Howrah

Mar 30 2023, 16:56

রামনবমী উপলক্ষে হাওড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি


হাওড়া : রামনবমী উপলক্ষে হাওড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি। বৃহস্পতিবার দুপুরে হাওড়া স্টেশনের কাছ থেকে হাওড়া খটিক সমাজের উদ্যোগে রামভক্তদের সশস্ত্র মিছিল বের হয়। রামভক্তদের হাতে তরোয়াল, গদা এবং অন্যান্য অস্ত্র ছিল। মিছিল ডবসন রোড হয়ে পিলখানার জি টি রোডে আসে।

সেই সময় দেখা যায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রামভক্তদের জন্য পানীয় জল এবং কোল্ড্রিংস নিয়ে অপেক্ষা করছেন। গরমে অনেকটা রাস্তা হাঁটার পর রাম ভক্তরা তৃষ্ণার্ত ছিলেন। তারাও মুসলিম ভাইদের হাত থেকে পানীয় জল এবং কোল্ডড্রিংস খেতে থাকেন।

পিলখানা ইউনাইটেড ক্লাবের সেক্রেটারি শেখ শাহজাহান বলেন তারা প্রতি বছর তৃষ্ণার্ত রামভক্তদের জল পান করান। যদিও তারা নিজেরা রমজান মাসে সকাল থেকে জল পান করেননি। রমজান মাসে এটাই বলা আছে তৃষ্ণার্তদের জল দাও ও ক্ষুদার্থদের খাবার দাও। তাই তারা এই কাজ করছেন। এতে খুব ভালো লাগছে।

রামনবমীর মিছিলের অন্যতম উদ্যোক্তা অমরনাথ শোনকার বলেন যেভাবে মুসলিম ভাইরা তাদের জল খাওয়াচ্ছেন তাতে তাদের খুব ভালো লাগছে। আমাদের মধ্যে ধর্মীয় কোন ভেদাভেদ নেই।

Howrah

Mar 30 2023, 16:53

रामनवमी के मौके पर हावड़ा में सांप्रदायिक सौहार्द की तस्वीर

हावड़ा : रामनवमी के मौके पर हावड़ा में सांप्रदायिक सौहार्द की तस्वीरें सामने आई है। गुरुवार की दोपहर हावड़ा खटीक समाज की पहल पर हावड़ा स्टेशन के नजदीक से राम भक्तों का सशस्त्र जुलूस निकाला गया. राम भक्त तलवार, गदा और अन्य अस्त्र-शस्त्र लिए हुए थे। जुलूस डॉब्सन रोड से होकर पिलखाना के जीटी रोड तक आती है। उस वक्त अल्पसंख्यक समुदाय के लोग पीने के पानी और ठंडे आम के रस की बोतल लेकर के राम भक्तों का इंतजार करते नजर आये . गर्मी में काफी दूर चलने के बाद राम भक्त प्यासे न रह जाए। 

इस लिए मुस्लिम भाइयों ने अपने हाथ से पानी और कोल्ड ड्रिंक पिलाते नजर आये। पिलखाना यूनाइटेड क्लब के सचिव शेख शाहजहां ने कहा कि वे हर साल प्यासे राम भक्तों को पानी पिलाते हैं। हालांकि वे खुद रमजान के महीने में सुबह से पानी नहीं पीते है फिर भी राम भक्तो के लिए पीने की पानी की व्यवस्था करते। रमजान के महीने में कहा जाता है कि प्यासे को पानी और भूखे को खाना दो। इसलिए वे ऐसा कर रहे हैं। यह कितना अच्छा दृश्य है। 

रामनवमी जुलूस के आयोजकों में से एक अमरनाथ शंकर ने कहा कि मुस्लिम भाई जिस तरह से उन्हें पानी पिला रहे हैं, उससे वे बहुत खुश हैं. हमारे बीच कोई धार्मिक अंतर नहीं है।

Howrah

Mar 30 2023, 15:47

जोथ संग्रामी मंच की ओर से ऐतिहासिक हावड़ा बीज होते हुए तकरीबन 10 हजार लोगों ने रैली निकालकर कोलकाता धरना मंच की ओर रवाना हुई


