Howrah

Apr 15 2023, 15:52

১০০টি হারানো মোবাইল ফোন প্রাপকদের ফেরত দিল পুলিশ


হাওড়া: নববর্ষের দিনে গোলাবাড়ি থানার পুলিশ ১০০টি হারানো মোবাইল ফোন ফেরত দিল।যা তাদের সবার জন্য নতুন বছরটি স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা।আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি নর্থ অনুপম সিং, এসিপি নর্থ ওয়ান আব্দুল গফফার ও গোলাবাড়ী থানার ওসি সহ অন্যান্য পুলিশকর্মীরা।

ডিসি অনুপম সিং বলেছিলেন যে হারানো মোবাইল উদ্ধার করা সহজ কাজ নয়। এর প্রক্রিয়াটি অনেক দীর্ঘ।তবে পুলিশ কর্মীদের নিরন্তর প্রচেষ্টার কারণে এটি সম্ভব হয়েছে।অন্যদিকে বছরের প্রথম দিনে মোবাইল ফিরে পেয়ে খুশী গ্রাহকরা।

Howrah

Apr 15 2023, 12:15

*ডিউটিরত ট্রাফিক পুলিশ কর্মীদের হাওড়া সিটি পুলিশের পক্ষে বিশেষ কিট প্রদান*


হাওড়া: প্রচন্ড দাবাদহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। প্রখর রৌদ্রতাপে বিপর্যস্ত জনজীবন। একফোঁটা বৃষ্টি দেখা নেই। এরই মধ্যে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ডিউটি করতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। ডিউটি চলাকালীন যাতে ট্রাফিক পুলিশ কর্মীরা অসুস্থ হয়ে না পড়েন তার জন্য হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ট্রাফিক বিভাগের সমস্ত কর্মীদের একটি করে কিট দেওয়া হল।

ওই কিটে গ্লুকোজ প্যাকেট, ওআরএস প্যাকেট, ছাতা ,সানগ্লাস, জলের বোতল, তোয়ালে ইত্যাদি দেওয়া হয়েছে। আজ সকালে হাওড়া ময়দানে একটি অনুষ্ঠানে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে ওই কিট তুলে দেন। এছাড়াও তিনি বেশ কয়েকজন ট্রাফিক পুলিশ কর্মীকে ভালো কাজের জন্য আর্থিক পুরস্কার দেন। হাওড়া সিটি পুলিশের উদ্যোগে একই ধরনের অনুষ্ঠান বিভিন্ন ট্রাফিক গার্ডে হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।

Howrah

Apr 15 2023, 12:13

নতুন বছরকে বরণ উলুবেড়িয়া পৌরসভার


উলুবেড়িয়াঃ পুরাতন বছর বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত। নাচ,গান, আবৃত্তি মধ্যে দিয়ে শনিবার সকালে নতুন বছরকে বরণ করে নিল উলুবেড়িয়া পৌরসভা। পৌরসভার এই অনুষ্ঠানকে ঘিরে এদিন বণময় হয়ে উঠেছিল উলুবেড়িয়া শহরের রাজপথ। নতুন বছরকে স্বাগত জানাতে এদিন সকালে গ্রীস্মের দাবদাহ উপেক্ষা করেই রাজপথে পা মিলিয়েছিল আবাল বৃদ্ধ বনিতা।

এদিন সকালে উলুবেড়িয়া পৌরসভা থেকে বণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে শেষ হয়‌। শোভাযাত্রায় বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার সদস্যদের পাশাপাশি পা মেলান বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ পুরসভার ৩২ টি ওয়ার্ডের কাউন্সিলররা। শোভাযাত্রার শেষে উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করা হয়।

পরে রবীন্দ্র ভবনে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। পৌরসভার চেয়ারম্যান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি মন্ত্রী পুলক রায় উলুবেড়িয়ার প্রতিটি মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। 

