Eastmedinipur

May 12 2023, 19:08

*কুস্তিগীরকে যৌন হেনস্তা! প্রতিবাদে শুরু মোমবাতি মিছিল*


দিল্লির কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে, মহিলা কুস্তিগীরদের উপর যৌন নির্যাতনকারী রেসলিং ফেডারেশনের সভাপতি বিজেপি সাংসদের কঠোর শাস্তির দাবিতে, দিল্লি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংগঠনের কর্মীদের আন্দোলনে ব্যাপক পুলিশি আক্রমণ এবং গভীর রাতে আন্দোলনকারী কুস্তিগীরদের উপর পুলিশী সন্ত্রাসের প্রতিবাদে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ২০৪ তম জন্মদিবসে আজ ১২ মে মেডিক্যাল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে মেচেদায় ডাক্তার নার্স স্বাস্থ্য কর্মী ও নাগরিকদের মোমবাতি জ্বালিয়ে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি ডাঃ মেহেতাব আলি ডাঃ নর্মান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া ।

Eastmedinipur

May 12 2023, 19:05

*বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিল সরকার*

নন্দীগ্রামে বাস দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার কথা ঘোষনা করেছিলেন রাজ্য সরকার। সেই ঘোষনা অনুসারে শুক্রবার নন্দীগ্রাম- পঞ্চায়েত সমিতির সভাগৃহে মৃত আহত পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেনকুমার মহাপাত্র, জেলাশাসক পূর্ণেন্দু মাজি, হলদিয়া মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় সহ স্থানীয় প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা।

 

গত ৮ ই মে নন্দীগ্রাম চন্ডিপুর রাজ্য সড়কের ঠাকুরচকের নিকট দুটি যাত্রীবাহী বাস ও একটি যাত্রীবাহী টেকারের ধাক্কায় দুজনের মৃত্য হয় আহত হয় বেশ কিছুজন। এদিন মৃত দুই পরিবার সহ মোট ৩৯ জনের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়া হয়। মৃত পরিবারের হাতে আড়াই লক্ষ এবং গুরুতর যখমদের ৫০ হাজার এবং আহতদের ২৫ হাজার টাকা দেওয়া হয়।

Eastmedinipur

May 12 2023, 09:34

*স্ত্রীকে গুলি করলো স্বামী*

পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে গুলি করে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা এলাকার পাঁউশীতে। স্ত্রীকে গুলি করার পর পলাতক স্বামী।

গুলিবিদ্ধ মহিলা এখন মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। আহত মহিলার নাম যমুনা দলপতি। আর পলাতক স্বামীর নাম দীপঙ্কর দলপতি। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ভূপতিনগর থানার পুলিশ।

Eastmedinipur

May 11 2023, 17:07

*স্বামীকে ফিরে পেতে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় স্ত্রী ও শিশুকন্যা*


কোলাঘাট: স্বামীকে ফিরে পেতে স্বামীর বাড়ির সামনে বুধবার থেকে ধর্ণায় বসেছে স্ত্রী ও শিশুকন্যা।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোদালিয়া গ্রামে। অভিযোগ হাওড়া জেলার শ্যামপুর থানা এলাকার প্রিয়াঙ্কা দাসের সাথে কোলাঘাট থানার কোদালিয়া গ্রামের চন্দন দাসের সাথে রেজিষ্ট্রি ম্যারেজ করে বিয়ে হয় ৬ বছর আগে।

প্রিয়াঙ্কা জানায়, ছাত্রাবস্তায় থেকে প্রেম ছিলো।পরে বছর ছয়েক আগে চন্দন ও প্রিয়াঙ্কার মধ্যে বিয়ে হয়। যদিও শ্যামপুরেই থাকতো স্বামী স্ত্রী।বিয়ের পর বেশ কয়েক বার শশুর বাড়িতে এলেও স্থায়ীভাবে শশুরবাড়িতে থাকতে পারেনি।মাস ছয়েক আগে স্বামী চন্দন দাসের মায়ের মৃত্যু হয়। সেই মৃত্যুতে বাড়িতে আসে চন্দন।এরপর থেকে স্ত্রী সাথে দেখা করেনি তাঁর স্বামী।বারংবার স্বামীর সাথে দেখা করতে আসে,কিন্তু কোন ভাবেই দেখা হয়নি,এমনকি বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি।

