kolkata

Mar 17 2023, 12:55

রাস্তার ধারের সরকারি জমির দখলকারীদের উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের


কলকাতা: আগামী ১৪দিনের মধ্যে বেহালা থেকে কাকদ্বীপ প্রায় ১০০ কিলোমিটার রাস্তার দুধারের যাবতীয় বেআইনি দখলদার উচ্ছেদের নির্দেশ দিল হাইকোর্ট। শুক্রবার বিচারপতি রাজা শেখর মান্থার নির্দেশ, ওই রাস্তার ধারের সরকারি জমির দখলকারীদের উচ্ছেদ করতে হবে।

ডায়মন্ড হারবারের কুলপি লাগোয়া করণজলি বাজার এলাকায় বেআইনি দখল উচ্ছেদের মামলায় নির্দেশ কার্যকর না হওয়ায় বিচারপতি এদিন প্রবল ক্ষোভ প্রকাশ করেন রাজ্য পূর্ত দপ্তরের অফিসারদের বিরুদ্ধে।

kolkata

Mar 17 2023, 12:53

স্কুল সার্ভিস কমিশনের আইনের ১৭ নম্বর ধারাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হাইকোর্টে


কলকাতা: চাকরী থেকে বরখাস্তের ঘটনার মাঝে এবার নবম - দশম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের আইনকে চ্যালেঞ্জ করে মামলা হল কলকাতা হাইকোর্টে। স্কুল সার্ভিস কমিশনের আইনের ১৭ নম্বর ধারাকে চ্যালেঞ্জ করে এই মামলা দায়ের হয়েছে। মামলাকারী হাসানুর জামান সহ আরও অনেকে  দাবী, কমিশনের ১৭ নম্বর ধারাকে অবৈধ ঘোষণা করা হোক।

এই আইনের বলেই হাইকোর্টের নির্দেশে ৬১৮ জন কর্মরত শিক্ষকের সুপারিশপত্র প্রত্যাহার করেছে কমিশন। শুক্রবার হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসূ এই মামলায় রাজ্য, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ সহ সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের মধ্যে আদান - প্রদানের প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দিয়েছে।

আগামী ৩ এপ্রিলের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মামলার পরবর্তী শুনানি  ৩ এপ্রিল। এই ১৭ নম্বর ধারায়  চাকরিপ্রার্থীর সুপারিশ বাতিল করার ক্ষমতা রয়েছে কমিশনের। আবেদনকারী বা কমিশনের দ্বারা সুপারিশ পত্র  দেওয়ার ক্ষেত্রে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে যে কোন সময় সুপারিশ পত্র প্রত্যাহার করতে পারে কমিশন। ১৭ নম্বর ধারায় এই ক্ষমতা রয়েছে কমিশনের।

kolkata

Mar 16 2023, 13:32

প্রাইমারি স্কুলে পড়াবে সিভিক ভলেন্টিয়াররা, বাঁকুড়ার পুলিশ সুপারের এই মন্তব্যের প্রতিবাদে রাস্তায় নামলো বিজেপি


কলকাতা: প্রাইমারি স্কুলে স্কুলে পড়াবে সিভিক ভলেন্টিয়াররা বাঁকুড়ার পুলিশ সুপারের এই মন্তব্যের প্রতিবাদে রাস্তায় নামলো বিজেপি। বৃহস্পতিবার দুপুরে সল্টলেকের করুনাময়ীতে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা। করুণাময়ী মোড়ে রাস্তায় বসে যায় বিক্ষোভকারীরা। 

বিধাননগর বিজেপি মন্ডল এর তরফ থেকে আজ সল্টলেকে করুণাময়ীতে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। তাদের বক্তব্য, বাঁকুড়ার পুলিশ সুপার যেমন মন্তব্য করেছে যে এবার থেকে প্রাথমিকের স্কুলে স্কুলে পড়াবে সিভিক ভলেন্টিয়াররা।

