kolkata

Mar 21 2023, 12:22

*ফের পিছালো  ডিএ মামলার শুনানি*


ডিএ দাবিতে লাগাতার আন্দোলন চলছে মহানগরে ।এরই মাঝে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। আপাতত স্থগিত শুনানি। ফের শুনানি হবে ১১ই  এপ্রিল।

kolkata

Mar 20 2023, 16:35

রাজ্যে ন্যাশনাল ভলেনটিয়ার ফোর্সে নিয়োগ করা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল


কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতির পরে এবার রাজ্যে ন্যাশনাল ভলেনটিয়ার ফোর্সে নিয়োগ করা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল। এই নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। অভিযোগ, কর্মরত অবস্থায় মৃতদের পরিবারের চাকরি অন্য কাউকে দিয়ে দেওয়া হচ্ছে বড় লেনদেনের মাধ্যমে। অভিযোগ, এই দুর্নীতি করতে, তথ্য জাল করে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সেই পরিবারের সদস্য দেখিয়ে চাকরির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।

রাজ্যের একাধিক জেলায় এমন ভাবে একাধিক চাকরীতে ভুক্তভোগী পরিবারের সদস্যদের বাইরের ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে। সেই সব ব্যক্তিদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে মামলায় দাবী করা হচ্ছে। এই নিয়ে এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। আগামী ১৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানি হবে।

kolkata

Mar 20 2023, 16:32

হাইকোর্টে পিছালো আইনজীবী সঞ্জয় বসুকে দেওয়া রক্ষা কবচ সংক্রান্ত মামলার শুনানি


কলকাতা: কলকাতা হাইকোর্টে পিছালো আইনজীবী সঞ্জয় বসুকে দেওয়া রক্ষা কবচ সংক্রান্ত মামলার শুনানি। আদালত আপাতত তাঁকে জেরা করে কোন তল্লাশি, কড়া পদক্ষেপ থেকে বিরত থাকতে ইডিকে নির্দেশ দেয়। আগামী ৩ এপ্রিল পর্যন্ত শুনানি স্থগিত রাখল হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে ইডি।

সোমবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়।আগামী ২৭ মার্চ সেখানে শুনানির সম্ভাবনা রয়েছে বলে আদালতে জানালেন ইডির আইনজীবী। এর পরেই মামলার শুনানি পিছিয়ে দেয় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। গত ১৫ ই মার্চ সঞ্জয় বসুকে রক্ষাকবচ দেয় কলকাতা হাইকোর্ট।

kolkata

Mar 20 2023, 14:43

কংগ্রেস নেতা কৌস্তব বাগচী কে সিআরপিএফ নিরাপত্তা দিতে পারবে না, আদালতে রিপোর্ট দিয়ে জানালো কেন্দ্র


কলকাতা: কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচীর কেন্দ্রীয় নিরাপত্তার দেওয়া হবে কিনা তা নিয়ে সোমবার রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর।কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে এই মুহূর্তে অতিরিক্ত সিআরপিএফ তাদের হাতে নেই ।যে কারণে তারা কৌস্তুভ বাগচীকে নিরাপত্তা দিতে পারছেন না।এদিন পুলিশ কমিশনারের পক্ষ থেকেও একটি রিপোর্ট মুখ বন্ধ খামে জমা দেওয়া হয় হাইকোর্টে।

বিচারপতি রাজা শেখর মান্থার মন্তব্য,যা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজন। মামলাকারী কৌস্তব বাগচীর এবং রাজ্য সরকারের সিনিয়র আইনজীবীকে পরামর্শ, বিষয়টি আপনারা মিটিয়ে নিন।

পুলিশ কমিশনের পক্ষ থেকে যে রিপোর্ট তারা আদালতে জমা দিয়েছিল সেদিন তা ভরা এজলাসে খোলা হয়নি।আদালতের বাইরে বিষয়টা মীমাংসা করে নিন পরামর্শ বিচারপতির।

উভয় পক্ষের বৈঠকের পর কি সিদ্ধান্ত হল তা আগামী সোমবার আদালতে জানানোর নির্দেশ বিচারপতি রাজা শেখর মান্থার।

kolkata

Mar 20 2023, 13:40

বেলঘড়িয়া আরিয়াদহে হলি চাইল্ড স্কুলের বাংলা শিক্ষিকাকে বরখাস্ত করার প্রতিবাদে বিক্ষোভ


