Howrah

Apr 19 2023, 11:26

*তীব্র দাবদাহে ফের রাজ্যে টর্নেডো*


বেলুড় মঠের টেকনিক্যাল কলেজের মাঠে ধুলোর ঝড়।অনেকটা টর্নেডোর মতো।মাত্র কিছুক্ষণ স্থায়ী হয় এই ঝড়।গতকাল বিকেলে এই ঝড় দেখা যায়।এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Howrah

Apr 19 2023, 08:18

हावड़ा के चंगाई लाडलो मिल बाजार में लगी आग, छोटी-बड़ी कुल मिलाकर डेढ़ सौ दुकानें जलकर राख


चेंगैल स्टेशन के नजदीक लाडलो मिल मार्केट मे देर रात आग लगने से कई दुकानें जलकर राख। विनाशकारी आग ने देखते ही देखते आसपास कई दुकानें को अपने आगोश में ले लिया। स्थायी और अस्थायी दोनों तरह की तकरीबन 150 से अधिक दुकानें जल गई। दुकान में ईद के कारण काफी मात्रा में समान को रख्खा गया था सभी वस्तुऐ जलने के कारण नष्ट हो गईं।

आग देर रात करीब 1:30 बजे के आसपास लगी। देखते ही देखते आग बाजार की दुकानों में फैल गई। बाजार में छोटे व्यापारियों ने बताया कि अचानक आग लग जाती है और सब कुछ जल कर राख हो जाता है। आग लगने के बाद स्थानीय निवासियों और व्यवसायियों ने आग बुझाने में हाथ लगाया। लेकिन आग काबू में नहीं आई।

एक-एक कर दमकल की दस गाड़ियां मौके पर पहुंच गईं। अभी भी आग बुझाने का काम चल रहा है। पुलिस मौके पर है। आग किस वजह से लगी यह अभी स्पष्ट नहीं हो सका है। व्यापारियों की शिकायत है कि फायर ब्रिगेड देर से आई है। फायर ब्रिगेड पहले पहुंच जाती तो नुकसान कम होता। दमकल विभाग की ओर से आरोप को नकारा जा रहा है।

Howrah

Apr 17 2023, 18:32

*পানীয় জলের সমস্যা মেটাতে খোলা হল কন্ট্রোল রুম*


গ্রীষ্মের প্রচণ্ড দাবাদাহে পানীয় জলের সমস্যা মেটাতে হাওড়া পুরসভার পক্ষ থেকে খোলা হল কন্ট্রোল রুম। কোন এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিলে স্থানীয় বাসিন্দারা পুরসভাকে ফোন করে সাহায্য চাইতে পারেন। সেক্ষেত্রে পুরসভার পক্ষ থেকে পাইপলাইনের দ্রুত মেরামতি সারানোর পাশাপাশি পানীয় জলের গাড়ি পাঠানো হবে বলে জানিয়েছেন হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান।

প্রচন্ড দাবাদাহে হাওড়া জেলার বেশ কয়েকটি ওয়ার্ডে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। পুরসভার পক্ষ থেকে ওইসব এলাকায় পানীয় জলের গাড়ি পাঠানো হচ্ছে। হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলী চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন পুরসভার পক্ষ থেকে পানীয় জলের সমস্যা মেটাতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোলরুমের নাম্বার হল ০৩৩ ২৬৩৮৩২১২ / ১৩। এই কন্ট্রোলরুমে ফোন করে শহরের যে কোন বাসিন্দা এলাকার জলের সমস্যার কথা পুরসভাকে জানাতে পারবেন। পুরসভার পক্ষ থেকে ওই ওয়ার্ডে ইঞ্জিনিয়ার পাঠানো হবে। যদি পাইপলাইনের সমস্যা থাকে তাহলে দ্রুত সারিয়ে দেওয়া হবে।