Howrah

Apr 15 2023, 11:24

হাওড়ার বেলেপোলের কাছে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার


হাওড়া: বাংলা নববর্ষের প্রথম দিনেই হাওড়ার কোনা এক্সপ্রেসের বেলেপোলের কাছে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল হাওড়া সিটি ট্রাফিক পুলিশ। জানা গেছে, হাওড়ার কোনা ট্রাফিক গার্ডের অফিসাররা সন্দেহভাজন একটি গাড়িকে বেলেপোলের কাছে আটকায়। ওই গাড়িটি তল্লাশি করতেই সেখান থেকে প্রায় ৩৩ কেজি গাঁজা উদ্ধার হয়।

গাড়ি চালককে ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জানা গেছে শনিবার ভোর সাড়ে ছ'টা নাগাদ অ্যাপ নির্ভর ওই গাড়িটি হাওড়ার উলুবেড়িয়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল। কোনা ট্রাফিক গার্ডের অফিসাররা ওই গাড়িটিকে সন্দেহভাজন অবস্থায় বেলেপোল ক্রসিংয়ে দাঁড় করালে ওই গাড়ি থেকে উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ গাঁজা।

এই গাঁজার প্যাকেট ওই ব্যক্তি কোথায় নিয়ে যাচ্ছিলেন তার জন্য তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। বাংলা বছরের প্রথম দিনেই এই ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

Howrah

Apr 14 2023, 20:57

*সব ধর্মের উৎসব মানুষ যেন শান্তিতে পালন করতে পারে, দক্ষিণেশ্বরে প্রার্থনা শাহের*


দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘বাংলার সমস্ত মানুষ সুখে শান্তিতে থাকুক। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক। সমস্ত ধর্মের উৎসব মানুষ শান্তিপূর্ণভাবে পালন করতে পারে। কাউকে যেন কোনও সন্ত্রাস বা হিংসার মুখোমুখি হতে না হয়

রাজ্যে সমস্ত ধর্মের উৎসব মানুষ যেন শান্তিপূর্ণভাবে পালন করতে পারে।

শুক্রবার পশ্চিমবঙ্গ সফরের প্রথম দিনে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে এই প্রার্থনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে বললেন আমার আশা বাংলার মানুষ আসন্ন লোকসভা নির্বাচনে গত নির্বাচনের থেকেও বেশি করে মোদীজির পাশে থাকবেন বলে আশা করি।

Howrah

Apr 14 2023, 18:31

*নববর্ষের প্রাক্কালে ধারায় রাস্তা পেল বাসিন্দারা*

দীর্ঘ ৩৪ বছর পর হাওড়া পৌর নিগমের পক্ষ থেকে ঢালাই রাস্তা পেল নববর্ষের প্রাক্কালে।

৪৫ নম্বর ওয়ার্ডের মধ্যে চাঁদ মারি রোড বাদল বোস স্মরণী 1st by লেন এলাকায় আজ ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করলেন হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী । এলাকার এক বাসিন্দা জানান ৩৪ বছর ধরে তারা বেহাল রাস্তা নিয়ে ভুগছিলেন বর্ষাকালে রাস্তার অবস্থা খুব খারাপ অবস্থা তৈরি হয়।

মানুষ অসুস্থ হলে ডাক্তার ডাকতে কঠিন অবস্থার মধ্যে পড়তে হতো ডাক্তারবাবুকে আনবেন কিভাবে? দীর্ঘদিনের জ্বালা-যন্ত্রণা ভোগ করতে হয়েছে এই এলাকার বাসিন্দাদের বহু কাউন্সিলর এবং বিধায়ক পরিবর্তন হয়েছে কিন্তু রাস্তার উন্নতি হয়নি। এলাকার বাসিন্দাদের তরফ থেকে ধন্যবাদ জানিয়েছে হাওড়া পুরসভা কে এই রাস্তাটি তাদের আবেদনে সাড়া দেওয়ার জন্য ।

