Bankura

Mar 10 2023, 18:29

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 10.03.2023.


Bankura(Bishnupur) Onda Block President Uttam Bit visited Punisole Gram Panchayat where he began her Anchale Ek Din programme by offering prayers at a local temple followed by his interaction with the locals to know their needs and concerns. He also visited a local school and a Natungram Primary Health Center and had a meeting with respective officials. Later he held a meeting with the panchayat members followed by his participation in the community lunch at Bankura.

Bankura

Mar 10 2023, 15:04

ডিএ আন্দোলনের বনধ এর ব্যাপক প্রভাব পড়ল তৃণমূল পরিচালিত বাঁকুড়া জেলা পরিষদে


বাঁকুড়াঃরাজ্য কোষাগার থেকে বেতন প্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংগঠন গুলির যৌথ মঞ্চের ডাকা রাজ্যব্যপী বনধে ব্যাপক প্রভাব পড়লো তৃণমূল পরিচালিত বাঁকুড়া জেলা পরিষদে। শুক্রবার ধর্মঘটের দিন জেলা পরিষদে কর্মরত কোন কর্মীই কাজে যোগ দেননি। কর্মীদের প্রতিটি চেয়ারই এদিন ফাঁকা পড়ে আছে। এমনকি লক্ষ্যনীয়ভাবে দুপুর একটার পরেও তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্ম্মু সহ অন্যান্য কর্মাধ্যক্ষদেরও জেলা পরিষদ কার্যালয়ে দেখা মেলেনি।

এর পাশাপাশি এদিন বাঁকুড়া জেলা আদালতেও স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে। যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটে আদালত কর্মী-আধিকারিকরা অংশ নিয়ে কাজে যোগ না দিয়ে তাঁরা আদালত চত্বরেই অবস্থান কর্মসূচীতে বসেছেন। সবমিলিয়ে বাঁকুড়া কোর্ট কম্পাউণ্ডে থাকা জেলাশাসকের দপ্তর, আর.টি.ও, জেলা আদালত, জেলা পরিষদের কর্মীরা কাজে যোগ না দেননি বলে যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে।

Bankura

Mar 10 2023, 13:00

যৌথ মঞ্চের ডাকা রাজ্যব্যপী বনধের সমর্থণে এগিয়ে এল বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভা সংগ্রামী শ্রমিক কর্মচারী ইউনিয়ন


বাঁকুড়াঃ রাজ্য কোষাগার থেকে বেতন প্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংগঠন গুলির যৌথ মঞ্চের ডাকা রাজ্যব্যপী বনধের সমর্থণে এগিয়ে এলো বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভা সংগ্রামী শ্রমিক কর্মচারী ইউনিয়ন। শুক্রবার ঐ সংগঠনের কর্মীরাও কাজ বন্ধ রেখে পৌরসভার দপ্তরে সামনে আন্দোলনে সামিল হয়েছে। তাদের এই ধর্মঘটকে শাসক দলের কাউন্সিলরা ভাঙ্গার চেষ্টা করছেন, এমনকি এদিন কাজে যোগ না দিলে 'ছাঁটাই'য়ের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ।

বিষ্ণুপুর পৌরসভা সংগ্রামী শ্রমিক কর্মচারী ইউনিয়নের তরফে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের ৩৭৬ টাকা দৈনিক বেতনের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু বিষ্ণুপুর পৌরসভা কর্তৃপক্ষ ঐ টাকা দিতে কেন তা শ্বেতপত্র আকারে প্রকাশ করতে হবে। আর তা না করতে পারলে 'ব্যর্থ' পদাধিকারীদের নিজের পদ ছেড়ে দেওয়া উচিৎ।

সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মহঃ সেলিম এই মুহূর্তে দলীয় কর্মসূচীতে বিষ্ণুপুরে আছেন। তিনি বলেন, গত ১২ বছরে পুলিশ, প্রশাসন, গুণ্ডা, আমলাদের দিয়ে কম হুমকি দেওয়া হয়নি। জেল, জরিমানা, বদলি,খুন, হুমকি দিয়েও কি হয়েছে? মানুষের মেজাজ আরো চড়া হয়েছে। সরকারী কর্মচারী, শিক্ষক যাঁরা সরকারী কোষাগার থেকে বেতন পান তাঁরা আন্দোলন করছেন। সরকারী কোষাগার থেকে যাঁরা লুঠ করছেন তারা হুমকি দিচ্ছেন। মানুষ ঐ হুমকিকে ফুৎকারে উড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত বলে তিনি জানান।

সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র ধর্মঘট করার অধিকার সবার আছে। আজ ধর্মঘটে অংশ নিলে আগামী কাল কাজে যোগ দিতে দেবোনা, এটা স্বৈরাচারি মনোভাবের প্রকাশ। শাসক দলের এই মনোভাবে ধর্মঘটীরা যাতে ভয় না পান তার আবেদন জানান তিনি।

বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি দেবপ্রিয় বিশ্বাস বলেন, অধিকার আদায়ের আন্দোলনকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হচ্ছেনা, অথচ তারা যখন আন্দোলনে নেমেছে তখন দাবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কেউ কেউ কোটি কোটি টাকা লুঠ করে খাবে, গরীব মানুষ মার খাবে এটা চলতে পারেনা বলে তিনি দাবি করেন।

Bankura

Mar 10 2023, 12:00

বকেয়া ডিএ এর দাবিতে বাঁকুড়া জেলা জুড়েও 'যৌথ মঞ্চে'র ডাকে 'ধর্মঘট' শুরু হয়েছে


বাঁকুড়াঃ বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান, স্বচ্ছতার সঙ্গে শূণ্যপদে নিয়োগ, অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণ, বিভাজনের রাজনীতি বন্ধ করে গণতন্ত্র পূনঃপ্রতিষ্ঠার দাবিতে সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও 'যৌথ মঞ্চে'র ডাকে 'ধর্মঘট' শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০ টা থেকে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের সামনে সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির সদস্যরা বিক্ষোভ দেখাচ্ছেন। কাজে যোগ দিতে চাওয়া কর্মীদের জেলা শাসকের দপ্তরে গেট বন্ধ করে ধর্মঘটীরা ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

এদিনের এই কর্মসূচীতে উপস্থিত সিআইটিইউ নেতা প্রতীপ মুখার্জী বলেন, আমরা ট্রেড ইউনিয়ন গুলির পক্ষ থেকে এই ধর্মঘটকে সমর্থণ জানাচ্ছি। বর্তমান মুখ্যমন্ত্রী ২০০৯ সালে বলেছিলেন, যে সরকার কর্মচারী শিক্ষকদের ডি.এ দিতে পারেনা তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। আর আমরা এখন বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যে কথা বলেছিলিমেন আজ তিনি সেই কথা কার্যকরী করুন। এখন ছ'লক্ষ পদ শূণ্য, আর যা নিয়োগ হয়েছে তার ফল কি সবাই জানেন। আন্দোলন ভাঙ্গার যে পন্থা নেওয়া হয়েছে তা বন্ধের দাবিও জানান তিনি।

১২ জুলাই কমিটির পক্ষে প্রণব মুখার্জী বলেন, লড়াই আন্দোলন করেই ইতিপূর্বে আমরা সমস্ত দাবি আদায় করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় থাকার অধিকার নেই, তাঁর দিন শেষ হয়ে এসেছে বলে তিনি দাবি করেন।

আই.এন.টি.ইউ.সি নেতা অভিষেক বিশ্বাস বনধ সর্বাত্মক সফল দাবি করে বলেন, সরকারী কর্মচারীদের পাশাপাশি সাধারণ মানুষ এই বনধকে সমর্থণ জানিয়েছেন। শুধু মহার্ঘ্যভাতা নয়, শূণ্যপদে নিয়োগ ও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতেও তাঁরা পথে নেমেছেন বলে তিনি জানান।

Bankura

Mar 09 2023, 14:04

রেলের 'গুডস্ শেড' পরিদর্শণে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়া সদর মহকুমা শাসক


