North24Paragana1

Apr 15 2023, 12:39

বিজেপি ক্ষমতায় আসা এখন শুধু সময়ের অপেক্ষা বললেন বিজেপি নেতা সন্দীপ ব্যানার্জি


উত্তর ২৪ পরগনা:বিজেপি বঙ্গে ক্ষমতায় আসা এখন শুধু সময়ের অপেক্ষা। নববর্ষের প্রথমদিনে শনিবার শ্যামনগর চৌরঙ্গী মোড়ে মা দীন তারিণী মন্দিরে পুজো দিয়ে এমনটাই বললেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি। এদিন তিনি বললেন, মায়ের কাছে প্রার্থনা করলাম, বাংলাকে আপশাসন থেকে মুক্তিলাভ।

তাদের লক্ষ্য, ব্যারাকপুর কেন্দ্র থেকে দলীয় প্রার্থীকে জয়ী করা। তার দাবি, বঙ্গে অশুভ শক্তি নাশ হয়ে শুভ শক্তির উদয় হবে। এদিন সন্দীপ ব্যানার্জি ছাড়াও মন্দিরে হাজির ছিলেন ব্যারাকপুর জেলার সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য, যুব নেতা কুন্দন সিং-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

North24Paragana1

Apr 14 2023, 12:45

কংগ্রেস নেতার ব্যারাকপুরের বাড়ি পাহারায় কি কেন্দ্রীয় বাহিনী ?


উত্তর ২৪ পরগনা:আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তব বাগচীর ব্যারাকপুরের বাড়িতে আদালতের নির্দেশ অনুযায়ী এতদিন পুলিশ পাহারা ব্যবস্থা ছিল ।এখন থেকে সেখানে তার ও তার বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকবে সি আই এস এফ।

এদিন বাড়ির নিরাপত্তা ও তাদের ব্যবস্থা সুনিশ্চিত করতে সিআইএসএফের ৩ সদস্যের এক প্রতিনিধি দল কৌস্তুভের বাড়িতে আসে পরিবারের সঙ্গে কথা বলেন। এরপর বিষয়টি তারা আদালতে জমা দেবে।

North24Paragana1

Apr 14 2023, 12:38

বাবাসাহেব আম্বেদকরের ১৩৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা


উত্তর ২৪ পরগনা: লেলিনগড় শিক্ষা নিকেতন হাইস্কুলের পরিচালনায় ও চিলড্রেন ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপনায় লেলিনগড় অঞ্চলে আয়োজিত হল বাবাসাহেব আম্বেদকরের ১৩৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা।এই শোভাযাত্রা স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে অঞ্চল পরিক্রমা করে স্কুল প্রাঙ্গনে শেষ হয়।

এই শোভাযাত্রায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,ছাত্র ছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন চিলড্রেন ওয়েলফেয়ার সেন্টারের সম্পাদক তপন কুমার বিশ্বাস,ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ্য প্রবীর রাজবংশী সহ অন্যান্যরা।

North24Paragana1

Apr 14 2023, 12:36

শ্যামনগর এক্সাইড ব্যাটারির কারখানার গেটে সভা সাংসদের


উত্তর ২৪ পরগনা: আজ শ্যামনগর এক্সাইড ব্যাটারির কারখানার গেটে সভার আয়োজন করা হয়েছিল।

এক্সাইড ব্যাটারির দুর্নীতি, স্থানীয় ও বহিরাগতদের নিয়ে সঙ্গে নিয়ে কিছু অসাধু তৃণমূলের ঝান্ডা নিয়ে এই ফ্যাক্টরি চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

তাই আজ সকালে ব্যারাকপুরে সংসদ অর্জুন সিং এই গেট সভা করেন। তিনি বলেন, যারা আগে সিপিএম করতো তারাই আজ তৃণমূলের ঝান্ডা ধরে এই ফ্যাক্টরিকে শেষ করে দিচ্ছে।

North24Paragana1

Apr 13 2023, 18:46

নোয়াপাড়া থানার হাতে ইছাপুর মায়া পল্লী থেকে গ্রেপ্তার ২জন অস্ত্র কারবারি


উত্তর ২৪ পরগনা: বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ ইছাপুর মায়া পল্লী এলাকা থেকে গ্রেপ্তার করল স্থানীয় বাসিন্দা দুই অস্ত্র বিক্রেতাকে । তাদের নাম সোমনাথ মান্না ও কৌশিক দাস ।ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ধৃতদের বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় ধৃতদের পুলিশই হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর আদালতে। বিচারক তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

North24Paragana1

Apr 13 2023, 16:13

ভাটপাড়ায় নীল ষষ্ঠী উপলক্ষ্যে স্ত্রীর সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক


