Bankura

May 13 2023, 12:02

*ঘূর্ণিঝড়ের মাঝেও বাঁকুড়ায় অব্যাহত তাপপ্রবাহ*

বাঁকুড়াঃ 'মোচা'র আগমনী বার্তাতেও স্বস্তি নেই বাঁকুড়াবাসীর। তাপপ্রবাহ অব্যাহত, সঙ্গে বিক্ষিপ্তভাবে জেলায় তীব্র জলসংকট তো আছেই। নদী, নালা, খাল, বিল শুকিয়ে গেছে। এই অবস্থায় পানীয় জলের সমস্যা সমাধানে পথ অবরোধ করলেন বড়জোড়া ব্লক এলাকার খাঁড়ারি গ্রাম পঞ্চায়েতের নিরিশা-মেট্যাপাড়ার প্রমিলা বাহিনী। শনিবার সকাল থেকে ফুলবেড়িয়া-গঙ্গাজলঘাটি ভায়া রামহরিপুর রাস্তার উপর হাঁড়ি-কলসি মেট্যাপাড়া গ্রামে পথ অবরোধ করেন তাঁরা। দিনের ব্যস্ততম সময়ে এই অবরোধের জেরে আটকে পড়েছে অসংখ্য যাত্রী ও পণ্যবাহি যানবাহন।

  অবরোধকারীদের দাবি, গ্রামে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। দু'টি মাত্র টিউবওয়েল মাঝে মধ্যেই অচল হয়ে পড়ে। স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক অফিসে জানিয়েও কোন কাজ হয়নি। এই অবস্থায় প্রশাসনের কর্তাব্যক্তিরা গ্রামে না আসা পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

 স্থানীয় বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা স্থানীয় বিধায়ক অলোক মুখার্জীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে অবরোধে অংশ নেওয়া বৃদ্ধা কল্যাণী রায় বলেন, ভোটের আগে বিধায়কের দেখা পেয়েছিলাম। সেই সময় ওনার মঙ্গল কামনায় সত্যনারায়ণ পূজা করেছি, উনি সেই সময় প্রসাদ খেয়ে গেছেন। ভোটে জেতার পর আমাদের কথা বিধায়কের আর মনে নেই। উনি এলাকায় পা রাখেননা। স্থানীয় তৃণমূল নেতা থেকে পঞ্চায়েত সর্বত্রই জানিয়ে কাজ হয়নি বলে তিনি দাবি করেন।

  খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছেছে বড়জোড়া থানার পুলিশ। পুলিশ-অবরোধকারী আলোচনা চলছে। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত অবরোধকারীরা নিজেদের অবস্থানে অনড়, অবরোধ চলছে বলেঅবরোধকারীরা

Bankura

May 12 2023, 15:28

বাঁকুড়ার সিমলাপালে বিজেপির সভা নিয়ে সাংবাদিক সম্মেলন


বাঁকুড়াঃ ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। পুলিশ অনুমতি না দিলেও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার জন্য অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। খবরে প্রকাশ, আগামী ১৭ মে বিকেল ৩ টা থেকে ৭ টার মধ্যে সিমলাপালে সভা করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে সিমলাপাল রাজবাড়ি মাঠে সভা করার কথা ছিল রাজ্য বিধানসভার বিরোধী দলেতা শুভেন্দু অধিকারীর। সেই মতো যাবতীয় প্রস্তুতিও শুরু করে বিজেপি। কিন্তু শেষ মুহূর্তে পুলিশী অনুমোদন না পাওয়ার অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে ঐ 'সভা বাতিলে'র কথা ঘোষণা করা হয় ও একই সঙ্গে আদালতের দ্বারস্থ হন তারা। অবশেষে শুক্রবার হাইকোর্ট আগামী ১৭ মে সিমলাপালেই সভা করার অনুমতি দেয়। আর এই খবর বাঁকুড়ায় আসার পরই আনন্দোৎসবে মেতে ওঠেন বিজেপি নেতা কর্মীরা। নিজেদের মধ্যে মিষ্টি বিতরণও করেন তারা।

 

