Eastmedinipur

Apr 11 2023, 18:59

*কেক কেটে ঠাকুমার ১০১ তম জন্মদিন পালন করলো নাতি নাতনীরা*


 রামনগর: বয়স ১০১ বছর। ১০১ বছর বয়সে কেক কেটে ঠাকুমার জন্মদিন পালন করলো নাতি নাতনীরা। সেঞ্চুরি ছাড়িয়ে মনের জোর কে সঙ্গে করে এখন তরতাজা ১০১ বছর বয়সী অন্নপূর্ণা মাইতি। চোখে মুখে বার্ধক্যর ছাপ স্পষ্ট। কিন্তু তাতে কি ! ১০১ বছরেও তাকে কেউ বৃদ্ধা বললে তার শরীরের ভাষা বুঝিয়ে দেন তিনি ঠিক আছেন এবং সুস্থ আছেন। কাপড় কাচা বাসন মাজা রান্না করা কি পারেন না তিনি। তার মনের জোর , আর ইচ্ছা শক্তি যৌবনকেও যেন হার মানায়। 

এ কোন রুপকথার গল্প নয়, এ গল্প জীবন যুদ্ধে হার না মানার গল্প। এ গল্প দীঘার অদূরে রামনগর থানার গোবরা গ্রামের। গোবরা গ্রামের বাসিন্দা অন্নপূর্ণা মাইতি এ বার ১০১ বছরে পা দিলেন। তাই বাড়িতে বেলুন সাজিয়ে কেক কেটে তাঁর জন্মদিন পালন করলেন নাতি নাতনীরা। বয়স হয়ে গেলেও তিনি পরিবারের একজন। সেই বার্তা দিতেই এই আয়োজন। তা ছাড়া ঠাকুমাকে আনন্দ দিতেও চেয়েছিলেন তারা। চারিদিক নানা রঙের বেলুনে ভরা। আত্মিয়ে স্বজনে ভরা বাড়ি। টেবিলের ওপর রাখা কেক। তাতে লেখা ১০১‌। কেক কাটলেন অন্নপূর্ণা দেবি।

অন্নপূর্ণা দেবীর ছেলে অরুন মাইতি বলেন, “এখন দেখছি অনেকে বৃদ্ধ মা বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। যা একেবারেই উচিত নয়। সমাজে তাঁদের মূল্যই বেশি। সমাজ যাতে এই বার্তা বোঝে, তার জন্য এই আয়োজন করেছি।”

বৃদ্ধার পাঁচ মেয়ে তিন ছেলে। ভরা সংসারের এখনও মাথা অন্নপূর্ণা দেবী। লাঠি ছাড়াই হাঁটতে পারেন তিনি। চোখেও পরিষ্কার দেখতে পান। শুধু তাই নয়, বাড়িতে কাপড় কাচা বাসন মাজা রান্না করা জল তোলা সবই একা হাতে করতে পারেন তিনি।

তিনি কোনওদিনই মাংস মুখে তোলেননি। স্রেফ নিরামিশ খেয়েই কাটিয়ে দিয়েছেন এতগুলো বছর। তবে তাঁর ১০১ তম জন্মদিনে আয়োজনের কোনও ত্রুটি রাখেননি তাঁর ছেলেমেয়ে নাতি নাতনীরা।

জন্মদিনের কথা জিজ্ঞাসা করতেই বলে উঠলেন “ খুব ভালো লাগছে নাতি-নাতনিদের জন্য এত সুন্দর একটা দিন দেখলাম।’’

Eastmedinipur

Apr 11 2023, 17:35

*জেলায় তৃণমূলের নতুন কমিটি প্রকাশ করলো সৌমেনকুমার মহাপাত্র*


তমলুকঃ পঞ্চায়েত নির্বাচনের আগে দলের সংগঠনকে আরও চাঙ্গা করতে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার নতুন কমিটি প্রকাশ করলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেনকুমার মহাপাত্র। এদিন তমলুকের মানিকতলায় বিধায়ক কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে নতুন কমিটির নাম ঘোষনা করেন সৌমেনবাবু।

মুখ্য উপদেষ্টা হিসাবে রয়েছে মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, প্রাক্তন জেলা সভাপতি তুষারকান্তি মন্ডল ও দেবপ্রসাদ মন্ডল। সভাপতি সৌমেনকুমার মহাপাত্র, চেয়ারম্যান পীযুষকান্তি ভূইয়া। সহ সভাপতি পদে রয়েছে বিধায়ক ফিরোজা বিবি, তিলককুমার চক্রবর্তী, সুকুমার দে, সহকারী সভাপতি জেলাপরিষদ সেখ সুফিয়ান সহ অন্যান্যরা। সহ সভাপতি, সহ সম্পাদক পদে অনেকে যুক্ত হয়েছেন সেই সাথে সদস্যের তালিকায় কিছু নতুন নাম যুক্ত হয়েছে।

