Hooghly

Mar 31 2023, 10:56

*নিজের যোগ্যতায় চাকরি পেয়েও টাকা নিয়েছিলো অয়ন শীল!*

নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল তাদের থেকেও লাখ লাখ টাকা দাবী করেছিল অয়ন শীল ,না দেওয়ায় প্যানেল থেকে নাম বাদ! অভিযোগ চূঁচুড়ার চয়নিকা র।

পুরসভায় কাজে যোগ দিয়েও টাকা না দিতে পারায় সেই চাকরি আর করতে পারেননি চুঁচুড়ার চয়নিকা আঢ্য। ২০১৯ সালে উত্তর ২৪ পরগনার টিটাগড় পুরসভায় চতুর্থ শ্রেনীর কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেখে আবেদন করেন চুঁচুড়া ষন্ডেশ্বরতলার চয়নিকা আঢ্য।জাতীয় স্তরের যোগাসন চ্যাম্পিয়ান ভালো অ্যাথলিট চয়নিকা প্লেয়ার্স কোটায় সেই চাকরির পরীক্ষা দিয়ে ইন্টারভিউ এ ডাক পান।ইন্টারভিউ এর পর চাকরি হয়ে যায় তার। ১১ নভেম্বর ২০১৯ সালে জয়েনিং লেটারও দেওয়া হয় পুরসভার তরফে।

চয়নিকা জানান,এক পুলিশ কর্মী একদিন তার বাড়িতে গিয়ে বলেন অয়ন শীলের অফিসে গিয়ে দেখা করতে, চাকরির ব্যাপারে কথা আছে।চয়নিকা তার বাবাকে নিয়ে চুঁচুড়া জগুদাসপাড়ায় অয়ন শীলের অফিসে গিয়ে দেখা করেন। অয়ন তাদের বলেন চাকরির জন্য পাঁচ লাখ টাকা দিতে হবে। চয়নিকা জানান তিনি তো অয়ন শীলের ক্যান্ডিডেট নন তাহলে কেন টাকা দেবেন! অত টাকা তার কাছে নেই।সেদিন ফিরে আসার পর অয়ন শীলের লোক তার সঙ্গে আবার যোগাযোগ করে এবং সল্ট লেকের অফিসে যেতে বলে। সল্ট লেকের অফিসে বাবাকে নিয়ে গিয়েও ছিলেন চয়নিকা, কিন্তু বেশ কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকেও দেখা না পেয়ে ফিরে আসেন তারা। পরে জানতে পারেন প্রতারনার অভিযোগ হয়েছে অয়ন শীলের বিরুদ্ধে।

সেসময় বিবাহ বিচ্ছেদ নিয়ে সমস্যা চলছিল চয়নিকার। বাড়িতে বৃদ্ধ বাবা মা, চাকরির খুব প্রয়োজন। তাই হাল না ছেড়ে টিটাগড় পুরসভায় গিয়ে কথা বলেন চেয়ারম্যানের সঙ্গে। হবে না হবে না করেও তাকে জয়েন করানো হয় পুরসভায়। বেতনের জন্য স্থানীয় বেসরকারি ব্যাঙ্কে জিরো ব্যালান্সে একাউন্ট খোলা থেকে এটিএম কার্ড সব করে দেওয়া হয়। ছয় দিন কাজও করেন পুরসভার চতুর্থ শ্রেনীর কর্মী হিসাবে। তারপর তাকে বের করে দেওয়া হয় পুরসভা থেকে।

চয়নিকা বলেন,নিয়োগ তালিকায় তার ২২০ নম্বরে নাম ছিল। রাতারাতি সেই তালিকা পরিবর্তন করে যারা ছিল না তাদের নাম ঢু্কিয়ে দেওয়া হয়। সন্দেহ যারা টাকা দিতে পেরেছিল তাদের চাকরি দেওয়া হয়েছে। আর চয়নিকার মত যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন তাদের বাদ দেওয়া হয়েছে। এর পিছনে অয়ন শীল এবং নিয়োগ দূর্নীতি চক্র জড়িত।

অয়ন শীলের সংস্থা পানিহাটি সহ বেশ কয়েকটি পুরসভায় নিয়োগের পরীক্ষার দায়িত্বে ছিল। তার অফিস থেকে ইডি বিভিন্ন পুরসভায় নিয়োগের পরীক্ষার ওএমআর শিট উদ্ধার হয়েছে ইতিমধ্যে।

হুগলির প্রাক্তন তৃনমূল যুব নেতা

শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীল ইডি হেফাজতে রয়েছেন বর্তমানে । তার বিরুদ্ধে স্কুল, পুরসভা সহ বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগের নামে লক্ষ লক্ষ টাকা তোলা ও বহু মানুষকে প্রতারিত করার অভিযোগ।

Hooghly

Mar 28 2023, 17:22

*সিঙ্গুরের রতনপুর থেকে রাজ্যের ২২ টি জেলার ১২ হাজার কিলোমিটার রাস্তার শিল্যানাস করলেন মুখ্যমন্ত্রী*

হুগলি: সিঙ্গুরের রতনপুর থেকে রাজ্যের ২২ টি জেলার ১২ হাজার কিলোমিটার রাস্তার শিল্যানাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, "সিঙ্গুরকে আমি ভুলিনি, ভুলতে পারবো না। সিঙ্গুর, আন্দোলনের এক পুণ্য ভূমি। জমি আন্দোলনে এখানে আমি ২৬ দিন আমরণ অনশন করেছিলাম। কথা দিয়েছিলাম জমি ফিরিয়ে দেব, ফিরিয়ে দিয়েছি"।যারা অনিচ্ছুক কৃষক ছিল তারা আজ আবার তাঁদের জমিতে চাষ করছে। এই সিঙ্গুর আমার খুব প্ৰিয় জায়গা।

জোর করে জমি দখল করা যাবে না। সেই জমি অধিগ্রহণের আইন আমরা বদলে দিয়েছি। সিঙ্গুর আন্দোলনের কথা এখন পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।৮ একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল হাব হবে। সেখানে অনেক ছেলেমেয়ের চাকরি হবে।সেই সিঙ্গুরের মাটি আবার ছুঁয়ে গেলাম। কারন আবার কাল ও পরশু আম্বেদকরের মূর্তির সামনে ধর্নায় বসব। কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে তাঁরই প্রতিবাদে আবার ধরণায় বসব। 

মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রের সরকারকে কটাক্ষ করে বলেন, আমাদের কেন্দ্র সরকারকে বলে যাই,"ওহে নন্দলাল ১১৪৯ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল"।

Hooghly

Mar 28 2023, 17:16

*পথশ্রী প্রকল্পের সূচনার পর রাস্তায় শুরু শিলান্যাস*

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পের ভার্চুয়াল সূচনা করলেন সিঙ্গুর থেকে । আর তার পর রাস্তার শিলান্যাস করতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পরলেন হুগলির গোঘাট থানার কামারপুকুর পঞ্চায়েতের প্রধান তপন মন্ডল। বিক্ষোভের মুখে পড়ে ফিতে না কেটেই এলাকা ছাড়তে হলো পঞ্চায়েত প্রধান ও তৃনমুল নেতাদের।

জানা গেছে,পথশ্রী প্রকল্পের আওতায় মমতা যখন সিঙ্গুর থেকে রাজ্যজুড়ে রাস্তা নির্মানের ভার্চুয়াল উদ্বোধন করছেন সেইসময়ে গোঘাটের বদনগঞ্জ থেকে সাতবেড়িয়া পর্যন্ত ডেড় কিমি ঢালাই রাস্তা এই প্রকল্পে করার কথা। কিন্তু এই রাস্তার মাত্র ৭০০মিটার ঢালাই করা হবে বলে এদিন প্রকল্পের শিলান্যাস করতে গিয়েছিলেন কামারপুকুর পঞ্চায়েত প্রধান তপন মন্ডল সহ অনান্যরা। কিন্তু কেন পুরো রাস্তা না ঢালাই করে মাত্র ৭০০মিটার এই অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।

তাদের দাবী,কোটি কোটি টাকা খরচ করে যেখানে এলাকায় পার্ক তৈরি করছে সরকার সেখানে মানুষের যাতায়াতের জন্য সম্পুর্ন রাস্তা তৈরি কেন হবে না। তাই যদি পুরো রাস্তা না তৈরি হয় তাহলে ৭০০মিটারও তৈরি করার দরকার নেই। 

ঘটনাকে ঘিরে বিক্ষোভের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাস্তার শিলান্যাসের ফিতে না কেটেই বাধ্য হয়ে এলাকা ছাড়তে হয় পঞ্চায়েত প্রধান ও স্থানীয় তৃনমুল নেতাদের। যদিও পঞ্চায়েত প্রধানের দাবী,মমতার প্রতি আস্থা রাখুন আস্তে আস্তে সব রাস্তাই তৈরি হবে।