চেয়ারম্যান জানান যে এটা একটা অগ্রাধিকার ভিত্তিতে ৭ ৮ মাসের মধ্যে অফিশিয়াল কিছু কাজ দ্রুতগতিতে সেরে নববর্ষের প্রাক্কালেই হাওড়া পৌর নিগমের তরফ থেকে ছোট্ট একটা উপহার দেওয়া বলা যেতে পারে। তবে তিনি জানান আগামী দিনে এই অঞ্চলের মানুষের যা চাহিদা আছে তাদের সামর্থের মধ্যে করার চেষ্টা করবেন। কয়েক বছর ধরে ঝুলে আছে হাওড়া পুরসভার নির্বাচন আর এই নির্বাচন ঝুলে থাকার জন্য রাজনৈতিক মহল মনে করছেন উন্নয়ন সঠিকভাবে পৌঁছাচ্ছে না প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান স্পষ্ট জানান উন্নয়ন থেমে নেই বোর্ড হোক বা না হোক মানুষের কাছে আমরা পৌঁছে যাব তাদের যা সমস্যা সর্বশক্তি দিয়ে সমাধান করার চেষ্টা করব।

Howrah

Apr 14 2023, 12:19

संतकबीरनगर में अग्निकांड से बचाव के लिए निकाली गई जागरूकता रैली


रमेश दुबे

संतकबीर नगर। जनपद के जिला मुख्यालय पर अग्निशमन स्मृति दिवस का आयोजन हुआ। आयोजन के उपरांत शहर में अग्निशमन विभाग द्वारा जागरूकता रैली भी निकाली गई।अग्निशमन सेवा केंद्र पर क्षेत्राधिकारी अग्निशमन केशवनाथ की उपस्थिति मे अग्नि शमन स्मृति दिवस के अवसर पर शहीदों को श्रद्धांजलि दी गई ।

अधिकारी व कर्मचारियों ने शहीद अग्निशमन कर्मियों को दी श्रद्धांजलि

विदित हो कि आज ही के दिन 14 अप्रैल 1944 को मुंबई बंदरगाह पर मालवाहक जलयान पर अकस्मात भीषण आग लग गयी थी, जिसमें कर्तव्य के दौरान 66 अग्निशमन कर्मी शहीद हो गये थे। इन शहीदों को श्रद्धाजलि अर्पित करने व अग्नि से बचाव के उपाय बताने के लिए देशभर में यह दिवस मनाया जाता है । क्षेत्राधिकारी सहित सभी उपस्थित अधिकारियों/कर्माचारीगणों के द्वारा शहीद अग्निशमन कर्मियों को श्रद्धांजलि दिया गया ।

20 अप्रैल तक जागरूकता अभियान चलाने का लिया निर्णय

इस अवसर पर 14 अप्रैल से 20 अप्रैल तक अग्निशमन सेवा सुरक्षा सप्ताह जागरूकता अभियान चलाकर लोगों को जागरूक करने का निर्णय लिया गया।इसी क्रम में प्रभारी अग्निशमन अधिकारी अशोक कुमार यादव के नेतृत्व में अग्निशमन कर्मियों द्वारा फायर स्टेशन से नगर क्षेत्र के विभिन्न महत्वपूर्ण स्थानो पर अग्निकांड से बचाव हेतु जागरुकता रैली निकाली गई व अग्निसुरक्षा से संबंधित पम्पलेट वितरित कर जनता को जागरूक किया गया ।

Howrah

Apr 14 2023, 12:16

হাওড়ার লিলুয়ায় ৬৫০ কেজি গাঁজা সহ গ্রেফতার ৪


হাওড়া: গতকাল রাতে হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত কোনা হাইরোড এলাকায় অভিযান চালায় সি আই ডি।অভিযান চালিয়ে প্রায় সাড়ে ছশো কেজি গাঁজা বাজেয়াপ্ত করে।যার আনুমানিক বাজার মূল্য আশি লাখ টাকা।গ্রেফতার করা হয়েছে চারজনকে।এদের মধ্যে তিনজন ওড়িশার বাসিন্দা।