এদিন শহরের একটি বেসরকারী হোটেলে এক সাংবাদিক সম্মেলন করে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, শত চেষ্টা করেও তৃণমূল ও পুলিশ প্রশাসন শুভেন্দু অধিকারীর সভা আটকাতে পারলোনা। একই সঙ্গে তিনি বলেন, 'যুব রাজের প্রমোদ ভ্রমণে'র আগেই শুভেন্দু অধিকারীর সভায় 'বিক্ষুব্ধ তৃণমূলীরা যোগ দেবে খবর পেয়েই প্রশাসনকে কাজে লাগিয়ে শাসক দল সভা আটকাতে চেয়েছিল'। অবশেষে আদালতের নির্দেশে সব চেষ্টা ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন।

Bankura

May 12 2023, 14:16

*মেলেনি পরীক্ষায় বসার সুযোগ! নিগ্ৰহের শিকার অধ্যাপকরা*


বাঁকুড়াঃ কলেজ কর্তৃপক্ষের নির্দেশে পরীক্ষায় বসার সুযোগ না পাওয়া পড়ুয়াদের হাতে অধ্যাপক নিগ্রহের অভিযোগ উঠলো জেলার অন্যতম প্রাচীণ ও ঐতিহ্যবাহী বাঁকুড়া খ্রীশ্চান কলেজে। ঐ কলেজের উপস্থিতির হারের নিয়ম শিথিল করার পরেও পঞ্চাশ জন পড়ুয়া পরীক্ষায় বসার সুযোগ পায়নি। এই ঘটনার প্রতিবাদে তারা কলেজে বিক্ষোভ দেখাতে থাকেন। সেই সময় কয়েক জন অধ্যাপক কলেজে ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয়, এমনকি দু'পক্ষের ধাক্কাধাক্কির মধ্যে এক অধ্যাপকের জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ।

সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পরীক্ষায় বসার জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের কলেজে ন্যুনতম ৭৫ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সেই নিয়ম মানতে গেলে বাঁকুড়া খ্রীশ্চান কলেজের ষষ্ঠ সেমিস্টারের বহু পড়ুয়াই পরীক্ষায় বসার সুযোগ পাবে না। বিষয়টি চিন্তা করে নিয়ম কিছুটা শিথিল করেন কলেজ কর্তৃপক্ষ। সিদ্ধান্ত নেওয়া হয় ষষ্ঠ সেমিস্টারের যেসব পড়ুয়ার ৪০ শতাংশ উপস্থিতি রয়েছে তাদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। নিয়ম শিরিলের পরেও ওই সেমিস্টারের প্রায় ৫০ জন পড়ুয়া পরীক্ষায় বসার সুযোগ না পাওয়ায় দিন কয়েক আগে থেকেই কলেজে আন্দোলন শুরু করে বঞ্চিত পড়ুয়ারা। এদিন কলেজ খোলার সময় কলেজ ভবনের মূল গেট আটকে আন্দোলন করতে থাকে পড়ুয়ারা। ঠিক ওই সময়ে অধ্যাপকরা কলেজে ঢোকার চেষ্টা করলে তাদের সাথে প্রথমে বচসা ও পরে ধাক্কাধাক্কি ও আন্দোলনকারী পড়ুয়ারা এক অধ্যাপকের জামা ছিঁড়ে দেয় বলে অভিযোগ।

পরে পড়ুয়াদের এমন আচরণে বিরক্ত হঢ়ে অধ্যাপকরা বাঁকুড়া জেলা প্রশাসনের দ্বারস্থ হন।

'নিগৃহিত' অধ্যাপক শ্যামল কুমার বারিক বলেন, সমগ্র শিক্ষা মিশনের আওতাধিন নয় বাঁকুড়া খ্রীশ্চান কলেজ। তার পরেও সর্বশিক্ষা মিশনের তরফে এক আধিকারিক কলেজ কর্তৃপক্ষকে একটি চিঠি দেন। আর সেই চিঠির বলে বলিয়ান হয়েই পড়ুয়ারা এই কাণ্ড ঘটিয়েছে। কোন অধিকারে সর্বশিক্ষা মিশন কলেজের আভ্যন্তরীন ব্যাপারে হস্তক্ষেপ করে সেবিষয়েও তিনি প্রশ্ন তোলেন।

বাঁকুড়া খ্রীশ্চান কলেজের অধ্যক্ষ ফটিক বরণ মণ্ডল বলেন, যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক, নিন্দাজনকও বটে। সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এবিষয়ে জেলা সমগ্র শিক্ষা মিশনের আধিকারিক অতুল কৃষ্ণ অধিকারী কোন মন্তব্য করতে চাননি। তিনি বলেন, এবিষয়ে কথা বলার অনুমতি আমার নেই।

