North24Paragana1

Apr 07 2023, 16:17

*৫২ টি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার উদ্ধার করে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বারাসাতের*


উত্তর ২৪ পরগনা: গোপন সূত্রে খবর পেয়ে ৫২ টি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার উদ্ধার করে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বারাসাত pd ।ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের গ্যাস মেশিন এর মাধ্যমে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারে ভরে বিভিন্ন হোটেলের সরবরাহ করত একটি চক্র। DEB খবর পেয়ে আজ বারাসাত শেঠ পুকুর মোড়ে যশোর রোডের উপরে তল্লাশি করতে শুরু করে। 

১০৭ গাড়িতে করে ৫২ টি গ্যাস সিলিন্ডার নিয়ে চলে যাচ্ছিল। উদ্ধার করে গাড়ির চালককে প্রাথমিকভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। এই চক্রের সঙ্গে আরো যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করা হবে এমনটাই জানিয়েছেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার রাজনারায়ন মুখোপাধ্যায়।

ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম ১১০০ টাকার মধ্যে সেখান থেকে গ্যাস বার করে যখন কমার্শিয়াল সিলিন্ডারে ভরা হচ্ছে তখনও সেই সিলিন্ডার ১৯০০ থেকে ২০০০ টাকা দাম হয়। ১০০ টাকা কমে বিক্রি করলেও প্রচুর মুনাফা রয়েছে এই ব্যবসায়।সেই কারণেই এই চক্রে প্রচুর লোক শামিল রয়েছে বলে মনে করছে জেলা পুলিশ।

North24Paragana1

Apr 07 2023, 15:38

খাদ্য সরবরাহকারী সংস্থার মহিলাকে মারধোরের অভিযোগ বারাসাত হাসপাতালে ওয়ার্ড মাস্টারের বিরুদ্ধে


উত্তর ২৪ পরগনা: খাদ্য সরবরাহকারী সংস্থার মহিলাকে মারধোরের অভিযোগ বারাসাত হাসপাতালে ওয়ার্ড মাস্টারের বিরুদ্ধে । বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের বারাসাত হাসপাতালে ভর্তি থাকার রোগীর খাদ্য সরবরাহকারী সংস্থার মহিলার।

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। অভিযোগ বারাসাত সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়া রোগীর আত্মীয়দের রান্না করা খাবার সরবরাহ করে থাকেন বসিরহাট ফুড সাপ্লাই মহিলা কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড । আর ওই সংস্থার ডিরেক্টর নির্যাতিতা প্রতিদিনের মতো বৃহস্পতিবার হাসপাতালে আসে রোগীদের খাবার রান্না করার ঘরে । পরে দেখতে পান বারাসাত হাসপাতালে ওয়ার্ড মাস্টার অভিযুক্ত পরিমল রাহা রান্নাঘরে ঘোরাঘুরি করছেন।

এরপরেই নির্যাতিতা মহিলা তাকে রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলেন। অভিযুক্ত ওয়ার্ড মাস্টার ওই মহিলা কর্মীকে মারধর করে বলে অভিযোগ শুধু তাই নয় তার পরনের জামাও ছিড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই অভিযুক্ত ওয়াড মাস্টার পরিমল রাখার বিরুদ্ধে বারাসাত হাসপাতালে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা। যদিও অভিযুক্ত ওয়ার্ড মাস্টারের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা হলো তা সম্ভব হয়নি। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ।

North24Paragana1

Apr 06 2023, 12:56

বারাসাত জেলা আদালতে আদালতের কর্মীরা সামিল কর্মবিরতিতে


উত্তর ২৪ পরগনা: সংগ্রামী যৌথ মঞ্চের পূর্ব ঘোষণা মতো আজ সারা রাজ্যে কর্মবিরতি পালন করছেন রাজ্য সরকারী কর্মীদের বিভিন্ন সংগঠন।বারাসাত জেলা আদালতে আদালতের কর্মীরা সামিল হলেন এই কর্মবিরতিতে।বুকে কর্মবিরতির সমর্থনে ব্যাজ পরে ও মিছিল করে কর্মবিরতির পক্ষে স্লোগান দেন তারা।শূন্য পদে যোগ্যদের নিয়োগ ও বকেয়া DA এর দাবিতে এই প্রতীকী আন্দোলন বলে জানান তারা।

এদিকে আন্দোলনকারী দের দাবি,যেহেতু তাদের বকেয়া ৩৬ শতাংশ মহার্ঘ্য ভাতা বাকি, তাই এবার ৩৬ টাকা করে ফিরতি টাকা সরকারের খাতে জমা করেই এই আন্দোলনের প্রতীকী আন্দোলন জানাবেন তারা।

North24Paragana1

Apr 06 2023, 12:54

ব্যারাকপুর পুলিশ কমিশনারের অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ


উত্তর ২৪ পরগনা: কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ব্যারাকপুর পুলিশ কমিশনারের অঞ্চলে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই পৌঁছেছে। টিটাগড় থানা অঞ্চলের উত্তেজনা প্রবণ অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডিসি সেন্ট্রাল আশিস মৌর্যের নেতৃত্বে হল রুট মার্চ।

থানা অঞ্চলের অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর জোয়ান সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারের আধিকারিক এবং টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী এই রুট মার্চে অংশ নেয়।

North24Paragana1

Apr 06 2023, 09:40

* হাইকোর্টের নির্দেশ অনুসারে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অঞ্চলে*


উত্তর ২৪ পরগনা:রাম নবমী উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে অশান্তির সৃষ্টি হয়েছিল হনুমান জয়ন্তীতে সেই অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে হাইকোর্টের নির্দেশ অনুসারে রাজ্যে তিন কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী পাঠানো হল।