Hooghly

Mar 27 2023, 16:47

*দূর্নীতি ইস্যুতে হুগলিতে বিজেপির অভিযান*

বিজেপির হুগলি জেলা শাসক অভিযান দূর্নীতি ইস্যুতে। অভিযান ঘিরে ধুন্ধুমার জেলা সদর।বিজেপি মিছিল আটকাতে জেলা শাসক দপ্তর থেকে দু কিমি দূরে খদিনামোড়ে পুলিশ ব্যারিকেড করে।ব্যারিকেড করা হয় হুগলি মোড় ঘড়ির মোড়ে ও।

খাদিনা মোড় জি টি রোড থেকে চুঁচুড়া শহরে ঢোকার রাস্তা ব্যারিকেড করে রাখে পুলিশ। বিজেপির কর্মীরা সেই ব্যারিকেড ভেঙে এগোতে গেলে বাঁধা দেয় পুলিশ।ঠেলাঠেলি ধ্বস্তাধস্তি শুরু হয়।একটি ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বিজেপি কর্মিরা।

দ্বিতীয় ব্যারিকেড ভাঙতে গেলে আটকায় পুলিশ।শুরু হয় ধ্বস্তাধস্তি। চন্দননগর পুলিশ কমিশনারেটের র উচ্চ পদস্থ কর্তারা বিশাল বাহিনী নিয়ে হাজির থাকেন। কয়েকজন বিজেপি কর্মিকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে একাদশ দ্বাদশের পরীক্ষা চলছে তাই কোনও মিছিল জমায়েতের অনুমতি দেওয়া হয়নি।হ্যান্ড মাইকে ডেপুটি ম্যাজিস্ট্রেট মৌমিতা দাস ঘোষ সেই কথা বারবার ঘোষণা করে থাকেন।

Hooghly

Mar 27 2023, 11:49

*সরকারি প্রকল্পের উদ্বোধনে মঙ্গলবার সিঙ্গুর আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী*

সরকারি প্রকল্পের উদ্বোধনে মঙ্গলবার সিঙ্গুর আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথশ্রী প্রকল্পে কয়েক হাজার কিলোমিটার রাস্তার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আগামী বুধবার কলকাতার রাজপথে ধর্না প্রতিবাদ কর্মসূচী করবেন মমতা। তার আগের দিন সিঙ্গুরে সরকারী প্রকল্পের উদ্ধোধন মঞ্চে থেকে নতুন কি বার্তা দেন সে দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।

২০১১ সালে রাজনৈতিক পালাবদল ঘটেছিল সিঙ্গুর থেকেই। ৩৪ বছরের বাম সরকারের অবসান ঘটিয়ে তৎকালীন বিরোধী দলনেত্রী মুখ্যমন্ত্রী হন । সেই সিঙ্গুরের রতনপুর থেকেই রাজ্যের ৩৩৪২টি গ্রাম পঞ্চায়েতের ১২০০০ কিলোমিটার পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মঞ্চ বাঁধার কাজ। জোর কদমে চলছে তার শেষ মুহূর্তের প্রস্তুতিও। রবিবার সিঙ্গুরের সভাস্থল পরিদর্শন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সিঙ্গুরের বিধায়ক তথা কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না,হুগলি জেলা শাসক পি দীপাপ প্রিয়া,হুগলি গ্রামীন পুলিশ সুপার আমনদীপ সহ সরকারি আধিকারীকরা।

উল্লেখ্য,গত দশ মাস আগে সিঙ্গুর থানার বাজেমেলিয়ায় এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে সন্তোষী মায়ের মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি কামারকুন্ডু উড়াল পুলেরও উদ্বোধন করেছিলেন মমতা।

Hooghly

Mar 27 2023, 11:47

*শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কার অংশীদারত্বে থাকা রিয়েল এস্টেট ব্যবসায় টাকা বিনিয়োগ কালী ঘাটের কাকুর!*


চন্দননগরের সত্যপীড়তলায় বহুতল নির্মান করছে ডি আই পি ডেভালপার নামের একটি সংস্থা। সেই সংস্থার অংশীদার, নিয়োগ দূর্নীতিতে গ্রেফতার হওয়া প্রাক্তন তৃনমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়।

২০২০ সালে ডিআইপি ভেভালপার চন্দননগরের জি টি রোডের পাশে প্রায় ছয় কাঠা জমির উপর বহুতল নির্মানের জন্য চুক্তি বদ্ধ হয়। বহুতলের নকশা দিয়ে বিজ্ঞাপনও দেওয়া হয়, বুকিংও শুরু হয়।