রাজ্যে নেতৃত্ব নির্দেশ ক্রমে তালিকা প্রকাশ করা হয় বলে জানান সৌমেনবাবু। তিনি জানান, ১০ তারিখ সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি মিটিং করে জানিয়ে দিয়েছেন আগামী ১২ তারিখের মধ্যে জেলা কমিটির তালিকা প্রকাশ করতে হবে। সেই নির্দেশ পেয়ে ১১ তারিখ আমরা তালিকা প্রকাশ করি।

Eastmedinipur

Apr 11 2023, 07:56

*হলদিয়া বন্দরের কর্মরত শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য*


হলদিয়া: হলদিয়া বন্দরে ডকসাইটে কর্মরত অবস্থায় রেললাইনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হল। সোমবার বিকেল নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। মৃতের নাম শম্ভুনাথ মান্না(৩৩)। তাঁর বাড়ি মহিষাদল থানার নাটশাল-১ গ্রাম পঞ্চায়েত এলাকার গেঁওখালি এলাকায়। তিনি বন্দরের মধ্যে রাইটস সংস্থায় সিগন্যাল ম্যানের কাজ করতেন।

পুলিশ ও বন্দর সূত্রে জানা গিয়েছে, বন্দরের ২নম্বর বার্থে কয়লা বোঝাই রেলের রেক সিপমেন্টের সময় দুর্ঘটনা ঘটে। অর্থাৎ কয়লা নিয়ে মালবাহী ট্রেনটি ইয়ার্ড ছেড়ে বাইরে বেরচ্ছিল। সেইসময় ওয়াকি টকিতে কথা বলতে বলতে তিনি পাইলটকে ক্লিয়ারেন্স দিচ্ছিলেন। হঠাৎই পাইলটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। কিছুক্ষণ পর শ্রমিকরা দেখেন রেললাইনের উপর ধড় মুণ্ডু আলাদা হয়ে পড়ে রয়েছে।

ওই বন্দর কর্মীর মৃত্যুর কারণ নিয়ে ধন্দ তৈরি হয়েছে। প্রচণ্ড গরমে সানস্ট্রোক হয়ে লাইনে পড়ে গিয়ে না পা ফসকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। আত্মহত্যার তত্ত্বও উঠে এসেছে মৃত্যুর ধরণ দেখে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বন্দরের জেনারেল ম্যানেজার(প্রশাসন) প্রভীনকুমার দাস বলেন, খুবই দুঃখজনক ঘটনা। কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখছে সেফটি টিম এবং পুলিশ।

দু'দিন আগেই জাহাজমন্ত্রকের সচিব কলকাতায় এসে হলদিয়া ও কলকাতা বন্দরের সেফটি নিয়ে বাড়তি গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন। তারপরই এই দুর্ঘটনা বন্দরের শ্রমিক কর্মচারীদের সুরক্ষাকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়েছে। মাস দেড়েক আগেই ঘটা করে এক সপ্তাহ ধরে বন্দরে সুরক্ষা নিয়ে নানা কর্মসূচী পালন করা হয়েছে। মহিষাদল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শিবপ্রসাদ বেরা বলেন, ওই যুবকের এদিন অফ-ডে ছিল। কিন্তু কোনও বন্ধুর হয়ে ডিউটি করতে গিয়েই মর্মান্তিক মৃত্যু হল। মৃত ব্যক্তির বছর দুয়েকের ছেলে রয়েছে। মৃত্যু সংবাদ পাওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে পরিবারের সাথে যোগাযোগ করি। তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছি। স্থানীয় জনপ্রতিনিধিকে বাড়ির লোকের পাশে থাকতে বলা হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Eastmedinipur

