Mar 08 2023, 12:18
*আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ও প্রতিবাদ মিছিল মহিলা মহিলাদের*
পূর্ব মেদিনীপুরঃ আজ আন্তর্জাতিক নারী দিবস। বিভিন্ন জায়গায় দিনটি বিভিন্ন ভাবে পালন হচ্ছে। কোথাও নারীদের মর্যাদা জন্য বার্তা আবার কোথাও আবির ও নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়।জেলার বিভিন্ন প্রান্তের সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। হলদিয়া শহর বঙ্গ জননী বাহিনীর উদ্যোগে নারী দিবস সাথে বসন্তের আনন্দ অনুষ্ঠানে আয়োজন করা হয়। এদিনি হলদিয়ার মঞ্জুশ্রী এলাকায় শোভাযাত্রা সহকারে মিছিল করার পাশাপাশি পথচলতি ও হলদিয়া শহর তৃণমূলের বঙ্গ জননী বাহিনীর প্রতিনিধিরা একে অপরকে রঙ্গিন আবিরে রাঙ্গিয়ে দেয়।সেই সাথে আজকের দিনের তাৎপর্য তুলে ধরা হয়।
বুধবার সকালে দুর্গাচকে সতীশ সামন্ত ভবনে বসন্ত উৎসবে মেতে উঠে বঙ্গজননী বাহিনীর মহিলারা । সকালে হলদিয়ার মঞ্জুশ্রী মোড় থেকে সুবিশাল পদযাত্রা করে । নারীদের দ্বারা পরিচালিত বসন্ত উৎসবে রঙিন হয়ে উঠল । নারী দিবসের দিন নারীদের দ্বারা পরিচালিত এমনই অনুষ্ঠান অনেকটাই তাৎপর্যপূর্ণ। নারীদের দ্বারা পরিচালিত বসন্ত উৎসবে নাচে গানে রঙিন । হলদিয়া শহর বঙ্গ জননী বাহিনীর দিপালী বাগ দেবনাথের তত্ত্বাবধানে এই উৎসব সম্পূর্ণ হলো । তিনি সমাজের নারীদের অভিনয়ের সাথে সাথে সামাজিক বার্তা দেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক জেলা সাংগঠনিক বঙ্গজননীর সভানেত্রী অপর্ণা শ্বাসমল, হলদিয়া বঙ্গ জননীর অন্যতম ও শিক্ষিকা জয়ন্তীরা দণ্ড পাঠ ,হলদিয়া শহর বঙ্গ জননী বাহিনীর দিপালী বাগ দেবনাথ, হলদিয়া পৌরসভার প্রাক্তন উপ চেয়ারম্যান নারায়ণচন্দ্র প্রামাণিক , অর্ণব দেবনাথ, সত্য শঙ্কর সাউ , এলাকার অন্যান্য নেতৃত্বরা।
অপরদিকে নারীদের মর্যাদা এবং সুরক্ষার দাবিতে, সমকাজে সমমজুরী, নারী শ্রমিকদের জীবন জীবিকা সুরক্ষিত করার দাবিতে বুধবার নিমতৌড়িতে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়। রাজ্যে ৮২০৭ টি স্কুল বন্ধ করে দেওয়ার সরকারের পরিকল্পনার বিরুদ্ধে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও 'র ডাকা ১০ই মার্চের ছাত্র ধর্মঘটকে তারা সমর্থন জানান।
এলাকায় মিছিল করে সংগঠনের সদস্যরা আওয়াজ তোলেন নারীদের জীবন আজ বিপন্ন অবিলম্বে মদ বন্ধ করতে হবে, কাজের ক্ষেত্রে নিরাপত্তা সরকারকেই দিতে হবে।
মিছিলে নেতৃত্ব দেন জেলা সম্পাদিকা রিতা প্রধান। বক্তব্য রাখেন জেলা সম্পাদক মন্ডলী সদস্যা প্রতিমা জানা, রিতা ওঝা, মায়া সামন্ত, জয়শ্রী সামন্ত প্রমুখ। ৮ ঘণ্টার শ্রম দিবসকে বাড়িয়ে কেন্দ্রীয় সরকার ১২ ঘন্টা করছে তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। মহিলাদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দাবি সুনিশ্চিত করতে আজ আন্তর্জাতিক নারী দিবসে আমরা সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।



Mar 10 2023, 15:07