এর পাশাপাশি ২০২১ সালে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দমদমে তৃণমূলের একটি কর্মী সভায় বলেছিলেন সমস্ত তৃণমূল কর্মীরা চাকরি পাবেন এই দুটি দাবির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সল্টলেক করুনাময়ীতে বিধান নগর বিজেপি মন্ডলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। কিছুক্ষণের জন্য করুণাময়ী মোড়ে বসে অবস্থান বিক্ষোভ করে বিক্ষোভকারীরা। এর ফলে বেশ কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয়।

kolkata

Mar 15 2023, 13:56

আইনজীবী তথা কংগ্রেস নেতার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট


কলকাতা: আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আপাতত আদালতের অনুমতি ছাড়া কোন থানা এই নিয়ে কৌস্তভের বিরুদ্ধে কোন কঠোর পদক্ষেপ করতে পারবে না। আদালতের নির্দেশ, আগামী চার সপ্তাহ এই নির্দেশ বলবৎ থাকবে।

একইসঙ্গে বটতলা থানার বিরুদ্ধে ওঠা অতি সক্রিয়তার অভিযোগ নিয়ে পুলিশকে রিপোর্ট দিতে হবে আদালতে। নির্দেশ বিচারপতি রাজা শেখর মান্থার ।আদালতের মতে, বটতলা থানার পুলিশের এই অভিযোগ নিয়ে প্রাথমিক অনুসন্ধান করা উচিত ছিল। এমন কিছু তথ্য প্রমাণ নেই যার থেকে বোঝা যায় এই অভিযোগের গুরুত্ব রয়েছে। হাইকোর্টের মতে, কোন নোটিস না পাঠিয়ে নাগরিকের অধিকার ক্ষুন্ন করেছে।

kolkata

Mar 15 2023, 13:55

বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলির আইনজীবীকে পাঠানো ইডির সমনের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট


কলকাতা:বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলির আইনজীবী সঞ্জয় বসুকে পাঠানো ইডির সমনের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ, বুধবার তাঁকে ফের তলব করে ইডি। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া ইডির সামনে হাজিরা দিতে হবে না সঞ্জয় বসুকে।

এছাড়াও আদালতের নির্দেশ ছাড়া ইডি তাঁর অফিস এবং বাড়িতে কোন তল্লাশি করতে পারবে না। ফলে এদিন আর ইডির সামনে হাজিরা দিতে হচ্ছে না সঞ্জয়কে। ডিভিশন বেঞ্চের মতে, প্রাথমিক ভাবে সঞ্জয়ের বিরুদ্ধে এই তদন্ত ভুয়ো অর্থলগ্নি সংস্থার তদন্তের সঙ্গে জড়িত। একইসঙ্গে ইডিকে এই মামলার সব নথি পেশ করতে নির্দেশ দিয়েছে আদালত। আগামী সোমবারের মধ্যে তা পেশ করতে হবে।

kolkata

Mar 14 2023, 17:04

কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে আবেদন আইনজীবী সঞ্জয় বসুর


কলকাতা: বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলায় কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ পেলেন আইনজীবী সঞ্জয় বসু। সম্প্রতি ইডির আধিকারিকেরা সঞ্জয় ও তাঁর স্ত্রীকে ডেকে প্রায় ২৭ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। এর জেরে আদালতে রক্ষাকবচ চেয়ে আবেদন করেন তিনি। বেআইনি অর্থলগ্নি সংস্থা পিনকন এবং টাওয়ার গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন তিনি। তাঁর অভিযোগ, সেই মামলায় হাইকোর্টের আইনজীবী সঞ্জয় বসুকে বার বার ডেকে অযথা হয়রানি করছে ইডি।

বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে তিনি মামলা করেন।এমনকী, আগামীকাল বুধবারও ইডি তাঁকে ফের তলব করেছে। ইডির এই নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হন সঞ্জয়। রক্ষাকবচ চেয়ে আবেদন করেন তিনি। ইডি শুনানির জন্য আদালতে দুদিনের সময়সীমা চায়।ডিভিশন বেঞ্চ  ইডির সেই আবেদন নামঞ্জুর করেন।বুধবার ফের মামলার শুনানি হবে।

kolkata

Mar 14 2023, 13:07

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের অধিকার নেই রাজ্যের - হাইকোর্ট


