Nadia

Apr 19 2023, 15:26

কম্বল বিতরণ করে সমালোচনা ও কটাক্ষের মুখে তৃণমূল বিধায়ক


নদীয়া:যখন তীব্র তাপপ্রবাহে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, তখন নদিয়ার করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায় দরিদ্র মানুষকে কম্বল বিতরণ করে সমালোচনা ও কটাক্ষের মুখে পড়লেন।

প্রখর রোদের তাপে এলাকার মানুষ হাঁসফাঁস করছেন, বহু অঞ্চলে বাসিন্দারা তীব্র জলকষ্টে ভুগছেন। এই সময় তাঁদের জলের ব্যবস্থা না করে হঠাৎ বিধায়ক কোন যুক্তিতে কম্বল দিতে গেলেন, সেই প্রশ্ন এখন বিরোধী ছাড়া সাধারণ মানুষেরও মুখেমুখে ঘুরছে। বিমলেন্দু সিংহ রায় অবশ্য বিতর্ক উড়িয়ে দাবি করেছেন, ‘‘যাঁদের সমালোচনা করা অভ্যেস তাঁরা করবেন। আসন্ন ইদ উপলক্ষে বিধানসভার বিভিন্ন জায়গাতে বস্ত্র বিতরণ করছি। ধুতি-কাপড়ের সঙ্গে বেশ কিছু কম্বল মজুত ছিল। যদি সাধারণ মানুষের কাজে লাগে সেই জন্য সেগুলি দিয়েছিলাম।

Nadia

Apr 19 2023, 15:25

বিধায়কের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে খুশি তেহট্টের নাজিরপুরের এক বাসিন্দা


নদীয়া:সিবিআই তদন্তের নির্দেশে খুশি তেহট্টের নাজিরপুরের বাসিন্দা তথা তৃণমূল কর্মী অলোক কান্তি সাহা। গ্রুপ ডি তে চাকরি দেবে বলে তাপস সাহাকে ২লক্ষ ২০ হাজার তিনি দিয়েছিলেন বলে দাবি তার। চাকরি ও টাকা ফেরত না পেয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ দায়ের করেছিলেন তিনি।

তার অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে এসিবি। গতকাল তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে খুশি অলোক বাবু। সিবিআইকে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

Nadia

Apr 18 2023, 18:06

*সিবিআই তদন্ত শুরু হলো তাপস সাহার বিরুদ্ধে*

তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের লড়াই, আর যার জেরে সিবিআই তদন্ত শুরু হলো নদীয়ার তেহট্টো বিধানসভার বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে। নদীয়াজেলা জেলা পরিষদের সদস্যা টিনা সাহা ভৌমিক তাপস সাহার বিরুদ্ধে টেট কেলেঙ্কারিতে আর্থিক তছরূপের অভিযোগ এনেছিলেন।

এরপর শুরু হয় তদন্ত, তদন্তে নেমে ই ডি তারপর সাহার আপ্ত সহায়ক প্রবীর কয়েলকে গ্রেফতার করে। যদিও পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হন। গতকাল জীবনকৃষ্ণ সাহা গ্রেপ্তার হওয়ার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে জানিয়েছিলেন এই তালিকায় আছে আরো ১০০ জন তৃণমূলের বিধায়ক আজ মহামান্য হাইকোর্ট তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেন এখন শুধু দেখার আগামী দিনে সিবিআই তদন্তে নেমে আর কার কার নাম বা কি কি তথ্য তুলে ধরে, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্যবাসী।

Nadia

Apr 17 2023, 19:01

নদীয়ার শান্তিপুরের তিন মৎস্যজীবী ভাগীরথী নদীতে মাছ ধরতে গিয়ে ফিরলো দুই! সাঁতরে ফেরার সময় ডুবে গেল এক মৎস্যজীবী


