Nadia

Mar 14 2023, 13:53

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বাইক দুর্ঘটনায় গুরুতর আহত ছাত্রী, দিতে পারল না উচ্চমাধ্যমিক পরীক্ষা


পরীক্ষা দিতে যাওয়ার পথে বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হলো এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আহত ওই পরীক্ষার্থীর নাম সাহানি পারভিন। তার বাড়ি কালীগঞ্জ থানার রাউতাড়া এলাকায়। কামারি হাইস্কুলে তার সিট পড়েছিল।

এদিন সে স্বামীর সঙ্গে বাইকে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিল। অনন্তপুর মোড়ে বাইকের ব্রেক কষলে সে বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে কালীগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন।

Nadia

Mar 13 2023, 16:30

নদীয়ার কৃষ্ণগঞ্জের নাঘাটাতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক যুবক


নদীয়া: বোনের সংসার বাঁচাতে দাদার গলায় দড়ি।গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক যুবক । ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জের নাঘাটা এলাকায় । আত্মঘাতী যুবকের কাছ থেকে পাওয়া গেছে একটি সুইসাইড নোট।সুইসাইড নোটে লেখা জ্বলজ্বল করছে বোনের সংসার বাঁচাতেই আত্মঘাতী।পরিবার সূত্রে জানা গেছে ঘটা করে বিয়ে দেওয়া হয়েছিল বোনের হাঁসখালি এলাকায়।বিয়ের পর থেকেই বোনাই বোনের উপর অত্যাচার করত তার স্বামী। মাঝে মাঝেই বাড়ি থেকে জিনিসপত্র এবং টাকা-পয়সা আনার জন্য চাপ দিত বোন প্রতিমাকে।

প্রতিমা বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়, বাবা দিনমজুর, রাজেশ নিজে মার্বেল লেবারের কাজ করতো।রাজেশের কাছ থেকে মাঝে মাঝেই টাকা নিতো তার বোনের স্বামী ।কোন,কোন সময় স্বামীর কথা রাখতে পারতো না স্ত্রী । আর স্বামীর কথা না রাখলেই কপালে জুটতো মার । এমনকি এক সময় মারধরের অত্যাচার সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ও চেষ্টা করে। কোনরকমে সে যাত্রায় প্রাণী বেঁচে যায় বোন প্রতিমা। 

 গতকাল পঞ্চম দল উপলক্ষে মাজদিয়ার ভাজন ঘাটে মেলা বসেছিল । সেই মেলায় গিয়েছিল প্রতিমার দাদা, রাজেশ দে ২৩।আজ ঘর থেকে দেখতে পাওয়া যায় রাজেশের ঝুলন্ত মৃতদেহ।পরিবারের লোকজন কৃষ্ণগঞ্জ থানায় খবর দেয় । কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এসে মৃত দেহটি উদ্ধার করে নিয়ে যায় থানায়। ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানোর আগে পুলিশ তার বডি চেকআপ করে । বডি চেকআপ করতেই পাওয়া যায় সুইসাইড নোট । সুইসাইড নোটে সে লিখেছে,তার মৃত্যুর জন্য রাজেশের বোনের আমি দায়ী। মৃত রাজেশের বাবা কৃষ্ণগঞ্জ থানায় জামাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ।

অভিযোগে মৃত্যুর জন্য তার জামাইকেই দায়ী করা হয়েছে । কৃষ্ণগঞ্জ থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায় । পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগ জমা পেয়ে পড়েছে ,এবং জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদিও পলাতক অভিযুক্ত জামাই।

Nadia

Mar 13 2023, 16:18

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 13.03.2023.


AITC leader Debasis Ganguly interacts with a vegetable vendor during Didir Suraksha Kawach campaign in Saguna gram panchayat, Kalyani Block at Nadia.

Nadia

Mar 13 2023, 16:16

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 13.03.2023.


AITC leader Pramatha Ranjan Bose interacts with the officials of a school in Mayapur Bamanpukur-I gram panchayat, Nabadwip Block, as part of the Anchale Ek Din initiative of Didir Suraksha Kawach campaign at Nadia.