কলকাতা: বেলঘড়িয়া আরিয়াদহ নওদাপাড়া হলি চাইল্ড স্কুলের বাংলা শিক্ষিকাকে বরখাস্ত করার প্রতিবাদে বাংলা পক্ষ ও জাতীয় বাংলা সম্মেলন কমিটির পক্ষ থেকে স্কুলের সামনে বিক্ষোভ দেখান হল । তাদের দাবি অবিলম্বে বরখাস্ত হওয়া শিক্ষিকাকে পুনরায় কাজে বহাল করতে হবে এবং বাংলা ভাষা চালু করতে হবে এই স্কুলে । স্কুলের গেটের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন ।

পশ্চিমবঙ্গে প্রতিটি স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে ।আড়িয়াদহ হলি চাইল্ড স্কুলে বাংলা পক্ষের বিক্ষোভ কে কটাক্ষ করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। স্কুলের গেট ঝাঁকিয়ে স্কুলের সামনে কোন বিক্ষোভ করা যাবে না।এরকম বিক্ষোভ করলে পথে নামবে তৃণমূল কংগ্রেস।বিক্ষোভকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন মদন মিত্র।

kolkata

Mar 18 2023, 11:05

আগরপাড়া নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং জেআইএস ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছবির প্রচারে অভিনেতা রাজকুমার রাও


কলকাতা: পরিচালক অনুভব সিনহা পরিচালিত চলচ্চিত্র "ভেদ"। অভিনয়ে আছেন অভিনেতা রাজকুমার রাও এবং ভূমি পেডনেকর। ২৪ শে মার্চ শুভ মুক্তি পেতে চলেছে এই চলচ্চিত্রটি। তার আগেই আগরপাড়া নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং জেআইএস ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছবি প্রচার এসেছিলেন হিন্দি চলচ্চিত্রে স্বনামধন্য অভিনেতা রাজকুমার রাও।

"ভেদ" হল ১৯৪৭ সালের দেশভাগের পরে ভারতের সবচেয়ে বড় মাইগ্রেশনের একটি বিবরণ। যা ২০২০ সালের লকডাউনের সময় ঘটেছিল। এটি গল্প বলে যে কিভাবে চলচ্চিত্রে বেশ কয়েকটি চলচিত্র লকডাউন এর সাথে মোকাবিলা করে এবং তার নিরাপদ বোধ করে এবং একটি জায়গায় চলে যায়। ১৯৪৭ সালের যখন আমাদের জাতি বিভক্ত হয়েছিল যারা এর সীমানার মধ্যে বেঁচে ছিল তারা একটি অরক্ষিত অবস্থায় জমি ছেড়েছিল।

তবুও ২০২০ সালেও এই একই ঘটনা ঘটে মহামারীর সময়কালে। তারা দেখিয়েছে চলচ্চিত্রের মধ্যে দিয়ে কিভাবে 1947 সাল থেকে মানবতার কোনো সামাজিক অগ্রগতি হয়নি। যেটি চলচ্চিত্রে সভ্য যুগে অসুবিধা এবং দ্বন্দ্ব প্রতিফলন করে এবং আর্থসামাজিক ভারসাম্যহীনতাকে আলোকিত করে যা মানুষ তার সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্তে ভোগ করেছিল। এই চলচ্চিত্রে রাজকুমার রাও একজন তদন্তকারী অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন, এবং তার বিপরীতে ভূমি পেডনেকর ডাক্তারি চরিত্রে অভিনয় করেছেন।

পরিচালক অনুভব সিনহা এর আগেও তার প্রতিটা ছবিতেই সমাজের কিছু এমন বাস্তব সত্যকে তুলে ধরতে চেয়েছেন যেটা তার ছবির ইউএসপি। ২০১৯ এ আর্টিকেল ১৫ ২০১৮ এর মূলক দুই হাজার কুড়িতে থাপ্পর আর ২০২৩ এ "ভেদ "সবটাই কোন না কোন সামাজিক প্রেক্ষাপটকে তুলে ধরার চেষ্টা।

kolkata

Mar 18 2023, 10:29

*Kamala Power Women Awards ceremony*


It is a proud privilege to have been awarded among 50 powerful women of the country by Ankibai Ghamabdiram Gowani Trust and being invited at the Kamala Power Women Awards Night on 14th March in Delhi.

