Hooghly

May 11 2023, 14:51

*টেকনিক্যাল সমস্যার জেরে ব্যাহত ট্রেন চলাচল*

তারকেশ্বর আরামবাগ রেলওয়ে শাখার তোকিপুরে- মায়াপুর স্টেশনের মাঝে ট্রেনের‌ লাইনের ওভার হেডের তারে টেকনিক্যাল সমস্যা হওয়ার কারণে আজ সকাল থেকে বিঘ্নিত ট্রেন চলাচল। তারকেশ্বর স্টেশন থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয় আপাতত ট্রেন ছাড়তে দেরি হবে, একই সাথে জানানো হয় খুব দ্রুততার সাথে কাজ চলছে বলেও মাইকে জানানো হয়।যদিও সকাল থেকে এখনও পযন্ত তারকেশ্বর আরামবাগ ট্রেন  চলাচল  বন্ধ আছে।

Hooghly

May 08 2023, 13:57

*এটিএমে টাকা না দিয়েই আত্মসাৎ!*

                                                                         এ টি এম কিয়স্কে টাকা না ভরে কোটি টাকার বেশি আত্মসাৎ এর অভিযোগ, গ্রেফতার তিন জন। যদিও মূল অভিযুক্ত এখনও অধরা, ধৃতদের কাছ থেকে উদ্ধার ষাট লক্ষ টাকা। হুগলীর শ্রীরামপুর এর ঘটনা। ধৃত তিন জনকে আজ শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

চন্দননগর পুলিশ সূত্রে জানা গেছে,চন্দননগর কমিশনারেট এলাকার বিভিন্ন এটিএম এ টাকা ভরে এরকম একটি এজেন্সি গত ৫ মে শ্রীরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করে।তাদের অভিযোগ বেশ কিছুদিন ধরে এটিএম কিয়স্ক গুলোতে যে পরিমান টাকা রিফিল করার কথা ছিল তা করা হয়নি। এজেন্সির হয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে গিয়ে এটিএমে ভরার কাজ করতো শ্রীরামপুরের এক যুবক। বিষয়টি নজরে আসে গত ২ তারিখ।

পুলিশ তদন্তে নেমে শ্রীরামপুর ও রিষড়া থেকে তিনজনকে গ্রেফতার করে। ধৃতরা হল সন্তু দত্ত,সঞ্জিত সরকার ও সঞ্জিত পাত্র। ধৃতদের কাছ থেকে ষাট লাক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। প্রায় দেড় কোটি টাকা তছরুপ হয়েছে বলে অভিযোগ।ঘটনায় মূল অভিযুক্ত এখনও অধরা। তার খোঁজে তল্লাসী চলছে।ধৃতদের দশ দিনের হেফাজতে চেয়ে আজ আদালতে পেশ করা হয়।

Hooghly

May 08 2023, 12:33

*প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড*

হুগলীর ডানকুনিতে দিল্লী রোডের পাশে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগে । ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। আজ ভোর রাতের দিকে আগুন লাগে এম এস বি ডি কাস্টিং নামের ওই কারখানায়।প্লাস্টিকের নানা রকম সামগ্রী তৈরী হয় এই কারখানায়। দাহ্য পদার্থ যথেষ্ট পরিমানে মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পরে পাশের আরও দুটি ওয়ার হাউসে।

ধোঁয়া দেখে শ্রমিকরা বাইরে বেরিয়ে আসে।

ডানকুনি থানার পুলিশও পৌঁছেছে ঘটনাস্থলে। কি থেকে আগুন তা এখনো স্পষ্ট নয়।

প্রায় ছয় ঘন্টা ধরে দমকলের সাতটি ইঞ্জিন লাগাতার আগুন নেভানোর কাজ করে, পাশের কারখানায় যাতে আগুন ছড়িয়ে না পড়ে তার জন্য আগে থেকেই চেষ্টা চালায় দমকল বাহিনী। ছয় ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।

