Birbhum

Mar 21 2023, 19:58

দুর্নীতি,সন্ত্রাস, লুঠ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসাধারণের কমিটির ডেপুটেশন,খয়রাশোলে


বীরভূম:- বীরভূম জেলা খয়রাশোল ব্লক জনসাধারণের সংগ্রাম কমিটির তরফ থেকে একশো দিনের কাজ,ব্লক এলাকায় অবস্থিত গঙ্গারামচক ও বড়জোড়া কয়লা খনিতে স্থানীয় বেকারদের কাজ,সন্ত্রাসমুক্ত সমাজ সহ নানান দাবি নিয়ে মঙ্গলবার খয়রাশোল বিডিও কে ডেপুটেশন প্রদান করা হয়।এদিন গোষ্ঠডাঙ্গা থেকে মিছিল সহকারে ব্লক অফিস চত্বরে এসে জমায়েত হয় এবং আজকের ডেপুটেশনের মূল বিষয়বস্তু নিয়ে বক্তব্য রাখেন জনসাধারণের কমিটির পক্ষে সেখ বাবু, সেখ নাসিম,জুবের খান,প্রশান্ত ঘোষ,নারায়ণ বাউরি প্রমুখ নেতৃত্ব।

পরবর্তীতে জনসাধারনের সংগ্রাম কমিটির পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধি গিয়ে বিডিও র হাতে স্মারকলিপি তুলে দেন।সংগঠনের বক্তব্য দূর্নীতি,লুঠ,সন্ত্রাস এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ও গনতান্ত্রিক অধিকার পুন প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন। খয়রাশোল বিডি ও জানান জনসাধারণের সংগ্রাম কমিটি যে দাবিগুলি জানালো আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে সেগুলো পাঠিয়ে দেবো।

Birbhum

Mar 21 2023, 19:51

বগটুই কাণ্ডের বছর পূর্তিতে রাজনৈতিক দলের পক্ষে স্মরণ


বীরভূম:- আজ ২১ শে মার্চ গতবছর এদিনেই জেলার রামপুরহাট এলাকার বগটুই গ্রামে ঘটে বীভৎস হত্যালীলা।স্বজনহারাদের নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজনীতি, হত্যালীলার বর্ষ পূর্তিতে স্মরণ অনুষ্ঠান ঘিরে।মৃতের পরিবারের সদস্যদের নিজেদের দলে টানতে মরিয়া তৃণমূল-বিজেপি দুই শিবিরই। দুই দলের তরফেই পৃথক পৃথক ভাবে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের।

২০২২ সালের ২১ মার্চ। বগটুইবাসীই শুধু নয়, গোটা রাজ্যের মানুষের কাছে ওই রাতের স্মৃতি আজও দগদগে ঘায়ের মত।সেদিন আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল ১০ জনের। তারপর পেরিয়েছে একবছর। আজ অর্থাৎ মঙ্গলবার বগটুইকাণ্ডের বছর পূর্তিতেও রাজনীতির রং। জানা গিয়েছে, স্বজনহারা মিহিলাল শেখের বাড়ির দেওয়ালে শহিদ বেদি তৈরি করা হয়েছে বিজেপির তরফে। ঠিক তার উলটো দিকে শহিদ বেদি তৈরি করেছে তৃণমূল। মঙ্গলবার সকাল ১১ টায় স্বজনহারা শেখলাল এর বাড়িতে যান বিধায়ক আশিষ বন্দ্যোপাধ্যায়। স্বজনহারাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এদিকে এদিন আরেক স্বজনহারা মিহিলাল শেখ যান পাথরচাপড়িতে হজরত দাতা মহবুব শাহ ওলীর মাজার শরীফে যান এবং চাদর চড়ান।সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। সেখান থেকেই বিজেপি নেতা দাবি করেন, মিহিলাল তাঁদের সঙ্গে রয়েছেন।

বিকেলে বিজেপির শহীদ তপর্নে মিহিলাল থাকবে বলেও জানান তিনি। এদিকে মিহিলালের কথায়, “আমি রাজনীতি করতে আসিনি। একবছর আগে আমার মা-স্ত্রী-কন্যা মারা গিয়েছে। তাঁদেক জন্য প্রার্থনা করতে এসেছি।” এর পাশাপাশি শাসকদলের বিরুদ্ধে উষ্মাও প্রকাশ করেন তিনি। বলেন, গত একবছরে তৃণমূল আমাদের কোনওরকম সহযোগিতা করেনি।

