Birbhum

Mar 30 2023, 20:18

*কংগ্রেসের ধর্না অবস্থান মঞ্চে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান*


বীরভূম:- রাজ্য ও কেন্দ্র সরকারের লাগামহীন দূর্নীতি ও অত্যাচারের প্রতিবাদে এবং অত্যাচার মুক্ত পঞ্চায়েত ভোটের দাবিতে বৃহস্পতিবার বীরভূম জেলা কংগ্রেসের ডাকে বোলপুর চিত্রা মোড়ে ধর্না অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে বক্তব্যের মাধ্যমে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বক্তারা।

ধর্না অবস্থান মঞ্চে উপস্থিত জাতীয় কংগ্রেসের নেতৃত্ব রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন দূর্নীতির বিরুদ্ধে বক্তব্যের মাধ্যমে সোচ্চার হতে থাকেন।এদিন বোলপুর জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে একটি ধিক্কার মিছিল বের করে শহর পরিক্রমা করে এবং চিত্রা মোড়ে প্রায় দুই ঘণ্টা ধরে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন।

ধর্না মঞ্চে উপস্থিত জাতীয় কংগ্রেসের নেতৃত্ব তাদের বক্তব্যের মাধ্যমে বলেন যে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের কাছে বিভিন্ন খাতে টাকা পাবো,কিন্তু দিচ্ছেনা ইত্যাদি বলে দুদিন ধরে নাটক করছেন পশ্চিম বঙ্গের জনগণের কাছে। মানুষের মন গলানোর জন্য। পশ্চিম বঙ্গ আজকে চোরে চোরে ভর্তি হয়ে গেছে। পশ্চিম বঙ্গে আজকে চাকরি চুরি, বালি চুরি, কয়লা চুরি, ডিসিআর চুরি ইত্যাদি চুরি চুরিতে বাংলার মানুষ জর্জরিত। আর কেন্দ্র সরকার রাহুল গান্ধীর যে সাংসদ পদ খারিজ করেছে তার প্রতিবাদ জানানো হয়, সেই সাথে আগামী পঞ্চায়েত নির্বাচন যাহাতে সন্ত্রাস মুক্ত নির্বাচন হয় তারজন্য ধর্না অবস্থান বলে জানা গেছে।

এদিন ধর্না মঞ্চে বোলপুর এলাকার রূপপুর অঞ্চলের প্রাক্তন তৃনমূল কংগ্রেস সভাপতি কাজী নুরুল হুদা তার দল বল সহ জাতীয় কংগ্রেসে যোগদান করেন প্রায় ২৫০ থেকে ৩০০ জন সদস্যদের নিয়ে বলে কংগ্রেসের পক্ষ থেকে দাবি।সদ্য তৃনমূল ছেড়ে আসা সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রসিদ।

এদিন বিক্ষোভ মিছিল ও ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রশিদ, জেলা কার্যকরী সভাপতি চঞ্চল চ্যাটার্জী ও অসীম মুখার্জী,মহকুমা সভাপতি তপন সাহা প্রমুখ নেতৃত্ব।উল্লেখ্য গতকাল রামপুরহাট ভাঁড়শালা মোড়েও একই দাবিতে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হয় রামপুরহাট মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে।

Birbhum

Mar 30 2023, 19:23

*রামনবমীর শোভাযাত্রায় স্থানীয়দের সাথে হাঁটলেন বিধায়ক অনুপ কুমার সাহা*

বীরভূম: আজ বৃহস্পতিবার রাজ্যের নানা স্থানে পালিত হচ্ছে রামনবমী।এদিন বিকেলে রামনবনী উদযাপন কমিটির উদ্যোগে লোকপুর মহামায়া মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং স্থানীয় বাজার, বাসষ্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে।এদিনের বর্ণাঢ্য শোভাযাত্রায় স্থানীয় মানুষজনের সাথে হাঁটলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা।

এছাড়াও ছিলেন স্থানীয় সমাজসেবী সুকুমার নন্দী, সুকান্ত সেন,সঞ্জু চৌধুরী,নৃপেন্দ্রনাথ সৌ, চঞ্চল চৌধুরী সহ ভক্ত অনুরাগীবৃন্দ। রাতে সকলের জন্য প্রসাদ খাওয়ানোর আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গেছে।রামনবমীর শোভাযাত্রা উপলক্ষে এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে লোকপুর থানার পক্ষ থেকে স্থানীয় বাজার, বাসষ্ট্যান্ড,হাটতলা সহ বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়।

