Nadia

May 11 2023, 20:00

*খাওয়ানো প্রলোভনা দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন!*

মাংসভাত খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষনের অভিযোগে এক দম্পতী কে ২০ বছরের সশ্রম কারাদন্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দিল আদালত।বৃহস্পতিবার চুঁচুড়া আদালতের বিচারক অরুন্ধতী ভট্টাচার্য্য(চক্রবর্তী) অভিযুক্ত প্রসেনজিৎ রায় ও রুপা রায় কে এই সাজা দেন।প্রসেনজিৎ দিন মজুর।

আদালত সূত্রে জানা গিয়েছে বলাগড় থানা এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসে ৯ বছরের নাবালিকা পড়ুয়া বসে মুড়ি খাচ্ছিল।ওই সময় আসামী রুপা রায় তার কাছে আসে।নাবালিকা কে মাংস ভাত খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জোড় করে বাড়ি নিয়ে যায়।বাড়িতে নিয়ে যাওয়ার পর রুপার স্বামী প্রসেনজিৎ ওই নাবালিকা কে যৌন নির্যাতনের পর ধর্ষন করে।সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায়ের কথায় পুলিশ এই মামলায় দারুন কাজ করেছে।অভিযুক্ত দম্পতী কে গ্রেপ্তারের পর এক মাসের ব্যবধানেই চার্জশিট জমা দেয়।এই মামলায় চিকিৎসক,তদন্তকারী অফিসার,অঙ্গনওয়াড়ী কর্মী সব মিলিয়ে ১৩ জন স্বাক্ষী দিয়েছে।

ঘটনার পর থেকে আসামীরা জেলেই ছিল।জেলে থাকাকালীন পকসো আইনে ধর্ষণ ও ধর্ষনে সহযোগিতা করার অভিযোগে ওই দম্পতী কে দোষী সাব্যস্ত করে এ দিন সাজা দিয়েছে।সেই সঙ্গে আর্থিক জরিমানা ও নির্যাতিতা কে আর্থিক ক্ষতিপূরনের নির্দেশ দিয়েছে।আদালতের নির্দেশে স্বস্তি প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার।

Nadia

May 11 2023, 14:48

*ভূমি রাজস্ব দফতরের সামনে বিক্ষোভ*


ভূমি দপ্তরের ঘুঘুর বাসা এই অভিযোগে নদীয়ার রানাঘাট এক নম্বর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন রানাঘাট সিটিজেন ফোরাম।

রানাঘাট এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরে সরকারি পরিষেবা প্রদানের বিনিময়ে ঘুষ নেওয়া হচ্ছে এবং অবাধে চলছে চরম দুর্নীতি।এই অভিযোগ তুলে বৃহস্পতিবার রানাঘাট এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল রানাঘাট সিটিজেন ফোরাম। এদিন এই অবস্থান কর্মসূচি শুরু হয় ।

সিটিজেন ফোরামের দাবি ভূমি দফতরে দুর্নীতি মুক্ত পরিবেশ তৈরি করে সরকারি পরিষেবা সাধারণ মানুষকে দিতে হবে।রানাঘাট সিটিজেন ফোরামের সময়োপযোগী এই আন্দোলনে আজ উপস্থিত ছিলেন সমাজের বহু বিশিষ্টজন। প্রসঙ্গত এর আগেও আড় আই অফিসে এর আগেও ঘুষ নেওয়ার ছবি প্রকাশ্যে এসেছিল। এসম্বন্ধে রানাঘাট সিটিজেন ফোরামের কর্ণধার পরেশনাথ কর্মকার জানান এরপর তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

Nadia

May 10 2023, 18:58

*মজুরির দাবিতে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ*


দীর্ঘদিন ধরেই বন্ধ একশো দিনের কাজ, এমনকি কাজ করলেও মেলেনি মজুরি, তারই প্রতিবাদে কালীগঞ্জ ব্লকের মীরা ২ পঞ্চায়েত অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই পঞ্চায়েত থেকে একশো দিনের কাজ পাচ্ছেন না তাঁরা। যারা কাজ করেছেন তাঁরাও মজুরি পাননি।