উত্তর ২৪ পরগনা:নীল ষষ্ঠী উপলক্ষ্যে স্ত্রীর সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ এক যুবক। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া ঘাটে। জানা গিয়েছে, মৃতের নাম বিশাল সরকার ( ২০)। তাঁর বাড়ি ভাটপাড়া পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের মাদ্রালে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশাল ও তাঁর স্ত্রী রুপা কিছুক্ষন ঘাটে বসেছিলেন। তারপর দুজনেই গঙ্গায় স্নান করতে নামেন। স্ত্রী পুজো দিয়ে শিব মন্দিরে পুজো দিতে যান।

বিশাল স্নান করার সময় তীব্র জলস্রোত তাকে বহুদূর টেনে নিয়ে যায়। স্বামীকে বাঁচাতে রুপা দেবী নিজের কাপড় খুলে ছুঁড়ে দিলেও, তা বিশাল ধরতে পারেনি। অভিযোগ, নিখোঁজ যুবকের স্ত্রী চিৎকার করলে ঘাটে বসে থাকা কয়েকজন যুবক বিশালকে বাঁচাতে এগিয়ে আসে নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাটপাড়া থানার পুলিশ। কিন্তু এখনও যুবকের খোঁজ মেলেনি।

North24Paragana1

Apr 13 2023, 14:22

নীল পূজোতে গঙ্গা স্নান করে পঞ্চায়েতে লড়াইয়ের বার্তা দিলেন মদন মিত্র


উত্তর ২৪ পরগনা: নীল পূজোর দিন দক্ষিণেশ্বর মন্দিরে গঙ্গাস্নান করে অভিনেত্রী কৌশানিকে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। গঙ্গা স্নান করে পঞ্চায়েত নির্বাচনে লড়াই এর বার্তা দিলেন তিনি। তিনি বলেন,পঞ্চায়েত নির্বাচনে ফাঁকা গোলে নির্বাচন হবে। খেলায় ট্রাইবেকার হচ্ছে গোলকিপার নেই। তাহলে আমি কাকে মারবো, মন্তব্য করলেন বিধায়ক মদন মিত্র।

North24Paragana1

Apr 13 2023, 14:21

খুলনা এলাকায় রেশন ডিলারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের


উত্তর ২৪ পরগনা: সন্দেশখালি দুই নম্বর ব্লকের অন্তর্গত খুলনা গ্রাম পঞ্চায়েতের নিতাই মোড়ের কাছে রেশন ডিলার অবনী বর্মনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। আজ বৃহস্পতিবার ওই রেশন ডিলারের রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারী এলাকার বাসিন্দাদের দাবি ওই রেশন ডিলার দীর্ঘদিন ধরে সময় মতো রেশনের মালপত্র দেয় না। উপভোক্তারা যে পরিমাণ খাদ্য সামগ্রী পাওয়ার কথা তাদের সেই পরিমাণে খাদ্য সামগ্রী দেওয়া হয় না।

রেশনের খাদ্য সামগ্রী যেমন চাল চিনি আটা গম সহ অন্যান্য খাদ্য সামগ্রী আত্মসাৎ করছে ওই রেশন ডিলার। এমনটাই অভিযোগ তুলে তারা আজ রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ দেখানোর পর এলাকার বাসিন্দারা সন্দেশখালি দুই নম্বর বিডিও অফিসে ও থানায় ওই রেশন ডিলারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

North24Paragana1

Apr 13 2023, 13:44

ধর্মীয় অনুষ্ঠানে ঠান্ডা পানীয় খেয়ে অসুস্থ শতাধিক


উত্তর ২৪ পরগনা: একটি ধর্মীয় অনুষ্ঠানের শেষে ঠান্ডা পানীয় শরবত খেয়ে অসুস্থ হলেন শতাধিক মানুষ। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায় মিনাখাঁর ধুতুরদহ এলাকায় বুধবার একটি ধর্মীয় অনুষ্ঠানের শেষে ঠান্ডা শরবত খেয়ে হঠাৎ পেটে ব্যথা, বমি, পায়খানা ও জ্বরের উপসর্গ দেখা দেয়, এলাকার কচিকাঁচা থেকে শুরু করে বয়স্কদের।

সন্ধ্যার পর একটু বাড়াবাড়ি হতেই তাদেরকে দ্রুত মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। মিনাখাঁ গ্রামীণ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আনুমানিক ১১০ জন অসুস্থ হয়েছেন। তবে সঠিক কি খেয়ে অসুস্থ হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা।

North24Paragana1

Apr 12 2023, 20:10

*সিম বক্স কাণ্ডে বাদুড়িয়া এলাকা থেকে ৪ বাংলাদেশী গ্রেফতার*


উত্তর ২৪ পরগনা: সিম বক্স কাণ্ডে বাদুড়িয়া এলাকা থেকে ৪ বাংলাদেশী সহ মোট ৬জনকে গ্রেফতার করল এসটিএফ ও বাদুড়িয়া থানার পুলিশ যৌথ উদ্যোগে। এই ৬জনকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানোর পর তদন্তের স্বার্থে আজ এস টি এফ হেফাজতে নিল । পুলিশ সূত্রে খবর ফেক সিম ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা করত বলে জানা যায় । তদন্ত স্বার্থে এস টি এফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।