যার মধ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অঞ্চলে থাকবে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সেই মত আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসে এসে পৌঁছালো আধা সেরা জোয়ানরা। এখান থেকে তারা উত্তেজনা প্রবণ অঞ্চল গুলিতে টহলদারি চালাবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের নির্দেশ অনুযায়ী।

North24Paragana1

Apr 05 2023, 16:51

*বারাসাতে দখলে যাওয়া ফুটপাত উদ্ধারে কাউন্সিলর*


উত্তর ২৪ পরগনা: বেশ কিছু জায়গায় ফুটপাতে পা ফেলারই পরিসর নেই। দখলে চলে গিয়েছে গাড়ি যাতায়াতের পথের খানিকটা অংশও। খুঁজে পাওয়া যাচ্ছে না রাস্তা এমনই অভিযোগ করেছিলেন ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বারাসাতে হেলাবটতলা মোড় সংলগ্ন ফুটপাতের রাস্তা দখল করে বসে আছেন হকাররা। বেশ কিছুদিন আগে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের দখলদারি নিয়ে পুজোর মুখে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

তিনি মন্তব্য করেছিলেন, ‘‘ফুটপাতের সবটাই যদি দখল হয়ে যায় তা হলে হাঁটবো কী ভাবে।" তাই এবার সাত সকালে কঠোর ১০ নম্বর ওয়ার্ডের পৌর পিতা দেবব্রত পাল, ফুটপাত দখল করে থাকা হকারদের এবার কিছুটা হলেও রাস্তা থেকে সরিয়ে অল্প পরিসরে জায়গা করে দিয়ে মানুষের চলাচলের সুবিধা করে দিলেন।

North24Paragana1

Apr 05 2023, 16:50

*রিড়ষায় রামনবমী শোভাযাত্রায় আক্রমণের প্রতিবাদে ব্যারাকপুর লালকুঠি মোড় প্রতিবাদী মিছিল*


উত্তর ২৪ পরগনা: হিন্দু জাগরণ মঞ্চ ব্যরাকপুর জেলার পক্ষ থেকে হাওড়ার শিবপুর, হুগলীর রিড়ষায় রামনবমী শোভাযাত্রায় আক্রমণের প্রতিবাদে ব্যারাকপুর লালকুঠি মোড় থেকে ব্যারাকপুর চিড়িয়া মোড় পর্যন্ত প্রতিবাদী পদযাত্রা অনুষ্ঠিত হয় ।

এরপর ব্যারাকপুর পুলিশ কমিশনারটের নগরপাল অলক রাজুরিয়ার হাতে স্মারকলিপি প্রদান করেন হিন্দু জাগরণ মঞ্চের ৫ সদস্যের প্রতিনিধি দল। হিন্দু জাগরণ মঞ্চের এই মিছিল ও ডেকোরেশন উপলক্ষ্যে পুলিশে নিরাপত্তা ছিল আটোশাটো। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা সহ ছিল প্রচুর পরিমাণে রেফ।

North24Paragana1

Apr 05 2023, 16:29

ব্যারাকপুর প্রশাসনিক ভবনের সামনে থাকা বৈদ্যতিক খুঁটিতে হঠাৎ আগুন


উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুর প্রশাসনিক ভবনের সামনে থাকা বৈদ্যতিক খুঁটিতে হঠাৎ আগুন লাগে। এই খবর জানাজানি হতেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রশাসনিক ভবন চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে তড়িঘড়ি আগুন নেভায়। বড়সড়ো কোন ঘটনা না ঘটলেও, আতঙ্ক ছড়িয়েছে ব্যারাকপুর প্রশাসনিক ভবন চত্বরে।

North24Paragana1

Apr 05 2023, 08:30

*জগদ্দলে সাইবার ক্যাফে পুলিশের হানা*


উত্তর ২৪ পরগনা: জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নিউ কর্ড রোডের গোলঘরে একটি সাইবার ক্যাফেতে মঙ্গলবার রাতে আচমকা হানা দেয় পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও জগদ্দল থানার পুলিশ কম্পিউটার এক্সপার্ট নিয়ে ওই সাইবার ক্যাফেতে হানা দেয়।

দীর্ঘক্ষন সমস্ত কম্পিউটার ঘাঁটাঘাঁটির পর সাইবার ক্যাফের মালিক সন্দীপ সাউকে পুলিশ ধরে নিয়ে যায়। সেইসঙ্গে পুলিশ পাঁচ-ছয়টি কম্পিউটারও বাজেয়াপ্ত করেছে। যদিও তদন্তের স্বার্থে তদন্তকারীরা কিছুই বলতে চায়নি

North24Paragana1

Apr 04 2023, 14:26

শ্রমিক অশোন্তষের জেড়ে বন্ধ হয়ে গেলো জগদ্দলের এ্যাংলোইন্ডিয়া জুটমিল, উত্তেজনা এড়াতে বসলো পুলিশ পিকেটিং


উত্তর ২৪ পরগনা: শ্রমিক অশোন্তষের কারণে বন্ধ হয়ে জগদ্দল এ্যাংলোইন্ডিয়া জুটমিল।গতকাল রাত্রে শ্রমিক অশোন্তষের জন্য রাত্রি কালিন শিফট বন্ধ হয়েছিল।আজ থেকে পুরো জুট মিলই বন্ধ করে দিল মিল কর্তৃপক্ষ।

মিলের গেটে অনির্দিষ্টকালের জন্য সাস্পেনশানের নোটিশ টানিয়ে, মিল বন্ধ করে দিল কতৃপক্ষ।এরফলে ৪০০০শ্রমিক বেকার হয়ে গেল।উত্তেজনা ঠেকাতে মিলের গেটে পুলিশ মোতায়েন করেছে জগদ্দল থানা।