তাঁদের আরও অভিযোগ ওই পঞ্চায়েতের প্রধান মাদকাসক্ত, সেই কারণে দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতে আসেন। এরফলে পঞ্চায়েতের কাজকর্ম ব্যহত হচ্ছে। এলাকাবাসীও পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই সকল এক গুচ্ছ দাবিতে অবস্থান বিক্ষোভ করেন তারা। এদিনের এই বিক্ষোভ সংগঠিত করেন বামপন্থী কৃষক, দিনমজুর ও শ্রমিক ইউনিয়ন।

Nadia

May 10 2023, 12:52

*অবৈধ সম্পর্কের জেরে চলল গুলি*


অবৈধ সম্পর্কের জেরে নদীয়ার নবদ্বীপ থানা এলাকার নতুন মাঠপাড়ায় প্রেমিকার ওপর চলল গুলি, আহত হল চাকুতে।

অবৈধ্য সম্পর্কের জেড়ে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হানা । নবদ্বীপের খরের মাঠ নতুন পাড়া এলাকার ঘটনা । জানা যায় আজ ঐ এলাকার বাসিন্দারা দেখতে পান যে একটি আম গাছে ফাঁস দিয়ে ঝুলছে ঐ এলাকার এক যুবক অনিল মাহাতো এবং পাশেই অনামিকা দাস নামে একটি গৃহবধুর পেটে ধারালো অস্ত্রের আঘাত অবস্থায় পরে আছে । পুলিশকে খবর দিলে নবদ্বীপ থানার পুলিশ এসে সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ ঐ যুবক এ গৃহবধুকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় ।স্থানীয় সুত্রে জানা যায় অবৈধ্য সম্পর্কের জেড়েই এই ঘটনা ।

Nadia

May 10 2023, 11:04

*বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ*

স্থায়ী করন, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে কল্যাণী পৌরসভার অস্থায়ী কর্মীদের আন্দোলন বিক্ষোভ কল্যাণী পৌরসভার মূল গেটের সামনে।

কল্যাণী পৌরসভার সমস্ত অস্থায়ী কর্মীদের বেতন ১২৫০০ টাকা করতে হবে, মৃত অস্থায়ী কর্মীদের পরিবারের একজনকে কাজ দিতে হবে, সমস্ত অস্থায়ী কর্মীদের ইপিএফ বাবদ বকেয়া ২৩ কোটি টাকা অবিলম্বে জমা দিতে হবে সহ মোট ন দফা দাবিতে কল্যাণী পৌরসভার মূল ফটকের সামনে আন্দোলন কল্যাণী পৌরসভার অস্থায়ী কর্মীদের।

এরকম একাধিক দাবিতে পূর্বে একাধিকবার কল্যাণী পৌরসভার মূল ঘটকের সামনে আন্দোলন চালিয়েছিল কল্যাণী পৌরসভার অস্থায়ী কর্মীরা। পূর্বে একাধিকবার আন্দোলন করে তাদের সমস্যা না মেটায় ফের আন্দোলন শুরু করলো তারা।

Nadia

May 09 2023, 20:55

*তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী বিজেপিতে যোগদান*

আজ নদীয়ার রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাসের হাত ধরে শতাধিক তৃণমূল কর্মী সংগঠক যোগ দিল বিজেপিতে।

বগুলার হরিচাঁদ গুরুচাঁদ ভবনে শতাধিক তৃণমূল কর্মী সমর্থক তারা আজ বিধায়কের হাত ধরে বিজেপির দলীয় পতাকা তুলে নেন। তৃণমূলের দুর্নীতি স্বজন পোষণ এবং কাঠ মানি প্রতিবাদ করেই তারা আজ দলত্যাগী হন। এদের মধ্যে রয়েছে বগুলা এক এবং দু'নম্বর অঞ্চলের তৃণমূলের বুথ কমিটি এবং অঞ্চল কমিটির তৃণমূলের সদস্যরাই আজকে দলত্যাগী হয়ে বিজেপিতে যোগদান বলে বিজেপি সূত্রে খবর।