সি আই ডি সূত্রে খবর, ওড়িশা থেকে দুটি গাড়ি করে বেআইনিভাবে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসা হচ্ছেছিল।হাওড়ার কোনা এলাকায় একটি গোডাউনে রাখা হয়েছিলো।হুগলীতে পাচার করার আগেই অভিযান চালিয়ে গাঁজা আটক করা হয়।ধৃতদের আজ হাওড়া আদালতে পেশ করা হবে।

Howrah

Apr 14 2023, 11:14

রামকৃষ্ণ মিশনের কোচি শাখার ৭৫তম বর্ষপূর্তি উদযাপন


হাওড়া:রামকৃষ্ণ মিশনের কেরলের কোচি শাখার ৭৫ তম বর্ষপূর্তি। সেই অনুষ্ঠান এক বছর ধরে করার পরিকল্পনা কোচি রামকৃষ্ণ মিশনের। আর সেই অনুষ্ঠানের সূচনা হবে বেলুড় মঠের মায়ের ঘাটের পবিত্র গঙ্গাজল দিয়ে। সেই মতো গঙ্গার জলে পূর্ণ মঙ্গল কলস,যেটি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে রক্ষিত ছিলো আজ সকালে সেই মঙ্গল কলস তুলে দেয়া হলো পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের হাতে। তুলে দিলেন মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি।

উপস্থিত ছিলেন করল রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ। রাজ্যপালের হাত দিয়েই এই মঙ্গল কলস পৌঁছে যাবে কোচিতে। আর এই পবিত্র গঙ্গাজল সূচনা হবে উৎসবের।রাজ্যপাল জানান করল এবং এরাজ্যের মধ্যে যে সাংস্কৃতিক মেলবন্ধন রয়েছে তা আরো সুদৃঢ় হচ্ছে রামকৃষ্ণ মিশনের মাধ্যমে।

এই উৎসব আধ্যাত্মিক ও শান্তির বার্তা দেবে।মিশনের সাধারণ সম্পাদক সুবিরানন্দজী মহারাজ জানান এই উৎসব অনুষ্ঠানের জন্য ভারত সরকার আর্থিক আনুকূল্য দিয়েছে।কেরলের যে সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে তা মেনে অনুষ্ঠান হবে।রাজ্যপাল আজ কোচির রামকৃষ্ণ মিশনের হাতে পবিত্র গঙ্গাজল তুলে দেন।যে দিয়ে উৎসবের সূচনা হবে।

Howrah

Apr 13 2023, 19:58

*জেনে নিন ছুটির দিনে মেট্রোর তালিকা*

14.04.2023 তারিখে মেট্রো রেলওয়ে ছুটির বিশেষ পরিষেবা চালাবে

14.04.2023 (শুক্রবার) তারিখে মেট্রো রেলওয়ে 234টি পরিষেবা (117 UP এবং 117 DN) চালাবে ডাঃ বি আর আম্বেদকরের জন্মদিন ছুটি ঘোষণা করা হয়েছে।

 

প্রথম পরিষেবা শুরু হবে:-

06:50 টায়। দমদম থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)

06:50 টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। (পরিবর্তন নেই)

06:55 টায় দমদম থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই)

07:00 টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)

শেষ পরিষেবা শুরু হবে:-

21:28 টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)

21:40 টায়। দমদম থেকে কবি সুভাষ (কোন পরিবর্তন নেই)

21:30 টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)

21:40 টায়। কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)

  

গ্রীন লাইন (পূর্ব-পশ্চিম করিডোর) এবং পার্পল লাইনে (জোকা-তারাতলা) পরিষেবাগুলি অপরিবর্তিত থাকবে।

জানালেন মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারী কৌশিক মিত্র।