Bankura

Mar 14 2023, 15:51

গ্রামের স্কুলের শিক্ষকদের পায়ে ধরে ক্ষমা চাইলেন অভিভাবকরা


বাঁকুড়াঃ শিক্ষকদের নিয়ে নানান অভিযোগের মাঝেই এক অন্যরকম দৃশ্যের সাক্ষী থাকলো বাঁকুড়ার জঙ্গলমহল। গ্রামের স্কুলের শিক্ষকদের পায়ে ধরে ক্ষমা চাইলেন অভিভাবকরা।

কিন্ত এই ঘটনার পিছনের গল্পটা কি? জানতে হলে পিছিয়ে যেতে হবে মাত্র কয়েকটা দিন। গত ১০ মার্চ, শুক্রবার যৌথ মঞ্চের ডাকে ধর্মঘটে সামিল হয়েছিলেন সারেঙ্গার নেতুরপুর গ্রাম পঞ্চায়েতের বামুনডিহা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরাও। পরের দিন শনিবার শিক্ষকরা স্কুলে গেলে দেখেন মূল ফটকে চাবি দেওয়া। আগের দিন যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটে সামিল হওয়ায় কেউ বা কারা স্কুলের মূল ফটকে চাবি লাগিয়ে দেয় বলে জানা যায়। পরে সারেঙ্গা থানার পুলিশ গিয়ে ঐ চাবি খুলে দিলে স্বাভাবিক পঠন পাঠন শুরু হয়।

এই ঘটনার পর 'লজ্জিত' ঐ স্কুলের অভিভাবক ও গ্রামবাসীদের একাংশ। মঙ্গলবার স্কুলে গিয়ে ঐ কৃতকর্মের জন্য শিক্ষক শিক্ষিকাদের পায়ে ধরে ক্ষমা চাওয়ার পাশাপাশি তাঁদের পূস্পস্তবক দিয়ে সংবর্ধিত করেন। এবিষয়ে প্রধান শিক্ষক অজয় রাউৎ বলেন, ওনারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন, এটাই বেশী ভালো লাগছে। কর্মজীবনের বাকি দিন গুলো সকলকেই নিয়েই তাঁরা চলতে যান বলে জানান।

গ্রামবাসী মিতুন দাস, শ্রীকান্ত দুলেরা বলেন, কয়েক জন দূবৃত্ত, অভিভাবক-গ্রামবাসীদের অনুমতি ছাড়াই স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছিল। বিষয়টি যথেষ্ট নিন্দাজনক। এখানে শিক্ষক মশায়দের ব্যবহার ও পড়াশুনার পরিবেশ যথেষ্ট ভালো। তাই সেই ভুল বোঝাবুঝি দূর করতে গ্রামবাসী-অভিভাবক সকলের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষিকাদের কাছে তারা ক্ষমা চেয়েছেন বলে জানান।

Bankura

Mar 14 2023, 11:24

উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন গুলিতেও পরীক্ষার্থীদের প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করল বনদপ্তর


বাঁকুড়াঃ হাতি উপদ্রুত এলাকা গুলিতে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন গুলিতেও পরীক্ষার্থীদের প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করলো বনদপ্তর। পরীক্ষার্থীদের বাড়ি থেকে গাড়িতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো, পরীক্ষা শেষে বাড়িতে ফিরিয়ে আনার পাশাপাশি জঙ্গল পথ জুড়ে হুলা পার্টির সদস্যরা টহল দেবেন, প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থাও করেছে বনদপ্তর বলে জানা গেছে।

বনদপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়া, বেলিয়াতোড় ও সোনামুখী রেঞ্জ এলাকায় প্রায় ৮০ টি হাতি রয়েছে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন উত্তর বঙ্গে হাতির হানায় এক পরীক্ষার্থীর মৃত্যুর পর আরো বেশী সতর্ক বনদপ্তর।

বড়জোড়ার শীতলা বিবেকানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র গোদারডিহি হাই স্কুলে। দীর্ঘ জঙ্গলপথ পেরিয়ে বনদপ্তর তাদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিচ্ছে। এই উদ্যোগে খুশী সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা বলেই জানিয়েছেন।

বনদপ্ওরের বেলিয়াতোড় রেঞ্জ অফিসার মহিবুল ইসলাম বলেন, বড়জোড়া ও বেলিয়াতোড় এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ২২ টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। ঐ গাড়ি গুলি পরীক্ষার্থীদের যেমন নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে, তেমনি পরীক্ষা শেষে তাদের বাড়িতেও ফিরিয়ে আনবে বলে তিনি জানান।

Bankura

Mar 14 2023, 10:25

চলতি বছরে বাঁকুড়া জেলায় মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার ১৩৮ জন


