Nadia

Mar 09 2023, 12:42

পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও বোমা উদ্ধার নদীয়ার নাকাশিপাড়াতে


নদীয়া: আজ ভোররাতে একটি দেশি ওয়ানশটার ও দু'রাউন্ড গুলি সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে নাকাশিপাড়া থানার পুলিস। ধৃতের নাম রফিকুল মোল্লা, তার বাড়ি নাকাশিপাড়া থানার পাটুয়াভাঙা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে ওই দুষ্কৃতীর বাড়ি থেকে বন্দুক থেকে গুলি ছোঁড়ার শব্দ পাওয়া যায়। খবর পেয়ে গভীর রাতে তার বাড়িতে হানা দেয় নাকাশিপাড়া থানার পুলিস।

বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশি ওয়ানশটার, দু' রাউন্ড গুলি ও একটি গুলির খোল উদ্ধার হয়। এরপরই পুলিস তাকে গ্রেপ্তার করে। ধৃতকে আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর অভিযোগ থেকে 10 দিনের পুলিশি হেফাজত চাওয়া হবে কারণ কোথা থেকে এই অস্ত্র এলো আর কি কারণেই সে রেখেছিল সে বিষয়ে আরো জিজ্ঞাসাবাদ এর জন্য।

Nadia

Mar 09 2023, 10:26

ফের মহকুমা হসপিটালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে অভিযোগ


নদীয়া: ফের হসপিটালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে অভিযোগ, এবার রেভিস ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ উঠল রানাঘাট মহকুমা হসপিটাল এর বিরুদ্ধে ।কুকুর ,বিড়ালে কামড়ানোর প্রতিষেধক ভ্যাকসিন না পেয়ে ফিরতে হলে প্রায় শতাধিক ব্যক্তিকে।কেউ,কেউ পকেটের পয়সা খরচ করে ব্যক্তিগতভাবে বাইরে থেকে ভ্যাকসিন কিনে এনে হাসপাতাল থেকে ইনজেকশন পুশকরে নিল।

শিশুরোগী সহ অনেকেই কারো প্রথম ,কারো দ্বিতীয় কারো তৃতীয় ও চতুর্থ কারোরই মিলল না এই প্রতিষেধক রানাঘাট মহাকুম হসপিটাল থেকে। ভ্যাকসিন বাজারের ফার্মেসিতে একটা ভ্যাকসিনের মূল্য ৩৯৮ টাকা, ও আট টাকার সিরিঞ্জ, কেউ নিজের পকেটের অর্থ খরচ করে ভ্যাকসিন নিল আবার কেউ খরচ না করতে পেরে ভ্যাকসিন না নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে। হাসপাতাল সুপার জানিয়েছেন এই মুহূর্তে সাপ্লাই নেই ,তবে খুব তাড়াতাড়ি সমস্যা মিটবে।

Nadia

Mar 08 2023, 17:22

নদীয়ার কালীগঞ্জে পুলিশকে লক্ষ্য করে বোমা মারার ঘটনারস্থল থেকে উদ্ধার বোমা


নদীয়া: কালীগঞ্জে পুলিসকে লক্ষ্য করে বোমা মারার ঘটনার ৪৮ঘন্টার মধ্যে ওই এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আজ কালীগঞ্জের মোলান্দিতে এলাকায় চাষের জমিতে একটি বোমা ভর্তি ড্রাম পরে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ওই এলাকায় যায় পুলিশ। তারা এলাকাটি ঘিরে রেখেছেন।

বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তারা এসে দেখার পর জানা যাবে ড্রামে কি আছে। বোমা হলে সেগুলো নিষ্ক্রিয় করবেন তারা। উল্লেখ্য গত সোমবার রাতে কালীগঞ্জের মোলান্দিতে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। সেই ঘটনায় ওসি সহ পাঁচ জন আহত হন।

Nadia

Mar 08 2023, 16:38

নদীয়ার কালিগঞ্জ থানার ওসি সহ পুলিশ কর্মীদের বোমা মারার ঘটনায় গ্রেফতার আরও ২


নদীয়া:নদীয়ার কালীগঞ্জে পুলিসকে লক্ষ্য করে বোমা মারার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক মহিলা সহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানার পুলিস। ধৃতদের আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। এ নিয়ে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট পাঁচ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। উল্লেখ্য গত সোমবার রাতে কালীগঞ্জের মোলান্দিতে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। সেই ঘটনায় ওসি সহ পাঁচ জন আহত হন।

Nadia

Mar 08 2023, 16:36

মায়াপুরের ইসকন মন্দিরে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার


নদীয়া: অনুব্রত মণ্ডল এখন অতীত

। আগামী দিনে আরও বড় অনুব্রত ধরা পড়বে, সেটা শুধু সময়ের অপেক্ষা। আজ নদীয়ার মায়াপুর ইসকন মন্দিরে এসে একথাই জানালেন রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার।

