Bankura

Mar 09 2023, 14:04

রেলের 'গুডস্ শেড' পরিদর্শণে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়া সদর মহকুমা শাসক


বাঁকুড়াঃ রেলের 'গুড শেড' পরিদর্শণে গিয়ে এবার স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়া সদর মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত, পৌরপ্রধান অলকা সেন মজুমদার সহ অন্যান্যরা। বৃহস্পতিবার বাঁকুড়া রেলওয়ে স্টেশন এলাকায় ঐ গুড শেডে গেলে তাঁরা বিক্ষোভের মুখে পড়েন। এমনকি পুলিশের সঙ্গে স্থানীয়রা বচসায় জড়িয়ে পড়েন এমন ছবিও ধরা পড়লো উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরায়।

প্রসঙ্গত, রেলের গুড শেড অন্যত্র সরানোর দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলনে নেমেছেন বাঁকুড়া স্টেশন এলাকার মানুষ। আন্দোলনকারীদের অভিযোগ, প্রতিদিন বড়জোড়া থেকে কয়লা বোঝাই লরি বাঁকুড়ার ঐ গুড শেডে এসে পৌঁছায়। সেখান থেকে রেলের মালবাহি গাড়িতে বিভিন্ন গন্তব্যে পাঠানো হয়। ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে ঐ গুড শেড থাকায় কয়লার কালো গুঁড়োতে এলাকা ভরে যাচ্ছে। অসুস্থ হয়ে পড়ছেন শিশু বৃদ্ধ থেকে সকলেই। এছাড়াও শ্বাস কষ্টের সমস্যায় ভূগছেন অনেকেই। এই অবস্থায় রেলের ঐ গুড শেড অন্যত্র সরানোর দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন বলেই জানিয়েছেন।

উপস্থিত বাঁকুড়া পৌরসভার উপ পৌরপ্রধান হীরণ চট্টরাজ, এলাকার মানুষের অভিযোগ পেয়ে আমরা সরজমিনে তদন্তে এসেছি। কয়লা সরবরাহ নিয়মিত রাখতে হবে, সঙ্গে দূষণ নিয়ন্ত্রণেও ব্যবস্থা গ্রহণে করতে হবে বলে তিনি জানান।

বাঁকুড়া সদর মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত বলেন, গত তিন বছর ধরে এখানে এই কাজ চলছে। দূষণ ছড়াচ্ছে এবিষয়ে কোন সন্দেহ নেই। আপাতত পর্যাপ্ত জলের ব্যবস্থা করা হচ্ছে, উইণ্ড স্ক্রীণ লাগানো হবে, রেলের ডি.আর.এমের সঙ্গে এবিষয়ে বৈঠকও হবে। তবে রেলের এই গুড শেড অন্যত্র সরানোর ব্যবস্থা করার অধিকার তাঁদের হাতে নেই বলে তিনি জানান।

Bankura

Mar 09 2023, 10:58

'কাজ না করেই সাইনবোর্ড বসিয়ে প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ শাসক তৃণমূলের' বিরুদ্ধে


বাঁকুড়াঃ 'কাজ না করেই সাইনবোর্ড বসিয়ে প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে শাসক তৃণমূল'। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিস্ফোরক পোষ্ট বাঁকুড়ার ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়ার। ইন্দাসের আকুই থেকে কাঞ্চনপুর রাস্তার একাংশ নিয়ে সম্প্রতি ঐ বিজেপি বিধায়ক তাঁর ফেসবুক ওয়ালে কয়েকটি সাইন বোর্ডের ছবি সহ লেখেন, 'আকুই ১ নং পঞ্চায়েতের তৃণমূল ঘনিষ্ট ঠিকাদারের আবাস দূর্ণীতির পর আজ আবার আকুই ১ নং গ্রাম পঞ্চায়েতের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প বা ১০০ দিনের কাজে নির্মিত আকুই দক্ষিণ পাড়া যে ঢালাই রাস্তাটি হওয়ার কথা ছিল তার কোন কাজ না করেই তার সাইনবোর্ড বসিয়ে সমস্ত টাকা আত্মসাৎ করেছে শাসক দল তথা তৃণমূল'। আর স্থানীয় বিধায়কের এই ফেসবুক পোষ্ট ঘিরেই তৈরী হয়েছে রাজনৈতিক বিতর্ক।

যদিও নিজের অবস্থানে অনড় ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া। তিনি বলেন, 'কাটমানির সরকার চলছে। কাজ হোক বা না হোক সাইনবোর্ড বসে যাচ্ছে।' রাস্তা না তৈরী করে সেই বরাদ্দ টাকা 'তৃণমূল নেতাদের পকেটে যাচ্ছে' বলে তিনি অভিযোগ করেন।