हाबड़ा : संग्रामी चौथ मंच की ओर से एक महा रैली का आयोजन किया गया । बकाया डि ए , सरकारी सुनिए पड़े खाली पदों पर स्वच्छता रीके से भर्ती करने की प्रक्रिया सहित और कई सारी मांगों को लेकर आज पश्चिम बंगाल के विभिन्न जिलों से हावड़ा स्टेशन पहुंचे और यहां से एक साथ ऐतिहासिक हावड़ा बीज होते हुए कोलकाता के धरना मंच की ओर रवाना हुए तकरीबन 10 हजार से अधिक लोग इस रैली में शामिल हुए हैं।

इस जुलूस में शामिल होने वाले लोगों का कहना है कि माननीय मुख्यमंत्री थोड़ा सा मानव इक हो और हम लोगों के प्रति ध्यान दें नहीं तो आने वाले दिनों में और बड़े आंदोलन की तैयारी की जाएगी।

बाइट विमलेंद्र आउट झाड़ग्राम जिला के रहने वाले जोथ संग्रामी संस्था के सदस्य।

Howrah

Mar 30 2023, 13:41

हावड़ा में पहली बार तृणमूल हावड़ा जिला हिंदी प्रकोष्ठ की ओर से राम नवमी के अवसर पर भव्य शोभायात्रा निकाली गई


आज रामनवमी के शुभ अवसर पर तृणमूल कांग्रेस हिंदी प्रकोष्ठ की ओर से पहली बार दक्षिण हावड़ा के काजीपाड़ा से उत्तर हावड़ा तक एक विशाल जुलूस मानव जायसवाल के नेतृत्व में निकाली गई इस जुलूस में काफी संख्या में लोगों ने भाग लिया जो अपने हाथों में धर्मी भगवा झंडा लेकर बाइक व पैदल शामिल हुए थे।

साथ ही इस जुलूस में धनुष में तीर की जगह 3 को दर्शाया गया है इन लोगों का कहना है कि तीर तलवार से अधिक शक्तिशाली पेन है इसलिए धनुष के साथ पेन को दर्शाते हुए जुलूस में शामिल हुए हैं वहीं पुलिस प्रशासन की ओर से इस जुलूस के लिए काफी कड़ी व्यवस्था की गई थी।

Howrah

Mar 30 2023, 12:22

*রামনবমী উপলক্ষে কাজীপাড়া থেকে হাওড়া ময়দান মেট্রো চ্যানেল পর্যন্ত মিছিল*

রামনবমী উপলক্ষে হাওড়া প্রথমবার তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠের তরফ থেকে আজ হাওড়া কাজীপাড়া থেকে হাওড়া ময়দান মেট্রো চ্যানেল পর্যন্ত রামনীর বিশাল মিছিল বের করা হয় কিন্তু এই মিছিলে হাতে অস্ত্র জায়গায় ধনুষের সোলার পেন দিয়ে লাগানো রয়েছে যাতে তারা বলতে চাইছেন তলোয়ারের চেয়ে বেশি তিন শক্তিশালী আছে হিন্দি প্রকোষ্টের মানব জেসওয়াল নেতৃত্বে এই বিশাল মিছিল বের করা হয়, মিছিলে বহু সংখ্যায় মানুষ হাতে ধর্মীয় পতাকা নিয়ে পায়ে পা নিয়েছেন ও জয় শ্রীরাম গানের ধনে তারা এগিয়ে এসেছেন।

Howrah

Mar 30 2023, 11:17

গতকাল মুখ্যমন্ত্রীর ওয়াশিং মেশিনে কাচা নিয়ে কটাক্ষ বিজেপি নেতার


হাওড়া: রামনবমী উপলক্ষ্যে সাতসকালে মধ্য হাওড়ার শ্যামশ্রী মোড় থেকে হাওড়া রামরাজাতলা রাম মন্দির পর্যন্ত মিছিলের সূচনা হয় । মিছিলে কয়েকশো রামসেনানীর সঙ্গে পা মেলান কলকাতা কর্পোরেশনের পৌরপিতা বিজিপি নেতা সজল ঘোষ, রাজ্য বিজেপির নেতা সঞ্জয় সিং ও উমেশ রাই সহ অন্যান্য নেতৃত্বরা ।

