kolkata

Apr 17 2023, 18:07

*শুভেন্দুকে নিয়ে মুখ খুললেন অপরূপা পোদ্দার*

নিয়োগে সুপারিশ করেছিলেন আরামবাগে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার,টুইট করেছেন শুভেন্দু অধিকারী।

সেই প্রসঙ্গে অপরূপা পোদ্দার বলেন,গত ২৯ শে মার্চ আমি দিব্যেন্দু অধিকারী একসঙ্গে দিল্লি থেকে কলকাতা ফিরলাম।কলকাতা ভি আই পি লাউঞ্জে দিব্যেন্দু অধিকারীর সঙ্গে আমার দেখা হল।দিব্যেন্দু অধিকারী আমায় বলল বিজেপিতে চলে আসো অনেক গুরুত্ব পাবে। না হলে তুমিও কিছু তৃণমূল এম এল এ এম পিদের মত তুমিও ফাঁসবে ।

আজকে এই টুইট টা দেখে আমার ২৯ শে মার্চ ২০২৩ এর কথা মনে পড়ে গেল।তুমি ও তোমার ভাই দিব্যেন্দু কবে সিবিআই এর কাছে এই ক্যাম্পেনিং করা চিঠি নিয়ে আসবে ডেটটা তুমি জানিয়ে দিও।আমরা তিনজনই এক সাথে সিবিআই এর কাছে যাব।আমি জানি তুমি সিবিআই এর থেকে তুমি তোমার মত করেই পাবে।

kolkata

Apr 17 2023, 14:49

*পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরুদ্ধ*

পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ গ্রামবাসীর।

অবরোধে আটকে পড়ে মন্ত্রীর গাড়ি।দ্রুত জল সমস্যা সমাধান করে দেওয়া হবে, মন্ত্রীর আশ্বাস পেয়ে উঠে অবরোধ।

আরামবাগের কাবলে এলাকায় রাজ্য সড়ক অবরোধের জেরে আরামবাগ - কোলকাতা রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

অবরোধকারীদের অভিযোগ, হরিনখোলা ২ নং সুলতানপুর, এলাকায় দীর্ঘ দিন ধরে পানীয় জলের সমস্যা।

প্রায় ৩০০ টি পরিবারের মাত্র একটি টিউওয়েল ভরসা।

এলাকায় রাস্তার কাজ হওয়ার সময় জলের পাইপ লাইন নষ্ট হয়ে যায়। তার পর থেকে আরও জলের সংকট দেখা দেয় বলে অভিযোগ।বারবার পঞ্চায়েত ও প্রশাসনিক দপ্তরে জানানোর পরেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ।

তাই বাধ্য হয়েই কাবলে এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে গ্রামবাসীরা।আর সেই অবরোধে আটকে পড়ে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর গাড়ি।

তাকে ঘিরেও অভিযোগ জানাতে শুরু করে অবরোধকারীরা।পরে মন্ত্রী দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দিলে অবরোধ উঠে।ঘটনাস্থলে যায় আরামবাগ থানার পুলিশ।

kolkata

Apr 15 2023, 15:00

*বিপত্তির জেরে কলকাতায় নামলো বিমান*


ফের মাঝ আকাশে বিমানে বিপত্তি। এবার কলকাতা বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ। জানা গিয়েছে, শনিবার সকালে সৌদি আরব এয়ারলাইন্সের একটি কার্গো বিমানের এমারজেন্সি ল্যান্ডিং হয় দমদম বিমানবন্দরে। বিমানটির কাচে চিড় দেখা যায়। ফলে কোনওরকম ঝুঁকি না নিয়ে পাইলট সরাসরি ATC-তে যোগাযোগ করেন।