কলকাতা:রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের অধিকার নেই রাজ্যের। মঙ্গলবার একটি মামলার নিষ্পত্তি করে এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকের্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ তার রায়ে উল্লেখ করেছে, উপাচার্যদের একমাত্র নিয়োগ করতে পারবেন আচার্য।

এর জেরে এবার রাজ্যের নিযুক্ত উপাচার্যদের পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২০১৮ সালের নিয়মে যাঁদের নিয়োগ হয়নি, তাঁদের সকলেরই নিয়োগ বৈধ থাকছে না। গত ২০২১-এর ডিসেম্বরে পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলেছিলেন।

রাজ্যপালের দেওয়া তালিকায় গৌড়বঙ্গ, আলিপুরদুয়ার, বর্ধমানের মতো বিশ্ববিদ্যালয়ের নামও ছিল। এর পর কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতী-সহ রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে উপাচার্য নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ এনে হাইকোর্টে অনুপম বেরা একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। ওই মামলার নিষ্পত্তি করে হাইকোর্ট জানিয়ে দিল, বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ বা পুনর্নিয়োগের এক্তিয়ার রাজ্যের নেই।

kolkata

Mar 14 2023, 12:32

কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী হাইকোর্টের দ্বারস্থ


কলকাতা: গ্রেফতারির প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। মঙ্গলবার বিচারপতি রাজা শেখর মান্থার দৃষ্টি আকর্ষণ তিনি।মামলা দায়েরের অনুমতি। আগামীকাল শুনানির সম্ভবনা।

kolkata

Mar 13 2023, 17:32

শর্তসাপেক্ষে বিরোধী দলনেতাকে নন্দীগ্রামে মিছিল করার অনুমতি দিল হাইকোর্ট


কলকাতা: শর্তসাপেক্ষে নন্দীগ্রামে মিছিল করতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।সর্তসাপেক্ষে আগামী ১৪ মার্চ নন্দীগ্রামে মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা।

ওই মিছিল অধিকারী পাড়া, সনাচুরা শহীদ পুর, গোকুল নগর, অধিকারী পাড়া হয়ে যাবে। তা সকাল ৮টা থেকে সকাল ১০টার মধ্যে শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

এদিন সকালেই নন্দীগ্রামে মিছিল করতে চেয়ে হাইকের্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ করেন, নন্দীগ্রামে শুভেন্দুকে মিটিংয়ের অনুমোদন দিচ্ছে না রাজ্য পুলিশ। তাই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

আগামী ১৪ মার্চ শুভেন্দুর মিটিংয়ের অনুমোদন চেয়ে আবেদন করেছিলেন স্থানীয় বিজেপির কর্তারা। কিন্তু অনুমোদন মেলেনি। তাই তিনি বিচারপতি রাজা শেখর মান্থার কাছে অনুমোদন চেয়ে আর্জি দাখিল করেন।আদালতের নির্দেশ, মিছিলে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে স্থানীয় পুলিশ প্রশাসনকে। সকাল ৮টা থেকে ১০.৩০টার মধ্যে মিছিল শেষ করে জায়গা খালি করে দিতে হবে বিজেপিকে।

kolkata

Mar 13 2023, 15:21

নন্দীগ্রামে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকের্টের দ্বারস্থ বিরোধী দলনেতা


কলকাতা : নন্দীগ্রামে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকের্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।অভিযোগ, নন্দীগ্রামে শুভেন্দুকে মিটিংয়ের অনুমোদন দিচ্ছে না রাজ্য পুলিশ। তাই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

আগামী ১৪ মার্চ শুভেন্দুর মিটিংয়ের অনুমোদন চেয়ে আবেদন করেছিলেন স্থানীয় বিজেপির কর্তারা। কিন্তু অনুমোদন মেলেনি। তিনি বিচারপতি রাজা শেখর মান্থার কাছে অনুমোদন চেয়ে আর্জি দাখিল করেছেন। ওই মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি।