Howrah

Mar 10 2023, 17:33

হাওড়ার ডোমজুড়ের কলোরা হাইস্কুলে টাকার বিনিময়ে সাইকেল দেওয়ার অভিযোগ


হাওড়া: ডোমজুড়ের কলোরা হাইস্কুলে ছাত্র-ছাত্রীরা ১০০ টাকা দিলে তবেই সাইকেল দেওয়া হচ্ছে। আজ এই অভিযোগকে ঘিরে অভিভাবকরা কার্যত ক্ষোভে ফেটে পড়েন। যদিও স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন কারা টাকা নিচ্ছেন তা তিনি জানেন না। গোটা ব্যাপারটা খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।

গত তিনদিন ধরে ডোমজুড়ের কলোরা হাইস্কুলে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পে দশম শ্রেণীর প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রীদের সাইকেল দেওয়া হচ্ছে। আজকে যেসব ছাত্র-ছাত্রীরা স্কুলে সাইকেল নিতে আসে তাদের অভিভাবকরা জানিয়েছেন সাইকেলের বিনিময়ে তাদের থেকে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। স্কুলে গিয়েও দেখা গেল রীতিমতো বেঞ্চে বসে ১০০ টাকা করে নিচ্ছে কয়েকজন যুবক।

যদিও এই টাকার বিনিময়ে কোন রশিদ দেওয়া হচ্ছে না। কেন স্কুল টাকা নিচ্ছে ? এই প্রশ্নে অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ স্কুলের শিক্ষকরা টাকা না নিয়েও তাদের মদতে স্কুল কমিটির লোকজন টাকা নিচ্ছে। এই টাকা যাচ্ছে কোথায় এনিয়ে তারা প্রশ্ন তোলেন। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন তারা সরকারি নির্দেশিকার বাইরে কিছু কাজ করেন না। বিডিও অফিস থেকে সাইকেল আনতে কিছু টাকা খরচ হয় ঠিক। কিন্তু স্কুলে সাইকেল কিভাবে আনা হবে বা ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করা হবে সে ব্যাপারটা দেখে স্কুলের ম্যানেজিং কমিটি।

স্কুলের মধ্যে কেউ টাকা নিচ্ছেন কিনা তা তার জানা নেই। তিনি এ ব্যাপারে তদন্ত করে দেখবেন। স্কুলের ম্যানেজিং কমিটির এক সদস্য বলেন টাকা নেওয়ার কথা নয়। কিন্তু তা সত্বেও কারা টাকা তুলছেন তা তিনি দেখবেন। এ ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে শীঘ্রই মিটিং বসবে।

Howrah

Mar 10 2023, 17:31

নেত্রী দিপ্সিতা ধর সহ ৩৭ জন এসএফআই সমর্থককে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ


হাওড়া: হাওড়া স্টেশনে থেকে নেত্রী দিপ্সিতা ধর সহ ৩৭ জন এসএফআই সমর্থককে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ। ধৃতদের নিয়ে যাওয়া হয় শিবপুর থানায়। বিকেলে পিএম নেতা সুজন চক্রবর্তী শিবপুর থানায় আসেন। তিনি এই গ্রেফতারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন রাজ্য সরকার ভয় পেয়েছে।

তবে পুলিশ যতই বাধা দিক ওরা বিধানসভা অবধি পৌঁছে গেছে। এজন্য ওদের স্যালুট জানাই। বাংলা শিক্ষা বাঁচাতে এই নতুন ছেলেরা কাজ করবে। পুলিশ সূত্রে খবর ৩৭ জন এসএফআই কর্মীকে থানা থেকে পার্সোনাল রিলিজ বন্ডে ছেড়ে দেওয়া হবে।

Howrah

Mar 10 2023, 12:58

নদীয়াতেও চলছে ডিএ এর আন্দোলন


নদীয়া:যত দিন যাচ্ছে ডিয়ে আন্দোলনের তত ঝাঁজ বাড়াচ্ছে রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নের যৌথ মঞ্চ। আজ গোটা রাজ্যের পাশাপাশি নদীয়াতেও সরকারি কর্মচারীরা কর্মবিরতিতে অবস্থানরত। নদীয়ার বিভিন্ন স্কুল সরকারি, প্রতিষ্ঠান আদালত চত্বর সামগ্রিক চিত্রটা একই রকম। নদীয়ার বেথুয়া ডহরি পূর্ব জগদানন্দপুর সাহাাপাড়া হাই স্কুল, রানাঘাট আদালত চত্বর, করিমপুর শান্তিপুর সহ একাধিক জায়গায় সরকারি কর্মচারীরা কর্মবিরতিতে শামিল।