Nadia

Mar 13 2023, 16:14

পঞ্চায়েত নির্বাচনের আগে আবারো নদীয়ার কল্যাণী থেকে আগ্নেয়াশ্রু সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো কল্যাণী থানার পুলিশ


গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোররাতে কল্যাণীর সগুনা অঞ্চল থেকে এক যুবককে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকের থেকে উদ্ধার হয় এক রাউন্ড গুলি সহ একটি দেশি ওয়ান শাটার পিস্তল। পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবক কল্যাণী সগুনা অঞ্চলের বাসিন্দা,বছর ১৯ এর রাহুল মাঝি।

এই আগ্নেয়াস্ত্র তার কাছে এলো কোথা থেকে বা এর সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা ওই যুবককে জিজ্ঞাসাবাদে পাশাপাশি সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। অভিযুক্তকে আজ কল্যাণী আদালতে তোলা হয়।

Nadia

Mar 13 2023, 16:12

নদীয়ার নাকাশিপাড়ায় বিষ্ণু মূর্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য


নদীয়া: নদীয়ার নাকাশিপাড়ায় বিষ্ণু মূর্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য।শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ মূর্তি বিক্রি করে খেয়ে নেবে তৃণমূল নেতারা।

নদীয়ার নাকাশিপাড়া থানার বেজপাড়া গ্রামে গর্ত খুঁড়তে গিয়ে তিনটি বিষ্ণু মূর্তি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই এলাকার বাসিন্দা টুসি সর্দারের বাড়ি থেকে মূর্তি তিনটি উদ্ধার হয়। জানা গিয়েছে গতকাল বাঁশ পোতার জন্য টুসি সর্দারের বাড়ির লোকজন শাবল দিয়ে গর্ত খুঁড়তে যান। গর্ত খোঁড়ার সময় শাবলের আঘাতে শব্দ হতেই তাদের সন্দেহ হয়। এরপরই তারা ওই জায়গায় কোদাল দিয়ে খুঁড়তে শুরু করেন।

তখন তিনটি বিষ্ণু মূর্তি উদ্ধার হয়। এতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল নেতাদের দাবি মূর্তি গুলোর সঠিক মূল্যায়ন করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। অথবা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হোক। বিজেপির দাবি অবিলম্বে মূর্তি গুলো ওখানে থাকে সরানো হোক না হলে তৃণমূল নেতারা চুরি করে খেয়ে নেবে।

Nadia

Mar 12 2023, 15:31

কালীগঞ্জে বিপুল পরিমাণ বিষ্ফোরক ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার চার দুষ্কৃতী


পুলিশকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনার রেশ কাটতে না কাটতেই কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ বিষ্ফোরক ও আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালীগঞ্জ থানার তাজনগর ঘাট এলকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দুষ্কৃতীরা দুটি মোটরবাইকে চেপে মুর্শিদাবাদের রামনগর ঘাট পার হয়ে তেজনগর হয়ে কালীগঞ্জে যাওয়ার চেষ্টা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।

তল্লাশি চালিয়ে তাদের কাছে থেকে  ৯.৫কেজি বোমার মশলা, দুটি দেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার হয়। এরপরই তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের আজ কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে। ধৃতরা হলো নবদ্বীপ থানার ফকিরডাঙার তৈয়ব আলী শেখ ও নজরুল ইসলাম এবং মুর্শিদাবাদের শক্তিপুর থানার নিজাম উদ্দিন সেখ ও উকিল শেখ।

উল্লেখ্য সোমবার রাতে কালীগঞ্জের মোলান্দিতে দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। এই ঘটনায় কালীগঞ্জ থানার ওসি সহ তিন সিভিক ভলেন্টিয়ার ও গাড়ির চালক আহত হয়। এরপর থেকেই ওই এলাকায় বেআইনী অস্ত্র ও বোমা উদ্ধার করতে তল্লাশি চালাচ্ছে পুলিস।