কোন বিষয়ে তিনি কিছুই বলবেননা বলেও জানান।

Bankura

May 12 2023, 11:21

*ফের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার! ছড়াল উত্তেজনা*


বাঁকুড়াঃ অজ্ঞাত পরিচয় এক মহিলার অগ্নিদ্বগ্ধ মৃতদেহ উদ্ধার হলো বাঁকুড়ার সিমলাপালের গ্রামে। শুক্রবার সকালে ঐ থানা এলাকার বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের বীরসিংহপুর গ্রামের মাঠে অগ্নিদ্বগ্ধ মৃতদেহ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে গ্রামের মাঠে অজ্ঞাতপরিচয় ঐ মহিলার অগ্নিদ্বগ্ধ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে সিমলাপাল থানার পুলিশ গ্রামে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহের পাশ থেকে একটি দ্রাহ্যবস্তুর বোতল পাওয়া গেছে বলে স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত, মৃতার নাম পরিচয় জানার চেষ্টা ও বিষয়টি খুন না আত্মহত্যা তা তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

Bankura

May 11 2023, 14:47

*জমি বিবাদের জেরে খুন হল এক ব্যাক্তি*

বাঁকুড়াঃ জমি জায়গা সংক্রান্ত বিবাদের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বছর আঠান্নর গণেশ মুদি নামে এক ব্যক্তিকে খুনের ঘটনায় এক নাবালক সহ সাত জনকে গ্রেফতার করলো পুলিশ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই খবর জানিয়েছেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারী।

প্রসঙ্গত, গত ৬ মে রানীবাঁধ থানা এলাকার শুশনিগেড়িয়া গ্রাম সংলগ্ন ভূতগেড়িয়া-আম বাঁধের কাছে গণেশ মুদির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। শুশনিগেড়িয়া গ্রামেরই বাসিন্দা ঐ ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খাতড়ার এস.ডি.পি.ও কাশীনাথ মিস্ত্রীর নেতৃত্বে রানীবাঁধ থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। অবশেষে বুধবার পুলিশ এক নাবালক সহ সাত অভিযুক্তকে শুশনিডাঙ্গা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে বলে জানা গেছে।

বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারী এদিন বলেন, মৃত গণেশ মুদির দু'ভাই কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন। পৈতৃক জমি জমা দেখাশোনা ও চাষাবাদ করতেন গণেশ মুদি। আর আট বিঘা জমিকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। আর জমি সংক্রান্ত বিবাদের জেরেই প্রতিবেশী অভিযুক্ত সাত জন গণেশ মুদিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে খুন করেছে বলে পুলিশী তদন্তে উঠে আসে। পরে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে নাবালক একজন জুভেনাইল বোর্ডের মাধ্যমে হোমে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

অভিযুক্তদের আইনজীবি অসীম গোপ বলেন, আমার মক্কেলরা সম্পূর্ণ নির্দোষ। ঐ খুনের ঘটনার সঙ্গে তারা কেউ জড়িত নন বলে তিনি দাবি করেন।

সরকার পক্ষের আইনজীবি সন্দীপ দে বলেন, ধৃতদের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ৩২০, ২০১ ধারায় মামলা রুজু করেছে। অভিযুক্তদের খাতড়া মহকুমা আদালতে তোলা হলে পুলিশের আবেদনে সাড়া দিয়ে বিচারক প্রত্যেকের পাঁচ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান।

Bankura

May 11 2023, 13:10

*রেল দপ্তরের নয়া উদ্যোগ!আরও কাছে আসছে বাঁকুড়া*


বাঁকুড়াঃ রেল দপ্তরের সৌজন্যে কলকাতা মহানগরী আরো কাছে আসতে চলেছে বাঁকুড়ার। এবার সরাসরি রেললাইনে যুক্ত হচ্ছে বাঁকুড়া- হাওড়া। ঐ কাজের জন্য গত মঙ্গলবার রেল দপ্তরের পক্ষ থেকে ঐ কাজের টেণ্ডার আহ্বান করা হয়েছে। এবার কাজ শুরুর অপেক্ষা। বৃহস্পতিবার এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