তৃণমূল পরিচালিত আকুই-১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান দীনবন্ধু নন্দীকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনটা স্কীম আর কোনটা জি,ও ট্যাগ সেই পাঠটা ভালো করে আগে শুভেন্দু অধিকারী ওঁদের দিন। পূরো বিষয়টি জি.ও ট্যাগের মধ্যে আছে। তারা কোন ধরণের দূর্ণীতিতে যুক্ত নন, কেন্দ্রীয় সরকার টাকা দিলেই কাজ শুরু হবে বলে তিনি দাবি করেন।

ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ এপ্রসঙ্গে বলেন, বিধায়ক কোন খোঁজ খবর রাখেননা! তেমন হলে উনি মামলা করুন, তদন্ত হোক। ঐ রাস্তার টেণ্ডার হয়েছিল, আর্থিক সমস্যার জন্য বিডিও অফিসের নির্দেশেই 'ওয়াক অর্ডার' দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

Bankura

Mar 08 2023, 17:20

বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়কের দাবি, রাজ্যে বিধানসভার অধ্যক্ষ নিরপেক্ষ নন


বাঁকুড়াঃ বিধানসভার অধ্যক্ষ নিরপেক্ষ নন। উনি 'সব থেকে বড় তৃণমূলের ক্যাডার'। দাবি বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। বুধবার ওন্দায় দলের এক কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে বিজেপি বিধায়ক বলেন, যতো জন তৃণমূল করেন সবার থেকে বড় ক্যাডার উনি। পালিয়ে বেড়ালেও আমরা কাল থেকে চেপে ধরবো।

একই রাজ্যে প্রাথমিক বিদ্যালয় 'বন্ধ' নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, শুধুমাত্র রামসাগরের ৪ টি সহ ওন্দা বিধানসভা এলাকাতেই প্রায় ৬০ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হতে চলেছে। ঐ ৬০ টি স্কুল বন্ধ হলে এই এলাকার ১৯ টি গ্রাম পঞ্চায়েতে তাঁরা তালা ঝোলাবেন বলে হুঁশিয়ারী দেন।

রাজ্যে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দূর্ণীতি নিয়ে ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরুপ খাঁকেও এক হাত নেন তিনি। তিনি অরুপ খাঁয়ের নাম না করে বলেন, এখানকার প্রাক্তন বিধায়কের কাছে চাকরীচ্যুতরা টাকা ফেরতের দাবি জানাচ্ছেন। টাকা ফেরতের দাবিতে আগামী কয়েক দিনের মধ্যে ঐ প্রাক্তন বিধায়কের বাঁকুড়ার বাড়িতে 'হামলা' হবে বলেও তিনি ভবিষ্যদ্বাণী করেন।

দলীয় কর্মসূচী শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের বক্তব্যে অনড় থাকেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তিনি 'পিছিয়ে পড়া এই এলাকাকে আরো পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে'। স্কুল গুলি যদি বন্ধ থাকে তাহলে পঞ্চায়েত অফিস খোলা রেখে কি হবে! তৃণমূলের নেতাদের চুরির জায়গা হবে নাকি? তৃণমূলের ব্লক সভাপতি কয়েক দিন আগেই তো স্বীকার করেছেন প্রাক্তন বিধায়ক চাকরী দিয়েছেন। উনি কাদের চাকরী দিয়েছেন প্রকাশ্যে আনুন। 'টাকার বিনিময়ে' প্রাক্তন বিধায়ক চাকরী দিয়েছিলেন বলে তাঁরা 'বিশ্বাস করেন' বলে তিনি দাবি করেন।

এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, বিজেপির পায়ের তলায় মাটি সরে গেছে। তাই ওন্দার বিজেপি বিধায়ক বিভিন্ন সভা সমিতিতে কোন বক্তব্য খুঁজে না পেয়ে ঐ ধরণের কুরুচিকর মন্তব্য করছেন, প্রশাসনকে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন। উনি যাই বলুন ওনার স্বপ্ন কোন দিন পূরণ হবেনা বলেও তিনি দাবি করেন।

Bankura

Mar 08 2023, 16:40

জলে ডুবে মৃত্যু এক যুবকের


বাঁকুড়া:জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম অমৃত সিং (২২) বুধবার দুর্গাপুর ব্যারেজের উত্তর দিকের অংশ থেকে ঐ যুবকের মৃতদেহ উদ্ধার হয়।