Hooghly

May 06 2023, 17:49

আমবাগানে আগুন

আমবাগানে আগুন

হুগলি:আম গাছে আগুন, রাতের অন্ধকারে কেউ বা কারা ফলন উপযুক্ত আমের গাছ পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। জমির মালিকদের অভিযোগ রাতের অন্ধকারে এই কান্ড ঘটিয়েছে দুষ্কৃতি রা।কয়েকশো ফলন হওয়া আম গাছ পুড়িয়ে দেওয়া হয়। যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা।

জমিরও গাছের মালিকেরা বিষয়টি নিয়ে প্রসাশনের দ্বারস্থ হয়েছেন। হুগলির দিল্লী রোড লাগোয়া চন্দননগরের গোড়জী মৌজায় জমি সরোজ ও রামচন্দ্র হালদার দের। এই জমিতে আম্রপালি ও দোফলা আমগাছ বসিয়ে ছিলেন কয়েক বছর আগে। বেশ কিছু গাছে এবছর ফলনও হয়েছে। কিন্তু কে বা কারা এই ধরনের জঘন্য কাজ করল তা পরিস্কার করে না বলতে পারলেও তাদের অনুমান একটি সংস্থা তাদের থেকে এই জমি কিনতে চেয়ে চাপ সৃষ্টি করছে বেশ কয়েক বছর ধরেই।

যদিও থানায় অভিযোগ জানানোর সময় নির্দিষ্ট কারোর বিরুদ্ধে এই অভিযোগ করেননি ক্ষতিগ্রস্ত জমির মালিকরা।

Hooghly

May 05 2023, 17:03

*আটকে রয়েছে লাইনের কাজ! পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে আধিকারিকরা*


হুগলির গোঘাট থানার ভাবাদিঘী জটে আটকে থাকা রেল লাইনের কাজের জন্য পরিদর্শনে গিয়ে, গ্রামবাসীদের আন্দোলনের মুখে পড়লেন রেল আধিকারিকরা।

এর ফলে এলাকা ছাড়লেন রেলের উচ্চ পদস্থ কর্তারা।

ভাবাদিঘী জটে দীর্ঘ দিন ধরেই থমকে রয়েছে তারকেশ্বর -থেকে বিষ্ণপুর রেল লাইনের কাজ।

দিঘী বাঁচাও কমিটির আন্দোলনের জেরে গোঘাটের ভাবাদিঘী এলাকায় কাজ থমকে যায় রেল লাইনের।বারবার রেল কর্তারা ভাবাদিঘী পরিদর্শন করলেও কাজে অগ্রগতি কিছুই হয়নি।

এদিকে দিঘীর জল গড়িয়েছে আদালত পর্যন্ত।

তার মাঝে ফের আজ ভাবাদিঘী পরিদর্শন করতে আসেন পূর্ব রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা।

কিন্তু কোনো কথাই বললেন না আন্দোলন কারিরা।

উল্টে আন্দোলন কারিদের প্রতিবাদের মুখে পড়লেন তারা।

হাতে পোষ্টার নিয়ে প্রতিবাদ দেখান তারা।

কবে হবে রেললাইনের কাজ তা নিয়ে ধোঁয়াসায় এলাকার মানুষের ।শুক্রবার হঠাৎ করে পূর্ব রেলের আধিকারিকরা তারকেশ্বর বিষ্ণুপুর রেল পথে ভাবাদিঘির রেলজট এলাকা পরিদর্শন করেন। তারা তারকেশ্বর থেকে ট্রেনে করে গোঘাট স্টেশনে এসে নামেন। তারপর সড়কপথে ভাবা দিঘির রেল লাইনের কাজ পরিদর্শনে যান। কিন্তু গ্রামের মানুষের দাবি, ভাবা দিঘির জট কাটাতে রেল লাইন পরিদর্শন করলেও তাদের সঙ্গে রেলের আধিকারিকরা কোন কথা বলেনি। গ্রামের মানুষ রেলকর্তাদের উপস্থিতির কথা জানতে পেরে পোস্টার হাতে প্রতিবাদ জানায়। প্রসঙ্গত উল্লেখ্য তারকেশ্বর বিষ্ণুপুরের রেল লাইনের কাজ ভাবাদিঘির জোটের কারণে থমকে রয়েছে। হুগলি জেলার অন্যতম পবিত্র স্থান কামারপুকুর রেল স্টেশনেও নিস্তব্ধতা বিরাজ করছে। কামারপুকুর মঠ ও মিশনে আসতে বহু মানুষকে নাজে হাল হতে হচ্ছে ভাবাদিঘির রেল জটের কারনে।