নদীয়া: নদীয়ার শান্তিপুর বড়বাজার ফেরিঘাট সংলগ্ন দীর্ঘদিন ধরে যে চর রয়েছে তার, উল্টোদিকে হুগলি জেলার শক্তিপুর ঘাটে মাছ ধরতে যায় শান্তিপুর শহরের তিন নম্বর রেলগেট সংলগ্ন শ্রীকৃষ্ণ পল্লীর বিপুল বিশ্বাস সাধন অধিকারী এবং সাধন দে। এলাকাবাসীদের মতে তারা গঙ্গাবক্ষে ওই এলাকার চড় সংলগ্ন বিভিন্ন পাড় থেকে মাছ ধরেন দীর্ঘদিন যাবৎ।

আজ সেখান থেকে জল কম থাকার কারণে মাছ ধরে সাঁতরিয়ে ফেরার পথে, বাকি দুজন বড়বাজার ঘাটে ফিরে আসলেও সাধন দে তলিয়ে যায় সেখানেই।

ঘটনা জানাজানি হতেই, পরিবহন দপ্তরের জলসাথী প্রকল্পের কর্তব্যরত নিরাপত্তা কর্মী মিন্টু মাহাতো, স্থানীয় কাউন্সিলর,শান্তিপুর থানার পুলিশ কে জানান বিষয়টি, তাদের তত্ত্বাবধানে বর্তমানে স্থানীয় ডুবুরিরা তল্লাসি চালাচ্ছে।

Nadia

Apr 17 2023, 18:36

*অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন পিয়ালী বসাক*

অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন পিয়ালী বসাক,আজ সকাল ৮.৫০ মিনিটে পৃথিবীর দশম উচ্চতম(৮০৯১ মিটার)ও দূর্গম শৃঙ্গে আহরোণ করেন চন্দননগরের পাহাড় কন্যা পিয়ালী।

গত ৯ মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষে বেরিয়ে ছিলেন চন্দননগরের এভারেস্ট জয়ী পর্বত আরোহী পিয়ালী বসাক।

সোমবার স্থানীয় সময় সকাল ৮:৫০ মিনিট নাগাদ পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা সামিট করেন পিয়ালী। 

 পাহাড় চড়ার টানে একের পর এক আট হাজারী শৃঙ্গ জয়ের লক্ষ্যে বেরিয়ে পড়েন পিয়ালী। ২০১৮ সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেন পিয়ালী তারপর ২০২১ সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয়। ২০১৯ সালে এভারেস্টের কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছিল তাকে খারাপ আবহাওয়ার জন্য । ২০২২ সালের ২২শে মে অক্সিজেন ছাড়াই পৃথিবীর সর্বোচ্চ শিখরে ওঠেন পিয়ালী এবং তার দুই দিন পরেই পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেন। এবার সেই আরো এক আট হাজারী শৃঙ্গ জয় করলেন।

পিয়ালীর বোন তমালী বসাক জানান,নেপালের এজেন্সির থেকে খবর পেয়েছেন অক্সিজেন নিয়ে আজ সকালে অন্নপূর্ণা সামিট করেছেন পিয়ালী।বিনা অক্সিজেনে চেষ্টা করেছিলেন কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তা সম্ভব হয়নি।

Nadia

Apr 17 2023, 14:10

প্লাস্টিকের বালতির আড়ালে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ২জন, ঘটনা নদীয়ার কৃষ্ণনগরের


নদিয়া: এক নজরে দেখে মনে হবে প্লাস্টিকের বালতির ফেরিওয়ালা। কিন্তু বালতি কেটে একটার পর একটা বালতি সাজিয়ে তার ভিতর করে গাঁজা ভর্তি করে চলছিল পাচারের চেষ্টা। কিন্তু তার আগেই সে খবর পৌঁছে যায় কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশের কাছে।

গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণনগরের রোড স্টেশন এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৫কেজি গাঁজা। ধৃতেরা হলো পিন্টু দাস ও শুভঙ্কর পাল। তাদের বাড়ি আসামে। তারা আসামের শিলচর থেকে গাঁজা নিয়ে এসে পাচারের চেষ্টা করছিল।