সূত্রের খবর, দুর্গাপুরের নডিহায় মামা বাড়িতে সপরিবারে থাকতেন অমৃত সিং নামে ঐ যুবক। এদিন সকালে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর না ফেরায় পরিবারের লোক খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে বাঁকুড়ার বড়জোড়া থানা পুলিশ বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের দিয়ে ব্যারেজে তল্লাশী শুরু করে। পরে দুপুর নাগাদ মৃতদেহ উদ্ধার হয়। জলে ঝাঁপ দিয়ে ঐ যুবক আত্মঘাতি হয়েছেন বলে স্থানীয়দের একাংশ মনে করছেন।

পুলিশের পক্ষ থেকে এঈটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত ও মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

Bankura

Mar 07 2023, 22:10

কার ডেকোরেশানে'র দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা

বাঁকুড়া: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বাঁকুড়া শহরে। মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়া-দুর্গাপুর বাইপাসের ধারে একটি 'কার ডেকোরেশানে'র দোকানে আগুন লাগে। বিষয়টি বুঝতে পেরেই স্থানীয়রা দমকলে খবর দেন। দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোন খবর নেই। তবে প্রায় লক্ষাধিক টাকার মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। ঠিক কি কারণে আগুন লাগলো জানা যায়নি। দমকল ও পুলিশের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

Bankura

Mar 07 2023, 16:28

নকুল দানা আর বাতাসা বিলি করলেন বাঁকুড়ার বড়জোড়া বিজেপি নেতৃত্ব


বাঁকুড়াঃ গোরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দিল্লী যাত্রা এখন সময়ের অপেক্ষামাত্র। মঙ্গলবারই দোল যাত্রার দিনে অনুব্রতকে দিল্লী নিয়ে যেতে বিশেষ সুবিধাযুক্ত দু'টি বিমান তৈরী। আর ঐ খবর যখন সংবাদমাধ্যমে 'হেডলাইন' তখন অন্যদিকে ঢাকের বাদ্যির সঙ্গে নকুল দানা আর বাতাসা বিলি করলেন বাঁকুড়ার বড়জোড়া বিজেপি নেতৃত্ব। বড়জোড়ায় নকুল দানা-বাতাসা বিলির সঙ্গে সঙ্গে 'তিহার যাবে কেষ্ট, তাইতো পিসির কষ্ট'/'বৃথা পিসির চেষ্টা/তিহার গেলই কেষ্টা' লেখা পোষ্টার আর 'হরি বোল হরি বোল ফেঁসে ফেঁসে গেল অনুব্রতের ঢোল...' স্লোগান তো ছিলই।

এপ্রসঙ্গে ভারতীয় জনতা যুব মোর্চার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সোমনাথ কর বলেন, অবশেষে তিহার জেলের পথে অনুব্রত মণ্ডল। এরাজ্যের মানুষ দীর্ঘদিন ধরে সেটাই চাইছিলেন। তাই আমরা ঢাকের 'চড়াম চড়াম' শব্দের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যে গুড়-বাতাসা বিতরণ করলাম। তবে কাটমানির ২৫ শতাংশ অনুব্রত মণ্ডল পেলেও বাকি ৭৫ শতাংশ কোথায় যায় জানা জরুরী। এদিন অনুব্রতের তিহার যাত্রার মধ্য দিয়ে আংশিক বৃত্ত সম্পূর্ণ হলো বলেও তিনি দাবি করেন।

Bankura

Mar 07 2023, 10:00

বাঁকুড়ায় এলে বিরোধী নেতাদের হাতির বিষ্ঠা লাগিয়ে দেওয়ার নিদান রাজ্য তৃণমূলের সহ সভাপতির
বাঁকুড়াঃ রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ৩০ শতাংশ ভোট তৃণমূলের। আর ঐ ভোটের জেরেই তিন তিন বার তৃণমূল ক্ষমতায় এসেছে। দাবি করলেন তালডাংরার তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্ত্তী। জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে বাঁকুড়া রবীন্দ্র ভবনে এক কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। একই সঙ্গে তিনি দাবি করেন, 'ভোটের আগে' মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছিলেন সিপিএমের সংখ্যালঘু ভোট তাদের দরকার। 'সংখ্যালঘুদের প্রতি নজর রাখতে হবে।