ডিআইপি ডেভালপাররের ব্যালেন্স শিটে দেখা যাচ্ছে কালি ঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র চল্লিশ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন।

৯৬ লক্ষ টাকার ব্যালেন্সশিটে দেখা যাচ্ছে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দশ লাখ প্রিয়াঙ্কার ছেলের নামে থাকা সংস্থা ইভান কনট্রেডকে ৪০ লাখ টাকা লোনও দেওয়া হয়েছে।

কালিঘাটের কাকু বলেছিলেন তিনি কুন্তলকে চেনেন না কিন্তু শান্তনুকে চেনেন। সেই শান্তনুর স্ত্রীর সংস্থাতেই টাকা বিনিয়োগ করেছেন সুজয় ভদ্র! সংস্থার অংশীদার দের মতে চুঁচুড়া, চন্দননগর, হাওড়ার মুন্সির হাট সহ বেশকয়েকটি জায়গায় রিয়েল এস্টেটে টাকা বিনিয়োগ করা হয়েছে শান্তনুর স্ত্রীর নামে । নিয়োগ দূর্নীতির কালো টাকা কি সাদা করা হয়েছে এভাবেই! উঠছে প্রশ্ন।

ডিআইপি ডেভালপার সংস্থার অংশীদার ইন্দ্রনীল চৌধুরী জানিয়েছেন তাদের তিন জনের সমান বিনিয়োগ রয়েছে সত্যপীরতলার প্রজেক্টে। কালীঘাটের কাকুর বিনিয়োগ প্রসঙ্গে ইন্দ্রনীল জানান দোকান নেবেন বলে অগ্রিম দিয়েছিলেন তিনি। শান্তনু দশ লাখ টাকা লোনও নিয়েছিলেন। সেই সংক্রান্ত সব তথ্য ইডিকে দেওয়া হয়েছে।

Hooghly

Mar 25 2023, 17:11

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 25.03.2023.

AITC leader Becharam Manna interacts with the officials of a healthcare centre in Beraberi gram panchayat, Singur Block at Hooghly.

Hooghly

Mar 23 2023, 17:27

হুগলির গুড়াপের অয়ন শীলের পেট্রোল পাম্পে হদিস ইডির


হুগলি: হুগলির গুড়াপ থানার ঘোষলা এলাকায় রয়েছে অয়ন শীলের পেট্রোল পাম্প।পাম্পের পাশেই একটি হোটেল তৈরী হচ্ছিল সেটির কাজ শেষ হয়নি। অভিযোগ দূর্নীতির টাকা বিনিয়োগ হয়েছে পেট্রোল পাম্প কেনায়।শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীলের ছেলে অভিষেক শীল ও তার বান্ধবী ইমন গাঙ্গুলীর নামে কেনা এই পেট্রোল পাম্প।দূর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের পাশে শুক্লা সার্ভিস স্টেশন বছর চারেক ধরে বন্ধ ছিল। ২০২০ সালে অয়ন শীলের ছেলে ও তার বান্ধবী এই পাম্প কেনেন।পাম্পের পাশেই তেরী হচ্ছিল একটি হোটেল।বছর দেরেক আগে সেটির কাজ বন্ধ হয়ে যায় অজ্ঞাত কারনে।

পাম্পের কর্মিরা জানান,অয়ন শীল মাঝে মধ্যে আসতেন।তবে অভিষেক বা ইমন কোনোদিনও আসেননি পাম্পে।অয়ন শীল যে এত বড় দূর্নীতিতে যুক্ত তা বুঝতে পারেননি কর্মি রাজু বৈরাগ্য।অয়ন পাম্পে এলেও বেশি সময় কাটাতেন না।পাম্পের কর্মিদের সঙ্গেই কখনো তাদের রান্না করা খাবার খেয়ে নিতেন।এমন সাদামাটা মানুষটাকে দেখলে বোঝা যেত না তার তলে তলে এত।

Hooghly

Mar 23 2023, 17:05

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 23.03.2023.


AITC leader Arindam Guin observes Didir Suraksha Kawach campaign in Mogra-I Gram Panchayat, Chinsura Mogra Block at Hooghly.

Hooghly

Mar 23 2023, 17:04

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 23.03.2023.


AITC leader Alhaz SK Mehebub Rahman interacts with the officials of a school in Harinkhola-I Gram Panchayat, Arambagh Block at Hooghly.