Birbhum

Mar 30 2023, 14:50

*নানান কর্মসুচীর মাধ্যমে মহা ধুম ধাম সহকারে পালিত হচ্ছে রামনবনী উৎসব*


বীরভূম:- আজ বৃহস্পতিবার রামনবমী, সমগ্র দেশজুড়ে মহা ধুমধামের সঙ্গে পালিত হয়ে থাকে আজকের দিনটি।সেই হিসেবে পিছিয়ে নেই খয়রাশোল ব্লকের কৃষ্ণপুর গ্রামের রামনবমী উৎসব কমিটির সদস্যরা ও ভক্তবৃন্দগন । সারা রাত্রি ধরে চলল অখন্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন। দুপুরে চলল হাজার হাজার ভক্তসেবা।

শাস্ত্রীয় আচার মেনে হোম যজ্ঞ অনুষ্ঠান চলে।স্থানীয় গ্রাম এলাকার সকল বয়সী মানুষজন সহ হাজার হাজার ভক্ত সমাগমের উপস্থিতি লক্ষ্য করা যায়।পুজো দিতে মহিলাদেরও ভীড় ছিল চোখে পড়ার মতো।আজকের দিনে প্রায় পাঁচ হাজার ভক্তদের মধ্যে সুস্বাদু প্রসাদ বিতরন করা হয় উক্ত অনুষ্ঠান প্রাঙ্গণে।

পাশাপাশি দুপুরে বসে বাউল গানের আসর ।উদ্যোক্তারা জানান সম্পুর্ণ ভক্তদের দানের উপর নির্ভর করেই অনুষ্ঠানের আয়োজন করা হয়।উল্লেখ কৃষ্ণপুর গ্রামের রামনবনী উৎসব এবার ৯ বছরে পদার্পণ করলো বলে উদ্যোক্তাদের মধ্যে জানা যায়।

Birbhum

Mar 29 2023, 19:47

বীরভূম জেলা কংগ্রেসের ডাকে ধর্না অবস্থান, রামপুরহাটে


বীরভূম:- রাজ্য ও কেন্দ্র সরকারের লাগামহীন দূর্নীতি ও অত্যাচারের প্রতিবাদে ও অত্যাচার মুক্ত পঞ্চায়েত ভোটের দাবিতে বুধবার বীরভূম জেলা কংগ্রেসের ডাকে রামপুরহাট এলাকার ভাঁড়শালা মোড়ে ধর্না কর্মসূচির মাধ্যমে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ধর্না মঞ্চে উপস্থিত জাতীয় কংগ্রেসের নেতৃত্ব রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে থাকে। ধর্না মঞ্চে উপস্থিত জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মিল্টন রসিদ এক সাক্ষাৎকারে বলেন যে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের কাছে টাকা পাবো, দিচ্ছেনা বলে দুদিন ধরে নাটক করবেন পশ্চিম বঙ্গের জনগণের কাছে। মানুষের মন গলানোর জন্য।

পশ্চিম বঙ্গ আজকে চোরে চোরে ভর্তি হয়ে গেছে। পশ্চিম বঙ্গে আজকে চাকরি চুরি, বালি চুরি, কয়লা চুরি, ডিসিআর চুরি ইত্যাদি চুরি চুরিতে বাংলার মানুষ জর্জরিত। আর কেন্দ্র সরকার রাহুল গান্ধীর যে সাংসদ পদ খারিজ করেছে তার প্রতিবাদ জানাতে সেই সাথে আগামী পঞ্চায়েত নির্বাচন যাহাতে সন্ত্রাস মুক্ত নির্বাচন হয় তারজন্য ধর্না অবস্থান করছি ।

Birbhum

Mar 29 2023, 13:56

*কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের অবস্থান ধর্ণা*

বীরভূম:- কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একশো দিনের কাজের টাকা সহ রাজ্যের প্রাপ্য অন্যান্য খাতের টাকা না দেওয়ার অভিযোগে সরব তৃনমূল কংগ্রেস।সেই সমস্ত ঘটনার প্রেক্ষিতে রাজ্য তৃনমূল কংগ্রেসের নির্দেশানুযায়ী রাজ্যের সমস্ত ব্লক এলাকায় দুদিন ব্যাপী অবস্থান ধর্না কর্মসূচির কথা।সেই মোতাবেক বুধবার থেকে শুরু হয়েছে অবস্থান ধর্না কর্মসূচি।

