Nadia

Mar 31 2023, 18:01

*রানাঘাট পুরসভায় নিয়োগে দুর্নীতিতে সিবিআই ও ইডিকে দিয়ে তদন্ত করানোর দাবি বামফ্রন্টের*

রানাঘাট পুরসভায় নিয়োগে দুর্নীতিতে সিবিআই ও ইডিকে দিয়ে তদন্ত করানোর দাবিতে আজ রানাঘাট পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ করল বামফ্রন্ট।

রাজ্যের ৬০টি পুরসভায় কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। তার মধ্যে রানাঘাট পুরসভাও আছে। রানাঘাট পুরসভায় নিয়োগে দুর্নীতিতে সিবিআই ও ইডিকে দিয়ে তদন্ত করাতে হবে এই দাবিতে আজ রানাঘাট পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ করল বামফ্রন্ট।

শুক্রবার বিকেলে বামফ্রন্টের এই কর্মসূচিতে অংশ নেয় রানাঘাটের বাম নেতৃবৃন্দ। তাদের অভিযোগ রানাঘাট পুরসভার নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। এবং এই দুর্নীতির বিষয় সাধারণ মানুষের সামনে আসা উচিত। এই দাবিতে শুক্রবার রানাঘাট পুরসভার মেইন গেটের সামনে বিক্ষোভে সামিল হয় বামপন্থীরা।

Nadia

Mar 31 2023, 15:02

*মৎস্য দপ্তর থেকে শুরু হল মৎস্যজীবীদের পরিচয় পত্র প্রদান*

পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে নদীয়া জেলা প্রশাসন ও নদীয়া জেলা পরিষদের ব্যবস্থাপনায় নদীয়া জেলা পরিষদ হলে মৎস্যজীবীদের পরিচয় পত্র প্রদান এবং মোটর বাইক সহ মৎস্য সরঞ্জাম প্রদান করা হলো। এদিকের পরিচয় পত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জৈব ও বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ছাড়াও নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু নদীয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং জেলা প্রশাসনের আধিকারিক প্রমূখ।

Nadia

Mar 30 2023, 14:48

*মঙ্গল কামনায় রামনবমীর দিন পুজো দিলেন নদীয়ার বিধায়ক অসীম বিশ্বাস*

সারা দেশ এবং রাজ্যের মানুষ ভালো থাকুক, অস্পৃশ্যতা দূরে থাকুক, আগামী দিনের মানুষ রাম রাজত্বের মতন এ রাজ্য বসবাস করুক ,এই প্রার্থনা করেই রামনবমীর পুজো দিলেন নদীয়ার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাস।

আজ রামনবমী পুরুষোত্তম প্রভু রামের এই পবিত্র তিথিতে বাংলা তথা বিশ্বের সাথে একযোগে রামনবমী উৎসবে মেতে উঠেছে নদীয়ার ধানতলা রানাঘাট উত্তর-পূর্ব কেন্দ্রের বিধায়ক অসীম বিশ্বাস সহ বহু মানুষ। সেদিন সকাল থেকেই যোগ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে প্রসাদ বিতরণ করলেন বিধায়ক।

Nadia

Mar 27 2023, 15:40

*অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথ অবরোধ *

দুষ্কৃতী দৌরাতের বার বারন্ত নদীয়ার কৃষ্ণনগরে, অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।

দুষ্কৃতীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কৃষ্ণনগরের বউ বাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। উল্লেখ্য শনিবার গভীর রাতে কৃষ্ণনগরের রায়পাড়া মালিপাড়া এলাকায় দীনবন্ধু দত্ত নামে এক যুবককে মারধোর ও ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুই দুষ্কৃতী। এর ফলে গুরুতর জখম হয় ওই যুবক বর্তমানে সে শক্তিনগর জেলা হাসপাতালের চিকিৎসাধীন।

ওই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের গ্রেপ্তার ও স্বাস্থ্যের দাবিতে এবং এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দাবিতে সোমবার দুপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। প্রায় দু'ঘণ্টা ধরে চলে রাস্তা অবরোধ। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ এলে পুলিশকেও ঘিরে চলে বিক্ষোভ।