Birbhum

Mar 21 2023, 12:17

*২১ শে মার্চ বীরভূমের বগটুই গণহত্যার বছরপূর্তি,শহিদবেদী তৈরি নিয়ে প্রতিযোগিতা বিজেপি-তৃণমূলের*


বীরভূম:- ২১ শে মার্চ মঙ্গলবার বীরভূমের রামপুরহাট এলাকার বগটুই গণহত্যা কাণ্ডের  বছরপূর্তি।ইতিমধ্যে যাকে ঘিরে শুরু হয়েছে দলীয় রাজনৈতিক প্রতিযোগিতা।শহিদবেদী নির্মাণ নিয়ে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শহীদদের স্মরণে মঙ্গলবার বিকেলে বগটুইতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। বিজেপির পক্ষ থেকে আগেই বগটুই গ্রামে  মিহিলাল শেখের বাড়ির সামনে শহিদবেদি তৈরি করা হয়েছে।এদিকে ১৯ মার্চ বিকেল থেকে পাশাপাশি অন্যপ্রান্তে আরও একটি শহিদবেদী নির্মাণের কাজ শুরু করে তৃণমূল।

বিজেপির তৈরি শহিদবেদী নির্মাণের বিষয়টি মিহিলাল স্বীকার করলেও, তৃণমূলের হঠাৎ শহিদবেদী তৈরী করা নিয়ে তিনি কটাক্ষ করেন। তিনি জানান, “এতদিনে কেন মনে পড়ল তৃণমূলের?” যদিও তিনি আর কোনো রাজনৈতিক দলে নেই বলে স্বীকার করেন।


উল্লেখ্য,”গত বছর ২১ মার্চ রাত ৮ টা নাগাদ রামপুরহাটের বগটুই মোড়ে বোমার আঘাতে খুন হন  রামপুরহাট ১ নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের ভাদু সেখ। নিমেষেই হিংসা ছড়িয়ে পড়ে এলাকায়। পাল্টা প্রতিশোধ নিতে বাড়িতে আগুন লাগানো হয়। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় মোট ১০ জন। সেই ঘটনার বছর পূর্তিতে শহীদ স্মরণে বীরভূমের বগটুইতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৃতদের নামাঙ্কিত শহিদবেদীতে মাল্যদান করবেন তিনি।


তবে তৃণমূলের নির্মিত শহীদবেদীতে মাল্যদান করতে কোনো নেতা আসবেন কি-না তা জানা যায়নি। এদিকে শহীদবেদী নির্মাণ না করলেও ২১ মার্চ বিকেলে সিপিআইএমের পক্ষ থেকে একটি মৌন মিছিল এলাকা পরিক্রমা করবে বলে আগেই জানিয়েছেন সিপিআইএমের জেলা নেতা সঞ্জীব বর্মন। সেই মৌনমিছিলে যোগ দেবেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ জেলা নেতৃত্ব।

Birbhum

Mar 20 2023, 16:24

*দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে বিধায়ক,দুবরাজপুর এলাকায়*


বীরভূম:- একেবারে দোড় গোড়ায় পঞ্চায়েত নির্বাচন কড়া নাড়ছে। সেটাকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের সাংসদ, বিধায়ক, মন্ত্রী, নেতা সকলেই মানুষের বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ এবং তাঁদের সমস্যার কথা শুনছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত এমন অভাব অভিযোগের কথা শুনছেন। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দূত হয়ে তাঁদেরকে মানুষের দুয়ারে পাঠাচ্ছেন।অনুরূপ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের সাহাপুর গ্রামে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দূত হয়ে আসেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। আবাস যোজনা পাইনি, আবার কেউ কেউ গ্রামের রাস্তার সমস্যা নিয়ে ও সরব হলেন বিধায়কের কাছে।

সাহাপুর গ্রামের বাসিন্দা তরুণ কৈবর্ত্য জানান, আমার মাটির বাড়ি খড়ের ছাউনি, বর্ষার সময় বাড়ির ভেতরে জল পড়ে,বসবাস করা খুব দুস্কর হয়ে পড়ে। বিগত পনেরো বছর ধরে সরকারের কাছে থেকে সাহায্য পাইনি। বহুবার পঞ্চায়েতে গিয়েছি,এমনকী ব্লকে গিয়ে ও নিরাশা হতে হয়েছে। অন্যদিকে সাহাপুর গ্রামে রাস্তার দাবিতে সেখ হেদায়াতুল্লাহ সহ একাধিক গ্রামবাসী বিধায়ককে কাছে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা জানান, দীর্ঘদিন ধরে মসজিদ যাওয়ার রাস্তাটি নর্দমায় ভর্ত্তি।

