North24Paragana1

May 14 2023, 16:23

*ঝড় বৃষ্টির মোকাবিলায় সন্দেশখালি এলাকায় তৎপর এনডিআরএফ*

উত্তর ২৪ পরগনা:ঘূর্ণিঝড় মোকার প্রভাবে সন্দেশখালি এলাকায় হতে পারে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টি। পূর্ণিমার ভরা কোটালের মধ্যে ঝড়ো হাওয়ার সঙ্গে যদি বৃষ্টি হয় তাহলে সন্দেশখালির আতাপুর মনিপুর সহ বিভিন্ন এলাকায় নদী বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা। বিগত দিনে মানুষদের সমস্যার কথা মাথায় রেখে ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়ার আগেই সন্দেশখালি এলাকায় তৎপর হয়ে উঠল এনডিআরএফ এর কর্মীরা।

রবিবার সন্দেশখালি ফেরিঘাটে মাইক প্রচার করে সাধারণ মানুষদের বিশেষভাবে সচেতন করতে দেখা যায় এনডিআরএফ এর কর্মীদের। এদিন সকাল থেকে মাইক প্রচার করে সাধারণ মানুষদের সচেতন করতে দেখা যায় এনডিআরএফ এর কর্মীদের।

North24Paragana1

May 14 2023, 15:53

*এটিএম মেশিন থেকে টাকা লুটের চেষ্টা*

উত্তর ২৪ পরগনা: বারাসাতের ইকো নার্সিং হোম সংলগ্ন কানাড়া ব্যাঙ্কের এটিএম মেশিন থেকে টাকা লুটের চেষ্টা প্রকাশ্যে আসতেই রবিবার চাঞ্চল্য ছড়ালো বারাসাতে। স্থানীয় অসীম পাল নামে এক ব্যবসায়ী জানান, সাত সকালে ওই এটিএমে টাকা তুলতে এসে তিনি দেখেন, এটিএম মেশিনের যেখান থেকে টাকা বের হয় সেই জায়গাটা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। সেই সঙ্গে তার নজরে আসে পাশেই থাকা নোংরা ফেলার বাস্কেটে একটি আধলা ইট পড়ে আছে। সঙ্গে সঙ্গে তিনি বারাসাত থানা ও ব্যাঙ্কের ম্যানেজারকে ফোন করে বিষয়টি জানান ।

এদিকে ব্যাঙ্কের কর্তৃপক্ষ সেখানে উপস্থিত হলেও বিষয়টি কি,তা জানাতে অস্বীকার করে।

ওই ঘটনার পর স্থানীয় মানুষরা দাবি তোলেন নিরাপত্তারক্ষী না থাকায় দুষ্কৃতীরা এই ধরনের এটিএম লুটের চেষ্টা করে।অন্যদিকে ,এটিএমে নিরাপত্তারক্ষী না থাকার জন্যই এই ঘটনা বারংবার ঘটছে এমনটাই দাবি করেন স্থানীয় এক বাসিন্দা।

North24Paragana1

May 13 2023, 15:58

*সম্পত্তির কারণে মহিলাকে খুনের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে*


উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুর দেবপুকুর এলাকার স্বাথী ঘোষ ও তার পরিবারের প্রচুর জমিজমা রয়েছে। আর সেই জমি পরিবারের লোকজনদের বুঝিয়ে প্রমোটিংয়ের জন্য নেয় এলাকার স্থানীয় প্রোমোটার বিধান রায়।স্বাথী ঘোষের জায়গায় প্রোমোটিং এর জন্য তার পরিবারের লোকজনদের তেলিনিপাড়ায় একটি বাড়িতে ভাড়া করে রাখেন ঐ প্রোমোটার।বেশ কয়েকদিন ধরে স্বাথী ঘোষের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।তার নামে মোহনপুর থানায় নিখোঁজের ডাইরি করে তার পরিবারের লোকজন।

অবশেষে আজ বাড়ির ওপরের ঘর থেকে মৃত অবস্থায় নিখোঁজ স্বাথী ঘোষের মৃতদেহ উদ্ধার করে মোহনপুর থানার পুলিশ।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রোমোটার বিধান রায় স্বাথী ঘোষ কে খুন করে। দীর্ঘদিন ধরে রেখে দেওয়ার পচন ধরেছে শরীরে।ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ওই প্রোমোটার।পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় এলাকার স্থানীয় বাসিন্দারা।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ব্যারাকপুর শিউলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেলনিপাড়া এলাকায়।