বাঁকুড়াঃ রেলের 'গুড শেড' পরিদর্শণে গিয়ে এবার স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়া সদর মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত, পৌরপ্রধান অলকা সেন মজুমদার সহ অন্যান্যরা। বৃহস্পতিবার বাঁকুড়া রেলওয়ে স্টেশন এলাকায় ঐ গুড শেডে গেলে তাঁরা বিক্ষোভের মুখে পড়েন। এমনকি পুলিশের সঙ্গে স্থানীয়রা বচসায় জড়িয়ে পড়েন এমন ছবিও ধরা পড়লো উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরায়।

প্রসঙ্গত, রেলের গুড শেড অন্যত্র সরানোর দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলনে নেমেছেন বাঁকুড়া স্টেশন এলাকার মানুষ। আন্দোলনকারীদের অভিযোগ, প্রতিদিন বড়জোড়া থেকে কয়লা বোঝাই লরি বাঁকুড়ার ঐ গুড শেডে এসে পৌঁছায়। সেখান থেকে রেলের মালবাহি গাড়িতে বিভিন্ন গন্তব্যে পাঠানো হয়। ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে ঐ গুড শেড থাকায় কয়লার কালো গুঁড়োতে এলাকা ভরে যাচ্ছে। অসুস্থ হয়ে পড়ছেন শিশু বৃদ্ধ থেকে সকলেই। এছাড়াও শ্বাস কষ্টের সমস্যায় ভূগছেন অনেকেই। এই অবস্থায় রেলের ঐ গুড শেড অন্যত্র সরানোর দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন বলেই জানিয়েছেন।

উপস্থিত বাঁকুড়া পৌরসভার উপ পৌরপ্রধান হীরণ চট্টরাজ, এলাকার মানুষের অভিযোগ পেয়ে আমরা সরজমিনে তদন্তে এসেছি। কয়লা সরবরাহ নিয়মিত রাখতে হবে, সঙ্গে দূষণ নিয়ন্ত্রণেও ব্যবস্থা গ্রহণে করতে হবে বলে তিনি জানান।

বাঁকুড়া সদর মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত বলেন, গত তিন বছর ধরে এখানে এই কাজ চলছে। দূষণ ছড়াচ্ছে এবিষয়ে কোন সন্দেহ নেই। আপাতত পর্যাপ্ত জলের ব্যবস্থা করা হচ্ছে, উইণ্ড স্ক্রীণ লাগানো হবে, রেলের ডি.আর.এমের সঙ্গে এবিষয়ে বৈঠকও হবে। তবে রেলের এই গুড শেড অন্যত্র সরানোর ব্যবস্থা করার অধিকার তাঁদের হাতে নেই বলে তিনি জানান।

Bankura

Mar 09 2023, 10:58

'কাজ না করেই সাইনবোর্ড বসিয়ে প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ শাসক তৃণমূলের' বিরুদ্ধে


বাঁকুড়াঃ 'কাজ না করেই সাইনবোর্ড বসিয়ে প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে শাসক তৃণমূল'। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিস্ফোরক পোষ্ট বাঁকুড়ার ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়ার। ইন্দাসের আকুই থেকে কাঞ্চনপুর রাস্তার একাংশ নিয়ে সম্প্রতি ঐ বিজেপি বিধায়ক তাঁর ফেসবুক ওয়ালে কয়েকটি সাইন বোর্ডের ছবি সহ লেখেন, 'আকুই ১ নং পঞ্চায়েতের তৃণমূল ঘনিষ্ট ঠিকাদারের আবাস দূর্ণীতির পর আজ আবার আকুই ১ নং গ্রাম পঞ্চায়েতের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প বা ১০০ দিনের কাজে নির্মিত আকুই দক্ষিণ পাড়া যে ঢালাই রাস্তাটি হওয়ার কথা ছিল তার কোন কাজ না করেই তার সাইনবোর্ড বসিয়ে সমস্ত টাকা আত্মসাৎ করেছে শাসক দল তথা তৃণমূল'। আর স্থানীয় বিধায়কের এই ফেসবুক পোষ্ট ঘিরেই তৈরী হয়েছে রাজনৈতিক বিতর্ক।