প্রসঙ্গত, বর্তমানে বাঁকুড়া থেকে ট্রেনে সরাসরি হাওড়া আসতে খড়গপুর হয়ে দীর্ঘপথ ঘুরে আসতে হয়। কারণ দক্ষিণ পূর্ব রেলের বাঁকুড়া থেকে মশাগ্রাম পর্যন্ত লাইন থাকলেও হাওড়ার সঙ্গে সেই লাইনের কোন সংযোগ ছিল না। যদিও অন্যদিকে পূর্ব রেলের হাওড়া বর্ধমান লাইনে মশাগ্রামে স্টেশন রয়েছে। ফলে পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলের এই মশাগ্রামে লাইন অথবা স্টেশন থাকলেও দুটির মধ্যে কোনও যোগ ছিল না। সাংসদের দাবি , বাঁকুড়ার মানুষের দীর্ঘ দিনের দাবি মেনে এবার সেই কাজটাই হতে চলেছে। বাঁকুড়া থেকে যে কোনও ট্রেন মশাগ্রাম হয়ে হাওড়া থেকে চলে যেতে পারবে। ফলে এই এলাকার মানুষের কলকাতার সঙ্গে দূরত্ব ও যাতায়াতের সময় আর খরচ দুই-ই কমবে বলে অনেকে মনে করছেন।

সৌমিত্র খাঁ এদিন দাবি করেন, তিনি সাংসদ নির্বাচিত হওয়ার পর দক্ষিণ পূর্ব রেলের বাঁকুড়া-মশাগ্রাম রেলপথকে পূর্ব রেলের বর্ধমান-হাওড়া রেলপথের সঙ্গে যুক্ত করার বিষয়টি নিয়ে সংসদে একাধিকবার সরব হয়েছিলেন। রেল দপ্তর সেই দাবি মেনে এই কাজে ৩৯ কোটি টাকা মঞ্জুর করেছেন। গত ৫০ বছরে যা হয়নি দু'বারের সাংসদ ও স্বল্প সময়ের জন্য বিধায়ক নির্বাচিত হয়ে তিনি সেই কাজ করেছেন বলে দাবি করেন। একই সঙ্গে আজকের দিনটা বিশেষ আনন্দের বলে জানান।

Bankura

May 09 2023, 10:30

*শুভেন্দু অধিকারীর নামের ওপর লেপে দেওয়া হল গোবর!*

বাঁকুড়াঃ শুভেন্দু অধিকারীর সভার প্রচারমূলক বিজেপির দেওয়াল লিখনে রাতের অন্ধকারে 'গোবর লেপে' দেওয়ার অভিযোগ উঠলো অজ্ঞাতপরিচয় দূস্কৃতিদের বিরুদ্ধে। সিমলাপালের পার্শ্বলা গ্রামের এই ঘটনার পিছনে শাসক তৃণমূলের হাত আছে বলে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি দলের পক্ষ থেকে সিমলাপাল থানায় লিখিতভাবে জানানো হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। প্রসঙ্গত, আগামী ১১ মে বাঁকুড়ার সিমলাপাল রাজবাড়ি মাঠে সভা করতে আসছেন শুভেন্দু অধিকারী, আর তার আগেই এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৈরী হয়েছে রাজনৈতিক বিতর্ক।

   বিজেপির সিমলাপাল মণ্ডল-২ সভাপতি সুদীন মণ্ডল বলেন, আমাদের এলাকায় এই ধরণের রাজনৈতিক অস্থিরতা ছিলনা। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই তৃণমূল এসব আমদানি করেছে। একই সঙ্গে পার্শ্বলা গ্রামের বিজেপির ঐ দেওয়াল লিখনে তৃণমূলের লোকেরাই গোবর লেপেছে বলে তিনি দাবি করেন।

    বিজেপির দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল।দলের সিমলাপাল ব্লক তৃণমূল সভাপতি ফাল্গুনী সিংহবাবু বলেন, এই ধরণের অপসংস্কৃতিতে তৃণমূল বিশ্বাস করেনা। দিন কয়েক আগে আমাদের দলের ফ্ল্যাক্সে কেউ বা কারা গোবর দিয়েছিল, আমরা কারো বিরুদ্ধে অভিযোগ করিনি। কারণ 'দূস্কৃতিদের কোন পার্টি হয়না। যে বা যারাই ঐ করুক তা যথেষ্ট নিন্দাজনক। ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক বলেও তিনি দাবি করেন