এদিন সজল ঘোষ বলেন," দেশে এক রকম আইন হওয়া উচিত। একটি সম্প্রদায়কে যদি অস্ত্র মিছিল করার অনুমতি দেওয়া হয় তবে তাদেরও অনুমতি দিতে হবে। তাছাড়া এই সশস্ত্র মিছিল বহু যুগ ধরে চলে আসছে। আমাদের পরম্পরা আমাদের শিরায় আছে। এই অস্ত্র দুর্বলের উপর প্রয়োগের জন্য নয়, দুর্বৃত্তদের ওপর প্রয়োগের জন্য । এটা মা দুর্গার অস্ত্র।"

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াশিং মেশিনে কাচার কটাক্ষ করে তিনি বলেন, "চিন্তা নেই। ওনাকেও ওয়াশিং মেশিনে ঢোকানো হবে। কালো থেকে কাদা করে তিহার জেল থেকে সাদা করে বার করা হবে"।

Howrah

Mar 30 2023, 11:15

ফের মুখ্যমন্ত্রীকে কুকথায় আক্রমণ বিজেপি নেতা দিলীপ ঘোষের


হাওড়া: রামনবমীতে রাজনৈতিক তরজা অব্যাহত বঙ্গে । এদিন মধ্য হাওড়ার রাম সেনানির পক্ষ থেকে এক মিছিলে অংশ নিতে আসেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । মিছিল শেষে ঐতিহ্যবাহী হাওড়া রামরাজাতলা রাম মন্দিরে সকলে মঙ্গল কামনার্থে পুজো দেন তিনি ।

সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কে আক্রমণ করেন তিনি । তিনি বলেন, গোটা দেশে যেখানে ঐতিহ্যবাহী রামনবমী পালন করা হয় সেখানে মুখ্যমন্ত্রী এ রাজ্যে রামনবমীর জন্য ছুটি ঘোষণা করেন না, এর থেকেই বুঝা যায় তিনি কতটা হিন্দুত্ববাদ ।

Howrah

Mar 30 2023, 09:11

*রামনবমী উপলক্ষে শুরু হল মিছিল*

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াশিং মেশিনে কাচার কটাক্ষ করে তিনি বলেন চিন্তা নেই। ওনাকেও ওয়াশিং মেশিনে ঢোকানো হবে। কালো থেকে কাদা করে তিহার জেল থেকে সাদা করে বার করা হবে। সজল ঘোষ বিজেপি নেতা।

রামনবমী উপলক্ষে সাতসকালে মধ্য হাওড়ার শ্যামশ্রী মোড় থেকে হাওড়া রামরাজাতলা রাম মন্দির পর্যন্ত মিছিলের সূচনা হয় । উক্ত মিছিলে কয়েকশো রামসেনানীর সঙ্গে পা মেলান কলকাতা কর্পোরেশনের পৌরপিতা বিজিপি নেতা সজল ঘোষ, রাজ্য বিজেপির নেতা সঞ্জয় সিং ও উমেশ রাই সহ অন্যান্য নেতৃত্বরা । এদিন সজল ঘোষ বলেন দেশে এক রকম আইন হওয়া উচিত। একটি সম্প্রদায়কে যদি অস্ত্র মিছিল করার অনুমতি দেওয়া হয় তবে তাদেরও অনুমতি দিতে হবে। তাছাড়া এই সশস্ত্র মিছিল বহু যুগ ধরে চলে আসছে। আমাদের পরম্পরা আমাদের শিরায় আছে। এই অস্ত্র দুর্বলের উপর প্রয়োগের জন্য নয় দুর্বৃত্তদের ওপর প্রয়োগের জন্য । এটা মা দুর্গার অস্ত্র।

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াশিং মেশিনে কাচার কটাক্ষ করে তিনি বলেন চিন্তা নেই। ওনাকেও ওয়াশিং মেশিনে ঢোকানো হবে। কালো থেকে কাদা করে তিহার জেল থেকে সাদা করে বার করা হবে।