Nadia

Mar 26 2023, 20:03

*জেটির উদ্বোধন করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর*

নদিয়ার কল্যাণীতে একজোড়া জেটির উদ্বোধন করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। কল্যাণী চরজাজিরা ও মাঝেরচর এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিলো এই জেটি নির্মাণের। এই দুজায়গা ছাড়াও হুগলির ত্রিবেণী ও বাঁশবেড়িয়া এলাকাতেও দুটির সূচনা হয় এদিন।

জোড়া জেটি পেয়ে খুশির আমেজ এলাকার বাসিন্দাদের। রবিবার, ২৬ মার্চ এই জেটির উদ্বোধন করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় জলপথ পরিবহন দপ্তরের তত্ত্বাবধানে এই কমিউনিটি জেটি গড়ে তোলা হয়েছে। তিনি আরও বলেন, দেশের যে ১১১টা জলভাগ প্রকল্প রয়েছে সেগুলিকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলাই একমাত্র উদ্দেশ্য এই জেটি তৈরি করা।

এই চারটি জেটি নির্মাণে খরচ হয়েছে ৮ কোটি টাকা। তিনি আরও জানান, গঙ্গা ভাঙন রোধে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার সাড়ে সতেরো কোটি টাকা বরাদ্দ করেছে। এখন রাজ্যের অনুমতি প্রয়োজন। রাজ্য সরকার এনওসি দিলেই কাজ শুরু হবে। এছাড়াও চরযাত্রাসিদ্ধিতে ৫০ লক্ষ টাকা সাংসদ কোটা থেকে বরাদ্দ হয়েছে স্থায়ী সাঁকো নির্মাণের জন্য।এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইডব্লুআই-এর চেয়ারম্যান সজল ব্যানার্জি, আইডব্লুআই-এর সদস্য আশুতোষ গৌতম, শ্যামাপ্রসাদ পোর্টট্রাস্টের প্রবোধ মৈত্র-সহ অন্যান্য বহু বিশিষ্টজনেরা।

Nadia

Mar 26 2023, 19:35

*অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করলো জাতীয় কংগ্রেস*

কল্যাণীর আইটিআই মোড়ে গান্ধিজির মূর্তির পা গঙ্গাজল দিয়ে ধুয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করলো জাতীয় কংগ্রেস। প্রসঙ্গত, রাহুল গান্ধির দুবছরের জেল ও লোকসভা থেকে বহিষ্কারের প্রতিবাদে এই বিক্ষোভে সামিল হলেন কংগ্রেস কর্মীরা।

পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী বাজেট ও কাজের বিরুদ্ধে পথে নামলো জাতীয় কংগ্রেস। রবিবার সকালে নদীয়ার কল্যাণী আই টি আই মোড়ে গান্ধি মূর্তির পাদদেশে জাতীয় কংগ্রেসের বিক্ষোভ। ১০ মিনিটের জন্য রাস্তা ও অবরোধ করেন তারা।এদিন সগুনা, গয়েশপুর, কল্যাণী অঞ্চল থেকে শতাধিক কংগ্রেসের কর্মীরা বিক্ষোভে সামিল হন।

Nadia

Mar 26 2023, 13:00

*ষাঁড়ের হামলায় অতিষ্ঠ এলাকাবাসীরা*

ভেস্তে গেল খেলা, কাপড় মাড় দেওয়ার কাজ বন্ধ, বিদ্যালয়ে আসতে চাইছে না ছেলেমেয়েরা, অসুস্থ এক ষাঁড়ের জ্বালাতনে অতিষ্ঠ এলাকাবাসী, অবশেষে তৎপরতা শুরু হল বিভিন্ন দপ্তরের সহযোগিতায়।

