kolkata

May 01 2023, 16:44

*TMC নেতার অফিসে তাণ্ডব!*

বেলেঘাটায় তুলকালাম কাণ্ড। ফেরার তৃণমূল নেতার অফিসেই পিস্তলের হদিশ। রাজু নস্করের অফিস থেকে ৭ এমএম পিস্তল, গুলির খোল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এলাকা দখলের লড়াইয়ে তৃণমূল বনাম তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এলো প্রকাশ্যে। পুলিশের সামনেই গুলি চালানোর অভিযোগ উঠেছে। ধৃত ২২ জনকে ৬ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

kolkata

May 01 2023, 16:42

*প্রাথমিকে চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এবার বিএড উত্তীর্ণদের অংশগ্রহণ করতে পারবে:হাইকোর্ট*


কলকাতা: প্রাথমিকে চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এবার বিএড উত্তীর্ণদের অংশগ্রহণ করার সুযোগ পাবেন। সোমবার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার তাঁর অন্তর্বর্তী নির্দেশ, গতবছরের ২৯ সেপ্টেম্বরের আগে যে সব চাকরিপ্রার্থীর বিএড প্রশিক্ষণ সম্পূর্ন হয়েছে তাঁরা চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এর জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেদের পোর্টাল আরও কিছু দিন খোলা রাখবে।

একইসঙ্গে, বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া ওই প্রার্থীদের ফলপ্রকাশ করা যাবে না। তবে যাঁরা আগে আবেদন করেছিলেন তাঁরাই এই সুযোগ পাবে। এর জন্য নতুন করে আবেদন করা যাবে না। গত বছর প্রাথমিক স্কুলে প্রায় ১১ হাজার শিক্ষক নিয়োগের কথা জানায় পর্ষদ। গত ২৯ সেপ্টেম্বর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। সেখানে জানানো হয়, ডিএলএড প্রশিক্ষণরতরাও অংশ নিতে পারবেন এই নিয়োগ প্রক্রিয়ায়। পরে এই পর্ষদের এই নির্দেশ খারিজ করে দেয় বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

ডিভিশন বেঞ্চ জানায়, প্রশিক্ষণরতরা নন, যাঁরা প্রশিক্ষণ সম্পূর্ন করেছেন একমাত্র তাঁরাই অংশ নিতে পারবেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, বিএড প্রশিক্ষণ থাকলে নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বিজ্ঞপ্তিতে এই বিষয়টি ছিল। ফলে এখন এই প্রার্থীদের যোগ্য বলে ধরে নিতে হবে।

kolkata

May 01 2023, 16:32

লালন শেখ মৃত্যু মামলার তদন্তে সিট গঠন হাইকোর্টের


কলকাতা: বীরভূমের বগটুই মামলায় অস্বস্তি বাড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। হেফাজতে লালন শেখের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্ত রাজ্য চালিয়ে যাবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

যদিও সিআইডির বদলে তদন্ত গেল আদালত গঠিত সিটের হাতে। পাশাপাশি খারিজ হয়েছে রাজ্যের দায়ের করা এফআইআর। রাজ্যের কর্মরত আইপিএস কর্তা প্রণব কুমারের নেতৃত্বে গঠিত এই সিট তদন্ত করবে। সিটে থাকবেন রাজ্য পুলিশের আধিকারিক বীরেশ্বর চ্যাটার্জি।

আদালত জানিয়েছে, প্রণব কুমার তার পছন্দমত বাকি আধিকারিক নিযুক্ত করতে পারবেন। সিট গঠনের প্রেক্ষিতে এখন থেকে বর্তমান তদন্তকারী আধিকারিকরা আর তদন্ত করবেন না।

আগামী এক সপ্তাহের মধ্যে সিট গঠন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে সিট কলকাতা হাইকোর্টের অনুমোদন ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না। একইসঙ্গে, নিম্ন আদালত ছাড়া আর কোথাও কোন রিপোর্ট পেশ করতে হবে না সিটকে। রাজ্যের কাছেও তাদের কোন রিপোর্ট পেশ করতে হবে। এখন থেকে সিআইডি সিট গঠন না হওয়া পর্যন্ত কোন তদন্ত করতে পারবে না।