আজ নদিয়ার নবদ্বীপের মায়াপুরের ইসকন মন্দিরে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । এখানে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন," শাসক দল ভয় পাচ্ছেন ।অনুব্রত যদি নাম বলে দেন তবে তৃণমুল দলটাই আর থাকবে না ।এছারাও DA নিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মাথা কেটে নিলেও DA দিতে পরবো না। তো তার DA দেওয়ার দরকার নেই, তিনি চেয়ার ছেড়ে দিক। আমরা কেন্দ্রীয় হারে DA দেব ।এছাড়াও অনুব্রত মন্ডল প্রসঙ্গে বলেন," অনুব্রত এখন অতীত এখন আরো কত অনুব্রত আসবে "।

Nadia

Mar 08 2023, 12:26

নদীয়ার শান্তিপুরে ডি এর দাবিতে 10ই মার্চ ধর্মঘটের স্বপক্ষে পোস্টার ব্যানার লাগানোর কাজ চলছে জোর কদমে


রাজ্য সরকারের সকল কর্মচারীগণের দীর্ঘ আন্দোলন বকেয়া ডি,এ । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন কোনভাবেই তা সম্ভব নয়। আসন্ন দশই মার্চ রাজ্যজুড়ে ধর্মঘট । ইতিমধ্যেই অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দল মত নির্বিশেষে প্রকাশ্যে কখনো বা পরোক্ষ সমর্থনে কর্মস্থলে উপস্থিত হয়ে কর্ম বিরতি চলেছে রাজ্যজুড়ে। তবে দিন যতই বেরোচ্ছে আন্দোলন ততই তীব্র তর হয়ে উঠেছে, স্বাস্থ্য ক্ষেত্রেও আন্দোলনের পথে। কলকাতা ধর্মতলায় অনশনে রয়েছেন অনেকেই।

নদীয়ার শান্তিপুরে বিভিন্ন শিক্ষক সংগঠন আগামী দশই মার্চ বন্ধের স্বপক্ষে বিভিন্ন বিদ্যালয়ের সামনে পোস্টার লাগাচ্ছেন। এখনো পর্যন্ত নৈতিকতা বজায় রেখে নিজের কাজে অনর্থ থেকে সন্ধ্যের অবসরে, নিজেদের মধ্যে এলাকা ভাগ করে চলছে জনমত গঠনের কাজ। তবে আগামী দশই মার্চের পর আন্দোলন কোন দিকে যাবে তা বলতে পারছেন না নিজেরাও। তবে অধিকারের অর্থ পেতে ধৈর্যের যে বাঁধ ভাঙছে, সে কথা স্পষ্ট তাদের বক্তব্যেই।

Nadia

Mar 08 2023, 12:22

স্থানীয় ডোবা থেকে এক যুবতীর মৃত দেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়,ঘটনাস্থলে পুলিশ


নদীয়া: এক যুবতীর জলে ডোবা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণনগর ষষ্ঠীতলা বারোয়ারী সংলগ্ন সারদা ঘাটে। বুধবার সকালে যুবতীর মৃত দেহ জলে ভেসে থাকতে দেখে নদীতে স্নান করতে আসা স্থানীয় মানুষজন। এর পরে খবর দেয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে তরি ঘরি পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।

এখনও পর্যন্ত যুবতীর কোন পরিচয় পাওয়া যায়নি। কোথা থেকে এই যুবতীর মৃতদেহ এখানে এলো বা কি করে তার মৃত্যু হল ,মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। একই সাথে যুবতীর পরিচয় জানার চেষ্টা করার সাথে সাথে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।

Nadia

Mar 07 2023, 19:51

কাশির সিরাপ পাচারকারী চোরাচালানকারীকে গ্রেফতার করল পুলিশ


নদীয়া: বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কাশির সিরাপ। তার আগে এক চোরাচালানকারীকে গ্রেফতার করল নদিয়ার মুরুটিয়া থানার পুলিশ। বস্তাবন্দি অবস্থায় একটি টোটো থেকে উদ্ধার হয়েছে ফেনসিডিল।

পুলিশ জানিয়েছে,ধৃতের নাম পানুপ মন্ডল। সে বাংলাদেশ সীমান্তবর্তী শিকারপুর এলাকার বাসিন্দা।

মুরুটিয়া থানার মাধপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে একটি টোটোতে তল্লাশি চালায় পুলিশ। পুলিশের তল্লাশিতে ওই টোটোর ভিতরের ক্যাবিনেট থেকে উদ্ধার হয়েছে ৬০০ বোতল কাশির নিষিদ্ধ সিরাপ। পুলিশের চোখে ধুলো দিতে ধৃত ওই কাশির সিরাপ যাত্রীবাহী টোটোর ক্যাবিনেটে লুকিয়ে পাচার করার চেষ্টা করছিল। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তদন্ত করে দেখছে পুলিশ।

