North24Paragana1

Mar 09 2023, 16:53

ধর্মঘট সফল করতে বনধ সমর্থনে বারাসতের জেলা শাসকের দফতরে মিছিল, পাল্টা কাজে যোগদানের জন্য মিছিল করলেন রাজ্য সরকারি ফেডারেশন কমিটির


উত্তর ২৪ পরগনা: ধর্মঘট সফল করতে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা বারাসতের জেলা শাসকের দফতরে মিছিল করলেন। পাল্টা কর্মে যোগদানের জন্য মিছিল করলেন রাজ্য সরকারি ফেডারেশন কমিটির সদস্যরা।

রাজ্য কোঅর্ডিনেশন কমিটির দাবি, বন্ধে যোগ দিলে সরকার কোনও ব্যবস্থা নিতে পারবেনা। তারজন্য বিধানসভায় আইন পাশ করাতে হবে। সেটা না করিয়ে নোটিশ জারি করছে। আমরা নায্য দাবিতে আইন মেনে বন্ধ করছি। অন্যদিকে

রাজ্য সরকারি কর্মচারীদের ডাকা বন্ধের বিরুদ্ধে তৃণমূল ফেডারেশনের মিছিল শেষে তাদের দাবি, বন্ধ করে সরকারের ভাবমূর্তি নষ্ট করেতে চাইছে রাজনৈতিক স্বার্থে । এদিন উভয় পক্ষই আজ বারাসাতের উত্তর ২৪ পরগনা জেলা শাসকের দপ্তরে সরকারি কর্মচারীরা মিছিল বার করেন ।

তাদের দাবি, কিছু অসাধু মানুষজন যারা সরকারের কাজকর্ম নষ্ট করতে চাইছে এইভাবে একটা কাজের দিন নষ্ট করা উচিত নয় সে কারণে তারা আগামীকাল বন্ধের বিরুদ্ধে কাজ করবেন । তৃণমূল কংগ্রেসের সরকারি কর্মচারীবৃন্দ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা বন্ধের বিরুদ্ধে সরকারের পাশে আছেন। মানবিক মুখ্যমন্ত্রী 3% দিয়ে বাড়িয়েছে আগামীতে বাকি DA দিয়ে দেবেন । অন্যদিকে অন্য সরকারি কর্মচারীর কোঅর্ডিনেসন কমিটির যৌথ মঞ্চের উদ্যোগে তারাও মিছিল বার করেন তারা বন্ধের সমর্থনে মিছিল করেন ডিএম অফিস থেকে সেই একই মিছিল বার হয়ে বারাসত এর বিভিন্ন প্রান্ত ঘোরে ।

North24Paragana1

Mar 09 2023, 13:10

আশাকর্মী নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে বিএমওএইচ কে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের


উত্তর ২৪ পরগনা: শিক্ষক নিয়োগ দুর্নীতির মধ্যে এবার আশাকর্মী নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে সুস্বাস্থকেন্দ্র তালা দিয়ে বিএমওএইচ কে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের।

ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর গঙ্গানন্দপুর সুস্বাস্থকেন্দ্রে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পরীক্ষা দিয়ে যে আশাকর্মীকে নিয়োগ করার কথা ছিল তাকে চাকরি না দিয়ে টাকার বিনিময়ে বিএমওএইচ অন্য এক মহিলাকে চাকরি দিয়েছেন।

বনগাঁ ব্লকের মোট 22 জন আশাকর্মী নিয়োগ করার কথা থাকলেও টাকার বিনিময়ে এই ধরনের অনেক কেই বিএমওএইচ চাকরি দিয়েছেন বলে দাবি গ্রামবাসীদের। তাই অবিলম্বে বিএমওএইচ কে গ্রেফতারের দাবি তুলে বিক্ষোভ দেখালেন তারা।

North24Paragana1

Mar 09 2023, 10:23

বিধায়কের দুর্নীতির বিরুদ্ধে পোস্টার


উত্তর ২৪ পরগনা: পাড়ায় পাড়ায় সাব রেশন ডিলার নিয়োগ করার নাম করে কোটি কোটি টাকা তুলেছে বিধায়ক অভিযোগ। আরো অভিযোগ খাস জমির কোটি কোটি লিজ টাকা কৃষকদের না দিয়ে আত্মসাৎ করেছে বিধায়ক। পঞ্চায়েত নির্বাচনের আগে টিকিট দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলছে বিধায়ক, চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছে বিধায়ক। বিধায়কের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলে পোস্টার দেখা গেল হাড়োয়াতে। এবং সেই পোস্টটার মারা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এমনটাই লেখা রয়েছে এই পোস্টারে।

হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক হাজী নুরুল ইসলাম। ২০০৯ সালে বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। বর্তমানে বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদে রয়েছেন তিনি। ২০০৯ সালে বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ থাকাকালীন এই তৃণমূল নেতা এলাকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছেন বলে অভিযোগ। আজও পর্যন্ত কাউকে চাকরি দিতে পারেনি এই তৃণমূল নেতা। সম্প্রতি হাড়োয়ায় বিভিন্ন জায়গায় সাব রেশন ডিলার নিয়োগ করার নাম করে কোটি কোটি টাকা তুলেছে এই তৃণমূল নেতা হাজী নুরুল ইসলাম।

পাশাপাশি ,হাড়োয়ায় খাস জমির মালিকদের জমির লিজ টাকা না দিয়ে মেছো ভেড়ির মালিকদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বিধায়ক। সামনেই পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার নাম করে বুথ স্তরের তৃণমূল কর্মীদের কাছ থেকে টাকা নিচ্ছে তৃণমূলের এই বিধায়ক হাজী নুরুল ইসলাম।

এমনটাই নানান অভিযোগ তুলে বিধায়কের বিরুদ্ধে পোস্টার দেখা গেল হাড়োয়াতে। এবং এই পোস্টার তৃণমূলের পক্ষ থেকেই মারা হয়েছে তা পরিষ্কার, কারণ পোস্টারের নিচেই লেখা রয়েছে আমরা তৃণমূল কংগ্রেস কর্মী বৃন্দ। বৃহস্পতিবার সকালে হাড়োয়ার বিভিন্ন জায়গায় এই পোস্টটার দেখে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

North24Paragana1

Mar 08 2023, 19:08

আন্তর্জাতিক নারী দিবসেএক মা ফিরে পেল তার শিশুপুত্রকে


উত্তর ২৪ পরগনা: অন্তঃসত্ত্বা অবস্থায় গুরুতর শ্বাসকষ্ট নিয়ে এক মহিলা ভর্তি হয় বারাসাত মেডিকেল কলেজে গত পয়লা মার্চ। শ্বাসকষ্ট খিচুনি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে ভেন্টিলেশনে পাঠানো হয় চিকিৎসার জন্য। ভেন্টিলেশনে থাকা অবস্থায় ইউএসজি মেশিন সিসিইউতে নিয়ে গিয়ে চিকিৎসা করে দেখেন যে পেটের ভেতরে থাকা বাচ্চাটি বেঁচে আছে তখনই চিকিৎসকরা সিদ্ধান্ত নেন দ্রুত অস্ত্র প্রচার করা প্রয়োজন।

ওই দিনই পরিবারের সম্মতি নিয়ে রীতা সাহার সিজার করা হয়। ভেন্টিলেশনে থাকা কোন পেশেন্ট এইভাবে তাকে আবার অজ্ঞান করে সিজার করা এই ঘটনা পশ্চিমবঙ্গের আগে কখনও ঘটেনি। অন্তঃসত্ত্বা মহিলা কে অজ্ঞান করিয়া সিজার করে পুত্র সন্তানের জন্ম হয় । এই বিরল ঘটনা পশ্চিমবঙ্গের আগে কখনো ঘটেনি বলে দাবি বারাসাত মেডিকেল কলেজের। ছেলে শিশু হয়েছে যার ওজন হয় 1600 গ্রাম মা ও শিশু দুজনেই ভালো আছে।

আজ তাদের বারাসাত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে।বারাসাত মেডিকেল কলেজের সুপার সুব্রত মন্ডল দাবি করেন, এটি একটি বিরল ঘটনা এর আগে কখনো ঘটে নি ।পরিবারের লোক সেই সময় আর্যকর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল তাতে বিপদ বাড়তে পারত সেই জন্য হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাও উদ্যোগ নিয়ে এই অন্তঃসত্ত্বা মহিলার সিজার করিয়ে মাও বেবি কে সুস্থভাবে ছেড়ে দিয়েছে।

ছবি: সুজিত পাল।

North24Paragana1

Mar 08 2023, 12:14

হোলির শুভেচ্ছা সাংসদ ও বিধায়কের


উত্তর ২৪ পরগনা: ভাটপাড়ার বিধায়ক পবন সিং ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং হোলি খেললেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।এবং হোলির শুভেচ্ছা জানালেন সকলকে।

North24Paragana1

Mar 08 2023, 10:37

অশোকনগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পল্লী সংঘ এলাকা থেকে ১১ টি তাজা বোমা উদ্ধার


উত্তর ২৪ পরগনা: সাত সকালে অশোকনগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পল্লী সংঘ খেলার মাঠের পাশের গলি থেকে উদ্ধার হল ১১ টি তাজা বোমা। সাত সকালে ঘুম ভাঙ্গার পরে বাড়ির সামনে ব্যাগ ভর্তি বোমা দেখে আতঙ্কিত স্থানীয় মানুষ।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অশোকনগর থানায়।