রাজ্য তথা জেলার অন্যান্য ব্লক এলাকার ন্যায় রামপুরহাট দু নম্বর ব্লক তৃনমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। সেখানে উপস্থিত রয়েছেন হাঁসন বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার অশোক কুমার চট্টোপাধ্যায়,বীরভূম জেলার INTTUC সভাপতি ত্রিদিব ভট্টাচার্য, মাড়গ্রামের বিশিষ্ট বর্ষিয়ান নেতা খন্দেকর মহঃ সফি সাহেব, রামপুরহাট দু নম্বর ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ নিপু দা, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভা নেত্রী সাহারা মণ্ডল ও পঞ্চায়েত সমিতির সভাপতি ছবি লেট, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সিপন সেখ,মাড়গ্রাম ১নং অঞ্চল প্রধান ভুট্টু সেখ ও উপ প্রধান আলমগীর সেখ সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দ।

Birbhum

Mar 29 2023, 13:45

*সেঁজুতি সংস্থার উদ্যোগে বিজয়িনী নাট্য সমারোহ, দুবরাজপুরে*


বীরভূম:- শোভা সেন-শাঁওলী মিত্রের নাট‍্যসংস্কৃতিপুষ্ট আমাদের মঞ্চের ইতিহাস। কৃষ্টির নানা শাখার মতন নাট‍্যকলাতেও নারী কেন পিছিয়ে থাকবে? তাই বীরভূমের দুবরাজপুরেও সম্পূর্ণ মহিলা পরিচালিত সেঁজুতি নামক সংস্থার উদ‍্যোগে নাট‍্য সমারোহের সূচনা অনুষ্ঠিত হয়। সেঁজুতি সংস্থার আয়োজনে তিনদিন ব্যাপী ‘বিজয়িনী নাট্য সমারোহ উৎসব’ এর উদ্বোধন হয় দুবরাজপুর শহরের অগ্রদূত ক্লাবের মঞ্চে।

এদিন নাট্য উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য বিজয় কুমার মুখোপাধ্যায়। উল্লেখ্য বিজয়িনী নাট্য সমারোহ উৎসব এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো।এদিনের অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। এছাড়াও ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, স্থানীয় পৌরসভার কাউন্সিলার বনমালী ঘোষ, বিশিষ্ট সমাজসেবী স্বরুপ আচার্য, ইউথ কর্ণার ক্লাবের সম্পাদক সোমেশ প্রসন্ন আচার্য সহ বহু বিশিষ্টজনেরা।

সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠান মঞ্চে এদিন “সেঁজুতি স্মারক সম্মাননা-২০২৩” প্রদান করা হয়। “আননায়ুধ” পত্রিকার সম্পাদক স্বপন কুমার রায় এর হাতে তুলে দেওয়া হয় স্মারক সম্মাননা। পাশাপাশি বীরভূম সংস্কৃতি বাহিনীর কর্ণধার উজ্জ্বল মুখোপাধ্যায় ও সিউড়ি সেহাড়া পাড়া চেতনা নাট্য ও নৃত্যগোষ্ঠীর পান্না বেগমের হাতে ও এই সম্মাননা তুলে দেওয়া হয়। তিন দিনের এই নাট্য উৎসবে জেলার সিউড়ি, বোলপুর, সাঁইথিয়া সহ ভিন জেলার মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, হুগলি, কলকাতা থেকেও বিশিষ্ট নাট্যগোষ্ঠীর মোট ১০ টি নাটক মঞ্চস্থ হবে বলে জানান সেঁজুতি সংস্থার সম্পাদিকা সুমনা চক্রবর্তী।

Birbhum

Mar 28 2023, 19:48

*বীরভূম জেলা ব্যাপী দু’দিনের পরিবহন জাঠার উদ্বোধন*

বীরভূম:- সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটুর উদ্যোগে বীরভূম জেলা ব্যাপী দু’দিনের পরিবহন জাঠার উদ্বোধন হয় ২৮ শে মার্চ মঙ্গলবার।বীরভূমের মুরারই ভাদীশ্বর বাসস্ট্যান্ড থেকে আজ এই জাঠার শুভ উদ্বোধন হয়।মুরারই থেকে নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া, লাভপুর, কীর্ণাহার, আমোদপুর বোলপুর সহ জেলার বিভিন্ন এলাকায় পরিক্রমার পর আগামীকাল সিউড়িতে এই জ্যাঠার পরিসমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন সিটুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সঞ্জীব বর্মন।