বাঁকুড়া:চলতি বছরে বাঁকুড়া জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার ১৩৮ জন। এর মধ্যে ছাত্র ১৭ হাজার ৮০৪ জন, ছাত্রী ২১ হাজার ৩৩৪ জন। এবার ৬০ টি মূল ও ৩৯ টি উপকেন্দ্র সহ মোট ৯৯ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

একই সঙ্গে রাজ্যের অন্যান্য অংশের মতো এই জেলার পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধ ঘিরে ১৪৪' ধারা জারি, ভেন্যু সুপার ভাইজার, সেন্টার সেক্রেটারী ও সেন্টার ইনচার্জ ছাড়া পরীক্ষার সঙ্গে যুক্ত বাকিরা সঙ্গে মোবাইল রাখতে পারবেননা বলে জানা

Bankura

Mar 13 2023, 16:08

আন্দোলনে 'পুলিশ কমিউনিটি ডেভেলম্যান্ট রিপ্রেজেনটিভ বাঁকুড়া'


বাঁকুড়াঃ সি.ডি.আর অর্থাৎ কমিউনিটি ডেভেলপম্যান্ট রিপ্রেজেনটিটিভদের 'যোগ্য সম্মান ও সাম্মানিকে'র দাবিতে এবার আন্দোলনে নামলো 'পুলিশ কমিউনিটি ডেভেলম্যান্ট রিপ্রেজেনটিভ বাঁকুড়া'। সোমবার ঐ সংগঠনের সদস্যরা মিছিল করে বাঁকুড়া জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শণ ও ডেপুটেশন কর্মসূচীতে অংশ নেন।

আন্দোলনকারী ঐ সংগঠনটির তরফে বলা হয়েছে, আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের স্বার্থে ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সি.ডি.আর তৈরী করেন। প্রথম দিকে সি.ডি.আর সদস্যদের যোগ্য সম্মান ছিল। মাসিক বৈঠকের পাশাপাশি রাজ্য পুলিশের ডি.জি-র মাধ্যমে আদিবাসী সমাজের অভাব, অভিযোগ, সমস্যা যথাস্থানে পৌঁছে দেওয়া যেতো। আর সেই সমস্যার সমাধান সি.ডি.আরের মাধ্যমেই হতো। তবে এখন সেসব অতিত। বর্তমানে ঐ সংস্থার গুরুত্বপূর্ণ শীর্ষ পদাধিকারীরা কেউ তাঁদের পদে নেই। এই অবস্থায় পূর্ণাঙ্গ সি.ডি.আর গঠন, প্রায় ১২০০ সদস্যদের সম্মান সাম্মানিক প্রদানের দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন বলে জানান।

Bankura

Mar 13 2023, 16:05

বাঁকুড়ার সোনামুখী রেঞ্জ অফিসের তালা বন্ধ করে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা


বাঁকুড়াঃ দীর্ঘদিনের বকেয়া বেতন না পেয়ে কাজ বন্ধ রেখে বাঁকুড়ার সোনামুখী রেঞ্জ অফিসের তালা বন্ধ করে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। এমনকি দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ অফিসারের সঙ্গে বাক্ বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিক্ষুব্ধ শ্রমিকরা, এমন ছবিও ধরা পড়লো উপস্থিত সংবাদমাধ্যমের কর্মীদের ক্যামেরায়।

বিক্ষোভকারী শ্রমিকদের তরফে বলা হয়েছে, তারা দীর্ঘ দিন বনদপ্তরের সোনামুখীর রেঞ্জের অধীনে থাকা ডিপোতে শ্রমিকের কাজ করছেন। কিন্তু গত কয়েক মাস তারা কোন বেতন পাননি। এই অবস্থায় বেতনের দাবিতে কাজ বন্ধ রেখে তারা বিক্ষোভ দেখিয়েছেন বলে জানান।

এপ্রসঙ্গে সোনামুখীর রেঞ্জ অফিসার অমিতেশ সৎপতি বলেন, মাসিক বেতন হিসেবে নয়, ডিপোতে কাঠ সাজানোর কাজ করে ও সরকারী হারে প্রত্যেকেই বেতন পায়। আর সেই বেতন নির্দিষ্ট পদ্ধতি মেনে বাঁকুড়া ডিভিশান অফিস থেকেই হয়। 'মেন কালপ্রিট' জনৈক গঙ্গাধর ঘোষের নেতৃত্বে কয়েক জন অফিসের গেট বন্ধ করে দেয় ও অশালীন মন্তব্য করে। এ বিষয়ে তিনি থানায় লিখিতভাবে অভিযোগ জানাচ্ছেন বলেও জানান।