এনিয়ে স্থানীয় পঞ্চায়েতে বহুবার আবেদন করা হলেও কোনো সুরাহা হইনি। বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, আগে রাস্তা করে দেওয়া হয়েছে। কিন্তু গ্রামের রাস্তায় গরুর গাড়ি গিয়ে গিয়ে ঐ রাস্তা খারাপ হয়ে গিয়েছে। তবে আমরা স্থানীয় ব্লক প্রশাসনকে নিয়ে বসে সমস্যার সমাধান করার চেষ্টা করছি।

Birbhum

Mar 20 2023, 16:22

*দুবরাজপুর পৌরসভায়,মা ক্যান্টিনে ভিক্ষুকদের অন্ন সেবার ব্যবস্থা*


বীরভূম:- ভিক্ষুকরা বাড়ি বাড়ি বা দোকান বাজার ঘুরে ভিক্ষেবৃত্তি করে সংগৃহীত অর্থে জীবন যাপন করেন।এক্ষেত্রে সাধারণত চাল বা টাকা আদায় হয়, তবে সময় ক্ষেত্রে দুপুরের আহারও জোটে কারো দয়ায়। বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার পক্ষ একটি দিন শুধু দুবরাজপুর বাজারে আসা দূর দূরান্তের প্রায় দুই শতাধিক ভিক্ষুককে মা ক্যান্টিনে অন্ন সেবা করানোর ব্যবস্থা হয়। মেনুতে ছিল পোলাও, মিক্সভেজ, আলুর দম, মিষ্টি এবং দই।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় বিগত দু'বছর ধরে মা ক্যান্টিনে ৫ টাকার বিনিময়ে প্রতিদিন গরীব ও দুঃস্থ মানুষদের ভাত, ডাল, সব্জি ও একটি করে ডিম দেওয়া হয়। কিন্তু ভিক্ষুকদের জন্য বিনা পয়সায় অন্ন সেবা করানো হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার সাগর কুণ্ডু, সুভাষ মেটে, বিশিষ্ট শিক্ষক অরিন্দম চ্যাটার্জি সহ আরও অনেকে।

এদিন পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, আমাদের এখানে মা ক্যান্টিনে ৫ টাকার বিনিময়ে প্রতিদিন শতাধিক মানুষকে দুপুরের খাবার খাওয়ানো হয়। কিন্তু আজ বিশেষ করে দুবরাজপুরের পথ চলতি ভিক্ষুকদের সমবেত করে তাঁদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়।আগের সপ্তাহে প্রত্যেক ভিক্ষুককে এই দিনে খাবারের আমন্ত্রন জানানো হয়েছিল। আগামী দিনে ঐ সমস্ত ভিক্ষুকদের হাতে বস্ত্রও তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

Birbhum

Mar 19 2023, 19:42

প্রতিবন্ধীদের নিয়ে অনুষ্ঠিত স্পোর্টস ফেস্টিভ্যাল- ২০২৩,বীরভূমে


বীরভুম :- পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর বীরভূম জেলা কমিটির উদ্যোগে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী সহ সর্বস্তরের প্রতিবন্ধীদের নিয়ে স্পোর্টস ফেস্টিভাল- ২০২৩ নামক কর্মসূচির মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় । বীরভূমের নলহাটি শহরের হরিপ্রসাদ হাইস্কুল মাঠ প্রাঙ্গণে রবিবার জেলার বিভিন্ন ব্লক এলাকা থেকে প্রায় ২০০ জন প্রতিবন্ধী খেলায় অংশগ্রহণ করে। প্রতিবন্ধীদের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। দৌড়, লৌহবল নিক্ষেপ, দীর্ঘ লম্পন, মিউজিকাল চেয়ার, হুইলচেয়ার ইত্যাদি ইভেন্টের মাধ্যমে খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর বীরভূম জেলা কমিটির সম্পাদক বদরুদ্দোজা সেখ ও সভাপতি নুরুল ইসলাম, কয়থা উচ্চ বিদ্যালয়ের শারীর শিক্ষা বিষয়ক শিক্ষক স্বপন লেট, নলহাটি বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক করুনা সিন্ধু মন্ডল, আটগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রবিদাস সহ বহুবিশিষ্ট ব্যক্তিবর্গ।