সংখ্যালঘুদের আশীর্বাদ-দোয়া' দরকার। মাত্র কয়েক দিন আগেই সাগরদিঘির উপনির্বাচনে পরাজয় হয় তৃণমূলের। সাগরদিঘিতে 'সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক' মুখ ফিরিয়ে নিয়েছে বুঝতে পেরেই আসন্ন পঞ্চায়েত ভোটের আগে ঐ সম্প্রদায়ের মানুষকে নিয়ে জেলায় কর্মী সম্মেলন। এই অবস্থায় যেনতেন প্রকারেণ ঐ ভোট ধরে রাখাই শাসক দলের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে অনেকে মনে করছেন। অন্যদিকে ঐ সভাতেই নওশাদ সিদ্দিকী-কৌস্তভ বাগচী-শুভেন্দু অধিকারীরা বাঁকুড়ায় এলে তাঁদের হাতির বিষ্ঠা লাগিয়ে দেওয়ার নিদান দিলেন রাজ্য তৃণমূলের সহ সভাপতি হাফিজুর রহমান। আর এই বক্তব্যেই তিনি থেমে থাকেননি।


একই সঙ্গে তিনি বলেন, 'মৌমাছির গুণ গুন আওয়াজ দিন, তখন দেখবেন 'হাতি তাদের গলায় পা তুলে মেরে ফেলবে'। তালডাংরার তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্ত্তী, রাজ্য তৃণমূলের সহ সভাপতি হাফিজুর রহমানরা যখন মঞ্চে ঐ বক্তব্য রাখছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতি দিব্যেন্দু সিংহমহাপাত্র সহ অন্যান্যরা। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা এই ইস্যুতে শাসক দলকে এক হাত নিয়েছেন।


তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সব থেকে বেশী কেউ যদি 'হেনস্থা করেন তাহলে তা অরুপ চক্রবর্ত্তীর মতো কিছু লোক ও তাদের নেত্রী।' সংখ্যালঘু সম্প্রদায়কে ওনারা দুধেলা গাই বলছেন। ঐ সম্প্রদায়ের মানুষ আর ওঁদের সঙ্গে নেই তা সাগরদিঘি 'গালে থাপ্পড়' দিয়ে বুঝিয়ে দিয়েছেন। অন্যদিকে হাফিজুর রহমানের উদ্দেশ্যে বলেন, 'হাতি যায় বাজার কুত্তা ভুকে হাজার'। আপনারা চিরকাল ভুকেই যাবেন। সময় সব উত্তর দেবে বলে তিনি দাবি করেন।

Bankura

Mar 06 2023, 12:57

অনুব্রত ইস্যুতে "সংবিধান বিরোধী' কাজ করছে রাজ্য, অভিযোগ বাঁকুড়ার বিজেপি সাংসদের


বাঁকুড়াঃ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পুলিশী সহায়তা না করে 'সংবিধান বিরোধী' কাজ করছে রাজ্য। অনুব্রত ইস্যুতে ঠিক এই ভাষাতেই রাজ্য সরকারকে দূষলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। সোমবার বাঁকুড়া শহরের পাঠক পাড়ায় একটি ক্লাবের অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই একথা বলেন। ডাঃ সুভাষ সরকার এদিন আরো বলেন, এই ঘটনায় রাজ্য সরকারের 'মুখ পুড়ছে'।

কেন্দ্রীয় সরকার আবাস যোজনা নিয়ে রাজ্য সরকারকে ক্লিনচিট প্রসঙ্গে বলেন, ছোটো খাটো হলেও তো দূর্ণীতি হয়েছে। তৃণমূল কর্মীরা উপভোক্তাকে ব্যাঙ্কে নিয়ে গিয়ে ব্যাঙ্কে টাকা তোলার পর তার কাছ থেকে সেই টাকা নিয়ে নেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

Bankura

Mar 05 2023, 14:00

আলু চাষীদের পাশে দাঁড়াতে আন্দোলনে নেমেছে বামদের গণ সংগঠন "সারা ভারত কৃষক সভা"


বাঁকুড়াঃ উৎপাদিত আলুর দাম নেই, এই অবস্থায় দালাল, ফড়ে বা তৃণমূল নেতাদের বাদ দিয়ে সরকারী উদ্যোগে সরাসরি কৃষকদের কাছ থেকে সরাসরি এক হাজার টাকা ক্যুইন্ট্যাল প্রতি আলু কেনা, রাজ্যের বাইরে আলু রপ্তানী, জেলার হীমঘর গুলিতে আলু সংরক্ষণ করার ক্ষেত্রে কৃষকদের অগ্রাধিকার সহ বেশ কিছু দাবিতে আন্দোলনে নামলেন বাম গণ সংগঠন সারা ভারত কৃষক সভার নেতা কর্মীরা। রবিবার বাঁকুড়ার ওন্দার চৌমাথা মোড়ে রাস্তার উপর আলু ফেলে বিক্ষোভ দেখান তাঁরা।