এদিকে নবান্ন সূত্রে নির্দেশিকা জারি করা হয়েছে যে সমস্ত সরকারি কর্মচারীরা আজকে আন্দোলনে সামিল হবেন তাদের একদিনের বেতন কেটে নেয়া হবে। এমনকি সার্ভিস বুক থেকেও একদিনের পে অফ করে দেওয়া হবে।

যদিও এই হুশিয়ারিকে তোয়াক্কা না করেই আন্দোলনরত কর্মচারীরা জানালেন যতই পে অফ করুক তাদের এই আন্দোলন থেকে তারা অনর থাকবে যতদিনে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা না পাবে তারা এই আন্দোলন জারি রাখবে বলেই জানালেন।

Howrah

Mar 10 2023, 12:55

এন এস কিউ এফ কর্মীদের বিক্ষোভ হাওড়া বাসস্ট্যান্ডে

এন এস কিউ এফ কর্মীদের বিক্ষোভ হাওড়া বাসস্ট্যান্ডে।

(ন্যাশনাল স্কিম কোয়ালিফিকেশন ওয়ার্ক) অর্থাৎ নবম থেকে দশম শ্রেণীর কারিগরি শিক্ষাকর্মীদের স্থায়ীকরণ এবং ছাঁটাই কর্মীদের পুনর্বহালের দাবিতে আজ ধর্মঘটে শামিল হয়েছেন কারিগরি শিক্ষা কর্মীরা। বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে দাবিপত্র ঝুলিয়ে অভিনব বিক্ষোভ।

Howrah

Mar 09 2023, 19:55

*জরুরী বিজ্ঞপ্তি* জল সরবরাহ বিভাগ


জরুরী ভিত্তিতে পদ্মপুকুর জলপ্রকল্পের  অভ্যন্তরে মূল জল সরবরাহ পাইপলাইন মেরামতির জন্য আগামী ১০’  ই মার্চ ২০২৩ শুক্রবার দুপুর ১২ টা ৩০ থেকে রাত্রি ৯ টা পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে। ১১’ ই মার্চ ২০২৩ শনিবার সকাল ৬ টা থেকে জল সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা যায়।
আদেশানুসারে
হাওড়া পৌর নিগম

Howrah

Mar 09 2023, 18:45

বেআইনি বহুতল আবাসনে হাওড়া পুরনিগমের চেয়ারম্যানের ফ্ল্যাট, এমনটাই অভিযোগ হাওড়া সদর বিজেপির প্রাক্তন জেলা সভাপতির


হাওড়া:হাওড়া বেআইনি বহুতল আবাসনে হাওড়া পুরনিগমের চেয়ারম্যান সুজয় চক্রবর্তী ফ্ল্যাট । এমনটাই অভিযোগ হাওড়া সদর বিজেপির প্রাক্তন জেলা সভাপতি অম্বুজ শর্মার । তিনি বলেন, সরকারি নথি অনুসারে ২০২১ সালের জুন মাসে হাওড়া চ্যাটার্জি হাট থানার অন্তর্গত, পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে ৯৬/ ৪, অবিনাশ ব্যানার্জি লেনে একটি বেআইনি আবাসনের পাঁচ তলায় ফ্ল্যাট নাম্বার 5C(৩৬০ স্কয়ার ফিট) ও ছয় তলায় 6A নাম্বার স্টোর রুম (১২০ স্কয়ার ফিট) ক্রয় করেন ।

যা পুরো আইন অনুসারে সম্পূর্ণভাবে বেআইনি নির্মাণ, তাই অবিলম্বে তা যেন ভেঙে দেওয়া হয়। জানিয়ে ইতিমধ্যেই তিনি হাওড়া পুরো নিগমের কমিশনার কে অভিযোগ করেছিলেন গত বছর সেপ্টেম্বর মাসে । তবে আজও তার কোনরকম সদ উত্তর পাওয়া যায়নি । তাই তারা বাধ্য হয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন । একইসঙ্গে তার দাবি, যদি রক্ষকই আইন ভাঙ্গেন তাহলে শহরজুড়ে যেভাবে একাধিক বেআইনি নির্মাণ চলছে তা কিভাবে তিনি নিয়ন্ত্রণ করবে । গোটা বিষয় নিয়ে পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ডাঃ সুজয় চক্রবর্তী জানান, তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে ।