মুরারইতে আজ উদ্বোধনী অনুষ্ঠানে শ্রমিক পরিবহন কর্মী-সমর্থকদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটুর বীরভূম জেলা শাখার সাধারণ সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী। স্থানীয় সংগঠক সঞ্জীব মল্লিক, খুরশেদ আলম, রাজ্য স্তরের নেতৃত্ব অমিতাভ সিংহ প্রমুখ নেতৃত্ব। 

পরিবহন শ্রমিকদের সামাজিক সুরক্ষা, ন্যূনতম বেতন কাঠামো লাগু, পুলিশের জুলুম ও তোলাবাজি বন্ধ, মোটর ভেহিকেলস আইন-২০১৯ বাতিল এমন ১৮ দফা দাবীতে সিটুর নেতৃত্বে এই জাঠা ঘুরবে বীরভূম জেলা জুড়ে।

Birbhum

Mar 28 2023, 16:24

*বিশ্বভারতীতে সমাবর্তনে অনুষ্ঠানের আগে চূড়ান্ত বিশৃঙ্খলা*


বীরভূম: বিশ্বভারতীর আম্রকুঞ্জে সমাবর্তন অনুষ্ঠানে ঢোকার সময় পড়ুয়াদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হযল। দীর্ঘক্ষণ ধরে রোদে লাইন দাঁড়িয়ে থাকতে হয়েছে পড়ুয়াদের । তাদেরকে যে পাস ইস্যু করা হয়েছে তা একে একে চেক করার ক্ষেত্রে অনেক সময় লাগছিল। তাই সাময়িকভাবে আম্রকুঞ্জের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অবশেষে কতৃপক্ষের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়।

Birbhum

Mar 28 2023, 13:57

*১৫ দফা দাবিতে জেলা শাসক অফিস অভিযান, ছাত্র যুব সংগঠনের সিউড়িতে*

বীরভূম:- রাজ্যের সমস্ত কলেজের অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। আদিবাসীদের উচ্ছেদ ও জঙ্গল ধংস করে দেউচা পাচামী খোলা মুখ খনি বন্ধ করার দাবি সহ ১৫ দফা দাবিতে সিপিআইএম প্রভাবিত ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে বীরভূম জেলা শাসক অফিস অভিযান করা হয় মঙ্গলবার সিউড়িতে। 

১৫ দফা দাবির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যে, শূন্য পদে স্থায়ী নিয়োগ করো, স্থায়ী নতুন পদ তৈরি করো। দুর্নীতি ও বিভাজনের রাজনীতি বন্ধ হোক।অবিলম্বে রাজ্যের সমস্ত কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। দেওচা পাচামী এলাকায় প্রস্তাবিত খোলামুখ কয়লা খনি করা যাবে না। সিউড়ি বোলপুর রাস্তায় ওভার ব্রিজের কাজ দ্রুত শেষ করতে হবে।

জেলার হাসপাতাল সহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে সমস্ত রকম চিকিৎসা পরিকাঠামোর উন্নতি করতে হবে। এইসমস্ত দাবির প্রেক্ষিতে ছাত্র সংগঠন এস এফ আই এবং যুব সংগঠন ডিওয়াইএফ আই বীরভূম জেলার কমিটির ডাকে যৌথ উদ্যোগে সিউড়ি শহরে বর্নাঢ্য শোভাযাত্রা বের করে এবং বিভিন্ন ধরনের শ্লোগান সহকারে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয়।

Birbhum

Mar 27 2023, 19:46

*কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের তহবিল তছরুপের অভিযোগে বিজেপির বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন জেলা শাসকের নিকট*

বীরভূম:- বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে সোমবার জেলা সদর সিউড়িতে শাসক তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও কয়েকদফা দাবির প্রেক্ষিতে জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়।বিজেপির অভিযোগ যে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের তহবিলে তছরুপ এবং কেন্দ্রীয় প্রকল্প গুলি বর্তমানে রাজ্যের শাসক দল নিজের নামে চালিয়ে যাচ্ছে।

তারই প্রতিবাদে মূলত আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন বলে জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়। এদিন সিউড়ি সার্কিট হাউস থেকে প্রশাসন ভবন পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল সিউড়ি শহর পরিক্রমা করে। এই মিছিলে নেতৃত্ব দেন বীরভূম বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অনুপকুমার সাহা, জেলা সাধারণ সম্পাদক টুটুন নন্দী প্রমুখ বিজেপি নেতৃত্ব। জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং একাধিক দাবিতে প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন প্রদান করা হয়।