Bankura

Mar 12 2023, 15:24

*ভোট প্রচারে বেরিয়ে তৃণমূলের লোকজন পাড়ায় এলে 'ঝেঁটিয়ে বিদায়' করার নিদান দিলেন বিধায়ক নীলাদ্রি শেখর দানা*


বাঁকুড়াঃ ভোট প্রচারে বেরিয়ে তৃণমূলের লোকজন পাড়ায় এলে 'ঝেঁটিয়ে বিদায়' করার নিদান দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দান। পঞ্চায়েত ভোট ঘোষণার আগেই রবিবার নিজের নির্বাচনী এলাকা বাঁকুড়া শহর সংলগ্ন ধলডাঙ্গা বাউরী পাড়া থেকে নির্বাচনী প্রচার শুরুর দিনেই তিনি স্থানীয়দের উদ্দেশ্যে এই কথা বলেন। একই সঙ্গে তৃণমূলের নেতা-কর্মীরা ভোট প্রচারে আসার আগেই বাড়ির 'থালা বাটি সহ অন্যান্য জিনিসপত্র বাক্সে তালা চাবি দিয়ে রাখা'র পরামর্শ দেন তিনি। না হলে ঐ জিনিসপত্র তারা 'নিয়ে পালাবে' বলেও বিজেপি বিধায়ক দাবি করেন। একই সঙ্গে ঐ বক্তব্যের মাঝেই তৃণমূলের জন্য 'মুড়া ঝাঁটা' তৈরী রাখার নিদানও দেন তিনি।


পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের বক্তব্যে অনড় থাকেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার রাজ্যের গরীব মানুষের জন্য বিভিন্ন প্রকল্পে বিপুল অর্থ বরাদ্দ করলেও মানুষের প্রকৃত উন্নয়ন হয়নি।

'ই.ডি-সিবিআই না থাকলে পশ্চিমবঙ্গের কঙ্কালসার অবস্থাটা আমরা দেখতে পেতামনা'। আর তাই 'তৃণমূলী তোলাবাজরা পাড়ায় এলে ঝেঁটিয়ে বিদায় করা'র পরামর্শ তিনি গ্রামের মানুষকে দিয়েছেন বলে জানান।

Bankura

Mar 12 2023, 10:53

ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল সংলগ্ন সা পুকুর শ্মশান এলাকা থেকে উদ্ধার বস্তাবন্দী শিশুর মৃতদেহ


বাঁকুড়াঃ বস্তা বন্দি সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার হলো বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল সংলগ্ন সা পুকুর শ্মশান এলাকার খোলা মাঠে। রবিবার সকালের এই ঘটনায় ঐ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


স্থানীয় 
সূত্রের খবর, এদিন সকালে মাঠের মধ্যে মুখবন্ধ অবস্থায় একটি বস্তা পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়, খবর দেওয়া হয় পুলিশে। পরে ওন্দা থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঐ বস্তার ভেতর থেকে এক মৃত শিশুর মৃতদেহ উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

Bankura

Mar 11 2023, 16:44

বাঁকুড়ার সোনামুখীর ইসবপুর গ্রামের বাসিন্দা স্থানীয় তৃণমূল নেতার ছেলের চাকরি বাতিল
বাঁকুড়াঃ রাজ্যে শিক্ষাক্ষেত্রে নিয়োগে দূর্ণীতির আবহে আদালতের নির্দেশে ৮৪২ জন গ্রুপ-সি কর্মীর চাকরী 'বাতিল' হয়েছে। আর ঐ তালিকায় নাম রয়েছে বাঁকুড়ার সোনামুখীর ইসবপুর গ্রামের বাসিন্দা , নবাসন উচ্চ বিদ্যালয়ে কর্মরত দেবাশীষ রায়ের। স্থানীয় তৃণমূল নেতা, প্রাক্তন শিক্ষক পরিমল রায়ের ছেলে দেবাশীষের চাকরি 'বাতিলে'র তালিকায় ১৯১ নম্বরে নাম রয়েছে।

প্রসঙ্গত, দেবাশীষ রায় প্রথমে বড়জোড়ার দধিমুখা হাই স্কুলে কর্মরত ছিলেন। পরে 'মিউচ্যুয়েল ট্রান্সফারে'র মাধ্যমে বাড়ির কাছে নবাসন উচ্চ বিদ্যালয়ে যোগ দেন। বর্তমানে তিনি সেখানেই কর্মরত ছিলেন। এবিষয়ে সোনামুখীর বিজেপি বিধায়ক দীবাকর ঘরামি বলেন, এরকম তৃণমূল নেতাদের অনেক আত্মীয় স্বজনের চাকরী গেছে।

