া জেলার শ্যামপুর থানা এলাকার প্রিয়াঙ্কা দাসের সাথে কোলাঘাট থানার কোদালিয়া গ্রামের চন্দন দাসের সাথে রেজিষ্ট্রি ম্যারেজ করে বিয়ে হয় ৬ বছর আগে।

প্রিয়াঙ্কা জানায়, ছাত্রাবস্তায় থেকে প্রেম ছিলো।পরে বছর ছয়েক আগে চন্দন ও প্রিয়াঙ্কার মধ্যে বিয়ে হয়। যদিও শ্যামপুরেই থাকতো স্বামী স্ত্রী।বিয়ের পর বেশ কয়েক বার শশুর বাড়িতে এলেও স্থায়ীভাবে শশুরবাড়িতে থাকতে পারেনি।মাস ছয়েক আগে স্বামী চন্দন দাসের মায়ের মৃত্যু হয়। সেই মৃত্যুতে বাড়িতে আসে চন্দন।এরপর থেকে স্ত্রী সাথে দেখা করেনি তাঁর স্বামী।বারংবার স্বামীর সাথে দেখা করতে আসে,কিন্তু কোন ভাবেই দেখা হয়নি,এমনকি বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি।

পরিবারের লোকজন স্ত্রী বলে স্বীকার করতে রাজী হয়নি।এই কারনে কয়েক মাস ধরে ভোগপুর পঞ্চায়েত,কোলাঘাট থানায় অভিযোগ দায়ের করে।বারংবার ফল না মেলায় শেষমেষ স্বামীকে ফিরে পাওয়ার আসায় বুধবার থেকে স্বামীর বাড়ির সামনে ছোট শিশুকন্যাকে নিয়ে এই প্রচন্ড গরমে ধর্ণায় বসে স্ত্রী প্রিয়াঙ্কাস দাস ও তার শিশু কন্যা।পরিবারের তরফ থেকে জানানো হয় স্বামী চন্দন দাস দিন ছয়েক বাড়িতে নেই।এবং প্রিয়াঙ্কাকে বউ হিসেবে স্বীকৃতি দিতে নারাজ তারা।তবে গতকাল থেকে চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন ছোট্ট শিশুকন্যাকে নিয়ে প্রিয়াঙ্কা দাসের।প্রখর রৌদ্রে বাড়ির দোরগোড়ায় বসে রয়েছেন।তবে শেষমেষ কোলাঘাট থানার পুলিশ যায় এলাকায়,তদন্তে নেমেছে পুলিশ।