Apr 11 2023, 07:23

*লক্ষ্মীর ভান্ডারের টাকায় পুজো- খেলা, একমাসের টাকা দান মহিলাদের*

মহিষাদল: করোনার কারনে গত দুবছর পুজো,খেলা- মেলা সেইভাবে না হওয়ায় ব্যাবসায়ীরা সমস্যায় পড়েন।করোনা কেটেছে। স্বাভাবিক ছন্দে ফিরেছে জীবন যাপন। স্বাচ্ছন্দ ফিরেছে। স্বাচ্ছন্দ ফিরলে মানুষ পুজো, খেলা মেলায় সামিল হয়।এবার পুজো, খেলার জন্য এক মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা দিলো মহিলারা।গত ৮ ই এপ্রিল থেকে মহিষাদলের তাজপুরে " বসন্ত বরণে পড়শী উৎসব" এর আয়োজন করে তাজপুর পূর্বপাড়া যুবক সংঘ।

পুজো,খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার রাতে নৈশ ঢালাইবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানান, করোনা কাটিয়ে সাধারণ মানুষ স্বাভাবিক জীবন যাপন শুরু করেছে। বাংলার সরকার একাধিক প্রকল্পের পরিষেবা পাচ্ছে। আনন্দে ও খুশিতে রয়েছে সকলে। রাজ্য সরকারে মেয়েদের জন্য অন্যতম প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এবার পুজোর জন্য খরচ করছেন মহিলারা। সার্বিক মঙ্গল কামনায় মহিলারা তাদের লক্ষ্মীর ভান্ডারের এক মাসের টাকা দিচ্ছে মহিলারা।

রাজ্য সরকার চাইছে প্রান্তিক এলাকায় খেলার প্রসার ঘটুক। সেখান থেকে অনেকেই উঠে আসবে ব্লক, মহকুমা, জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে। এদিন নৈশ ঢালাই বল প্রতিযোগিতায় পুরুষদের পাশাপাশি মহিলাদের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।

বিধায়কের পাশাপাশি এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ঘনশ্যাম দেবনাথ, লক্ষ্যা-২ গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান সুদর্শন মাইতি, সামজসেবী ছবিলাল মাইতি, রামচন্দ্র জানা,সুরেন্দু মান্না সহ অন্যান্যরা।

Eastmedinipur

Apr 10 2023, 19:33

*সব চোররা চুনোপুঁটি, আসল চোর মুক্ষি রানী মমতা ব্যানার্জি - শুভেন্দু*


খেজুরির: সব চোররা চুনোপুঁটি, আসল চোর মুক্ষি রানী মমতা ব্যানার্জি। সোমবার খেজুরির জনসভা থেকে মমতা ব্যানার্জিকে এনই ভাষায় মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। গত ৩ রা এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির ঠাকুরনগরে প্রশাসনিক সভা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সভার কয়েক ঘন্টা কাটতে না কাটতে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন খেজুরির ঠাকুরনগরে সভা করবেন।

সেই ঘোষনা মতো এদিন খেজুরির ঠাকুরনগরে সভা করেন শুভেন্দু। এদিন তিনি বলেন, সব চোররা চুনোপুঁটি, আসল চোর মুক্ষি রানী মমতা ব্যানার্জি।মমতা ব্যানার্জি ৭৫ শতাংশ টাকা নিজে তুলেছে।এখনো পশ্চিমবঙ্গ থেজে মদের বোতল, ডিয়ার লটারি, পাথর, সব জায়গা থেকে যত টাকা আসছে ইট বালির সেখান থেকে ৭৫ শতাংশ টাকা মমতা ব্যানার্জির পার্টি ফান্ডে ইলেকট্রোরাল বন্ডে যাচ্ছে।

যে পার্টি ২১ সালে নির্বাচনের সময় ৪২ কোটি টাকা চাঁদা সংগ্রহ করেছিলো ঐ পার্টি ২২ সালে ৫২৮ কোটি টাকা ইলেকট্রোরাল বন্ডে পার্টি ফান্ডে চাঁদা সংগ্রহ করেছে। অর্থাৎ হঠাৎ করে ১ বছরের মধ্যে এই টাকা এলো কথা থেকে। এই প্রশ্ন বাংলার লোক করতে চায়। পাশাপাশি বাংলার শাসন ব্যবস্থা নিয়ে একের পর তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে।

এদিনের সভার শুভেন্দু ছাড়া রাজ্য ও জেলার বহু নেতা সভায় উপস্থিত হয়েছিলেন। জেলার দুই সাংগঠনিক জেলা তনলুক ও কাঁথির বিধায়ক থেকে জনপ্রতিনিধি সকলেই হাজির ছিলেন।।

Eastmedinipur

Apr 10 2023, 18:41

*মূল্যবৃদ্ধি,ধর্ম নিয়ে বিভাজন, বাংলায় শান্তি পূর্ণ নির্বাচনের দাভিতে জেলাশাসক দপ্তরের সম্মুখে CPI(M)-র বিক্ষোভ ও সমাবেশ, দেওয়া হলো ডেপুটেশন*