চাকরী যাদের যাচ্ছে তাদের উচিৎ কাকে 'ঘুষ' দিয়ে চাকরী পেয়েছিলেন তা প্রকাশ্যে আনা দরকার। আর সেই নাম এখনই প্রকাশ্যে আসুক বলে তিনি দাবি করেন। নবাসন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষ বলেন, সরকারীভাবে ঐ বিষয়ে কোন নির্দেশ তিনি পাননি। তবে শনিবার স্কুল খোলা থাকলেও ঐ কর্মী স্কুলে আসেননি বলে তিনি জানান।

'চাকরীচ্যুত' নবাসন উচ্চ বিদ্যালয়ের গ্রুপ-সি কর্মী দেবাশীষ রায় কোন মন্তব্য করতে না চাইলেও তাঁর বাবা পরিমল রায় নিজেকে 'তৃণমূল কর্মী' দাবি করে বলেন, কোথাও কোন টাকা তিনি বা তাঁরা দেননি। এম.বি.এ করা ছেলে দেবাশীষ সরকারী নিয়ম মেনেই চাকরী পেয়েছিল। প্রয়োজনে ও.এম.আর শীট খতিয়ে দেখা হোক। এবিষয়ে তাঁরা এখনই উচ্চ আদালতে যাবেন কিনা ভাবনা চিন্তা করেননি বলে জানান।

Bankura

Mar 11 2023, 14:09

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 11.03.2023.


AITC Leader Tarashankar Roy visited Panchmura Gram Panchayat, Taldangra Block where he began his Anchale Ek Din programme by offering prayers at a local temple, followed by his interaction with the locals hearing their needs and concerns. After he visited a Joypur Primary Health Center where he held a meeting with the health workers. Later he took part in a community lunch at Bankura(Bankura Organisation District).

Bankura

Mar 11 2023, 13:34

বাঁকুড়ার তেমাথা মোড়ে রাস্তার উপর আলু ফেলে পথ অবরোধ


বাঁকুড়াঃ সরকারী উদ্যোগে সরাসরি কৃষকদের কাছ থেকে সরাসরি এক হাজার টাকা ক্যুইন্ট্যাল প্রতি আলু কেনা, রাজ্যের বাইরে আলু রপ্তানী, জেলার হীমঘর গুলিতে আলু সংরক্ষণ করার ক্ষেত্রে কৃষকদের অগ্রাধিকার সহ বেশ কিছু দাবিতে আন্দোলনে নামলেন বাম গণ সংগঠন সারা ভারত কৃষক সভার নেতা কর্মীরা। শনিবার বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের উপর পিরলগাড়ি মোড়ের তেমাথা মোড়ে রাস্তার উপর আলু ফেলে পথ অবরোধ করেন ঐ সংগঠনের নেতা কর্মীরা। এদিনের এই পথ অবরোধ কর্মসূচীর নেতৃত্বে ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কাউন্সিলের সদস্য অজিত পতি, সংগঠনের বাঁকুড়া জেলা সভাপতি পার্থ প্রতিম মজুমদার, জেলা কমিটির সদস্য অমিয় সিংহমহাপাত্র সহ অন্যান্যরা।

আন্দোলনকারী বাম গণসংগঠনটির দাবি, চলতি বছরে রাজ্যে ১২০ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদিত হয়িছি। আর হীমঘর গুলিতে আলু রাখা যাবে ৬৬-৬৭ লক্ষ মেট্রিক টন। বাকি আলু কোথায় মজুত থাকবে। তাই স্বামীনাথন কমিটির সুপারিশ মেনে কৃষকের উৎপাদন খরচের দেড় গুণ বেশী দাম দিয়ে সরকারকেই আলু কিনতে হবে।

প্রসঙ্গত, রাজ্যে তৃতীয় আলু উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিতি রয়েছে বাঁকুড়ার। এই জেলার কোতুলপুর, জয়পুর, ইন্দাস, পাত্রসায়ের, বিষ্ণুপুর, ওন্দার পাশাপাশি দক্ষিণের তালডাংরা, সিমলাপাল, রাইপুর ও সারেঙ্গা ব্লক এলাকায় প্রচুর পরিমানে আলু উৎপাদিত হয়। বেশীরভাগ কৃষক বিভিন্ন সমবায় প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে চাষ করেন, কেউ কেউ ব্যক্তিগত ঋণও নিয়ে থাকেন।

অন্যদিকে, ঐ একই দাবিতে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে বেলিয়াতোড় ডাক বাংলো মোড়ে পথ অবরোধ করেন ঐ সংগঠনের সদস্যরা। নেতৃত্বে ছিলেন সারা ভারত কৃষক সভার বাঁকুড়া জেলা কমিটির কোষাধ্যক্ষ সুজয় চৌধুরী, যুগ্ম সম্পাদক মনোজ চক্রবর্ত্তী, লক্ষণ মণ্ডল, যদুনাথ রায়, অশোক মাজি প্রমুখ।