Howrah

May 07 2023, 17:06

নিজের ঘরে থেকে রক্তাক্ত দেহ উদ্ধার যুবকের


হাওড়া: নিজের ঘরে রক্তাক্ত দেহ উদ্ধার এক যুবকের।ঘটনায় চাঞ্চল্য এলাকায়।ইস্ট ওয়েস্ট বাইপাস বস্তির ঘটনা।তদন্তে ব্যাটরা থানার পুলিশ।

আজ ব্যাটরা থানার অন্তর্গত ইস্ট ওয়েস্ট বাইপাস সংলগ্ন বস্তিতে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়।নিজের ঘরেই দৌলত আলী মোল্লা নামে ওই যুবকের দেহ উদ্ধার হয়।তার মা রহিমা বিবি জানান কয়েকদিন ধরে ছেলে বলছিলো তাকে কেউ খুন করবে।কিন্তু কে বা কারা একাজ করতে পারে সে বিষয়ে কিছু জানায়নি।

রহিমা বিবি আরো জানান শারীরিকভাবে অসুস্থ ছিলো তার ছেলে।মাথার যন্ত্রণা সহ্য করতে পারতো না।চিকিৎসা চলছিলো।গতকাল দেশের বাড়ি থেকে এখানে আসে।আজ এই ঘটনা ঘটে।বাঁশের ব্যবসা করতো দৌলত আলী মোল্লা।আজ মৃতদেহের পাশে বৈদ্যুতিন করাত মেশিন পাওয়া যায়।এটা চালিয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

পুলিশের ও পরিবারের লোকজন মনে করছে এটা আত্মহত্যার ঘটনা।পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা চলছে।আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু হয়েছে।

Howrah

May 07 2023, 16:12

মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মঘাতী যুবক


হাওড়া:মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘরের মধ্যে আত্মঘাতী এক যুবক। রবিবার সকালে ঘটনাটি ঘটে টিকিয়াপাড়ার ইস্ট ওয়েস্ট বাইপাস সংলগ্ন এলাকায়। মৃতের নাম দৌলত আলি মোল্লা (২৯)। পুলিশ সূত্রের খবর দীর্ঘদিন অসুস্থ ছিলেন দৌলত। হাওড়া জেলা হাসপাতালে তার চিকিৎসাও চলছিল। কিন্তু মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আজ সকালে সে ঘরের মধ্যে বৈদ্যুতিক করাত নিজের গলায় চালিয়ে দেয়।

ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। পরে তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ব্যাটরা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে সে মানসিক অবসাদে ভুগছিল। সেই থেকেই এই আত্মহত্যার ঘটনা।

Howrah

May 06 2023, 16:13

ভিখারি সেজেও শেষ রক্ষা হল না চোরের


হাওড়া:ভিখারি সেজে অভিনব কায়দায় চুরি করতে এসে হাতেনাতে ধরা পরল দুজন। শনিবার সকালে ঘটনাটি ঘটে হাওড়ার চামরাইলে। পুলিশ এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

পুলিশ সূত্রে খবর শনিবার সকাল সাড়ে নটা নাগাদ লিলুয়ার থানার অন্তর্গত চামরাইল মন্ডলপাড়ায় এক গৃহস্থের বাড়িতে চুরির উদ্দেশ্যে হানা দেয় দুজন। এক মহিলা শিশু কোলে একজন পুরুষ সঙ্গীকে সঙ্গে নিয়ে মিঠু খার বাড়িতে ঢোকে। সেই সময় ওই বাড়ির দোতলায় পরিবারের লোকজন ঘুমোচ্ছিলেন। নিচের দুটি ঘরে ছিটকানি আটকে বাড়ির মহিলারা ছাদে কাপড় শুকাতে যান। হঠাৎ এক শিশুকে কোলে নিয়ে এক মহিলা এবং পুরুষ তার পুরুষ সঙ্গী ভিক্ষা চাওয়ার আছিলায় ঘরে ঢুকে পড়ে।