কবে এই ভাবাদিঘির রেল জট কেটে তারকেশ্বর বিষ্ণুপুর রেল চলাচল করবে সেটাই এখন দেখার।

যদিও রেল আধিকারিকরা এনিয়ে সংবাদ মাধ্যম কাছে মুখ খুলতে চাননি।ভাবাদিঘীর পর তারা বাঁকুড়ার বিষ্ণুপুর এলাকায় রেল লাইনের কাজ খতিয়ে দেখতে যান।

Hooghly

May 05 2023, 14:24

*পুরীতে গিয়ে প্রাণ হারালেন শ্রীরামপুরের বাসিন্দা*


হুগলী: পুরী বেড়াতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু,তিন তারিখ যাত্রা শুরু করে পরদিন পুরীর হোটেলে পৌঁছেই ফোন করে অরিন্দম মাকে বলেছিলেন ভালোভাবে পৌঁছে গেছি,ভিডিও কলে ঘরের ছবিও দেখিয়েছিলেন। সেই শেষ কথা। বিকালে শ্রীরামপুরের বাড়িতে ছেলের মৃত্যুর খবর এলো।শোকস্তব্ধ শ্রীরামপুরের পরিবার।

শ্রীরামপুর বঙ্গ লক্ষ্মী বাইলেন এলাকার বাসিন্দা অজয় দাস ও অরিন্দম দাস সহ মোট ছয় বন্ধু একসঙ্গে পুরী বেড়াতে গিয়েছিলেন।

গতকাল হোটেলে পৌঁছে বাড়িতে ফোন করে খবর দেন তারা। দুপুরে সমুদ্রে স্নান করতে নামেন।চারজন উঠে এলেও অজয় আর অরিন্দম তলিয়ে যায়।

অজয়ের দাদা সুভাষ বলেন, ভাই টোটো চালাতো।সময় পেলে বন্ধুদের সঙ্গে বেড়াতে যেত।এর আগে আট বার পুরী গেছে ওরা।এবার যে কি হল!

অরিন্দম ইনসুরেন্স এজেন্টের কাজ করতেন,তার মা সুদীপ্তা দাস বলেন,ছেলে হোটেলে ঢুকে ফোন করে বলল মা ভালো হোটেল পেয়েছি। দুহাজার একশো টাকা ভাড়া।এর পর আর যোগাযোগ হয়নি।রান্নাবান্না করেছে বারোটার পর হয়ত স্নান করতে জলে নেমেছে।পাঁচটার পর থানা থেকে ফোন করে বলল, আপনার ছেলে মারা গেছে।

Hooghly

May 04 2023, 15:06

*মাদক কারবারি রুখলো এসটিএফ*


এক কিলো ব্রাউন সুগার ও নগদ দু লক্ষ টাকা।তাদের ডানকুনি টোলপ্লাজার সামনে থেকে গ্রেফতার করে এসটিএফ।

আজ ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে বুধবার রাতে ডানকুনি টোল প্লাজার কাছে দু নম্বর জাতীয় সড়কে বাস থেকে নামে এক যুবক।আগে থেকে টোলপ্লাজার সামনে দাঁড়িয়ে ছিল আর একজন। এসটিএফ এর কাছে খবর ছিল মাদক পাচারের। দুই জন কাছে আসতেই তাদের পাকড়াও করে এসটিএফ।

ধৃত বীরভূমের ননি গোপাল বিশ্বাস ও উত্তর ২৪ পরগনার প্রসেনজিৎ সরকারের কাছ থেকে এক কিলোগ্রাম ব্রাউন সুগার নগদ দু লক্ষ টাকা ও মোবাইল ফোন উদ্ধার হয়।

ডানকুনি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়। আজ ধৃতদের চুঁচুড়ায় এনডিপিএস আদালতে পেশ করে ডানকুনি থানার পুলিশ।