একইসঙ্গে সিবিআই আধিকারিকদের রক্ষা কবচ বহাল রেখেছে আদালত। যদি তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে সিবিআইকে। আদালতের নজরদারিতে হবে তদন্ত। এদিনই সাত সিবিআই আধিকারিকের বিরুদ্ধে দায়ের হওয়া খারিজ করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। গত ১২ই ডিসেম্বর রামপুরহাটের পান্থশ্রী অতিথিনিবাসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে মৃত্যু হয় মূল অভিযুক্ত লালন শেখের। বাথরুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তদন্ত শুরু করে রাজ্য পুলিশ।

এই ঘটনায় সিবিআই এর সাত তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে রাজ্য পুলিশ। গরুপাচার মামলার তদন্তকারী দুই আধিকারিক সুশান্ত ভট্টাচার্য ও স্বরূপ দের বিরুদ্ধেও দায়ের হয় এফআইআর। রাজ্য পুলিশের তদন্ত ও এফআইআরকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় সিবিআই। আগেই এই সাত আধিকারিককে রক্ষাকবচ দেয় হাইকোর্ট। এদিন সেই মামলারই রায়দান করলেন বিচারপতি জয় সেনগুপ্ত।

kolkata

May 01 2023, 13:25

*সিবিআইয়ের নজরে আরও এক অনুব্রত ঘনিষ্ঠ*

এবার সিবিআইয়ের নজরে আরও এক অনুব্রত ঘনিষ্ঠ। অনুব্রত ঘনিষ্ঠ রবীন টিবরেওয়ালকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। গরু পাচার মামলার সঙ্গে তার যোগ রয়েছে বলে সিবিআইয়ের তরফে অনুমান করা হয়েছে। সিবিআই দাবি করেছে, রবীনের সঙ্গে গরু ব্যবসায়ী এনামুল হকের যোগাযোগের প্রমাণ মিলেছে।

রবীন টিবরেওয়াল পেশায় চালকল ব্যবসায়ী। সাঁইথিয়ায় তার ব্যবসা রয়েছে। বাংলাদেশে চাল পাঠান তিনি। তার সঙ্গে গরু পাচারের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে সিবিআই। ইতিমধ্যেই তিনি নিজাম প্যালেসে এসে পৌঁছেছেন বলে জানা যাচ্ছে।

kolkata

May 01 2023, 13:24

কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তি তৃণমূল সাংসদের


কলকাতা:কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলায় আপাতত বড় স্বস্তি পেলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত দাবী করে বিজেপির মামলা গ্রহন করল না কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।আদালতের মতে, মামলাকারি সরাসরি ভাবে প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত নন। তাই এই মামলা জনস্বার্থ মামলা হিসাবে গণ্য হওয়া উচিত।

এই অভিযোগের ভিত্তিতে প্রধান বিচারপতির এজলাসে যাওয়ার পরামর্শ দিলেন বিচারপতি মান্থা। গ্রুপ-সি তে নিয়োগের জন্য নিজের লেটার প্যাডে লিখে অযোগ্য প্রার্থীদের সুপারিশ করেছেন অপরূপা পোদ্দার বলে অভিযোগ নিয়ে মামলা দায়ের করেছিলেন বিজেপির আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।

kolkata

May 01 2023, 12:07

বিশ্ব অ্যামেচার বক্সিং চ্যাম্পিয়ন মেরী কম কে সম্মর্ধিত করল পি সি চন্দ্র গ্রুপ


কলকাতা: কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে ৬ বারের বিশ্ব অ্যামেচার বক্সিং চ্যাম্পিয়ন মেরী কম কে সম্মর্ধিত করল পি সি চন্দ্র গ্রুপ। প্রতি বছর তারা বিভিন্ন ক্ষেত্রে একজন বিশিষ্ঠ মানুষকে সম্মির্ধিত করেন। এবছরের এই সম্মান তারা তুলে দেন মেরী কমের হাতে।

kolkata

Apr 30 2023, 15:35

*খেলা* "নাইট গলফ"