তার বর্তমান বাসস্থান ছাড়া অন্য কোন জায়গায় কোনরকম সম্পত্তি কেনানি । প্রয়োজনে আদালত তা খতিয়ে দেখতে পারে । অতীতে তিনি উক্ত জায়গা দুটি শর্তসাপেক্ষে ক্রয় করলেও, পরবর্তী সময় শর্ত পূরণ না হওয়ায় তা বিক্রি করে দেন । সেই সমস্ত নথি প্রয়োজনে তিনি আদালতে পেশ করবেন ।

Howrah

Mar 08 2023, 17:24

হাওড়ার শহরে বেপরোয়া বাইকের বলি ২ যুবক


হাওড়া: হাওড়ার শহর এলাকাতে বেপরোয়া বাইকের বলি ২ যুবক। গতকাল দোলের রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক অন্য একটি বাইককে ধাক্কা মেরে রাস্তার ধারের পোস্টে ধাক্কা মারে। গতকাল রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে মালিপাচঘড়া থানার অন্তর্গত সালকিয়া অরবিন্দ রোডে।

এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহীর। আরো একজন গুরুতর আহত অবস্থায় হাওড়া হাসপাতালে নিয়ে এলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। মৃত দুই আরোহীর নাম হর্ষ গুপ্তা (৩৪) এবং পীযুষ (২৬)। দুজনই হাওড়া সালকিয়ার বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে বেপরোয়াভাবে বাইক চালানোর ফলেই এই দুর্ঘটনা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মালিপাচঘড়া থানার পুলিশ।

Howrah

Mar 07 2023, 16:23

ঘুসুড়ি ষর শ্যামবাবা মন্দিরে দোল উৎসব


হাওড়া::প্রতিবছরের মতো এ বছরেও ঘুসুড়ি ষর শ্যামবাবা মন্দিরে দোল উৎসবের আয়োজন করা হয়। এখানে হাজার হাজার পুর্নার্থী সকাল থেকেই জড়ো হন দোল খেলার জন্য। মথুরা এবং বৃন্দাবনের মতো ঘুসুড়ির এই শ্যাম বাবা মন্দিরেও দোল উৎসবে মেতে ওঠেন মানুষ।

লাল, নীল, হলুদ, বেগুনি এবং সবুজ আবিরে গোটা এলাকা কার্যত রঙিন হয়ে ওঠে। এই হোলি উৎসব উপলক্ষে গোটা এলাকায় কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন উৎসবের টানে এবং একসঙ্গে হোলি খেলার আনন্দে মেতে ওঠার জন্য পুণ্যার্থীরা এখানে এসেছেন।

Howrah

Mar 06 2023, 19:04

হাওড়া জেলা হাসপাতালে এক রোগীর আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য


গতকাল গভীর রাতে অস্থি রায় নামে বছর ৩৫ এর এক গৃহবধূ শৌচালয়ে গলায় কাপড় জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতাল সূত্রে খবর, গত ২৭ ফেব্রুয়ারি প্রসব যন্ত্রণা নিয়ে ডোমজুড়ের সরদার পাড়ার ওই বাসিন্দা হাওড়া জেলা হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। রাত সাড়ে নটা নাগাদ অস্থি এক কন্যা সন্তানের জন্ম দেন। শিশুটি অসুস্থ থাকার কারণে মা এবং শিশু দুজনেই হাসপাতালে ভর্তি ছিল। গতকাল রাতে শৌচালয় গিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। পরে কর্তব্যরত নার্সের চোখে পড়লে তাকে দ্রুত আই সি ইউ তে ভর্তি করা হয়। সেখানে সে কিছুক্ষণের মধ্যে মারা যান।

পুলিশ সূত্রে খবর ওই মহিলার ১২ বছর আগে বিয়ে হয়। তার আরও দুই কন্যা সন্তান আছে। তাদের বয়স ১০ এবং ৬ বছর। ওই মহিলা পারিবারিক কারণে অবসাদে ভুগছিলেন। এর আগেও আত্মহত্যার চেষ্টা করেন। হাওড়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Howrah

Mar 06 2023, 18:20

দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজা অদূরেই ম্যাটাডোরে আগুন


হাওড়া: দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজা থেকে কিছুটা দূরে ম্যাটাডোরে আগুন ।আজ দুপুর আড়াই টে নাগাদ চলন্ত ম্যাটাডরে হঠাৎই আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে মাল বোঝাই গাড়িটি। গাড়িটি কলকাতা থেকে হাওড়ার দিকে আসছিল ।ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইঞ্জিনে ইলেকট্রিক্যাল শট সার্কিট থেকে আগুন।