পরিবারের লোকজন স্ত্রী বলে স্বীকার করতে রাজী হয়নি।এই কারনে কয়েক মাস ধরে ভোগপুর পঞ্চায়েত,কোলাঘাট থানায় অভিযোগ দায়ের করে।বারংবার ফল না মেলায় শেষমেষ স্বামীকে ফিরে পাওয়ার আসায় বুধবার থেকে স্বামীর বাড়ির সামনে ছোট শিশুকন্যাকে নিয়ে এই প্রচন্ড গরমে ধর্ণায় বসে স্ত্রী প্রিয়াঙ্কাস দাস ও তার শিশু কন্যা।পরিবারের তরফ থেকে জানানো হয় স্বামী চন্দন দাস দিন ছয়েক বাড়িতে নেই।এবং প্রিয়াঙ্কাকে বউ হিসেবে স্বীকৃতি দিতে নারাজ তারা।তবে গতকাল থেকে চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন ছোট্ট শিশুকন্যাকে নিয়ে প্রিয়াঙ্কা দাসের।প্রখর রৌদ্রে বাড়ির দোরগোড়ায় বসে রয়েছেন।তবে শেষমেষ কোলাঘাট থানার পুলিশ যায় এলাকায়,তদন্তে নেমেছে পুলিশ।

Eastmedinipur

May 11 2023, 15:15

*দেওয়াল লিখনে অংশগ্রহণ করলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী*


তমলুক লোকসভার জনসংযোগ কর্মসূচি লোকসভা প্রবাস যোজনা অংশগ্রহণ করতে নন্দীগ্রামে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী,দেওয়াল লিখতে ও দেখা যায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীকে তমলুক লোকসভার জনসংযোগ কর্মসূচি।

'প্রবাস যোজনা' অংশগ্রহণ করতে দিল্লি থেকে এলেন তমলুক লোকসভার বিজেপির পর্যবেক্ষক কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীর পঙ্কজ চৌধুরী। এদিন নন্দীগ্রাম বিধানসভার রেয়াপাড়া শিব মন্দিরে পুজো দিয়ে এদিনের কর্মসূচি শুরু করেন।

এদিন নন্দীগ্রাম বিধানসভায় উপস্থিত ছিলেন,রাজ্য কমিটির সদস্য নবারুণ নায়ক,জেলা বিজেপি সভাপতি তপন ব্যানার্জি, সহ জেলার একাধিক সাংগঠনিক পদাধিকারী সহ বিধায়ক গণ।

পুজো দেওয়া ছাড়াও মন্দির থেকে বেরিয়ে লোকসভার জন্য 'এবার ও বিজেপি সরকার' বলে দেওয়াল লিখন করেন। তার পর রেয়াপাড়া কমিউনিটি হলে এক কর্মী সভায় যোগদেন তিনি।

Eastmedinipur

May 11 2023, 15:02

*বর্ষার আগে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের অসমাপ্ত কাজ শেষ করার নির্দেশ জেলাশাসকের,করলেন বৈঠকও*


তমলুক: গত ২৯ শে এপ্রিল তমলুকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের স্বাস্থ্য পরিকাঠামো দেখতে এসে এজেন্সিকে ধমক দিয়েছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি।জানিয়ে ছিলেন দ্রুত নির্মাণ কাজ শেষ করতে হবে। বৃহস্পতিবার আবার তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ পরিদর্শন ও বৈঠকে এসে জেলাশাসক পূর্ণেন্দু মাজি মেডিক্যাল কলেজের অসমাপ্ত নির্মাণ কাজ বর্ষার আগে শেষ করতে হবে। সেই সাথে ঠিকঠাক হচ্ছে কিনা যেমন জানেন তেমনি স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠকেও বসেন জেলাশাসক। জেলায় বাড়ছে দুর্ঘটনা, সামনে ঘূর্ণিঝড় মোকার পূর্বাভাস স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক রয়েছে কি না তা তিনি জানেন।

গত এক বছর আগে তমলুকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে চালু হয়। সেই কলেজের সম্পূর্ণ পরিকাঠামো এখনো গড়ে ওঠেনি। এজেন্সি কাজের বরাত পেলেও কাজে গড়িমসি দেখা দিচ্ছিলো। জেলাশাসক নিজে গিয়ে এজেন্সিদের দ্রুত নির্মাণ কাজ শেষ করার কথা জানায়। জেলাশাসকের নির্দেশের পর নির্মাণ কাজ চলছে জোর কদমে। কলেজের সমস্ত পরিকাঠামো গড়ে উঠলে স্বাস্থ্য পরিষেবা আরও সুন্দর হয়ে উঠবে।

এদিন পরিদর্শনে জেলাশাসকের পাশাপাশি বৈঠকে জেলাশাদকের পাশাপাশি উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভা চেয়ারম্যান দীপেন্দ্র নারায় রায়, রুগি কল্যাণ সমিতির চেয়ারম্যান চিত্ত মাইতি সহ তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।