এর পাশাপাশি পুরসভার ১২০০ লিটারের ৩৩ টি গাড়ি এবং ২০০০ লিটারের ৬ টি গাড়ি আছে। এই জল সরবরাহ গাড়িগুলি থেকে ওই এলাকায় জল পাঠানো হবে। তিনি আরো বলেন বর্তমানে হাওড়া ময়দান ও সালকিয়া সহ শহরের বেশ কয়েকটি জায়গায় সারাদিন পানীয় জলের গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকছে। যাতে পথচলতি লোকেরা জল পান। এছাড়াও তিনি জানিয়েছেন এখন থেকে স্প্রিংকলারের সাহায্যে শহরে রাস্তাঘাটে জল ছড়ানো হবে। যাতে রাস্তায় ধুলো না ওড়ে এবং গরম থেকে খানিকটা হলেও রেহাই পাওয়া যায়। এলাকার মানুষ এই উদ্যোগকে ভালো চোখে দেখছেন কিন্তু তাদের বক্তব্য কতটা কাজ করি হয় তা দেখা, এলাকার মানুষদের অভিযোগ দুপুরবেলা জলের প্রেসার খুব কম থাকার অসুবিধা হয়।

বাইট বিমল পাল ও মনোজ প্রসাদ

Howrah

Apr 16 2023, 16:29

*অনুষ্ঠিত হলো সারা বাংলা যোগাসন প্রতিযোগীতা*

অনুষ্ঠিত হলো সারা বাংলা যোগাসন প্রতিযোগীতা।হাওড়ার অভনী রিভার সাইড মলের উদ্যোগে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়।মলের মধ্যে রবিবার এই প্রতিযোগীতায় অংশ নেয় রাজ্যের বিভিন্ন জেলার ২৭০ জন প্রতিযোগী।আট বছর থেকে তিরিশোর্ধ বয়সের প্রতিযোগীরা অংশ নেয়।

যোগা শিক্ষক কিরণ মন্ডল জানান যোগাসনের মাধ্যমে শরীরকে ফিট রাখা যায়।তাই যোগাসন সম্পর্কে মানুষকে উৎসাহী করতে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।খুব ভালো সাড়া মিলেছে।প্রতিযোগীতায় স্বচ্ছতা বজায় রাখতে অনলাইন সম্প্রচারের ব্যবস্থা করা হয়।

বাইট..১..কিরণ মন্ডল(যোগা শিক্ষক)

Howrah

Apr 15 2023, 20:35

*হৈমন্তীর হাওড়ার বাড়িতে এবার সি বি আই দল*

হাওড়া: হৈমন্তীর হাওড়ার বাড়িতে সি বি আই এর দল। পাঁচ সদস্যের দল বাড়ির ভেতরে প্রবেশ করেছে। বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিট নাগাদ হাওড়ার বাড়িতে আসে দলটি

হৈমন্তীর হাওড়ার বাপের বাড়িতে সি বি আই এর আধিকারিকরা।সঙ্গে কেন্দ্রীয় বাহিনীসন্ধ্যা সাড়ে ছটা নাগাদ পাঁচ সদস্যের দল বাড়ির ভেতরে প্রবেশ করে।এই বাড়িতেই হৈমন্তীর বাবা মা ও বোন থাকেন।পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।জানা গেছে হৈমন্তী এই বাড়িতে নেই।আজকের সি বি আই এর এই অভিযানে র খবর পেয়ে বাড়ির সামনে কৌতূহলী মানুষের ভিড়।

Howrah

Apr 15 2023, 19:36

*নববর্ষের দিন গাজা পাচার রুখলো পুলিশ*

সড়ক পথের পর এবার রেল পথে গাজা পাচার রুখলো রেল পুলিশ। ২২৬৪১ নং ত্রিবান্দ্রম এক্সপ্রেস । দুজন যুবক ও দুজন যুবতী এই চারজন মিলে কলকাতার উদ্দেশ্যে ওই গাড়ি করে আসেন ।সাঁতরাগাছি স্টেশনে নবলে। সাঁতরাগাছি জিআরপির চার এবং পাঁচ নম্বর প্লাটফর্মে ওই চার জনকে জিজ্ঞাসাবাদ শুরু করলে কথায় অসঙ্গতি মেলায় তাদের আটক করে তল্লাশি চালায়।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় গাজা। যার পরিমাণ প্রায় ৫৫ কেজি । ধৃত চারজনকে গ্রেফতার করে খড়গপুর জিআরপি। খড়গপুর স্টেশনে এই চারজনের ওপর সন্দেহ হয় খড়গপুর জিআরপির ওখান থেকেই তাদের ওপর নজর দাঁড়ি চালাচ্ছিল জিআরপির আধিকারিকরা। সাঁতরাগাছি স্টেশনে নামার পরই তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

