kolkata

Mar 13 2023, 15:21

নন্দীগ্রামে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকের্টের দ্বারস্থ বিরোধী দলনেতা


কলকাতা : নন্দীগ্রামে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকের্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।অভিযোগ, নন্দীগ্রামে শুভেন্দুকে মিটিংয়ের অনুমোদন দিচ্ছে না রাজ্য পুলিশ। তাই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

আগামী ১৪ মার্চ শুভেন্দুর মিটিংয়ের অনুমোদন চেয়ে আবেদন করেছিলেন স্থানীয় বিজেপির কর্তারা। কিন্তু অনুমোদন মেলেনি। তিনি বিচারপতি রাজা শেখর মান্থার কাছে অনুমোদন চেয়ে আর্জি দাখিল করেছেন। ওই মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি।

kolkata

Mar 13 2023, 15:15

মুকুল রায়ের দলীয় অবস্থান জানতে চেয়ে ফের কলকাতা হাইকোর্টে মামলা


কলকাতা:মুকুল রায়ের দলীয় অবস্থান জানতে চেয়ে ফের কলকাতা হাইকোর্টে মামলা হল। মুকুল নিয়ে বিধানসভার অধ্যক্ষর দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে। মুকুল রায়ের বিজেপিতে রয়েছেন বলে নির্দেশ দেন অধ্যক্ষ।

সেই নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী।বিধানসভার অধ্যক্ষের নির্দেশ ছিল, মুকুল রায় বিজেপিতে আছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে এদিন নতুন করে হাইকোর্টে মামলা করলেন বিরোধী দলনেতা।

kolkata

Mar 13 2023, 13:17

স্কুলের গ্রুপ সি মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার আবেদন


কলকাতা: স্কুলের গ্রুপ সি মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার আবেদন জানিয়ে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করলেন ৮৪২ চাকরি হারানো গ্রুপ সি কর্মীর একাংশ।

নিয়ম মেনে মামলা দায়ের করার অনুমতি দিল আদালত।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে ৮৪২ জন চাকরি যায়। আর চাকরি করতে পারবে না তারা। বেতন পাবে না। স্কুলে ঢুকতে পারবে না। সোমবার সমস্ত নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দৃষ্টি আকর্ষণ চাকরি হারানো প্রার্থীরা।

kolkata

Mar 12 2023, 12:16

স্কুলের গ্রুপ সি বাতিলের তালিকায় বিধায়িকার মেয়ের নাম


কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি পরীক্ষার গ্রুপ সি'র ৮৪২ জনের তালিকা প্রকাশ করে পর্ষদ। সেই তালিকা অনুযায়ী পর্ষদ অবিলম্বে এই ৮৪২ জনের চাকরি বাতিলের করার নির্দেশ দেয় হাইকোর্ট। এছাড়াও হাইকোর্টের যাদের চাকরি বাতিল হল তারা স্কুলে কোনোভাবেই প্রবেশ করতে পারবে না এবং স্কুলের কোন জিনিস ব্যবহার করতে পারবে না। সেই লিস্ট প্রকাশ করে পর্ষদের সেই লিস্টে দেখা যায় উত্তর ২৪ পরগনা জেলার মিনাখা বিধানসভার বিধায়িকা তৃণমূল কংগ্রেসের ঊষা রানী মন্ডল তার মেয়ে বিনতা মন্ডল যার লিস্টে নাম রয়েছে ১৪১ নম্বরে।

সে চাকরি পেয়েছিল বেলঘড়িয়ার ৩১ নম্বর ওয়ার্ডে কামারহাটি পৌরসভার অন্তর্গত নন্দননগর আদর্শ বালিকা বিদ্যালয়। কেরানিকের চাকরি পায় সে। পর্ষদ পক্ষ থেকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছিল সেই ইস্যুর ডেট ছিল ৭ই এপ্রিল 2018 ।বিনতা মন্ডল নন্দননগর আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় কাজে যোগ দিয়েছিল ১১ই এপ্রিল 2018। যেদিনকে সে কাজে যোগ দিতে আসে স্কুলে সেদিন তার বিধায়িকা মা ঊষা রানী মন্ডলকে সাথে করে নিয়ে এসেছিলেন। সেদিনকেই জানতে পারে পরিচয় হয় স্কুলের প্রধান শিক্ষিকার সাথে।

প্রধান শিক্ষিকা জানান,মেয়ে হিসেবে সে ভালো ছিল। সময় মতন আসতো এবং কথাবার্তায় তার ভালো ব্যবহার ছিল তিনি এ বিষয়ে জানতেন না তার মা বিধায়িকা। স্কুলে আসার পরে তার পরিচয় হয় এবং তাদের বাড়িতেও অনুষ্ঠানে স্কুলের শিক্ষিকারা সহকর্মীরা অংশগ্রহণ করেছিল বলেও জানান তিনি।

kolkata

Mar 11 2023, 18:58

হাওড়া ইউনিয়ন ক্লাবের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে ময়দানে তাদের তাঁবুতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়


কলকাতা : আজ হাওড়া ইউনিয়ন ক্লাবের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে ময়দানে তাদের তাঁবুতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সহ বিভিন্ন বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।

এই অনুষ্ঠানে ভারতের ডাক বিভাগ হাওড়া ইউনিয়নের ১০০ বছরকে নিয়ে একটি ডাক টিকিট প্রকাশ করেন। কলকাতার ক্রীড়া সাংবাদিক দের সঙ্গে হাওড়া ইউনিয়নের সদস্যদের মধ্যে একটি মৈত্রী ফুটবল ম্যাচের ও কিক অফ করেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়।

বি:সঞ্জয় হাজরা।

kolkata

Mar 11 2023, 18:56

*শান্তনু আপডেট*


৩ দিনের ইডি হেফাজতের তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় । ফের তাঁকে ১৩ মার্চ ব্যাঙ্কশালের বিশেষ আদালতে পেশ করা হবে। এমনই নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক।

kolkata

Mar 11 2023, 18:55

*শান্তনু আপডেট*



১৯কোটি টাকা শান্তনুর কথায় তাপস মণ্ডলকে দিয়েছিল কুন্তল। আদালতে জানালো ইডি।
কালো টাকা সাদা করার জন্যই বিভিন্ন জায়গায় টাকা খাটানো হয়েছে বলে আদালতে দাবী ইডির।

kolkata

Mar 11 2023, 15:15

আদালতে শান্তনুর দাবি 'সে টাকা নেয়নি'


কলকাতা: আদালতে ঢোকার মুখে শান্তনু বলেন, "আমি টাকা নিইনি। জেলের মধ্যে যারা আছে তারা ফাঁসানোর চেষ্টা করছে। আমি নির্দোষ। আমি নির্দোষ। আমি নির্দোষ। যা বলার কোর্টে বলব।" এরপরই আদালতে ঢুকে যান শান্তনু। চলছে জোর সওয়াল জবাব। সূত্রের খবর, শান্তনুকে ১৪ দিন হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ইডি।

kolkata

Mar 10 2023, 18:52

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 10.03.2023.


State Mahila Senior Vice President Arpita Ghosh during interaction with locals at Udaypur GP, Kushmandi Block.

kolkata

Mar 10 2023, 18:50

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 10.03.2023.


JDA Chairman Ganga Prasad Sharma during his visit to Ramjhora Bazar Hindi High School at Lankapara GP, Madarihat Block.