L

তমলুক: ১০ ই এপ্রিল সোমবার পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি জেলা শাসকের দপ্তরের সম্মুখে সিপিআইএমের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। মূলত শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন, মূল্যবৃদ্ধি,কমহীনতা, গণতন্ত্রহত্যা, দূর্নীতি, ধর্মীয় বিভাজন ও দেশ বিক্রির বিরুদে সহ বিভিন্ন দাবী দাওয়াকে সামনে রেখে এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপস্থিত থাকতে দেখা যায় CPI(M)-র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, স্বপন ব্যানার্জি, অনাদি সাহু, নিরঞ্জন সিহি সহ অন্যান্য নেতৃবৃন্দের। বাংলায় যে অশান্তি তৈরি হয়েছে তা নিয়ে তীব্র কটাক্ষ করেন বাম নেতারা।।

Eastmedinipur

Apr 10 2023, 18:40

*নেতাজির আগমনের ৮৫ তম বর্ষপূর্তি, তাম্রলিপ্ত রাজবাড়ী ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে তাম্রলিপ্ত রাজবাড়ী আন্তর্জাতিক আলোচনা, পাঁচ দেশের প্রতিনিধিরা*


তমলুক: ভারতের স্বাধীনতা আন্দোলন চলাকালীন অবিভক্ত মেদিনীপুরের বিপ্লবীদের উদ্বুদ্ধ করতে ১৯৩৮ সালের ১১ এপ্রিল মেদিনীপুর জেলায় এসেছিলেন তৎকালীন কংগ্রেস প্রেসিডেন্ট নেতাজি সুভাষচন্দ্র বসু। তমলুক রাজবাড়ী চত্বরে তিনি সভা করেছিলেন।

তমলুকের বিপ্লবী নেতৃত্বদের নিয়ে বৈঠকও করেছিলেন।

নেতাজি সুভাষচন্দ্র বসুর তাম্রলিপ্ত রাজবাড়ীতে পদার্পণের সেই ঐতিহাসিক দিনের এ বছর ৮৫ তম বর্ষ। সেই উপলক্ষে আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তাম্রলিপ্ত রাজবাড়ী ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে তাম্রলিপ্ত রাজবাড়ী প্রাঙ্গনে ১০ এবং ১১ই এপ্রিল দুদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আন্তর্জাতিক সভায় যোগ দিতে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, নেপাল ও বাংলাদেশ সহ পাঁচ দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়াও অনলাইনে এই আলোচনা সভায় যোগ দেবেন আমেরিকা, জাপান ও ভুটানের প্রতিনিধিরা। তাম্রলিপ্ত রাজবাড়ির সদস্য তথা তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান, স্বাধীনতা আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত ছিল তাম্রলিপ্ত রাজবাড়ী। রাজ পরিবারের সদস্য রাজা সুরেন্দ্র নারায়ণ রায় ও তার পুত্র কর্নেল ধীরেন্দ্র নারায়ণ রায় স্বাধীনতা আন্দোলনে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। তাম্রলিপ্ত রাজবাড়ীর ময়দানে সভা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।

তাম্রলিপ্ত রাজবাড়ী সূত্রের খবর এদিন তাম্রলিপ্ত রাজবাড়ীর প্রাঙ্গণ থেকে ভারতীয় সংস্কৃতি বিষয়ক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর পরিক্রমা করে। তাম্রলিপ্ত রাজবাড়ী বিষয়ক তথ্য চিত্র প্রদর্শন করা হয়। বাংলার সংস্কৃতি তুলে ধরে ভারত ও বাংলাদেশের পটচিত্র এবং তমলুকের প্রদর্শনী হয় বিদেশী প্রতিনিধিরা তমলুকের বর্গভীমা মন্দির তমলুক রামকৃষ্ণ মিশন, তাম্রলিপ্ত মিউজিয়াম, তমলুক পুরসভার অফিস, রূপনারায়ণ নদের তীর পরিদর্শন করার কর্মসূচিতে যোগদান করবেন আন্তর্জাতিক প্রতিনিধিরা। বাংলার সংস্কৃতি, আপ্যায়নে খুশি ভিন দেশের প্রতিনিধিরা।

Eastmedinipur

Apr 09 2023, 19:52

*মুখ্যমন্ত্রী,জেলা সভাপতি থেকে বিধায়কের বার্তা টিকিট না পেলে নির্দলে প্রার্থী নয়, দলে দায়িত্বে ব্যবস্থা*