তারা কোথা থেকে আসছিল আর কে কে ছিল,কোথায় নিয়ে যাচ্ছিল এই বিপুল পরিমাণ মাদক। কাদেরকে বিক্রি করার কথা ছিল। সমস্ত ব্যাপারে তদন্ত করছে সাঁতরাগাছি জিআরপির পাশাপাশি খড়গপুর জিআরপির আধিকারিকরা। এদিকে আজ সকালেও কোনা এক্সপ্রেস থেকে গাড়িতে করে গাজা পাচারের সময় ধরে ফেলে পুলিশ কর্মীরা। আবার একই দিনে বিকেলে স্টেশন থেকে গাজা উদ্ধারে স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের ।

Howrah

Apr 15 2023, 19:31

*রাস্তা উদ্বোধনকে ঘিরে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব*

হাওড়া: হাওড়া পুরসভার রাস্তা উদ্বোধন ঘিরে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্য এল। হাওড়ায় জগাছা থানার অন্তর্গত হাওড়া পুরসভা ৪৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। এখানে ধারসা গভর্মেন্ট কলোনী এলাকায় একটি পুরানো রাস্তা নতুন করে সংস্কার করা হয় হাওড়া পুরসভার পক্ষ থেকে।গতকাল বিকেলে রাস্তাটির উদ্বোধন করার কথা ছিল হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর।

কিন্তু শিবপুর বিধানসভার বিধায়ক এবং রাজ্যের ক্রিয়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারির অনুগামীরা তাকে বাধা দেয় বলে অভিযোগ। অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনকে ধাক্কাধাক্কি দেওয়া হয়। হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী অভিযোগ করেন কিছু বাইরের দুষ্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত ব্যানার ছিড়ে ফেলে। বন্ধ করে দেওয়া হয় মাইক। ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হলে উদ্বোধন না করে মাঝ রাস্তা থেকে ফিরে যান চেয়ারম্যান।

আজ সকালে সেই রাস্তা উদ্বোধনে আসেন চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। সঙ্গে ছিলো প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী। ফের অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঘটনাস্থলে আসে জগাছা থানার বিরাট পুলিশবাহিনী এবং পুলিশের পদস্থ কর্তারা। এরই মাঝে মাইক বেঁধে নতুন রাস্তার উদ্বোধনের ঘোষণা করেন চেয়ারম্যান। তিনি জানান কিছু দুষ্কৃতী তাদের অনুষ্ঠানে বাধা দিয়েছে। মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি খুলে দেয়। সাধারণ মানুষ উপকৃত হবে ভেবেই উন্নয়নের স্বার্থে রাস্তা তৈরি করেছে পুরসভা। তবে এর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গ তিনি এড়িয়ে যান।

৪৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী এবং মনোজ তেওয়ারির ঘনিষ্ঠ গোপাল আইচ জানান তাদেরকে অন্ধকারে রেখে রাস্তার উদ্বোধন করা হচ্ছিল। শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারিকে এবং ব্লক সভাপতিকে জানানো হয়নি উদ্বোধনের কথা। তাই বিধায়কের নির্দেশে তারা অনুষ্ঠান বন্ধ করে দিয়েছিলেন। তবে কোনো ছবি ব্যানার ছেড়া হয়নি। এদিকে রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি এক সাংবাদিক সম্মেলনে বলেন যেভাবে তাকে অন্ধকারে রেখে অসম্পূর্ণ রাস্তা তড়িঘড়ি উদ্বোধন করা হলো তাতে তিনি অপমানিত বোধ করছেন। তার দাবি ওই রাস্তা সংস্কারের প্রস্তাব তিনি তার বিধায়কের প্যাডে হাওড়া পৌরসভাকে দেন। গতকাল চেয়ারম্যানের সঙ্গে কথা বলার পরেও আজকে যেভাবে রাস্তা উদ্বোধন করা হলো তাতে তিনি ক্ষুব্ধ। গোটা ঘটনাটা তিনি দলের ওপরমহলকে জানিয়েছেন বলে তিনি জানান।