Eastmedinipur

May 10 2023, 19:01

*যৌন নিগ্রহে অভিযুক্ত বিজেপি সাংসদের বিরুদ্ধে শুরু প্রতিবাদ সভা*

যৌন নিগ্রহে অভিযুক্ত বিজেপি সাংসদ বীজভূষণ শরণ সিং এর শাস্তির দাবিতে দিল্লিতে অবস্থানরত কুস্তিগীরদের সমর্থনে আজ নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে তমলুক হাসপাতাল মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কমিটির নেত্রী লেখা রায়, বেলা পাঁজা, চন্দনা জানা, প্রাক্তন ব্যাঙ্ক আধিকারিক সুশীল কুমার দাস, শীলা দাস, মঞ্জুশ্রী মাইতি প্রমুখ।

Eastmedinipur

May 10 2023, 17:19

*বিজয়কৃষ্ণ ভূঁইয়ার বাড়িতে সি আই এস এফের টিম*


ময়না: কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিলো ময়নায় নিহত বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়ার পরিবারকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার। কোর্টের সেই নির্দেশ মতো বুধবার ময়নায় মৃত বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়ার বাড়িতে পৌঁছালে সিআইএসএফ এর টিম।

দুজন সিআইএসএফ অফিসার দুটো নাগাদ তার বাড়িতে এসে পৌঁছায়। মৃত বিজয়কৃষ্ণ ভূঁইয়ার বাড়ি ঘুরে ঘুরে দেখেন। সেই সাথে পরিবার ও এলাকার মানুষের সাথে কথা বলেন।

 অফিসাররা জানান, দুটো টিমের সিআইএসএফ দল নিহত বিজয়কৃষ্ণ ভূঁইয়ার বাড়িতে নিরাপত্তার জন্য পৌঁছে যাবেন।

Eastmedinipur

May 10 2023, 15:34

ভয়াবহ বাস দুর্ঘটনা নন্দীগ্রামে

ভয়াবহ বাস দুর্ঘটনা নন্দীগ্রামে, নন্দীগ্রামের ভেটুরিয়ার ঠাকুর চক এ ঘটনাটি ঘটে দুপুর ১.৩০ নাগাদ।স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে নন্দীগ্রাম ফটক বাস চন্ডিপুর থেকে নন্দীগ্রামের দিকে যাচ্ছিল,সেই সময় উল্টো দিক থেকে একটি ট্রেকার আসছিল। বাসটি ট্রেকারটিকে সরাসরি ধাক্কা মারে। পিছন থেকে আরেকটি বাস এসে ট্রেকারের পেছনে ধাক্কা মারে।

ঘটনা স্থলে সঙ্গে সঙ্গেই একজনের মৃত্যু হয়। ট্রেকারে বাকি যাত্রীদের গুরুতর জখম অবস্থায় হাসপাতাল এ নিয়ে যাওয়া হয়েছে, বাসে থাকা যাত্রীদেরও চোট গুরুতর বলে জানা যাচ্ছে*

Eastmedinipur

May 09 2023, 20:19

*কবি প্রণামে মহিষাদল শিল্পকৃতি ও মহিষাদল সংস্কৃতি সভা*


মহিষাদল: রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি মহিষাদলের রবীন্দ্র পাঠাগারে ও মহিষাদল থিয়েটার মঞ্চে পালিত হলো কবি গুরুর ১৬২ তম জন্মদিন উদযাপন। মহিষাদল রবীন্দ্র পাঠাগার পরিচালন সমিতি ও মহিষাদল সংস্কৃতি সভার যৌথ উদ্যোগে রবীন্দ্র পাঠাগারে পালিত হয় রবীন্দ্র জন্ম জয়ন্তী। 

পাশা মহিষাদল শিল্পকৃতির উদ্যোগে মহিষাদল থিয়েটার মঞ্চে পালিত হয় রবীন্দ্র জন্ম জয়ন্তী৷ নাচ, গান, আবৃত্তির পাশাপাশি রবীন্দ্রনাথকে নিয়ে আলোকপাত করা হয়। উপস্থিত ছিলেন মহিষাদলের বিডিও যোগেশ সামন্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, শিক্ষা কর্মাধ্যক্ষ মানসকুমার পন্ডা, নাট্যকার শিল্পকৃতির কর্ণধার সুরজিৎ সিনহা, এছাড়াও উপস্থিত ছিলে মহিষাদল সংস্কৃতি সভার অন্যতম দেবাশিস মাইতি, রমেশ সাঁতরা, অরুন দিন্ডা সহ অন্যান্যরা।

মহিষাদলের প্রাচীন ভগ্নপ্রায় রবীন্দ্র পাঠাগারকে নতুন রুপে সাজিয়ে তুলেছে মহিষাদল সংস্কৃতি সভা। মহিষাদলের সাংস্কৃতিক চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যেতে সর্বস্তরের মানুষকে আগিয়ে আসার আহ্বান জানিয়েছে মহিষাদল সংস্কৃতি সভা।