এরপর তারা নিচের দুটি ঘরে আলমারি খুলে এবং খাটের বিছানা তুলে তল্লাশি চালাতে থাকে। এই সময় হঠাৎ বাড়ির এক মহিলার নজরে এলে তিনি ঘরে ঢুকে চিৎকার জুড়ে দেন। চিৎকার শুনে পরিবারের অন্য লোকেরা ছুটে এসে ওই দুজনকে হাতেনাতে ধরে ফেলেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জগদীশপুর পুলিশ ফাঁড়িতে। পুলিশ ছুটে এসে এক শিশু সমেত তিনজনকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

ওই মহিলা এবং তার পুরুষ সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আক্রান্ত পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে আটক দুজন বানজারা। এরা রাজস্থানের আদিবাসী। বেশ কিছুদিন ধরে তারা হাওড়ায় থাকছে। চুরি করতে তারা ওই বাড়িতে ঢুকে ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Howrah

May 05 2023, 21:34

*এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ৪ টি সোনা পেল বাংলার মেয়ে*

কেরালার আলাপুঝায় অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ৪ টি সোনা জিতে নিল বালির মেয়ে স্নেহা ঘরামি। উল্লেখ্য ওই প্রতিযোগিতায় স্নেহার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ দেওয়ার সামর্থ ছিল না তার। হতাশায় ভেঙে পড়েছিল ১৭ বছরের স্নেহা। তার সাহায্যে এগিয়ে এসেছিলেন ডোমজুড়ের বিধায়ক কল্যান ঘোষ।

তিনিই প্রতিযোগিতায় যোগ দেওয়ার সম্পূর্ণ অর্থ দেন স্নেহাকে। এরপরই সব বাধা কেটে গেলে অনুশীলনে মনোসংযোগ করেন স্নেহা। স্নেহার সাফল্যে বাংলার গৌরব বাড়ল বলেই মনে করছেন পাওয়ার লিফটিং এর সঙ্গে যুক্ত সমস্ত প্রতিযোগী, খেলোয়াড় ও সংগঠকরা। স্নেহা ব্যক্তিগত প্রতিযোগিতায় ৩ টি ও দলগতভাবে ১ টি সোনা জিতেছে বলে এখনও পর্যন্ত জানা গেছে। এশিয়ান পাওয়ার লিফটিং এ বেশ কয়েকটি রেকর্ডও করেছে সে।

Howrah

May 04 2023, 18:34

*বকেয়া পেনশনের দাবিতে বিক্ষোভ*

বকেয়া পেনশনের দাবিতে হাওড়া কর্পোরেশনের গেটের সামনে বাটি হাতে বিক্ষোভ হাওড়া পৌর নিগম অবসরপ্রাপ্ত কর্মচারীবৃন্দের।সি ইউ ডি পি ৩ চাকরি পাওয়া অবসরপ্রাপ্ত কর্মচারীরা দীর্ঘ চার বছর পেনশন না পাওয়ায় এদিনের এই বাটি হাতে বিক্ষোভ কর্মসূচি। বারংবার হাওড়া পৌর নিগম কর্তৃপক্ষকে জানানোর পরেও কোন ফল না মেলায় আজ বাটি হাতে পথে নেমেছেন হাওড়া পৌর নিগম অবসরপ্রাপ্ত কর্মচারীরা।

আজ রাজ্য কো অর্ডিনেশন কমিটির ডাকে নবান্ন অভিযান।আর এই কর্মসূচি তে হাওড়া পুর সভার বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ করলেন আন্দোলনকারীরা।তারা জানান তীব্র গরমে উপেক্ষা করে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সংগঠনের সদস্যরা আসছেন।অথচ কোনো পানীয় জলের ব্যবস্থা করেনি হাওড়া পুরসভা।লিখিতভাবে চার গাড়ি পানীয় জল চেয়ে পুরসভায় আবেদন করা হয়েছিলো।কিন্তু জল দেয়নি পুরসভা।বারোই জুলাই কমিটির হাওড়া জেলার আহবায়ক বিজন মান্না জানান চূড়ান্ত অসহযোগিতা করলো হাওড়া পুরসভা।খুবই অমানবিক বিষয়।

হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান আন্দোলন যে কেউ করতে পারে, সেই অধিকার সবার আছে।কিন্তু কোনো আন্দোলন কর্মসূচি থাকলে তারজন্য পুলিশের অনুমতি প্রয়োজন।সেকারনে পুলিসের অনুমতি পত্র দিতে বলা হয়েছিলো।কিন্তু পুরসভায় সেটা জমা পড়েনি।অন্যদিকে আজকের নবান্ন অভিযান নিয়ে পুকুশি ব্যবস্থা জোরদার করা হয়েছে।ব্যারাকপুর ও বিধাননগর থেকে উছপদস্থ আধিকারিকরা এসেছেন।জি টি রোডে মল্লিক ফটকে লোহার ব্যারিকেড করা হয়েছে।রাখা হয়েছে জল কামান।

Howrah

May 04 2023, 18:32

*নীতি বদল না করলে সরকার পরিবর্তন হয়ে যাবে!*


আজ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিলো রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত সরকারী কর্মচারী,শিক্ষক ও শিক্ষা কর্মীদের সংগঠন যৌথ মঞ্চের পক্ষ থেকে।আন্দোলনে অংশ নেয় সরকারী কর্মচারীদের বেশ কয়েকটি সংগঠন।আজ দুপুর আড়াইটা নাগাদ হাওড়া স্টেশনের বাইরে জমায়েত হয় আন্দোলনকারীরা।সেখান থেকে বঙ্কিম সেতু ধরে আন্দোলনকারী পৌঁছয় হাওড়া ময়দানে।নবান্ন অভিযানের অনুমতি দেয়নি পুলিশ।তাই হাওড়া ময়দানে জনসভা হয়।আজকের কর্মসূচি নিয়ে ছিলো কড়া পুলিশি নিরাপত্তা।মঞ্চ থেকে রাজ্য সরকারের সমালোচনা করা হয়।সরকার বদলের হুঁশিয়ারি দেওয়া হয়।

রাজ্য সরকারি কর্মচারী যুক্ত কমিটির আহ্বায়ক তাপস কুমার ত্রিপাঠি জানান তাদের মূলত তিনদফা দাবী রয়েছে।বকেয়া সহ মহার্ঘ্য ভাতা প্রদান,স্বচ্ছতার সঙ্গে শূন্য পদে নিয়োগ ও রাজ্যে বিভাজনের রাজনীতি বন্ধ করে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করা।তাপস বাবু আজকের আন্দোলন পুরোপুরি সফল।রাজ্য সরকার নীতি বদল না করলে সরকার পরিবর্তনের ক্ষমতা রাখেন তারা।আজ জনসভা চলাকালীন তিনজন প্রতিনিধিকে নবান্নে ডেপুটেশনের অনুমতি দেওয়া হয়।

Howrah

May 03 2023, 18:56

পুরী বেড়াতে গিয়ে মৃত্যু শিবপুরের দুই বাসিন্দার


হাওড়া:১ নং আচার্জীপাড়া লেন শিবপুর থানার অন্তর্গত গত এই বাড়ির পাঁচ সদস্য পয়লা মে পুরী বেড়াতে গিয়েছিলেন রঞ্জন দাস তার সঙ্গে ছিলেন তার স্ত্রী, ছেলে ,ভাগ্না এবং তার মা। আজ দুপুরে তারা সমুদ্রে স্নান করার সময় তিনজন তলিয়ে যায়।

তারমধ্যে তাড়াতাড়ি সায়ন মাইতি ও ভাগ্নাকে তাড়াতাড়ি উদ্ধার করতে পারে ওখানকার নুলিয়ারা । কিন্তু রঞ্জন দাস (৫২) বছর বয়স ও ঋষভ দাস (১৬) বছর বয়স।বাবা ও ছেলে এদের উদ্ধার করতে একটু সময় লাগে। উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করে।

Howrah

May 01 2023, 12:26

*উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ! এলাকায় জুড়ে তৈরী চাঞ্চল্য*


গতকাল গভীর রাতে শিবপুরের শালিমার এলাকা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। এই ঘটনায় শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