সাংবাদিক সম্মেলনের পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। অন্যদিকে হাওড়া কর্পোরেশনের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী তিনি জানান গতকাল তাকে বিধায়ক ফোন করে তিনি তখন বলেন যে আপনিও আসুন বা অন্য কাউকে আপনার প্রতিনিধি হিসেবে পাঠাতে পারেন কেউ আসেনি আর কোন বাইরে লোক ছিল না সব এলাকার বাসিন্দারাই ছিলেন সেই সময় হাওড়া কর্পোরেশনের তরফ থেকে উদ্বোধন করা হয়েছে কারণ হাওড়া কর্পোরেশনের তরফ থেকে এই রাস্তা তৈরি করা হয়েছে।

Howrah

Apr 15 2023, 15:52

১০০টি হারানো মোবাইল ফোন প্রাপকদের ফেরত দিল পুলিশ


হাওড়া: নববর্ষের দিনে গোলাবাড়ি থানার পুলিশ ১০০টি হারানো মোবাইল ফোন ফেরত দিল।যা তাদের সবার জন্য নতুন বছরটি স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা।আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি নর্থ অনুপম সিং, এসিপি নর্থ ওয়ান আব্দুল গফফার ও গোলাবাড়ী থানার ওসি সহ অন্যান্য পুলিশকর্মীরা।

ডিসি অনুপম সিং বলেছিলেন যে হারানো মোবাইল উদ্ধার করা সহজ কাজ নয়। এর প্রক্রিয়াটি অনেক দীর্ঘ।তবে পুলিশ কর্মীদের নিরন্তর প্রচেষ্টার কারণে এটি সম্ভব হয়েছে।অন্যদিকে বছরের প্রথম দিনে মোবাইল ফিরে পেয়ে খুশী গ্রাহকরা।

Howrah

Apr 15 2023, 12:15

*ডিউটিরত ট্রাফিক পুলিশ কর্মীদের হাওড়া সিটি পুলিশের পক্ষে বিশেষ কিট প্রদান*


হাওড়া: প্রচন্ড দাবাদহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। প্রখর রৌদ্রতাপে বিপর্যস্ত জনজীবন। একফোঁটা বৃষ্টি দেখা নেই। এরই মধ্যে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ডিউটি করতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। ডিউটি চলাকালীন যাতে ট্রাফিক পুলিশ কর্মীরা অসুস্থ হয়ে না পড়েন তার জন্য হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ট্রাফিক বিভাগের সমস্ত কর্মীদের একটি করে কিট দেওয়া হল।

ওই কিটে গ্লুকোজ প্যাকেট, ওআরএস প্যাকেট, ছাতা ,সানগ্লাস, জলের বোতল, তোয়ালে ইত্যাদি দেওয়া হয়েছে। আজ সকালে হাওড়া ময়দানে একটি অনুষ্ঠানে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে ওই কিট তুলে দেন। এছাড়াও তিনি বেশ কয়েকজন ট্রাফিক পুলিশ কর্মীকে ভালো কাজের জন্য আর্থিক পুরস্কার দেন। হাওড়া সিটি পুলিশের উদ্যোগে একই ধরনের অনুষ্ঠান বিভিন্ন ট্রাফিক গার্ডে হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।

Howrah

Apr 15 2023, 12:13

নতুন বছরকে বরণ উলুবেড়িয়া পৌরসভার


উলুবেড়িয়াঃ পুরাতন বছর বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত। নাচ,গান, আবৃত্তি মধ্যে দিয়ে শনিবার সকালে নতুন বছরকে বরণ করে নিল উলুবেড়িয়া পৌরসভা। পৌরসভার এই অনুষ্ঠানকে ঘিরে এদিন বণময় হয়ে উঠেছিল উলুবেড়িয়া শহরের রাজপথ। নতুন বছরকে স্বাগত জানাতে এদিন সকালে গ্রীস্মের দাবদাহ উপেক্ষা করেই রাজপথে পা মিলিয়েছিল আবাল বৃদ্ধ বনিতা।

এদিন সকালে উলুবেড়িয়া পৌরসভা থেকে বণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে শেষ হয়‌। শোভাযাত্রায় বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার সদস্যদের পাশাপাশি পা মেলান বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ পুরসভার ৩২ টি ওয়ার্ডের কাউন্সিলররা। শোভাযাত্রার শেষে উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করা হয়।

পরে রবীন্দ্র ভবনে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। পৌরসভার চেয়ারম্যান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি মন্ত্রী পুলক রায় উলুবেড়িয়ার প্রতিটি মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।