ঘটনার তদন্ত শুরু করেছে মোহনপুর থানার পুলিশ। শুধু তাই নয় নিজের ঘরে আরও তিন জন স্বাথী মা বোন কে দীর্ঘদিন ধরে না খেতে দিয়ে রেখে দিয়েছিল ওই বিধান এমনটাই অভিযোগ মৃত আত্মীয়দের।

North24Paragana1

May 13 2023, 15:57

*একটি বেওয়ারিশ গাড়ি বাজেয়াপ্ত করল খড়দহ থানা*


উত্তর ২৪ পরগনা: পানিহাটির পৌরপ্রধান মলয় রায়ের উদ্যোগে গত বেশ কিছুদিন ধরে সোদপুর অমরাবতী মাঠে শুরু হয়েছে ৩৬ দিনের "পানিহাটি এক্সপো মেলা" । সেই মেলার মঞ্চের পিছনে ভিআইপি গেটের কাছে গত কয়েকদিন ধরে রহস্যজনক ভাবে পড়ে থাকা একটি এসইউভি গাড়ি শুক্রবার রাতে বাজেয়াপ্ত করল খড়দহ থানার পুলিশ ।

গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে ১৬ টি মোবাইল ফোন ও টাকা গোনার মেশিন । পুলিশ সূত্রে খবর এছাড়াও উদ্ধার হয়েছে বেশকিছু প্যান কার্ড, এটিএম কার্ড, প্রেস কার্ড, নথিপত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী । কোনও অসৎ উদ্দেশ্যে কেউ গাড়িটি রেখে গিয়েছিল কিনা পুলিশ সেদিকটি যেমন খতিয়ে দেখছে।জানা গিয়েছে, বাঁকুড়া আঞ্চলিক পরিবহন দপ্তরের থেকে রেজিস্ট্রেশন হওয়া গাড়িটি সেলিম মিদ্যা নামে এক ব্যক্তির । গাড়িটির বয়স প্রায় ১০ বছর । কিন্তু বাঁকুড়ার গাড়ি সোদপুরে এল কি করে তার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ ।

গত কয়েকদিন ধরে গাড়িটি ওই মাঠে রাখা ছিল । গাড়িটির কোনও মালিকানা না পাওয়ায় মেলা উদ্যোক্তারা মেলার ব্যারিকেড ঘুরিয়ে দেন । বৃহস্পতিবার বিষয়টি নজরে আসে খড়দহ থানার পুলিশের । এরপরই পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করে নিয়ে যায় । 

মেলা কমিটির মুখ্য সংগঠক তথা পূর্ব পানিহাটি তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোময় রায় জানান, বেশ কয়েকদিন ধরে গাড়িটি মাঠে পড়েছিল।আমরা পাড়াতে খোঁজখবর নিয়েছিলাম কিন্তু গাড়ির মালিকানার বিষয় কেউ কিছু বলতে পারেনি । এরপর পুলিশ মেলা প্রাঙ্গণটি খতিয়ে দেখতে আসলে তারা বিষয়টি পুলিশকে জানায় এবং পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করে নিয়ে যায় । গাড়ির ভেতরে কি ছিল তা তারা জানতেন না কারণ গাড়িটির কাঁচ বন্ধ অবস্থায় সম্পূর্ণভাবে লক করা ছিল । তিনি এও জানান, বিষয়টি যথেষ্ট রহস্যজনক এবং আশঙ্কাজনক কারণ গাড়িটি থেকে কোন ক্ষতিও হতে পারতো ।

North24Paragana1

May 13 2023, 12:00

*মোকার মোকাবিলায় তৎপর বিপর্যয় মোকাবিলা দল*


উত্তর ২৪ পরগনা:ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়ার আগেই এলাকার সাধারণ মানুষদের সচেতন করার লক্ষ্যে ও যদি কোন মানুষ বিপদে পড়ে তাদের দ্রুত উদ্ধার করার লক্ষ্যে তৎপর হয়ে উঠল এনডিআরএফ এর কর্মীরা। মোকার প্রভাব পড়ার আগেই সন্দেশখালি রায়মঙ্গল, ছোট কলাগাছি সহ বিভিন্ন নদীতে ছোট নৌকা নিয়ে মহড়া দিল এনডিআরএফের কর্মীরা।