Courtesy by:

#AGGTrust

#kamalapower

#PriyankaTibrewal

kolkata

Mar 17 2023, 18:10

রাজ্যের আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল হাইকোর্ট


কলকাতা: আইনি জটে আপাতত আটকে থাকল রাজ্যের আসন্ন পঞ্চায়েত ভোট। শুক্রবার দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। এর জেরে আপাতত বহাল থাকছে ভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। চলতি মাসেই এই মামলার রায়দানের সম্ভাবনা রয়েছে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই স্থগিতাদেশ জারি হয়। আসন পুনর্বিন্যাস, ওবিসি জনসংখ্যা গননা সংক্রান্ত বিষয়ে এই মামলায় রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। আসন সংরক্ষণ সহ কেন্দ্রীয় বাহিনীর দাবিতে দায়ের হয় এই মামলা। এর জেরে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

kolkata

Mar 17 2023, 18:08

গুরবক্স সিং কে হকি ইন্ডিয়ার তরফ থেকে জীবন কৃতী সম্মানে সম্মানিত করা হল


কলকাতা: আজ বাংলার হকির ক্ষেত্রে এক গৌরবময় দিন হিসেবে চিহ্নিত হল। আজ হকি ইন্ডিয়ার তরফ থেকে তাদের ৫ম বার্ষিক সম্মান প্রদর্শন অনুষ্ঠানে বাংলা তথা ভারতের বিশিষ্ঠ প্রাক্তন অলিম্পিয়ান হকি খেলোয়াড় গুরবক্স সিং কে হকি ইন্ডিয়ার তরফ থেকে জীবন কৃতী সম্মানে সম্মানিত করা হয়।

এর সাথে তাঁকে ট্রফি এবং নগদ ৩০ লক্ষ টাকা দিয়েও সম্মান প্রদর্শন করা হয়। এই অনুষ্ঠানে আন্তর্জাতিক হকি আম্পায়ার এইচ এস সখি এবং সেরা টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে হকি বেঙ্গল কেও সম্মানিত করা হয়। বাংলার তরফ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হকি বেঙ্গলের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আলী। বাংলার হকির জন্যে আজকের দিনটি খুবই আনন্দ মুখরিত হয়ে থাকলো।

kolkata

Mar 17 2023, 18:06

রাজ্যে রাজনৈতিক দলগুলির সভা সমাবেশ করার ক্ষেত্রে নতুন বিধি তৈরি করে দিল কলকাতা হাইকোর্ট


কলকাতা: রাজ্যে রাজনৈতিক দলগুলির সভা সমাবেশ করার ক্ষেত্রে নতুন নিয়মবিধি তৈরি করে দিল কলকাতা হাইকোর্ট। ভাঙ্গরে সিপিএমের সভার অনুমতিতে তৈরি হওয়া সংকট নিয়ে দায়ের হওয়া মামলায় এবার রাজ্যজুড়ে বিধি চালুর নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতির নির্দেশ, এখন থেকে যাবতীয় মিছিলের আবেদন করতে হবে জেলার এসপি বা কমিশনারেটের পুলিশ কমিশনারের কাছে। এতদিন এই আবেদন করতে হত সংশ্লিষ্ট থানায়। আদালতের নির্দেশ, অনুমতি দেওয়ার ব্যাপারে পুলিশ কোন বৈষম্য করবে না সেটা নিশ্চিত করতে হবে। সেখানে কোন দল কখন জমা দিল তা নথিবদ্ধ করতে আলাদা রেজিস্ট্রার রাখতে হবে সেখানে। ক্রমিক সংখ্যা ধরে সেইসব আবেদন বিবেচনা করে অনুমতি দেবে পুলিশ।

সভাতে কতজন যোগ দিতে পারে তার সংখ্যা, কোথায় করতে চায় সেই জায়গা বা মিছিলের রুট জানতে হবে পুলিশকে। আদালতের নির্দেশ, স্থানীয় থানা নিশ্চিত করবে, কোনো ভাবে সে সব মিছিল বা সভা নিয়ে কোনো অশান্তি যাতে না হয়। বাইরের কোনো লোক সেখানে গোলমাল না করতে পারে তা দেখবে পুলিশ। সমাবেশে শব্দ বিধি মেনে মাইক বাজবে।

সেই আবেদনের রেজিস্টার যাতে অনলাইনে দেখা যায় সেটাও নিশ্চিত করতে হবে জেলাগুলিতে। এর জেরে ভাঙড়ে এবার সিপিএমের সভা করা নিয়ে জট কাটলো। ২৮ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই মিছিল বা সভা করার অনুমতি দিয়ে আপত্তি নেই পুলিশের। এদিন আদালতে জানালো রাজ্য।