Nadia

Apr 17 2023, 12:05

সরকারি পশু হাসপাতাল এবং বনদপ্তরের উদাসীনতায় চোখের সামনে দগ্ধে দগ্ধে মরতে হলো হনুমানকে, এলাকায় ক্ষোভ


পশু হাসপাতাল বন্ধ ! বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত বনদপ্তরের একাধিক নাম্বারে লাগাতার ফোন করেও এলাকাবাসীরা পেলেন না। চোখের সামনে গুরুতর অসুস্থ হনুমানের দগ্ধে দগ্ধে মৃত্যু দেখলো এলাকাবাসী ক্ষোভের সৃষ্টি সরকারি দপ্তরের বিরুদ্ধে।

চরম নির্মম ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের বাইগাছি বিল পুকুর শনি মন্দির সংলগ্ন এলাকায়।

ওই এলাকার প্রবীণ বাসিন্দা শান্তি রঞ্জন দেবনাথ বলেন, গতকাল আনুমানিক তিনটে নাগাদ ওই এলাকার এক গৃহস্থ বাড়ির মধ্যে ঢুকে পড়ে একটি রক্তাক্ত অসুস্থ হনুমান। তার ঘাড়ে পিঠে এবং পায়ে কুকুর বা অন্য জাতীয় কোন প্রাণী কামড়ের ক্ষত দিয়ে ঝরছে রক্ত। এই অবস্থায় শান্তিপুর মতিগঞ্জ পশু হাসপাতাল বন্ধ থাকলে, ওই হনুমানটিকে উদ্ধার করার জন্য বনদপ্তরের বিভিন্ন নাম্বারে ফোন করা শুরু করে এলাকার ছেলেরা। কখনো অসুস্থ হনুমানের কথা শুনে কেটে দেওয়া হয় নাম্বার দিয়ে দেওয়া হয়। কিন্তু কেউই তৎপর হয়নি প্রাণীটিকে উদ্ধার করতে।

এরপর বিট অফিসার এক ম্যাডামের নাম্বার পেয়ে রাত আটটা থেকে নটা এই এক ঘন্টা সময়ের মধ্যে অন্তত পাঁচটা মোবাইল থেকে পনের বার ফোন করা হয়েছে। তিনিও দুই একবার ফোন রিসিভ করলেও, নেটওয়ার্কের দোহাই দিয়ে হ্যালো হ্যালো করে কেটে দিয়েছেন।

যদিও এ প্রসঙ্গে দায়িত্বে থাকা বিট অফিসার জানিয়েছেন গতকাল ছিল রবিবার তাই ল্যান্ড লাইন হয়তো বেজে গেছে। তবে নেটওয়ার্ক খারাপ থাকার জন্য আমার ফোনে দুটি ফোন এসেছিল কিন্তু শোনার আগেই তা কেটে যাচ্ছিলো।

স্থানীয় যুবক বিক্রম দেবনাথ বলেন, ওসব তাদের কর্তব্য এড়িয়ে যাবার অজুহাত, প্রত্যেক ক্ষেত্রেই কল রেকর্ডিং রয়েছে, তা বাদে সরকারি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করলেই, চলে আসার কথা সেখানে এতবার নানান রকম মোবাইল থেকে ফোন করা হয়েছে, তা কি করে অস্বীকার করেন তিনি? তাহলে সরকারি তহবিলের গঠিত এ ধরনের দপ্তর রেখে লাভ কি? শুধু আজ নয়, এর আগেও আমরা লক্ষ্য করেছি প্রথমে ছবি তুলে পাঠাতে হবে তারপরে ভিডিও তুলে পাঠাতে হবে, এভাবে উনাদের কাজ আমাদের করে দিতে হবে জীবনের ঝুঁকি নিয়ে, তারপরে মনে হলে কখনো আসবেন কখনো বা আসবেন না।

ওই এলাকার ওপর এক যুবক বাপি দেবনাথ বলেন, আমাদের ট্যাক্সের টাকায় সরকারি দপ্তর গড়া, তাদের মাইনা থেকে শুরু করে পৌঁছানোর গাড়ি সব কিছুরই টাকা আমরা সাধারণ মানুষ দিয়ে থাকি, কিন্তু সাধারণ মানুষের কোনো মূল্যই নেই তাদের কাছে, কতটা অমানবিক হলে একটা হনুমান হোক বা অন্য কোন প্রাণী মরে যাচ্ছে শুনেও ফোন তোলেন না। মানুষের হোক বা আর অন্য কোনো প্রাণীর প্রাণের মূল্য তো আর আলাদা হয় না?