Howrah

Mar 30 2023, 07:43

*নিষ্ঠার সঙ্গে শতবর্ষী এক মহিলার প্রাণ বাঁচিয়ে জন্মদিন পালন করলো হাসপাতাল*

হাওড়া: এক শতবর্ষী মহিলা রোগীকে ডিভিশনাল রেলওয়ে হাসপাতালে অনিয়ন্ত্রিত পেটের সমস্যা নিয়ে ভর্তি করা হয়েছিল৷ তিনি ডাঃ সঞ্জয় ঘোষ, ডাঃ আশিস কুমার ভট্টাচার্য এবং বিভাগীয় রেলওয়ে হাসপাতালের পুরো মেডিকেল টিমের তত্ত্বাবধানে তিনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন। এখন সম্পূর্ণ সুস্থ হওয়ায় আজ তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে।

অন্যদিকে তিনি আজই ১০৩তম জন্মদিনে পা রাখছেন। বর্তমানে তিনি হাওড়ার কদমতলায় মেয়ের সঙ্গে থাকেন।তিনি নিজের অসুস্থ হলেও হাসপাতালের সবাইকে তিনি আর্শীবাদ করেছেন। 

   টিম হাওড়া অর্থোপেডিক তাকে তার স্বাস্থ্যকর জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছে এবং হাসপাতালে তার জন্মদিন উদযাপন করেছে। হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময়, তিনি চিকিত্সক এবং চিকিৎসা কর্মীদের নিষ্ঠার প্রশংসা করেন এবং সকলকেই তিনি আর্শীবাদ করেন। 

Howrah

Mar 29 2023, 20:07

ভারত এক্সপ্রেসের মেনটেনেন্স ইউনিটের উদ্বোধন


হাওড়া: পূর্ব রেলের ঝিল সাইডিং ডিপোতে বন্দে ভারত এক্সপ্রেসের মেনটেনেন্স ইউনিট তৈরি করা হল। আজ এই ইউনিটের উদ্বোধন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন অরোরা। এদিন তিনি বলেন অত্যাধুনিক এই কোচিং কমপ্লেক্সে বন্দে ভারত এক্সপ্রেস এর মেইনটেনেন্স এর কাজ হবে। ত্রিতল বিশিষ্ট এই কোচিং কমপ্লেক্স এ ট্রেন ঢোকার পর নিচের অংশ, মাঝে অংশ এবং উপরের অংশ বিভিন্ন তল থেকে দেখা যাবে।

আজ প্রথম পর্যায়ের কাজ উদ্বোধন করা হল। খরচ হয়েছে ১৪০ কোটি টাকা। এরপর এই কোচিং কমপ্লেক্সের গতিশক্তি প্রকল্পে ফেজ টু এবং থ্রি পর্যায়ের কাজ হবে। খরচ হবে ১০৩ কোটি এবং ৬৪ কোটি টাকা। এটি তখন বন্দে ভারত এক্সপ্রেসের পূর্ণাঙ্গ কোচিং কমপ্লেক্সে পরিণত হবে যেখানে ১৮ কোচের ট্রেন সম্পূর্ণভাবে দেখভাল করা হবে।

এদিন তিনি আরো বলেন ভবিষ্যতের কথা চিন্তা করে হাওড়া স্টেশনের সিস্টার স্টেশন হিসেবে পূর্ব রেলের ডানকুনি স্টেশনকে তৈরি করা হচ্ছে। সেখানে দূরপাল্লার ট্রেনের মেনটেনেন্স এর জন্য অত্যাধুনিক কোচিং কমপ্লেক্স তৈরি করা হবে।একসঙ্গে ৫০ টি বন্দে ভারত এক্সপ্রেস ওখানে থাকতে পারবে। এদিন তিনি আরো বলেন বন্দে ভারত এক্সপ্রেস পাথর ছোড়ার ঘটনা আটকাতে সামাজিক সচেতনতার উপর জোর দেওয়া হয়েছে। কারণ ট্রেনটি জনগণের সম্পত্তি। সেটা রক্ষা করতে তাদেরই এগিয়ে আসা উচিত বলে তিনি মন্তব্য করেন।