ছোট ছোট স্পিডবোট নিয়ে নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে সাধারণ মানুষদের সচেতন করেন। যদি কোন মানুষ বিপদে পড়ে তাহলে তাকে দ্রুত কিভাবে উদ্ধার করা হবে তা নিয়ে ও নদীতে মহড়া দেন এনডিআরএফ এর কর্মীরা।

North24Paragana1

May 12 2023, 19:10

*নদী বাঁধে ধস, আতঙ্কিত সুন্দরবনের সন্দেশখালি ২ নম্বর ব্লকের আতাপুরের বাসিন্দারা*


উত্তর ২৪ পরগনা: ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়ার আগেই প্রত্যন্ত সুন্দরবনাঞ্চলে নদী বাঁধে ধস নামায় আতঙ্কিত হয়ে পড়েছেন সুন্দরবনের বাসিন্দারা। যেকোনো সময় তলিয়ে যেতে পারে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা।প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের সন্দেশখালি ২ নম্বর ব্লকের আতাপুরের তালতলা ঘাটের কাছে প্রায় ১৫০ ফুট নদী বাঁধ ধসে গিয়েছে। রায়মঙ্গল নদী বাঁধে বৃহস্পতিবার বিকেলে ধস নামায় আতঙ্কিত হয়ে পড়েছেন সন্দেশখালি ২ নম্বর ব্লকের আতাপুর,মনিপুর সহ প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে তালতলা ঘাটের কাছে হঠাৎ প্রায় একশো ফুট নদী বাঁধ ধসে যায়। নদী বাঁধের অর্ধেক অংশ ধসে রায়মঙ্গল নদীতে মিশে গিয়েছে। বাকি বাঁধের অর্ধেক অংশ বিপদজনকভাবে দাঁড়িয়ে রয়েছে। যেকোনো সময় এই অর্ধেক অংশ ভেঙে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা। ২০১১ সালে প্রবল ঘূর্ণিঝড় আয়লার পর প্রতিবছর বর্ষা এলেই এই রায়মঙ্গল নদীর কোন না কোন জায়গায় ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা।

North24Paragana1

May 12 2023, 11:19

*কলকাতার শরাফ হাউসে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে এক পৌঢ়ের,মৃত পৌঢ়ের বাড়িতে শোকের ছায়া*


উত্তর ২৪ পরগনা:কলকাতার শরফ হাউসে যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল,সেই অগ্নিকাণ্ডের ঘটনায় একজন বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে প্রশাসন।সেই বৃদ্ধের পরিচয় পত্র দেখে জানা যায় তিনি সোদপুর ঘোলা নবপল্লী এলাকার বাসিন্দা।তার নাম শ্যামসুন্দর সাহা(৬৫)। পরিবারের লোকজন নিখোঁজের ডাইরি করে হেয়ার স্ট্রিট থানায়।গতকাল প্রশাসনের তরফ থেকে শ্যামসুন্দর সাহার বাড়িতে খবর দেওয়া হয়। পরিবারের লোকজন গিয়ে শ্যামসুন্দর বাবুর মৃতদেহ সনাক্ত করে।শ্যামসুন্দর সাহা ওই শরফ হাউসে এক কোম্পানিতে কাজ করতেন।

অগ্নিকাণ্ডের সময় সেই বিল্ডিং এ আটকে যায় শ্যামসুন্দর সাহা।পরিবারের লোকজন কোম্পানির বিরুদ্ধে অভিযোগ এনেছে যে,শ্যামসুন্দর সাহার খবর কোম্পানি কেন তাদের পরিবারের লোকজনদের জানায়নি।কোম্পানিতে উপস্থিত থাকার খবর কোম্পানি কতৃপক্ষ কেন চেপে গেল?এই নিয়ে প্রশ্ন তুলেছেন শ্যামসুন্দর সাহার পরিবারের লোকজন। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সোদপুর ঘোলা নবপল্লী এলাকায়।