Nadia

Mar 07 2023, 10:50

কালীগঞ্জে পুলিসকে লক্ষ্য করে বোমা, জখম ওসি সহ ৫ পুলিস কর্মী


নদীয়া: সোমবার রাতে নদীয়ার কালীগঞ্জের মোলান্দিতে দুষ্কৃতীদের বোমার আঘাতে ওসি সহ ৫জন পুলিস কর্মী আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মোলান্দি এলাকায় তৃণমূলের সাথে সিপিএমের সংঘর্ষ চলছিল। একাধিকবার ওই এলাকায় বোমাবাজির ঘটনাও ঘটে। গত বছর বোমাবাজির ঘটনায় আনোয়ার সেখ নামে এক তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছিলেন। সেই ঘটনায় পুলিশ মামলাও শুরু করে।

সোমবার রাতে ওই এলাকায় অভিযুক্ত সাদ্দাম সেখকে ধরতে যায় কালীগঞ্জ থানার অন্তর্গত মীরা ফাঁড়ির ইনচার্জ কৌশিক বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা। অভিযোগ সেই সময় তাদের গাড়ি লক্ষ্য করে বোমা ছেড়ে দুষ্কৃতীরা। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। খবর পেয়ে কালীগঞ্জ থানার ওসি সৌরভ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে যায়। তাঁরা গাড়ি থেকে নামতেই তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা।

এই ঘটনায় ওসি সহ পাঁচ জন পুলিশ কর্মী জখম হন। তাদের মধ্যে ওসি ও এক সিভিক ভলেন্টিয়ার মহম্মদ আলি মোল্লার আঘাত গুরুতর হওয়ায় তাদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। ওসি সৌরভ চট্টোপাধ্যায়ের বর্তমানে কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিং হোমে ও ওই সিভিক ভলেন্টিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিস কর্মীরা আহত হওয়ার পরেই দুষ্কৃতীরা এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে বোমাবাজি ও অগ্নি সংযোগ করে বলে অভিযোগ। পরে কৃষ্ণনগরের পুলিশ সুপার ঈশানি পালের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। এলাকায় এখনো আতঙ্কের পরিবেশ, পুলিশ পিকেট বসানো হয়েছে।

Nadia

Mar 06 2023, 18:23

সবজির হাট কে কেন্দ্র করে গুলি, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব আবার প্রকাশ্যে


নদীয়া: সবজির হাট কে কেন্দ্র করে চলল গুলি। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব আবার প্রকাশ্যে। হাট মালিক কে লক্ষ্য করে গুলি। তৃণমূলের প্রধানের স্বামীর ও তার দলবলের বিরুদ্ধে গুলি চালানো ও হামলার অভিযোগ। যদিও এই গুলি চালানোর ঘটনা অস্বীকার করছে পুলিশ। গুরুতর জখম অবস্থায় কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে চিকিৎসা ওই ব্যক্তি। নদীয়ার চাকদা থানার বিষ্ণুপুরের ঘটনা।এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।

চাকদা থানার বিষ্ণুপুর পদ্মবিলা এলাকায় বাসিন্দার রিপন বিশ্বাসের একটি সবজির হাট রয়েছে। পাশাপাশি, তিনি প্রোমোটারই ব্যবসাও করেন। সপ্তাহে মঙ্গল এবং শনিবার বাদ দিয়ে প্রতিদিনই ওই হাটে সবজি বিক্রি হয়। এছাড়াও ওই এলাকায় দুবড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্নপূর্ণা বিশ্বাসের স্বামী বুদ্ধবিশ্বাস বিষ্ণুপুর বাজারে মঙ্গলবার ও শনিবার একটি হাট চালান। এই হাটকে কেন্দ্র করি তাদের দুই পক্ষের শত্রুতা শুরু হয়। দুজনেই তৃণমূলের শাসকদলের সাথে যুক্ত। সম্প্রতি বেশ কয়েকবার তাদের মধ্যে বিবাদ প্রকাশ্যে আসে। এমনকি বোমাবাজির ঘটনা ঘটে বলে অভিযোগ।তবে তাদের এই বিবাদের পিছনে অন্য কোন কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান হাটকে কেন্দ্র করে তাদের এই বিবাদ।

রিপন বিশ্বাস ও তার পরিবারের দাবি গতকাল রাত্রে তিনি যখন বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন কয়েকজনকে সঙ্গে নিয়ে, ঠিক তখনই হঠাৎ তাদের উপর হামলা হয়। প্রধানের স্বামী বুদ্ধবিশ্বাসের নেতৃত্বে প্রায় ৪০ জনের একটি দল তাদের উপর হামলা চালায়। রিপনকে লক্ষ্য করে তারা কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। একটি গুলি তার কানে পাশে লাগে। এরপর লোহার রড বাঁশ দিয়ে তার উপর হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখন জহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে রাত্রেই ঘটনাস্থলে যায় চাকদা থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত তেমন কোন পদক্ষেপ নিতে লক্ষ্য করা যায়নি পুলিশকে।