Nadia

Mar 11 2023, 15:44

নদীয়ার কৃষ্ণগঞ্জে একটি বিদ্যালয়ে তৃণমূলের দাদাগিরি, দেরিতে আসার কারণে শিক্ষক-শিক্ষিকাদের ঢুকতে বাধা


নদীয়ার কৃষ্ণগঞ্জ এর মাজদিয়া রেলবাজার হাই স্কুলে গতকাল ধর্মঘটের প্রভাব পড়েছিল মারাত্মকভাবে । বিদ্যালয়ে একজন শিক্ষক শিক্ষিকা আসেননি । আসেননি কোন ছাত্র-ছাত্রী । ফলে স্কুল সম্পূর্ণরূপে বন্ধ ছিল । আজ বিদ্যালয়ের স্কুলের শিক্ষক শিক্ষিকারা আসেন অন্যদিনের মতোই । ট্রেন দেরি থাকার জন্য কিছু শিক্ষক শিক্ষিকা কিছু সময় দেরিতে পৌঁছান স্কুলের সামনে ।

এর প্রতিবাদে তৃণমূলের কিছু লোকজন বিদ্যালয়ে দেরিতে আসার কারণে শিক্ষক-শিক্ষিকাদের ঢুকতে দেননি । যদিও প্রধান শিক্ষক বলেছেন যারা ঢুকতে দেননি তারা ভুল করে ঢুকতে দেননি । কারণ তারা নিয়ম জানেন না । বিদ্যালয়ের নিয়ম মাফিক শিক্ষার আসলেও তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্ষেপ করে বলেন দুজন শিক্ষককে বিদ্যালয়ের কাজে পাঠানো হয়েছিল তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলও ছড়িয়েছে । শিক্ষক মহলে দাবী গতকাল তারা বিদ্যালয়ে না আসার জন্যই আজ তৃণমূলের কিছু লোকজন এই ধরনের কাজ করেছেন ।

Nadia

Mar 11 2023, 15:10

পঞ্চায়েত নির্বাচনের আগে চাপড়ায় ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১

নদিয়া:শুক্রবার রাতে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে চাপড়া থানার পুলিস। ধৃতের নাম সামিরুল সেখ। তার বাড়ি চাপড়ার বাঙালঝিতে। শুক্রবার রাতে চাপড়ার বাংলাদেশ সীমান্তবর্তী শিকড়া এলাকায় নাকা তল্লাশির সময় পুলিশ তাকে আটক করে।

তল্লাশি চালিয়ে তার কাছে থেকে একটি দেশি রিভলবার উদ্ধার হয়। এরপরই পুলিস তাকে গ্রেপ্তার করে। ধৃতকে শনিবার কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়।

Nadia

Mar 09 2023, 15:33

সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আন্দোলনের পাল্টা প্রতিবাদী আন্দোলন তৃণমূলের ছাত্র সংগঠনের


নদীয়া:ডি এর দাবিতে ১০ মার্চ ২৮ টি সংগঠনের ডাকা কলম বনধে যাতে নদীয়ার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকারা যাতে সমর্থন না করেন সেই দাবি নিয়ে আজ কৃষ্ণনগরের বিভিন্ন স্কুল কলেজে শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করতে হাজির হল কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষক-শিক্ষিকাদের সম্পর্ক যাতে আগামীদিনেও ভালো থাকে এবং স্কুল-কলেজে প্রথম পাঠান বাদ দিয়ে যাতে তারা বেতন বৃদ্ধির আন্দোলনের সামিল না হয় সেই অনুরোধ জানিয়ে তৃণমূল ছাত্র পরিষদ নেতা সম্রাট পালের নেতৃত্বে আজ বিভিন্ন স্কুল কলেজে ছাত্র-ছাত্রীরা আবেদন জানাতে গেল। পঠন পাঠন ব্যাহত রেখে যাতে কোন আন্দোলনের সামিল না হয় শিক্ষক শিক্ষিকারা এটাই ছিল কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল ছাত্র পরিষদের একমাত্র দাবী।