এর পড়ে অশোকনগর থানার পুলিশ বোম স্কট এর কর্মীদের সঙ্গে নিয়ে এই জায়গা থেকে ব্যাগ ভর্তি ১০ টি বোমা এবং ঠিক কিছুটা দূরে পল্লিসংঘ মাঠের অন্য প্রান্ত থেকে উদ্ধার হয় আরও একটি তাজা বোমা। সাত সকালে 11 টি তাজা বোম উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

North24Paragana1

Mar 08 2023, 09:01

রং খেলার সময় মদ্যপ যুবকদের তান্ডবের প্রতিবাদ করায় সেনাবাহিনীর প্রাক্তন অফিসার ও তার দুই ছেলেকে মারধর দুষ্কৃতীদের বিরুদ্ধে


উত্তর ২৪ পরগনা:ব্যারাকপুর শিউলি পঞ্চায়েতের কলেজ পল্লীর বাসিন্দা জন্মেঞ্জয় মাহাতো কার্গিলযুদ্ধে অংশ গ্রহণ কারী সেনা অফিসার। তার দুই ছেলে জগদীশ মাহাতো ও সমীরণ মাহাতো পাড়ার এক মদ্যপ যুবক অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকলে তাকে বাধা দেয় জগদীশ ও সমীরণ ।তখনকার মত থেমে গেলে কিছুক্ষণ পরেই বাইরে থেকে বেশ কয়েকজন ছেলে নিয়ে এসে মাহাতো বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা।চলতে থাকে ঘুষি লাথি ।মারের আঘাতে কলার বোন ভাঙ্গে জগদীশের। পা ভাঙ্গে ছোটো ভাইয়ের। ছেলেরা মার খাচ্ছে দেখে এগিয়ে আসে বাবা জনমঞ্জয় বাবু। তাকেও মারধোর করা হয়। ঘুষি লাগে চোখে।

এরপরই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় শাসিয়ে যায়। যাওয়ার আগে বলে যায় যেখানে খুশি যান যে নেতার কাছে খুশি জানে আমাদের কিচ্ছু করতে পারবেন না। যাবার আগে পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ এর নামে বলে যায় দুষ্কৃতিকারীরা।বাবা ও দুই ছেলে এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন।

মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। শিউলি পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ এর নাম আশায় তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন," এটা ওদের পারিবারিক ঝামেলা। এখানে তৃণমূল কোন ভাবে জড়িত নয় বা আমি কাউকে এ ধরনের কাজে প্রশ্রয় দেই না।"

North24Paragana1

Mar 08 2023, 08:45

কাঁচরাপাড়া ২৪ নম্বর ওয়ার্ডে ঝিলপার পান বস্তিতে ভয়াবহ আগুন


উত্তর ২৪ পরগনা :আজ শর্ট সার্কিটে কাঁচরাপাড়ার ২৪ নম্বর ওয়ার্ডে ঝিলপার পান বস্তিতে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন ও কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমল অধিকারী।

এই ঘটনায় আটটি দোকানসহ একটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। সব রকম সহযোগিতার জন্য প্রস্তুত কাঁচরাপাড়া পৌরসভা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস চেয়ারম্যানের।

North24Paragana1

Mar 07 2023, 16:30

*ব্রেকিং*


গেঞ্জি কারখানায় আগুন। মোহনপুর থানার অন্তর্গত নাভারন্ড সূর্যপুরের ঘটনা। পিসিকালার সফট ফেব্রিক কারখানায় আগুন। প্রচুর গেঞ্জির কাপড় মজুর ছিল ঘটনাস্থলে দমকলের করে তিনটি ইঞ্জিন। সূত্রে দাবি দুপুর ২.২০ নাগাদ আগুন লাগে।আজ কারখানা ছুটি ছিল।

North24Paragana1

Mar 07 2023, 10:56

পানিহাটির ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে আজ অনুষ্ঠিত হল বসন্ত উৎসব


উত্তর ২৪ পরগনা: পানিহাটি পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ড ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে আজ সোদপুর উদয়ন সংঘের মাঠে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব। সকাল থেকেই বসন্ত উৎসব ঘিরে সমস্ত বয়সী মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

আবৃতি নৃত্য সঙ্গীতের মধ্যে দিয়ে বসন্ত উৎসবের আনন্দে মেতে উঠলেন ৮ থেকে ৮০ সমস্ত বয়সী মানুষ। এদিনের বসন্ত উৎসবের অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন পানিহাটি পৌরসভার পৌর প্রতিনিধি, ঘোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট জনীরা।