খেলাশেষে অংশগ্রহণকারীদের মধ্যে ফুল, মেডেল, শংসাপত্র সহ বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। উল্লেখ্য আগামী ১০ই জুলাই ২০২৩ পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর পক্ষ থেকে দিল্লি চলো কর্মসূচি অভিযান রয়েছে।এদিন সে বিষয়ে ও প্রচার অভিযান চালানো হয়।

প্রতিবন্ধীদের জন্য ২০১৬ সালের সরকারি যে আইন, সেই আইন লাগু করার লক্ষ্যেই তাদের এই কর্মসূচি। আজকের অনুষ্ঠান সহ দিল্লি চলো বিষয়ক কর্মসূচি সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন পশ্চিম বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর জেলা সম্পাদক বদরুদ্দোজা সেখ।

Birbhum

Mar 19 2023, 19:40

বুথ কর্মীদের নিয়ে কংগ্রেসের কর্মীসভা এবং দূর্নীতির বিরুদ্ধে মিছিল,নলহাটিতে


বীরভূম:- আসন্ন পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল গুলি।পিছিয়ে নেই বীরভূম জেলা জাতীয় কংগ্রেসের ব্লক ও জেলা নেতৃত্ব।সেই লক্ষ্যে রবিবার বীরভূম জেলার নলহাটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এলাকার প্রতিটি বুথের বুথ সভাপতিদের নিয়ে নলহাটিতে অনুষ্ঠিত হয় কর্মীসভা।আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এলাকার পরিবেশ পরিস্থিতি বিষয়ক আলোচনা এবং জাতীয় কংগ্রেসের প্রতীকে কোথায় কোথায় প্রার্থী দেওয়া যেতে পারে।

তাছাড়া প্রার্থী চিহ্নিত করণ সহ পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন রণকৌশলের ব্যাপারে সভায় আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা যায়।পাশাপাশি এদিন রাজ্য সরকার তথা শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন দূর্নীতির অভিযোগ তুলে নলহাটি শহর এলাকা জুড়ে বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলে আবাস যোজনা,গরু পাচার,চাকরি চুরি,কয়লা -বালি চুরি ইত্যাদি চুরি ও দূর্নীতির অভিযোগ তুলে শ্লোগানে এলাকা মুখরিত করে তোলে।

এদিনের কর্মীসভা ও বিক্ষোভ মিছিল প্রদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি তথা হাসন বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ, জেলা যুব কংগ্রেস সভাপতি নাসিরুল শেখ, নলহাটি ব্লক কংগ্রেস সভাপতি সাদ্দাম দেওয়ান,নলহাটি শহর কংগ্রেস সভাপতি রাজেস শেখ, নলহাটি বিধানসভার যুব কংগ্রেস সভাপতি সুভাষ রবিদাস প্রমুখ নেতৃত্ব।

Birbhum

Mar 19 2023, 13:03

*তৃণমূলে ফের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, কোর কমিটি মানিনা নিয়ে সোসাল মাধ্যমে পোস্ট*


বীরভূম:- জেলা তৃনমূল সভাপতি অনুব্রত মন্ডল সিবিআই,ইডি র হেফাজতে যেতেই জেলার রাজনৈতিক কাঠামো নড়বড়ে হয়ে পড়ে।গোষ্ঠী দ্বন্দ্বের চিত্র এবং বাকবিতন্ডার সুর চড়তে থাকে।অনুরূপ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষের ফেসবুক পোস্ট ঘিরে জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসে। উল্লেখ্য দিন কয়েক আগেই সমস্ত জেলা নিয়ে বৈঠক করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কিন্তু তারপরেও গোষ্ঠীদ্বন্ধ আটকানো সম্ভব হচ্ছে না বীরভূম জেলায়।জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল জেল হেফাজতে থাকায় সভাপতি হীন ভাবে তৃনমূল দল চলতে থাকে।যার পরিপ্রেক্ষিতে চার সদস্যের কোর কমিটি গঠন করে জেলার সাংগঠনিক কাজকর্ম দেখাশোনার দায়িত্ব বর্তায়।পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে এসে রাজনৈতিক পরিস্থিতি ঠিক রাখতে চার জন নিয়ে গঠিত কোর কমিটির জায়গায় তিনি ৭ জনের কমিটি গঠন করে দেন।