মহিষাদল: পঞ্চায়েত ভোট আসন্ন। আর সেই পঞ্চায়েত নির্বাচনে এক হাজার মানুষের মধ্যে একজন টিকিট পাবেন। যারা টিকিট পাবেন না তারা যেনো নির্দলে প্রার্থী না হয়। দল তাদের দায়িত্ব দেবে এমনই বার্তা দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি সৌমেনকুমার মহাপাত্র থেকে বিধায়কের।

সম্প্রতি পূর্ব মেদিনীপুর সফরে এসে জনসভায় দাঁড়িয়ে দলের নেতৃত্বদের জানিয়েদেন দলে ব্যক্তি কেউ নয়। দলই শেষ কথা। দল যা ঠিক করবে তা নেতৃত্বদের মানতে হবে। সকলে টিকিট চাইলে দেওয়া সম্ভব নয়। একটি রাজনৈতিক দলের একজন টিকিট পাবে এলাকায়। বাকিরা যেনো টাকা না পাওয়ায় নির্দলে না দাঁড়ায়।

আমরা তাদের মর্যাদা দিয়ে দিলের দায়িত্ব দিয়ে কাজে লাগাবো। 

রবিবার মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহিষাদল কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চে বর্ধিত কর্মী সভার আয়োজন করা হয়। সেই সভা মঞ্চে দলনেত্রীর কথা মতো নেতৃত্ব থেকে কর্মীদের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেনকুমার মহাপাত্র,মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানিয়েদেয়। পঞ্চায়েত ভোটে সকলকে টিকিট দেওয়া সম্ভব নয়। দল যাকে ঠিক করবে সেই প্রার্থী হবে। টিকিট না পেলে যেনো বিরোধীদের ফাঁদে পা দিয়ে নির্দলে না দাঁড়ায়। এদিন সাফ জানিয়ে দেন জেলা সভাপতি থেকে বিধায়ক।

এদিনের সভায় সৌমেনকুমার মহাপাত্র, তিলককুমার চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য পার্থ বটব্যাল, মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদর্শন মাইতি,পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ অন্যান্যরা।

Eastmedinipur

Apr 09 2023, 18:59

*ফের নাবালিকাকে ধর্ষণ! গ্রেপ্তার অভিযুক্ত*


নাবালিকাকে ধর্ষনের ঘটনায় গ্রেপ্তার যুবক। ধৃত যুবকের নাম সেখ সঞ্জিত। মহিষাদল থানার গড়কমলুর এলাকার বাসিন্দা। শনিবার রাতে মহিষাদল থানার পুলিশ গ্রেপ্তার করে।আজ তাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে। 

পরিবারের অভিযোগ, শনিবার দুপুরে বাড়ির পাশে দোকানে চপ কিনতে গিয়েছিলো। তারপর রক্তাক্ত অবস্থা দেখতে পাওয়া যায়। অসুস্থ হয়ে পড়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। বিকেলে মহিষাদল থানায় অভিযোগ দায়ের হয়। তার পর রাতে পুলিশ গ্রেপ্তার করে যুবকে।

Eastmedinipur

Apr 09 2023, 16:18

*বিরোধী দলনেতা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে- সৌমেন*


হলদিয়া: সামনেই হলদিয়া পুরসভার নির্বাচন। সেই নির্বাচনের আগে দলিয় কর্মীদের চাঙ্গা করতে রবিবার হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হলদিয়ার মঞ্জুশ্রীতে কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

সেই সম্মেলন থেকে কর্মীদের একজোট হয়ে লড়াই করে হলদিয়া পুরসভার ২৯ টি আসনই যাতে নিজেদের দখলে রাখা যায় তার ব্যবস্থা করতে হবে। সেই সাথে নন্দীগ্রামে বিজেপির ইস্তফা, পঞ্চায়েত নির্বাচনে জেলাপরিষদ, পঞ্চায়েত সমিতি দখল নিয়ে যে স্বপ্ন দেখছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই স্বপ্ন স্বপ্নই হয়ে থাকবে বলে জানান পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেনকুমার মহাপাত্র।

এদিন কর্মী সম্মেলনে সৌমেনবাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী,

রাজ্যআইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জেলা মহিলা তৃণমূলের সভাপতি শ্রীবানি দে কুন্ড, হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মন্ডল, জেলা যুব সভাপতি আজগর আলি সহ অন্যান্যরা।