এলাকার গৃহবধূ উর্মিলা বিশ্বাস বলেন, এর আগে এরকমই এক হনুমান নিয়ে, মতিগঞ্জ মোড়ে অবস্থিত পশু চিকিৎসালয়ে গিয়েছিলাম, সেখানে এ ধরনের কাজের জন্য বাহবা দেওয়া তো দূরে থাক, অকথ্য ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দেওয়া হয়। সরকারি দপ্তরের কর্মীদের এ ধরনের আচরণ হলে, উদ্দেশ্য পূরণ হবে কিভাবে?

Nadia

Apr 17 2023, 12:03

*আতঙ্ক! স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড*


নদিয়া: নদীয়ার হাঁসখালীর ভায়না হল্ট স্টেশন লাগোয়া দোকানে আগুন । আনুমানিক সকাল আটটা নাগাদ দাউ দাউ করে আগুন জ্বলে উঠে । স্থানীয়রা তাড়াতাড়ি এসে বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে । খবর দেয়া হয় দমকল দপ্তরে । ঘটনাস্থলে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছায় দমকলের ইঞ্জিন । গ্রামবাসীদের চেষ্টায় চারটি দোকানের পরে আগুন ছড়ায়নি । দমকল গিয়ে আগুন নেভায় । চারটি দোকান আগুনে ভোজ হলেও কিভাবে আগুন লাগল এ নিয়ে চর্চা শুরু হয়েছে । কেউ বলছেন শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ।

অনেকের বক্তব্য এত দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়েছে এতে মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার বা অন্য কিছু ধরনের দাহ্য পদার্থ থেকেই আগুন ছড়িয়েছে । দমকলের আধিকারিকরা দেখছেন কিভাবে আগুন লেগেছে । হল স্টেশন এলাকায় এভাবে আগুন লাগায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন ।

Nadia

Apr 16 2023, 12:17

হাঁসখালি কাণ্ডে গ্রেফতার ৫


নদীয়া:চলতি মাসের ৮ তারিখ নদীয়ার হাঁসখালি থানা এলাকার বড় চুপিয়াতে সাতসকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের হাতে খুন হয়েছিল স্থানীয় প্রাক্তন যুব সভাপতি আমদ আলী বিশ্বাসকে। এই খুনের ঘটনার ৮ দিন পর পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করেছে হাসখালি থানার পুলিশ। এদের মধ্যে স্থানীয় রাণীনগর পঞ্চায়েতের সদস্য এবং তার ছেলেও খুনের ঘটনায় অভিযুক্ত।আবারো প্রমাণ হলো

পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দলের গোষ্ঠী কোন্দলের জেরেই খুন হতে হচ্ছে একাধিক তৃণমূল নেতাকে। আজ অভিযুক্তদের রানাঘাট আদালতে তোলা হবে এবং পুলিশি সুত্রে খবর এদের প্রত্যেককেই পাঁচ থেকে আট দিনের পুলিশ কাস্টডি চাওয়া হবে। কোথা থেকে পঞ্চায়েত নির্বাচনের আগে এত আগ্নেয় অস্ত্রের রমরমা বা কি কারণে খুন করা হয়েছিল আহমদ আলীকে সে বিষয়েই তদন্ত করতে চায় হাসখালি থানার পুলিশ।