গত দুদিন যাবত শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের চরজিজিরা খেলার মাঠ সংলগ্ন এলাকায়, রাতের ঘুম উড়েছে এলাকাবাসীদের। দিনেও ওই এলাকার প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের উপস্থিতি মাত্র সাত জন ছাত্রছাত্রী। সংলগ্ন এলাকায় তাঁতের শাড়ি মার দেওয়া বেশ কিছু পরিবার কর্মহীন হয়েছেন এই দুদিনে। মাঠে একদিকে যেমন জোনাল স্পোর্টস ব্যাহত হয়েছে তেমনি, বাচ্চাদের খেলা বন্ধ রয়েছে।

সরাসরি কাউকে সেভাবে আক্রমণ না করলেও এলাকাবাসীদের আন্দাজ তার শারীরিক কোন অসুস্থতার কারণেই দৌড়ে বেড়াচ্ছে সে, আর তাতেই আতঙ্কিত হয়ে এলাকার বেশ কয়েকজন পড়ে গিয়ে জখম হয়েছে। 

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভা , সকলেই এলাকাবাসীর আবেদনে তৎপর হয়েছেন বলে জানিয়েছেন আমাদের। ৪৮ ঘন্টা কেটে যাওয়ার পরেও, মানুষের দুশ্চিন্তা কাটেনি আজ। 

যদিও গতকাল শান্তিপুর থানার পুলিশ এবং অগ্নি নির্বাপন কেন্দ্রের আধিকারিক ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে আশ্বস্ত করেন।

আজ বনদপ্তরের কৃষ্ণনগর অফিস এবং পলাশগাছি বিট অফিস থেকে সহযোগিতায় আসেন আধিকারিক এবং কর্মীরা, প্রানি সম্পদ উন্নয়ন দপ্তরের আধিকারিকরা আসেন সুদূর মুর্শিদাবাদ থেকে। 

প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রতিনিধিদের সহযোগিতা করতে উপস্থিত হয়েছিলেন, বনদপ্তরের আধিকারিক এবং কর্মীরা।

এলাকাবাসীর সহযোগিতায় , দীর্ঘ দু'ঘণ্টার প্রচেষ্টায়, ঘুম পাড়ানো গুলি দিয়ে তাকে ধরা সম্ভব হয়। 

এবং চিকিৎসা শুরু হয়েছে বলেই প্রাথমিকভাবে জানিয়েছেন আগত বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

Nadia

Mar 26 2023, 12:55

*ডিএ দাবিতে পথে নামতে চলেছে রাজ্য সরকারি কর্মচারী সহ শিক্ষকরা*

মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে তফাৎ তৈরি হলো রাজ্য এবং কেন্দ্রের মধ্যে। যার ফলে নতুন ভাবে আন্দোলনে নামতে চলেছে রাজ্য সরকারি কর্মচারী সহ শিক্ষকরা।

যখন কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের নতুন করে ৪% ডিয়ে দেওয়ার কথা ঘোষণা করছে ঠিক তখনই এ রাজ্য সরকার তার কর্মচারীদের একদিনের বেতন কেটে নেওয়ার কথা চিন্তা করছে। তার কারণ এই সমস্ত সরকারি কুলের শিক্ষক শিক্ষিকারা চলতি মাসের ১০ তারিখ কর্মবিরতিতে যোগ দিয়েছিলেন, তাই তাদের একদিনের বেতন কেটে নেওয়ার কথা চিন্তা করছে রাজ্য সরকার। আর এ নিয়েই আবার নতুন করে ডিয়ে আন্দোলনকারীরা তাদের আন্দোলনের নতুন রূপরেখা তৈরি করছে।

Nadia

Mar 25 2023, 17:15

Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 25.03.2023.

AITC leader Ujjal Biswas interacts with the officials of Muragachha gram panchayat, Nakashipara Block at Nadia.

Nadia

Mar 25 2023, 12:56

*রাহুল গান্ধীর সাংসদ পথ খারিজের কারণে শান্তিপুরে বিক্ষোভ*

রাহুল গান্ধীর সাংসদ পথ খারিজের কারণে শান্তিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ এমনকি প্রধানমন্ত্রীর কুশ পুত্তলিকা দাহ করে ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা। এর পাশাপাশি জাতীয় সড়ক এবং রেল রোকো আন্দোলন শুরু হয়েছে নদীয়ার শান্তিপুরে।