এমনকি বীরভূম জেলার দায়িত্ব মুখ্যমন্ত্রী নিজ হাতে তুলে নেন, বলে সেদিন ঘোষণা করেন।মুখ্যমন্ত্রী ঘোষিত সাতজনের কোর কমিটি মানিনা বলে সোস্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে জেলা রাজনীতিতে গোষ্ঠী দ্বন্দ্বের চিত্র প্রকট হয়ে উঠছে। 

আবার সেই কমিটিই মানিনা বলে সোস্যাল মাধ্যমে পোস্ট করে বসলেন অনুব্রত মন্ডল এর সব থেকে ঘনিষ্ট জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ। পাশাপাশি, তিনি তৃণমূলের একধিক দায়িত্বেও রয়েছেন।তিনি ফেসবুকে পোস্ট করে লিখেছেন ," বীরভূম জেলায় কোর কমিটি বলে কিছুই নেই"।পাশাপাশি তিনি আরও লিখেছেন যে, "কোনো ধান্দাবাজ রাজীনীতির লোকের বোলপুরে জায়গা নেই"। বিশেষ উল্লেখ্য মুখ্যমন্ত্রীর জেলা সফরের কর্মসূচিতে অনুব্রত মন্ডলের নাম বা ছবি সহ কোন কাট আউট,ব্যানার পোস্টার,ফেস্টুন ইত্যাদি জায়গায় তার নাম না রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এতদসত্ত্বেও অনুব্রত ঘনিষ্ঠ অনুরাগীদের এলাকা থেকে অনুব্রত মন্ডলের ছবি সহ প্ল্যাকার্ড নিয়ে বোলপুর মিছিলে যোগ দেওয়ার চিত্র ধরা পড়ে।

Birbhum

Mar 18 2023, 19:30

বগটুই গনহত্যার বর্ষ পূর্তিতে কর্মসূচি গ্রহণ সিপিআইএম পার্টির


বীরভূম:- আগামী ২১ মার্চ বীরভূম জেলার বগটুই গণহত্যার এক বছর পূর্ন হতে চলেছে।যে গনহত্যার ঝড় রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে।সেই দিনটিকে স্মরণ করে ওইদিন বিকেল ৩ টায় মৌন মিছিল সংগঠিত হবে সিপিআইএম পার্টির পক্ষ থেকে। মিছিলটি রামপুরহাট এলাকার বগটুই মোড় থেকে শুরু হবে।

সেদিন মৌণ মিছিলে উপস্থিত থাকবেন সিপিআই(এম) রাজ্য কমিটির সম্পাদক মহ: সেলিম বলে পার্টির পক্ষ থেকে জানা যায়। সেই কর্মসূচি সফল করতে শনিবার স্থানীয় পাখুরিয়া গ্রামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম পার্টির পক্ষ থেকে সঞ্জীব মল্লিক, অমিতাভ সিং, বাবু বায়েন, আনাল হক, সাহাবুদ্দিন সেখ প্রমুখ নেতৃত্ব ও দলীয় কর্মীবৃন্দ।

Birbhum

Mar 18 2023, 19:09

বীরভূমে ফের প্লাস্টিক ভর্তি বোমা উদ্ধার


বীরভূম:- বীরভূম জেলা জুড়ে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও উদ্ধার উদ্ধার হচ্ছে বোমা।অনুরূপ শনিবার ফের একটি প্লাস্টিকের বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করল বীরভূম জেলার মারগ্রাম থানার পুলিশ।

এদিন বিকেলে মারগ্রাম থানার কালিদহ গ্রামের একটি পুকুর পাড় থেকে প্লাস্টিকের বালতি ভর্তি বোমা উদ্ধার করা হয়।বালতির ভেতরে আনুমানিক ৫ টি তাজা বোমা রয়েছে বলে জানা যায় । বোমা উদ্ধারকৃত জায়গাটি মারগ্রাম থানার পুলিশ ঘিরে রেখেছে।এখানে এতগুলো বোমা কে বা কারা কি উদ্দেশ্য রেখেছে তদন্তে নেমেছে পুলিশ।উদ্ধারকৃত বোমা গুলি নিষ্ক্রিয় করণের জন্য বোম স্কোয়াড কে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।