কলকাতা:আজ রয়েল ক্যালকাটা গলফ ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ভেনকি মাইসোর ,অ্যাসিস্ট্যান্স কোচ জেমস ফস্টার এবং ফিল্ডিং কোচ রেয়ান টেন দোশ্চাতে । তারা জানান,নাইট গলফের মাধ্যমে গলফ স্টিক নিয়ে কে কে আর এর যে অর্থ উপার্জন হবে, সেটা বিভিন্ন সেবা মূলক কাজে ব্যবহার করা হবে।

ছবি: সঞ্জয় হাজরা।

kolkata

Apr 30 2023, 12:39

*১২ দিনের জেল হেফাজতে সুকন্যা*


গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন আগেই । এ বার কি বাবার পাশে তিহাড় জেলে ঠাঁই পেতে চলেছেন সুকন্যা মণ্ডলও ? তা নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা। কারণ রবিবার সুকন্যাকে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। তাঁকেও তিহাড় জেলে নিয়ে যাওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে আদালতের নির্দেশপত্র সামনে এলেই বিষয়টি স্পষ্ট হবে ।

গরুপাচার মামলায় বাবার পর এ বার জেলে যাচ্ছেন মেয়েও।রবিবার ছুটির দিন হওয়ায় এদিন সুকন্যাকে বিশেষ বিচারক নরেশকুমার লাকা-র এজলাসে ভার্চুয়ালি পেশ করা হয়। সুকন্যার তরফে জামিনের আবেদন বা ইডি-র তরফে জামিনের বিরোধিতা করা হয়নি।

kolkata

Apr 29 2023, 20:03

*ফের হার কে কে আর এর*


কলকাতা:বিজয় শংকরের ব্যাটের দৌলতে আজ কে কে আর এর হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিল গুজরাট টাইটানস।

আজ ইডেন গার্ডেনে আইপিএলের খেলায় কে কে আর মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটানসের। টসে জিতে গুজরাট প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। নির্দিষ্ট ২০ ওভারে কলকাতা ব্যাট করতে নেমে ৭ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তোলে। কে কে আর এর পক্ষে রাহামানুল্লাহ গুরবাজ মাত্র ৩৯ বল খেলে ৮১ রান তোলেন। কে কে আর এর পক্ষে আজও ব্যাটিং বিপর্যয় ছিলো অব্যাহত। অবশ্য অ্যান্ড্রু রাসেল শেষের দিকে নেমে ১৯ বলে ৩৪ রান তুলে দলকে কিছুটা মোকাবিলা করার মতো জায়গায় পৌঁছে দেন। উল্লেক্ষ্য আজ অ্যান্ড্রু রাসেলের জন্মদিন।

এদিকে গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ২০ বলে ২৬ রান করেন এবং শুভমান গিল৩৫ বলে ৪৯ রান করে রাসেল এর হাতে ক্যাচ দিয়ে আউট হন। তবে ডেভিড মিলারের ( ৩২/১৮) সাথে জুটি বেঁধে মাত্র ২৪ বলে ৫১ রান করে অপরাজিত থেকে বিজয় শংকর গুজরাট টাইটানস কে ৭ উইকেটে জিতিয়ে দেন।

ছবি: সঞ্জয় হাজরা।

kolkata

Apr 29 2023, 15:40

বৃষ্টির জন্য ইডেনে খেলা শুরু হয় নি


কলকাতা:আজ কলকাতার ইডেন গার্ডেনে আইপিএল এর ম্যাচে মুখোমুখি গুজরাট টাইটানস বনাম কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে গুজরাট টাইটানস প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বৃষ্টির জন্য ইডেনে খেলা এখনো শুরু হয়নি। আজ কলকাতা নাইট রাইডার্স কি পারবে তার জয়ের ধারাকে অব্যাহত রাখতে।

ছবি: সঞ্জয় হাজরা।