Bankura

May 09 2023, 08:33

*বাঁকুড়ায় মহাসমারোহে পালিত হল রবীন্দ্র জয়ন্তী*

বাঁকুড়াঃ 'চিরনূতনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ'- এভাবে চিরনূতনের মধ্য দিয়েই জন্ম মুহূর্তকে অনুভব করার চেষ্টা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর আজ ২৫ শে বৈশাখ। সারা দেশ ও রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও সরকারী বেসরকারী উদ্যোগে কবি গুরুর ১৬৩ তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। 

   মঙ্গলবার বাঁকুড়া শহরের প্রতাপবাগানের সুকুমার উদ্যানের ছাতিমতলায় রবীন্দ্র মূর্তির পাদদেশে 'আলেখ্য বাঁকুড়া' টেগোর কালচারাল আকাদেমির উদ্যোগে গানে-গল্পে-কথায়-কবিতায়-নৃত্যে-সংলাপের মধ্য দিয়ে প্রাণের কবিকে স্মরণ করা হলো। অনুষ্ঠানের শুরুতেই কবির আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচণা হয়। মাল্যদান করেন ঐ সংগঠনের সদস্যরা।

Bankura

May 07 2023, 18:24

সারেঙ্গায় গলায় বর্শা বিদ্ধ যুবককে উদ্ধার করল স্থানীয়রা


বাঁকুড়াঃ গলায় বর্শা বিদ্ধ এক যুবককে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করলেন স্থানীয় মানুষ। আহত ঐ যুবকের নাম হেমন্ত বেসরা। রবিবার বাঁকুড়ার সারেঙ্গার ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে সারেঙ্গার ঐ জঙ্গলে ঐ এলাকার কয়েক জন জ্বালানী সংগ্রহে যান। তারা জঙ্গলের ভীতরে কারো গোঙ্গানীর আওয়াজ শুনতে পান। ঐ আওয়াজ অনূসরণ করে গিয়ে এক যুবককে গলায় বর্শা বিদ্ধ অবস্থায় দেখে তারা আৎকে ওঠেন। গলায় এঁফোড়-এঁফোড় হয়ে যাওয়া বর্শা সহ ঐ যুবকে প্রথমে সারেঙ্গা ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু জরুরী অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে তড়িঘড়ি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন।

কিন্তু ঠিক কি কারণে এই দূর্ঘটনা ঘটলো বিষয়টি স্পষ্ট নয় কারো কিছেই। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের দাবি, হাইকোর্টের নির্দেশ অমান্য করেই শিকার উৎসবে বেরিয়েছিলেন ঐ যুবক ও তার সঙ্গী সাথীরা। আর বণ্য পশুকে আঘাত করতে গিয়েই লক্ষ্যভ্রষ্ট হয়েই ঐ যুফকের গলায় ঢুকে যায় ধারালো বর্শাটি।

শেষ পাওয়া খবরে জানা গেছে, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঐ যুবকের সফল অস্ত্রোপচার হয়েছে। যদিও এখনো সঙ্কটজনক অবস্থাতেই সে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

Bankura

May 07 2023, 09:11

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা স্বর্ণ ব্যবসায়ীর


বাঁকুড়াঃ চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক স্বর্ণ ব্যবসায়ী। মৃতের নাম সন্তোষ দে (৪৫)। শনিবার রাতে বাঁকুড়া শহরের ভৈরবস্থান এলাকার ঘটনা।

সূত্রের খবর, এদিন রাতে ভৈরব স্থান এলাকায় রেল লাইনের ওপরে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রাই পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ ও জি.আর.পি.এফ। পরে খোঁজ নিয়ে জানা যায়, মৃত ব্যক্তির নাম সন্তোষ দে, বাড়ি শহরেরই চক বাজার এলাকায়।

মর্মান্তিক এই খবরে ঐ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 'অফ্ ক্যামেরা' পরিবারের তরফে দাবি করা হয়েছে, পেশায় স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ দে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। আর সেই থেকে তিনি মানসিক অবসাদে ভূগছিলেন।

বাঁকুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দে ঘটনাস্থলে দাঁড়িয়ে বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। মৃতের পরিবারে মা, বাবা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে। ঠিক কি কারণে এই দূর্ঘটনা তিনিও বুঝে উঠতে পারছেননা বলে জানান।

এদিন পুলিশ ও জি.আর.পি.এফ ঐ এলাকা থেকে মৃত সন্তোষ দে'র বাইকটি উদ্ধার করেছে। একই সঙ্গে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জি.আর.পি.এফ সূত্রে জানানো হয়েছে।