নিকটবর্তী বিমানবন্দর হিসেবে কলকাতাতেই বিমানটিকে নামানোর অনুমতি দেওয়া হয়।বিমানটিতে চারজন ক্রু সদস্য ছিলেন। সকলেই নিরাপদে রয়েছেন বলে খবর।

kolkata

Apr 15 2023, 12:36

বেলঘড়িয়ায় বাংলার শুভ নববর্ষে সুসজ্জিত বর্ণাঢ্য পদযাত্রা


কলকাতা:বেলঘড়িয়া ক্লাব প্রতিষ্ঠান সমন্বয় সমিতির পক্ষ থেকে প্রত্যেক বছরের মতন বাংলার শুভ নববর্ষ সকালে সুসজ্জিত বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়, এ বছরও তার ব্যতিক্রম হলো না। আড়িয়াদহ স্পোর্টিং ক্লাবের মাঠ থেকে শুরু করে বেলঘড়িয়া এসে সেই পদযাত্রা শেষ হয়। পদযাত্রা ছিল রন পা, ঢাক আদিবাসী নিত্য সুসজ্জিত ট্যাবলো নাচের নাচের টিম বিভিন্ন মোড়ে মোড়ে গানের সাথে নাচ হয় এবং চলতে চলতেই আবৃত্তি পরিবেশন করে।

বাংলার বছরের প্রথম দিন সকালে গানে কবিতায় নাচে মাতিয়ে তোলা হয় এই পদযাত্রার মধ্যে দিয়ে ইংরেজির নববর্ষে মানুষ যেভাবে মেতে ওঠে সেই ভাবে বাংলার নববর্ষে মানুষকে মেতে উঠতে দেখা যায় না। সে কারণেই বাংলার নববর্ষ কে আরো মানুষের কাছে পৌঁছে দিতে এ প্রজন্মের মানুষের কাছে আজকের দিনটি আর বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে এই নববর্ষের প্রভাতে বর্ণ্নাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়।

kolkata

Apr 15 2023, 08:55

দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গনে আজ সকাল থেকেই পূর্ণার্থীদের ভিড়


কলকাতা: নববর্ষের পূর্ণ লগ্নে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গনে আজ সকাল থেকেই পূর্ণার্থীদের ভিড় দেখা গেল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজনেরা বছরের প্রথম দিনেই দেবী আরাধনার মধ্য দিয়ে শুরু করলেন তাদের নতুন বছরের পথ চলা। দক্ষিণেশ্বরের ভবতারিনী মন্দিরে বহু ব্যবসায়ী তাদের ব্যবসার খাতা পূজো দিয়ে ব্যবসার শ্রীবৃদ্ধি কামনা করলেন দেবীর কাছে।

kolkata

Apr 15 2023, 07:27

*হ্যারি ব্রুক হ্যারিকেনে লন্ডভন্ড কলকাতা নাইট রাইডার্স*

কলকাতা: ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স এ আই পি এল মুখোমুখি হয়েছিল কে কে আর ও সানরাইজার্স হায়দারাবাদ।প্রথম ব্যাট করে মূলত ইংল্যান্ডের নিউ সেনজেশন অলরাউন্ডার হ্যারি ব্রুক এর ব্যাটিং তান্ডবে ছত্রভঙ্গ কে কে আর এর সংসার। তাদের স্পিন বৈচিত্র্য খানখান,তথৈবচ পেস বোলিং। প্রথম থেকেই মারমুখী ও বিধ্বংসী ছিলেন হ্যারি ব্রুক।

ওভার প্রতি রান উঠছিল ১৪ করে। চার, ছয়ের বন্যা বইয়ে দিয়ে হ্যারি ব্রুক শতরান করলেন মাত্র ৫৫ বলে, আর তাতেই অপরাজিত রইল জয় করার পণ।হায়দারাবাদ তুলল বিশাল ২২৮ রানের এক ইনিংস। হ্যারি ব্রুক বোঝালেন কেন তাকে নিয়ে এখন এত মাতামাতি আর তার অবিশ্বাস্য স্ট্রাইক রেটের ই বা এত কদর কিসের।