North24Paragana1

May 11 2023, 20:04

*বিজেপি কর্মীদের সাহায্য প্রদান*


উত্তর ২৪ পরগনা:বিজেপি করার অপরাধে দীর্ঘদিন ধরে কেউবা ঘর ছাড়া, আবার কেউ ঘরে ফিরেছেন। এবার সেই বিজেপি কর্মীদের পাশে বিজেপির স্থানীয় নেতৃত্ব। এদিন বারাসাত সুভাষ ইনস্টিটিউট হলে ওই বিজেপি কর্মীদের সাহায্য প্রদান করা হল।

আর্থিকভাবে পিছিয়ে পড়া বিজেপি কর্মীদের হাতে ১৪ টি সেলাই মেশিন ও একটি হুইলচেয়ার প্রদান করা হয়। এই সাহায্যের ফলে কিছুটা হলেও স্বনির্ভর হবেন ওই বিজেপি কর্মীরা।

North24Paragana1

May 11 2023, 19:57

*তৃণমূল নেতৃত্বদের ঝাঁটা নিয়ে তারালো গ্রামবাসীরা*


উত্তর ২৪ পরগনা: হাসনাবাদে সরকারি ড্রেনের উদ্বোধন করা নিয়ে শাসকদলের দুই গোষ্ঠীর হাতাহাতি আহত দুই পক্ষের পাঁচ। গ্রামের মহিলারা ঝাঁটা হাতে তাড়া করলেন তৃণমূলের এক গোষ্ঠীকে৷ এলাকায় উত্তেজনা থামাতে পৌছায় হাসনাবাদ থানার পুলিশ। 

উল্লেখ্য,হাসনাবাদ ব্লকের মাখাল গাছা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাঁদপুর গ্রামে ৫৪ নম্বর বুথে ৭ লক্ষ ৯৮ হাজার ৮৪৩ টাকার একটি ড্রেন ২৮/৪/২০২৩ এ শুরু হওয়ার কথা ছিল। কাজ শুরু হয় গত সোমবার থেকে। চারদিন কাজ চলে ঐ ড্রেন তৈরির। সেই কাজের উদ্বোধন করেন মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান । পুনরায় আজ ফের সেখানে ড্রেনের কাজ উদ্বোধন করার জন্য মাইক চেয়ার টেবিল পাঠায় পঞ্চায়েত সদস্যের স্বামী ও অঞ্চল ওয়ার্কার প্রেসিডেন্ট বিধায়ক রফিকুল ইসলামের ঘনিষ্ঠ শঙ্কর মন্ডল । এই সময় গ্রামবাসীরা ঝাঁটা লাঠি নিয়ে বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতৃত্বকে তাড়িয়ে দেয় এলাকা থেকে। একই সাথে চেয়ার টেবিল মাইক ভাঙচুর করে বলে অভিযোগ। এই ঘটনায় উভয় পক্ষের লোকজনদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষের আহত হয় ৫ জন।

North24Paragana1

May 11 2023, 18:00

*ঘূর্ণিঝড় মোকা আসার আগেই তৎপর এনডিআরএফ এর কর্মীরা*


উত্তর ২৪ পরগনা:নদীয়ার হরিণঘাটা এলাকা থেকে ২৬ জনের একটি এনডিআরএফ এর দল ধামাখালি তে পৌঁছায়। সন্দেশখালীর ধামাখালি তে পৌঁছানোর পর তারা আজ সন্দেশখালির মনিপুর আতাপুর ,তুষখালী সহ বিভিন্ন এলাকায় এলাকায় যান। সাধারণ মানুষদের সঙ্গে তারা কথা বলে জনসংযোগ তৈরি করেন। যদি কোন দুর্ঘটনা ঘটে থাকে তাহলে দ্রুত মোকাবিলা করার জন্য আশ্বাস দেন তারা।

যদি কোন দুর্ঘটনা ঘটে যায় তাহলে দ্রুত তাদের ফোন করে জানানোর জন্য এনডিআরএফ পক্ষ থেকে সাধারণ মানুষদের দেওয়া হয় ফোন নাম্বার। পাশাপাশি, মাইক প্রচার করে সাধারণ মানুষদের বিশেষভাবে সচেতন করেন তারা। যদি ঘূর্ণিঝড় আসে তাহলে আসার আগে কি কি করতে হবে? কোথায় কিভাবে যেতে হবে সেই সংক্রান্ত নানান বিষয়ে তাদের সচেতন করেন।