পুলিশ সূত্রে খবর গতকাল গভীর রাতে শালিমার তিন নম্বর গেটের কাছে রাস্তায় এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ। পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম মনজিত কুমার সিং (২৬)। বাড়ি শিবপুরের শালিমার এলাকায়। পেশায় লরি চালক মনজিত গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ বাড়ি ফিরছিলেন। সেই সময় ৫-৬ জন দুষ্কৃতী রাস্তায় তাকে ঘিরে ধরে। তাদের সঙ্গে বচসা বাধে।

এরপর ওই যুবকরা তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে সে লরির মালিককে ফোন করে জানায় দুষ্কৃতীরা তার লরির চাবি কেড়ে নিয়েছে। পুলিশ পরে তার বাড়ির লোককে খবর দেয় আহত যুবক মারা গেছে। বাড়ির লোকজন ছুটে আসে শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানায়। মৃতের ভাইয়ের অভিযোগ মনজিতকে খুন করা হয়েছে।

তবে কি কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর কোন পুরনো শত্রুতা জেরে খুন নাকি দূর্ঘটনার কারণে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি ওই এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

Howrah

Apr 30 2023, 12:37

*মিড ডে মিলে এবার বিরিয়ানি!*

হাওড়া: স্কুলের মিড ডে মিলে বিরিয়ানি।গরমের ছুটির আগে পড়ুয়াদের পেট ভরে খাওয়ানো হলো চিকেন বিরিয়ানি।হাওড়ার বাঁকরা ইসলামিয়া প্রাইমারি স্কুলের ডে সেকশনে আজ এমনই ঘটনা ঘটে।খুশী পড়ুয়ারা।

হাওড়ার বাঁকরা ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয়।দিবা বিভাগে প্রি প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত চারশ পনেরো জন ছাত্র ছাত্রী পড়ে।প্রত্যেককে নিয়ম করে মিড ডে মিলের খাবার দেওয়া হয় প্রতিদিন।কিন্তু গরমের ছুটির আগে বিরিয়ানি খাওয়ানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।ঠিক হয় খাওয়ানো হবে চিকেন বিরিয়ানি।আজ সকাল থেকে শুরু হয় তোড়জোড়।বাইরে থেকে বিরিয়ানির হালুইকর এনে শুরু হয় রান্না।কিন্তু প্রশ্ন হলো এতজনের বিরিয়ানির খরচ আসবে কিভাবে।স্কুলের হেড টিচার অর্পনা সরকার জানান এবছর থেকে রাজ্য সরকার একটি নতুন প্রকল্প শুরু করেছে(এডিশনাল নিউট্রেশন)।জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত প্রতি সপ্তাহে ছাত্র পিছু মিড ডে মিলে চল্লিশ টাকা অতিরিক্ত বরাদ্দ করেছে।মিড ডে মিলের খাবার ছাড়াও ওই টাকা থেকে অতিরিক্ত পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছিলো পড়ুয়াদের।মাংস,ডিম,মাছ,ফল দেওয়া হতো।এই খাতের কিছু টাকা বাঁচিয়ে আজ চিকেন বিরিয়ানি খাওয়ানো হয়।আর গরমগরম বিরিয়ানি পেয়ে খুশী পড়ুয়ারাও।

Howrah

Apr 29 2023, 20:38

*স্নান করতে গিয়ে তলিয়ে গেল যুবক*

গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলো এক নাবালক । শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুর ঘাটে। জানা গিয়েছে, শিবপুর থানা অতন্দ্র মুখার্জি লেনের বাসিন্দা শাবির আলী নামে বছর ১৭ ওই নাবালক তার তিন বন্ধুর সঙ্গে গঙ্গায় নামে স্নান করতে । জলের টানে আচমকাই ডুবতে শুরু করে সে ও তার এক বন্ধু সাবাজ আলী(১৭) ।

চিৎকার শুনে তাদের উদ্ধার করতে গঙ্গায় ঝাপায় স্থানীয়রা । সাবাজ কে উদ্ধার করা গেলেও এখনো খোঁজ পাওয়া যায় নি শাবির আলীর । ইতি মধ্যেই ঘটনা স্থলে এসে পৌঁছেছে শিবপুর থানার পুলিশ। তবে ঘটে যদি নিরাপত্তা রক্ষী থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না বলে দাবি স্থানীয়দের ।