kolkata

May 11 2023, 16:14

*কালিয়াগঞ্জ কান্ডে তদন্তের জন্য সিট গঠন কলকাতা হাইকোর্টের*


কলকাতা: কালিয়াগঞ্জ নাবালিকা খুনের মামলার তদন্তে সিট গঠন করল কলকাতা হাইকোর্ট। আদালত গঠিত ওই স্পেশাল ইনভেস্টিগেটিং টিমে থাকবেন রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত সহ আইপিএস কর্তা দময়ন্তী সেন ও প্রাক্তন সিবিআই কর্তা উপেন্দ্রনাথ বিশ্বাস বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।হাইকোর্ট জানিয়েছে, আদালতের নজরদারিতে চলবে এই তদন্ত।

প্রয়োজনে পরিবারের আবেদন মেনে দ্বিতীয় ময়না তদন্ত করতে পারবে এই সিট। যদিও সিটে পঙ্কজ দত্তের অন্তর্ভূক্তি নিয়ে আপত্তি জানায় রাজ্য। কিন্তু বিচারপতির মম্তব্য, সত্য সামনে আসা দরকার। আদালত বলে, প্রচণ্ড চাপের মুখে কাজ করতে পারছে না পুলিশ। তাই এই সিট গঠন। বিচারপতি জানিয়েছে, সিআইডি সহ বাকিরা তাদের রিপোর্ট বা তথ্য সিটের কাছে জমা দিতে পারবে। আদালতের পর্যবেক্ষণ,সুরতেহাল ও ময়না তদন্তের সময়ের মধ্যে সন্দেহজনক পার্থক্য রয়েছে।

সেখানে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন না বলে মন্তব্য করেন বিচারপতি। তবে আদালত জানিয়েছে, তদন্ত চলাকালীন বাইরে নিজেদের মত প্রকাশ করবেন না সিটের সদস্যরা।রাজ্য পুলিশকে দ্রুত কেস ডায়রি ও অন্যান্য নথি সিটকে তুলে দিতে হবে।তদন্তে সাহায্য করবে রাজ্য।

kolkata

May 11 2023, 13:05

শপথ নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি


কলকাতা: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি টি এস শিবাগননম। তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়,আইনমন্ত্রী মলয় ঘটক, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জেনারেলর সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়,রাজ্য বার কাউন্সিলের সভাপতি অশোক দেব সহ হাইকোর্টের সব বিচারপতি, তিনটি আইনজীবী সংগঠনের পদাধিকারীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিরা। শপথ নিতে গিয়ে প্রধান বিচারপতি বলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হয়ে গর্বিত। এই শহর সংস্কৃতির প্রাণকেন্দ্র।এই হাইকোর্টে বড় বড় মামলার দ্রুত নিষ্পত্তি হয়েছে। সমস্ত বার অ্যাসোসিয়েশন গুলোর সহযোগিতা চাই।

গত ১লা মে সোমবারই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধান বিচারপতি হিসেবে। গত ৩০ মার্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে তাঁর নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় আইনমন্ত্রক। প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অবসর গ্রহণের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি।

kolkata

May 10 2023, 13:23

*বিরোধী দলনেতার বিরুদ্ধে দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল রাখল হাইকোর্ট*


কলকাতা: রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হাইকোর্টের বিচারপতি মান্থার দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ আগামী ২৬ জুন পর্যন্ত বহাল থাকবে বলে জানালেন বিচারপতি জয় সেনগুপ্ত। ৭টি মামলা বিচারপতি সেনগুপ্তর বেঞ্চে স্থানান্তরিত হয়েছে। সেই মামলায় আগেই নির্দেশ ছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন কোনো এফ আই আর করতে গেলে অনুমতি নিতে হবে আদালতের। সেই নির্দেশই আপাতত বহাল থাকবে।

তার আইনজীবী রাজদীপ মজুমদার জানালেন, ৭টি মামলায় তাকে গ্রেফতার তো যাবে না, পাশাপাশি নতুন কোন এফ আই আর করার উপরও নিষেধাজ্ঞা রয়েছে। কোনো রকম এফ আই আর দায়ের করতে গেলে আদালতের অনুমতি লাগবে।

বিচারপতি জানিয়েছেন ২৬ জুন ফের মামলার শুনানি। ইতিমধ্যে রাজ্যকে তাদের বক্তব্য জানাতে হবে।

kolkata

May 10 2023, 13:22

*রাজ্যে বন্ধ "দ্য কেরালা স্টোরি" নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে*


কলকাতা: রাজ্যে বন্ধ "দ্য কেরালা স্টোরি"নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন।আবেদন করা হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।মামলা দায়ের করার অনুমতি দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

মামলাকারীর আবেদন,এই ভাবে নোটিফিকেশন জারি করে সিনেমা বন্ধ করা যায় না। এটা বাক স্বাধীনতায় হস্তক্ষেপের সমান। জনস্বার্থ মামলায় নোটিফিকেশন খারিজের আবেদন মামলাকারী আইনজীবীর।জরুরী ভিত্তিতে শুনানির আবেদন। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।

kolkata

May 10 2023, 13:21

দাড়িভিটে গুলিবিদ্ধ হয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের


কলকাতা: ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিটে হাইস্কুলে বাংলার শিক্ষকের দাবিতে বিক্ষোভ হয়েছিল। বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় স্কুলের দুই ছাত্র তাপস বর্মন এবং রাজেশ সরকারের। বুধবার দাড়িভিটে গুলিবিদ্ধ হয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। এদিন এই নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।

একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে অবিলম্বে আর্থিক সাহায্যের ব্যবস্থা করতে হবে বলে। আদালতের পর্যবেক্ষণ বোমা বিস্ফোরণের অভিযোগ ছিল বলেই এনআইএ তদন্ত। প্রসঙ্গত, সিবিআই তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিল মৃতদের পরিবার।দাড়িভিটের এই ঘটনায় সেই সময় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি।তর্জা তুঙ্গে ওঠে তৃণমূল এবং বিজেপির নেতৃত্বের।

kolkata

May 09 2023, 17:04

*"কেরালা স্টোরি" সিনেমাকে কেন্দ্র করে উত্তেজনা বেলঘড়িয়া*


কলকাতা: গতকালের রাজ্য সরকারের তরফে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল "কেরালা স্টোরি'। কিন্তু বেশ কয়েকটি সিনেমা হলে সেই নির্দেশিকা এসে না পৌঁছানো সকাল সকাল সেই সিনেমা হলের সামনে পৌঁছায় সিনেপ্রেমীরা। তেমনই একটি সিনেমা হল বেলঘড়িয়া স্টেশন সংলগ্ন রূপমন্দির সিনেমা হল। এদিন সকাল পর্যন্ত সেখানে কোনরকম নোটিশ আসেনি। সেকারণে বিজেপি সমর্থক কর্মী কয়েকজন সিনেপ্রেমী সিনেমা হলের সামনে পৌঁছান। সেই মুহূর্তে বেলঘড়িয়া থানার পুলিশ এসে পৌছায়।

এমন মুহূর্তে সিনেমা হলে সিনেমা বন্ধের নোটিশ পড়ে। দূরদূরান্ত থেকে আসা সিনেপ্রেমীরা এরপরে বিক্ষোভে সামিল হন। সিনেমা হলের গেট ভাঙার চেষ্টা করে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ লাঠি উঁচিয়ে তাদের দিকে এগিয়ে গিয়ে ভিড়কে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপরেই বিক্ষোভে সামিল হয় সিনেপ্রেমীরা।

kolkata

May 09 2023, 08:36

*KKR-এর জয়লাভ*

ইডেন গার্ডেনে আই পি এলের খেলায় কে কে আর এর বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানের পাঞ্জাব কিংস ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তোলে। পাঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান ব্যক্তিগত ভাবে ৪৭ বলে ৫৭ রান করে আউট হন। কে কে আর এর পক্ষ থেকে বোলার বরুণ চক্রবর্তী ৩ টি , হর্ষিত রানা ২ টি এবং সুয়াস শর্মা ১ উইকেট পান।

দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে কে কে আর জেসন রায়ের হাত ধরে ভালো শুরু করলেও অধিনায়ক নীতিশ রানার ৩৮ বলে ৫১ রান কে কে আর কে লড়াই করার জায়গায় পৌঁছে দেয়। এরপর আন্দ্রে রাসেলের ২৪ বলে ৪২ রান ও রিঙ্কু সিং এর ১০ বলে ২১ রান কে কে আর কে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। ম্যাচের শেষ বলে রিঙ্কু একটি সুন্দর বাউন্ডারি মেরে জয়সূচক দৌড় দেন। এর সাথেই কে কে আর আজ ৫ উইকেটে জয়লাভ করে। আন্দ্রে রাসেলে আজ ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষিত হন।

ছবি: সঞ্জয় হাজরা।

kolkata

May 08 2023, 20:16

*সমরেশ মজুমদারের প্রয়ানে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর*

বাংলা সাহিত্যে নক্ষত্রপতন। প্রয়াত হয়েছেন সাহিত্যিক সমরেশ মজুমদার । শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শোকজ্ঞাপন করে তিনি বলেছেন, "বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। সমরেশ মজুমদারের প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সমরেশ মজুমদারের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"


kolkata

May 08 2023, 20:09

*আজ কী জিতবে KKR!*

আজ কলকাতার ইডেন গার্ডেনে আই পি এলের খেলায় মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস । আজ কি কলকাতার অধিনায়ক পারবে ঘরের মাঠে শিখর ধাওয়ানের পাঞ্জাব কে হারিয়ে জয়ের পথে ফিরতে ? সেটাই দেখার জন্যে ইডেনে হাজির কলকাতার ক্রীড়া প্রেমীরা। পাঞ্জাব টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং তিন ওভারের শেষে তারা ২ উইকেট হারিয়ে ২৯ রান তোলেন। কে কে আরের পক্ষে উইকেট দুটি নেন হর্ষিত রানা ।

kolkata

May 08 2023, 20:03

*প্রয়াত সাহিত্যিক সমরেশ মজুমদার!*


চলে গেলেন 'অর্জুন'- এর স্রষ্টা। প্রয়াত হলেন সাহিত্যিক সমরেশ মজুমদার । মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বিশিষ্ট সাহিত্যিক। সোমবার বিকেল ৫.৪৫টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষের মতো একের পর এক কালজয়ী উপন্যাস রচনা করেছেন তিনি।