এমন পর্বতসমান টার্গেট যে হাসিল করা যাবেনা, এমনকি তার ধারে কাছে যাওয়াও কষ্টসাধ্য তা শুরুতেই অনুমান করা গিয়েছিল। কিন্তু অপ্রত্যাশিতভাবে লড়াইটা বিপক্ষ শিবিরে নিয়ে গেলেন কে কে আর দলনায়ক চূড়ান্ত অফ ফর্মে থাকা নীতীশ রাণা।

তিনি খেললেন এক ঝোড়ো ইনিংস। মাত্র ৪১ বলে ৭৫ রান, ছটি ছক্কার সাহায্যে। উপযুক্ত সঙ্গত দিলেন নবনায়ক রিঙ্কু সিং ৩১ বলে ৫৮ রানের আক্রমনাত্মক ইনিংস খেলে। তার ফলে ২২৮ তাড়া করতে গিয়ে কে কে আর ফিনিশ করল কাছাকাছি ২০৭ রানে। এই আই পি এল এ রিঙ্কু সিং এর যেন পুনর্জন্ম হল। এটাও বোঝা গেল আন্দ্রে রাসেল এখন অতীতের ছায়ামাত্র। নীতীশ রানার ফর্মে ফেরাটা কে কে আর পক্ষে যেমন ভাল দিক। অন্যদিকে সানরাউজার্স কিন্তু প্রাথমিক ব্যর্থতা কাটিয়ে পরপর দুটি ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে। তবে লাভের লাভ আজ ইডেনের। কে কে আর হারলেও এটা গৌরবজনক পরাজয় আর যা দর্শক বেশি করে দেখতে চায় সেই ব্যাটিং ও রান এর ফুলঝুরি আর স্ট্রোক এর রোশনাইও দেখল ইডেনের আপামোর ক্রীড়া প্রেমী মানুষ। 

ছবি: খবর কলকাতা (সঞ্জয় হাজরা)।

kolkata

Apr 14 2023, 20:16

*আজ ইডেন গার্ডেনে আইপিএল*


কলকাতা: আজ আইপিএল এ ইডেন গার্ডেনে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজ হায়দ্রাবাদ । টসে জিতে কে কে আর বোলিং করার সিদ্ধান্ত নেয়। সানরাইজ হায়দ্রাবাদ ৫ ওভারের শেষে ১ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করেছে এখনও পর্যন্ত।

ছবি: খবর কলকাতা (সঞ্জয় হাজরা)।

kolkata

Apr 14 2023, 19:41

*অমিত শাহের সভার পরেই পাল্টা আক্রমণ তৃণমূলের*

বীরভূমে সভা করতে গিয়ে লোকসভা নির্বাচনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।এদিন অমিত শাহের সভার পর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'একটা আসন পেতে কালঘাম ছুটবে।শূন্য থেকে এক হবে কি না, ভেবে দেখুন।'বিজেপির হেভিওয়েট নেতা সভা শেষ করে ফিরে যাওয়ার পরেই রাজ্যের শাসক দলের তরফে টুইট করা হয়। সেখানে তীব্র ভাষায় আক্রমণ করা হয় অমিত শাহকে।

kolkata

Apr 14 2023, 19:37

দক্ষিণেশ্বরে পূজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী
কলকাতা: চৈত্রের শেষ দিন বাংলা সফরে এসে দক্ষিণেশ্বরে পূজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

kolkata

Apr 14 2023, 19:17

*কালীঘাটে মমতা, দক্ষিণেশ্বরে পুজো দিলেন অমিত শাহ !*

আগামীকাল থেকে শুরু হচ্ছে আরও একটি নতুন বাংলা বছর। তার আগে চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় কালীঘাট মন্দিরে আচমকাই হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন পুজো। করলেন আরতি। সঙ্গে ছিলেন ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপধ্যায়ও। পুজো শেষে রাজ্যবাসীকে জানালেন নববর্ষের আগাম শুভেচ্ছা। অন্যদিকে, দক্ষিণেশ্বরের পথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। নববর্ষের প্রাক্কালে মা ভবতারিণীর মুখ দর্শন করবেন তিনি।