যদিও নিজের অবস্থানে অনড় ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া। তিনি বলেন, 'কাটমানির সরকার চলছে। কাজ হোক বা না হোক সাইনবোর্ড বসে যাচ্ছে।' রাস্তা না তৈরী করে সেই বরাদ্দ টাকা 'তৃণমূল নেতাদের পকেটে যাচ্ছে' বলে তিনি অভিযোগ করেন।

তৃণমূল পরিচালিত আকুই-১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান দীনবন্ধু নন্দীকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনটা স্কীম আর কোনটা জি,ও ট্যাগ সেই পাঠটা ভালো করে আগে শুভেন্দু অধিকারী ওঁদের দিন। পূরো বিষয়টি জি.ও ট্যাগের মধ্যে আছে। তারা কোন ধরণের দূর্ণীতিতে যুক্ত নন, কেন্দ্রীয় সরকার টাকা দিলেই কাজ শুরু হবে বলে তিনি দাবি করেন।

ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ এপ্রসঙ্গে বলেন, বিধায়ক কোন খোঁজ খবর রাখেননা! তেমন হলে উনি মামলা করুন, তদন্ত হোক। ঐ রাস্তার টেণ্ডার হয়েছিল, আর্থিক সমস্যার জন্য বিডিও অফিসের নির্দেশেই 'ওয়াক অর্ডার' দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

Bankura

Mar 08 2023, 17:20

বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়কের দাবি, রাজ্যে বিধানসভার অধ্যক্ষ নিরপেক্ষ নন


বাঁকুড়াঃ বিধানসভার অধ্যক্ষ নিরপেক্ষ নন। উনি 'সব থেকে বড় তৃণমূলের ক্যাডার'। দাবি বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। বুধবার ওন্দায় দলের এক কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে বিজেপি বিধায়ক বলেন, যতো জন তৃণমূল করেন সবার থেকে বড় ক্যাডার উনি। পালিয়ে বেড়ালেও আমরা কাল থেকে চেপে ধরবো।

একই রাজ্যে প্রাথমিক বিদ্যালয় 'বন্ধ' নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, শুধুমাত্র রামসাগরের ৪ টি সহ ওন্দা বিধানসভা এলাকাতেই প্রায় ৬০ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হতে চলেছে। ঐ ৬০ টি স্কুল বন্ধ হলে এই এলাকার ১৯ টি গ্রাম পঞ্চায়েতে তাঁরা তালা ঝোলাবেন বলে হুঁশিয়ারী দেন।

রাজ্যে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দূর্ণীতি নিয়ে ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরুপ খাঁকেও এক হাত নেন তিনি। তিনি অরুপ খাঁয়ের নাম না করে বলেন, এখানকার প্রাক্তন বিধায়কের কাছে চাকরীচ্যুতরা টাকা ফেরতের দাবি জানাচ্ছেন। টাকা ফেরতের দাবিতে আগামী কয়েক দিনের মধ্যে ঐ প্রাক্তন বিধায়কের বাঁকুড়ার বাড়িতে 'হামলা' হবে বলেও তিনি ভবিষ্যদ্বাণী করেন।

দলীয় কর্মসূচী শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের বক্তব্যে অনড় থাকেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তিনি 'পিছিয়ে পড়া এই এলাকাকে আরো পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে'। স্কুল গুলি যদি বন্ধ থাকে তাহলে পঞ্চায়েত অফিস খোলা রেখে কি হবে! তৃণমূলের নেতাদের চুরির জায়গা হবে নাকি? তৃণমূলের ব্লক সভাপতি কয়েক দিন আগেই তো স্বীকার করেছেন প্রাক্তন বিধায়ক চাকরী দিয়েছেন। উনি কাদের চাকরী দিয়েছেন প্রকাশ্যে আনুন। 'টাকার বিনিময়ে' প্রাক্তন বিধায়ক চাকরী দিয়েছিলেন বলে তাঁরা 'বিশ্বাস করেন' বলে তিনি দাবি করেন।

এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, বিজেপির পায়ের তলায় মাটি সরে গেছে। তাই ওন্দার বিজেপি বিধায়ক বিভিন্ন সভা সমিতিতে কোন বক্তব্য খুঁজে না পেয়ে ঐ ধরণের কুরুচিকর মন্তব্য করছেন, প্রশাসনকে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন। উনি যাই বলুন ওনার স্বপ্ন কোন দিন পূরণ হবেনা বলেও তিনি দাবি করেন।

Bankura

Mar 08 2023, 16:40

জলে ডুবে মৃত্যু এক যুবকের


বাঁকুড়া:জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম অমৃত সিং (২২) বুধবার দুর্গাপুর ব্যারেজের উত্তর দিকের অংশ থেকে ঐ যুবকের মৃতদেহ উদ্ধার হয়।

সূত্রের খবর, দুর্গাপুরের নডিহায় মামা বাড়িতে সপরিবারে থাকতেন অমৃত সিং নামে ঐ যুবক। এদিন সকালে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর না ফেরায় পরিবারের লোক খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে বাঁকুড়ার বড়জোড়া থানা পুলিশ বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের দিয়ে ব্যারেজে তল্লাশী শুরু করে। পরে দুপুর নাগাদ মৃতদেহ উদ্ধার হয়। জলে ঝাঁপ দিয়ে ঐ যুবক আত্মঘাতি হয়েছেন বলে স্থানীয়দের একাংশ মনে করছেন।

পুলিশের পক্ষ থেকে এঈটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত ও মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

Bankura

Mar 07 2023, 22:10

কার ডেকোরেশানে'র দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা

বাঁকুড়া: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বাঁকুড়া শহরে। মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়া-দুর্গাপুর বাইপাসের ধারে একটি 'কার ডেকোরেশানে'র দোকানে আগুন লাগে। বিষয়টি বুঝতে পেরেই স্থানীয়রা দমকলে খবর দেন। দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোন খবর নেই। তবে প্রায় লক্ষাধিক টাকার মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। ঠিক কি কারণে আগুন লাগলো জানা যায়নি। দমকল ও পুলিশের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

Bankura

Mar 07 2023, 16:28

নকুল দানা আর বাতাসা বিলি করলেন বাঁকুড়ার বড়জোড়া বিজেপি নেতৃত্ব


বাঁকুড়াঃ গোরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দিল্লী যাত্রা এখন সময়ের অপেক্ষামাত্র। মঙ্গলবারই দোল যাত্রার দিনে অনুব্রতকে দিল্লী নিয়ে যেতে বিশেষ সুবিধাযুক্ত দু'টি বিমান তৈরী। আর ঐ খবর যখন সংবাদমাধ্যমে 'হেডলাইন' তখন অন্যদিকে ঢাকের বাদ্যির সঙ্গে নকুল দানা আর বাতাসা বিলি করলেন বাঁকুড়ার বড়জোড়া বিজেপি নেতৃত্ব। বড়জোড়ায় নকুল দানা-বাতাসা বিলির সঙ্গে সঙ্গে 'তিহার যাবে কেষ্ট, তাইতো পিসির কষ্ট'/'বৃথা পিসির চেষ্টা/তিহার গেলই কেষ্টা' লেখা পোষ্টার আর 'হরি বোল হরি বোল ফেঁসে ফেঁসে গেল অনুব্রতের ঢোল...' স্লোগান তো ছিলই।

এপ্রসঙ্গে ভারতীয় জনতা যুব মোর্চার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সোমনাথ কর বলেন, অবশেষে তিহার জেলের পথে অনুব্রত মণ্ডল। এরাজ্যের মানুষ দীর্ঘদিন ধরে সেটাই চাইছিলেন। তাই আমরা ঢাকের 'চড়াম চড়াম' শব্দের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যে গুড়-বাতাসা বিতরণ করলাম। তবে কাটমানির ২৫ শতাংশ অনুব্রত মণ্ডল পেলেও বাকি ৭৫ শতাংশ কোথায় যায় জানা জরুরী। এদিন অনুব্রতের তিহার যাত্রার মধ্য দিয়ে আংশিক বৃত্ত সম্পূর্ণ হলো বলেও তিনি দাবি করেন।