আন্দোলনকারী বাম গণসংগঠনটির দাবি, এই মুহূর্তে উৎপাদিত আলুর দাম নেই। ঋণভারে জর্জরিত আলু চাষীরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এই অবস্থায় আলু চাষীদের স্বার্থ রক্ষায় রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে আগামী ১১ মার্চ রাজ্য জুড়ে এই ইস্যুতে তাঁরা আন্দোলন কর্মসূচী করবেন বলে তিনি জানান।

প্রসঙ্গত, রাজ্যে তৃতীয় আলু উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিতি রয়েছে বাঁকুড়ার। এই জেলার কোতুলপুর, জয়পুর, ইন্দাস, পাত্রসায়ের, বিষ্ণুপুর, ওন্দার পাশাপাশি দক্ষিণের তালডাংরা, সিমলাপাল, রাইপুর ও সারেঙ্গা ব্লক এলাকায় প্রচুর পরিমানে আলু চাষ হয়। চলতি বছরে বাঁকুড়া জেলায় এক লক্ষ থেকে এক লক্ষ পাঁচ হাজার একর জমিতে আলু চাষ হয়েছে বলে খবর। একর প্রতি আলু চাষে একজন চাষীর খরচ হয়েছে প্রায় ৬২ হাজার টাকা। কিন্তু দাম মিলছে ৪৮ হাজার টাকা। ফলে ১৪ হাজার টাকা একর প্রতি ক্ষতি হচ্ছে। বেশীরভাগ কৃষক বিভিন্ন সমবায় প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে চাষ করেন, কেউ কেউ ব্যক্তিগত ঋণও নিয়ে থাকেন। কিন্তু চলতি বছরে উৎপাদিত আলুর দাম না পাওয়ায় আঞ্চলিক অর্থনীতি ভেঙ্গে পড়ার আশঙ্কা করছেন অনেকে। আর এই অবস্থায় আলু চাষীদের পাশে দাঁড়াতে আন্দোলনে নেমেছে বাম গণ সংগঠন সারা ভারত কৃষক সভা।

ওন্দা ব্লক তৃণমূল নেতা ও ওন্দা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সমর মুখোপাধ্যায় বলেন, 'এই মুর্খরা আলু চাষীদের বিভ্রান্ত করতে চাইছেন'। মুখ্যমন্ত্রী, 'গরীবের বন্ধু' মমতা বন্দ্যোপাধ্যায় আগেই চাষীদের কাছ থেকে সরাসরি ৬৫০ টাকা ক্যুইন্ট্যাল প্রতি আলু কেনার কথা ঘোষণা করে দিয়েছেন।

Bankura

Mar 05 2023, 12:41

'তৃণমূলের বিরদ্ধে সবাইকে একজোট' হওয়ার ডাক দিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ


বাঁকুড়াঃ 'তৃণমূলের বিরদ্ধে সবাইকে একজোট' হওয়ার ডাক দিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি, বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। রবিবার গঙ্গাজলঘাটির বাজারে দলের এক কর্মসূচীতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন।

সৌমিত্র খাঁ এদিন বলেন, 'জনগণ সাগরদিঘিতে দেখিয়ে দিয়েছে, তৃণমূলের বিপক্ষে আমরা সবাই। 'বাংলার শিক্ষিত যুব সমাজের শত্রু' তৃণমূলকে হারাতে হিন্দু-মুসলিম সবাইকে একজোট হয়ে একজায়গায় ভোট দিতে হবে। একই সঙ্গে এদিন তিনি তৃণমূল পরিচালত পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে ঐ দলের স্থানীয় নেতৃত্বের 'বাড়ি ঘেরাও'য়ের ডাক দেন তিনি।

অনুব্রত মণ্ডলের দিল্লী যাত্রা প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'কৃতকর্মের ফল! অনুব্রত মণ্ডলকে তিন-চার বছর আগেই বলেছিলাম জনগণের উপর অত্যাচার করবেননা। গোরু-পাচার কয়লা কেলেঙ্কারীর ফল। একই সঙ্গে বিজেপি সাংসদ দাবি করেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যিনি 'সেকেণ্ড ম্যান'হন তাকেই জেলে যেতে হয়'। অনুব্রত মণ্ডলের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হবে বলেও তিনি ভবিষ্যদ্বাণী করেন। কারণ 'সৈরাচার বেশী দিন চলতে পারেনা' বলেই তাঁর দাবি।