Nadia

Apr 15 2023, 09:35

*নববর্ষের প্রথম দিনেই উদ্ধার হল বোমা*


নদিয়া: চলতি রোজার মধ্যেই, বাংলা নববর্ষের প্রথম দিন মাঝরাতে ব্যাপক বোমাবাজি, পরপর পাঁচটি বোমার আঘাতে কেঁপে উঠলো নদীয়ার শান্তিপুর মিদ্দা পাড়া, মহিলা শিশুদের নিয়ে সারারাত বাড়ির বাইরে, দুশ্চিন্তায় পরিবার

চলতি রোজার মধ্যেই, মধ্যরাতে মুড়ি-মুরকির মতন বোম পরলো নদীয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের হরিনদী মিদ্দে পাড়ায়।ওই এলাকার জমাট মিদ্দা এবং ইনজো মইদ্দা দুই ভাইয়ের পাশাপাশি বাড়ি বাড়িতে পরিবারের মহিলা এবং শিশুরা ঘুমানোর পর আনুমানিক রাত একটা নাগাদ হঠাৎ বোম পড়তে শুরু করে।তীব্র আওয়াজে ঘুম ভেঙে যায় তাদের, এরপর ওই দুটি বাড়িতে মোট চারটে বোম পড়ে। যদিও তার আগেই ঢোকার সময় রাস্তায় একটি বোম মারে বলে অভিযোগ ওই দুই পরিবারের।

এ প্রসঙ্গে, ওই দুই পরিবারের অভিভাবক আকার আলী মিদ্যা জানান, পূর্ব রাগবশত একটি ভ্রান্ত ধারণাকে কেন্দ্র করে পাশের গ্রামের স্বপন শেখ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বোম পাড়ার সাথে সাথে সকলে বেরিয়ে আসলেও ততক্ষণে পালিয়ে যায়। বোম পড়ার একটি বাড়ির প্রধান ইনজো মিদ্দা, বলেন ঘটনার সাথে, দুষ্কৃতী স্বপন শেখের শ্বশুরবাড়ি অর্থাৎ আমাদের প্রতিবেশী রাকো শেখের ছেলেরাও যুক্ত থাকতে পারে।তবে আজ ভোর রাতেই শান্তিপুর থানার পুলিশ এসে খতিয়ে দেখে গেছে।

আকাত আলী মিদ্দার বৌমা নাজিমা বিবি, পরিবারের মহিলা এবং শিশুদের নিয়ে যথেষ্ট আতঙ্কে ছিলেন গতকাল সারারাত। এরপরে আজ সকালে আবারো, প্রতিবেশী রাকো শেখের ভাইয়ের ছেলেরা কালাম রাজু সেখরা অনেকেই দলবদ্ধভাবে লোহার ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এসে শাসিয়ে যায়। বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। ঘটনার পরিপ্রেক্ষিতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ঘুরে দেখে যান স্থানীয় মেম্বার, রবিন মাঝি, তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগের পরামর্শ দেন।

প্রতিবেশীরা বলেন পার্শ্ববর্তী এলাকা সাহেবডাঙ্গার বাসিন্দা দুলু শেখের ছেলে স্বপন শেখ, হরিনদী, মিদ্দেপাড়ার রাখো শেখের বিবাহিত মেয়ে সাত বছরের বাচ্চা সহ পুনরায় বিবাহ করে। সমাজ থেকে তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার কথা জানতে পেরে, তারা অনুমান করে জমাত আলী মৃদ্দা এবং ইনজো মৃধা কে সন্দেহ করে।

পরবর্তীতে অসামাজিক কাজকর্মের জন্য ওই ব্যক্তিকে পুলিশ ধরে নিয়ে গেলে তার জন্যও দোষী সাব্যস্ত করে এই দুই পরিবার প্রধানকে। আর তারই জেরে হয়তো এই ঘটনা।

তবে দুই পরিবারের পক্ষ থেকে মহিলা রা আতঙ্কে রয়েছেন যথেষ্ট। তাদের দাবি দৃষ্টান্তমূলক শাস্তি হোক দুষ্কৃতীদের।

লিখিত অভিযোগের পর তদন্ত শুরু হবে বলে জানা গেছে শান্তিপুর থানাসূত্রে।