Nadia

May 09 2023, 20:07

*তীব্র তাপপ্রবাহে প্রাণ হারালেন রেল কর্মী*

কর্মস্থল থেকে ট্রেনে করে বাড়ি ফেরার পথে গরমে অসুস্থ হয়ে মৃত্যু হল এক রেল কর্মীর। ঘটনাটি ঘটেছে আজ দুপুর বেলায় ডাউন টেনে বেলডাঙায় কর্মস্থল থেকেবাড়ি ফিরছিলেন বাগেশ্বর মাহাতো (60)নামে এক রেল কর্মী । বেথুয়াডহরি রেল কোয়ার্টারে তিনি থাকতেন ।

কর্মস্থল থেকে ঘরে ফেরার পথে ট্রেনে অসুস্থতা বোধ করলে তাকে ট্রেন থেকে নামানো হয় বেথুয়াডহরি স্টেশনে।  এরপর রেল কর্মীরা তাকে হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Nadia

May 09 2023, 17:06

*সংবাদ সংস্থা পক্ষ থেকে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী*


আজ ২৫ সে বৈশাখ, বাঙালির গৌরবের দিন, আনন্দের দিন। গানে গানে কবিতায় আজ তাঁকে স্মরণ করার মুহূর্ত সমাগত। তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তী উৎসব। সারা দেশের পাশাপাশি নদীয়ার একটি সংবাদ সংস্থা পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সকাল থেকেই আয়োজিত করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ড: ব্রজ কিশোর গোস্বামী, সার্কেল ইন্সপেক্টর গৌরী প্রসন্ন বন্ধু, পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ, উপ পৌরপতি কৌশিক প্রামানিক, শুভজিৎ দে , এবং নদীয়া জেলার আইএনটিটিইউসির সভাপতি সনৎ চক্রবর্তী সহ সমাজের সর্বস্তরের শুভ চেতনার সংস্কৃতি প্রবণ মানুষজন। এই অনুষ্ঠানে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে দিনটির তাৎপর্যতা নিয়ে যেমন আলোচনা করা হয়, তেমনি আগত ৯৭ জন খুদে শিল্পীরা নাচ গান আবৃত্তি নাটক একক এবং দলগতভাবে পরিবেশন করেন কবিকে শ্রদ্ধা জানাতে। প্রত্যেক অতিথি এবং শিল্পীদের সংবর্ধিত করা হয় চারা গাছ এবং সংস্থার নামাঙ্কিত কলম দিয়ে। পাগলা গোস্বামী পাড়ার নাট মন্দিরে, ভোর ছটা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে অনুষ্ঠান। বিশিষ্ট শিল্পী সোনা শর্মা, রবীন্দ্রনাথের এটি কোলাজ নির্মাণ করেন অনুষ্ঠান মঞ্চে বসেই।

Nadia

May 09 2023, 15:47

পলাশিপাড়ায় হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, পাঠানো হলো আদালতে


৩০০ গ্রাম হেরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নদীয়ার পলাশীপাড়া থানার পুলিশ। পুলিস জানিয়েছে ধৃতের নাম জাকির শেখ। তার বাড়ি পলাশীপাড়া থানার কুলগাছি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মাদক কারবারি পলাশীপাড়া থানার পাঁচদাঁড়া এলাকায় মাদক পাচারের উদ্দেশ্যে মাদকসহ দাঁড়িয়ে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছে থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। ধৃতকে মঙ্গলবার কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে।

Nadia

May 08 2023, 19:42

**চাপড়ার অধীর চৌধুরীর হাত ধরে বিভিন্ন দল থেকে যোগদান কর্মসূচি*


প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে বিভিন্ন দল থেকে কয়েক হাজার কর্মী সমর্থক কংগ্রেসে যোগদান করলেন। সোমবার চাপড়ার ভিলেজ হল ময়দানে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন চাপড়ার ব্লক ফরোয়ার্ড ব্লকের হাজার খানেক কর্মী ও সিপিআইএমএল এর প্রায় ৫০০ কর্মী ও তেহট্ট পঞ্চায়েতের উপপ্রধান চায়না মণ্ডল খাঁ এর নেতৃত্বে শতাধিক তৃণমূল কর্মী, এছাড়াও করিমপুর ২ ব্লকের নারায়ণপুরের শতাধিক তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেন। 

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিবিআই হাজিরা দেওয়াসহ একাধিক ইস্যু নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান অধীর রঞ্জন চৌধুরী।