Hooghly

May 04 2023, 15:04

*পড়তে গিয়ে নাবালিকাকে ধর্ষণ*

হুগলী : প্রাইভেট টিউসন পড়তে গিয়ে নাবালিকার যৌন নির্যাতন। অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে আসম লিঙ্ক রোড অবরোধ ত্রিবেনী কালিতলায়। মগড়া থানার পুলিশ অভিযুক্তের ভাইকে ধরে নিয়ে আসতে গেলে পুলিশের থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ক্ষুব্ধ জনতার, মারধোর।

মগড়ার পলাশপুর এলাকার এক দশ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ নান্টু ধরের বিরুদ্ধে।লজেন্সের লোভ দেখিয়ে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। অভিযুক্তকে আটক করে পুলিশ। আজ নান্টুর ভাই পিন্টু নির্যাতিতার পরিবারকে হুমকি দেয় বলে অভিযোগ।

এরপরেই পিন্টুকে গ্রেফতারের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে বাসিন্দারা,পিন্টুর বাড়ির সামনেও চলে বিক্ষোভ।মগড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিন্টুকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার উপর ঝাঁপিয়ে পরে মারধোর শুরু করে উত্তেজিত জনতা। পরে উত্তেজিত জনতাকে সরিয়ে পিন্টুকে আটক করে পুলিশ। যদিও অভিযুক্ত র পরিবারের দাবী এরকম কোনও ঘটনা হতেই পারেনা।

Hooghly

May 02 2023, 15:07

*পুকুরের মধ্যে ভাসছে মারুতি গাড়ি!*


পুকুরের জলে ভাসছে মারুতি গাড়ি, দেখতে ভিড় জমল পুকুর পারে ।ঘটনা হুগলির গোঘাট থানার কামারপুকুর অঞ্চলের শ্রীপুর এলাকার।স্থানীয় মানুষজন গোঘাট থানায় খবর দেন।পুলিশ আসে। গাড়িটিকে তোলার চেষ্টা শুরু হয়।

কিন্তু রহস্য টা কি? স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,গোঘাটের বাসিন্দা রমা প্রসাদ দে তার মারুতি গাড়ী নিয়ে শ্রীপুর গ্রামে যান গতকাল রাতে। জমি কেনা বেচার এক পার্টনারের সঙ্গে তার কোনো বিষয় নিয়ে বচসা হয়। রমা প্রসাদ দের অভিযোগ একটি গাড়ীতে কয়েকজন এসে তাকে মারধোর শুরু করে। তার গাড়ীর চাবি,ওয়ালেট, মোবাইল কেড়ে নেয়।কোনোও ভাবে সেখান থেকে পালিয়ে আসেন তিনি। মাঠ দিয়ে দৌড়ে কামারপুকুর পৌঁছে কামার পুকুর হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।তার মারুতি গাড়ীটি গ্রামেই ফেলে আসেন।আজ সকালে দেখা যায় সেটি পুকুরে ভাসছে।

গোঘাট থানার পুলিশ জানিয়েছে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি থানায়।

Hooghly

Apr 29 2023, 11:03

কর্মী মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে শ্যামনগর এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভ


উত্তর ২৪ পরগনা: মানসিক চাপ সহ্য করতে না পারায় শ্যামনগর এক্সাইড ব্যাটারি কারখানার কর্মী তাপস গোস্বামী গতকাল আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। মৃতের পিতা সুবল গোস্বামী ওই কারখানার চারজন কর্মীরা বিরুদ্ধে জগদ্দল থানায় আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগ দায়ের করেন।

ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার সকালে কারখানা গেটে বিক্ষোভ দেখায় কর্মীদের একাংশ। বিক্ষোভকারীদের পাশে দাঁড়ালেন ওই কারখানার এক্সাইড পার্মানেন্ট মজদুর মোর্চা ইউনিয়নও। দোষীদের শাস্তির পাশাপাশি মৃতের স্ত্রীর চাকরির দাবি করলেন বিক্ষোভকারীরা।