Nadia

Mar 08 2023, 12:26

নদীয়ার শান্তিপুরে ডি এর দাবিতে 10ই মার্চ ধর্মঘটের স্বপক্ষে পোস্টার ব্যানার লাগানোর কাজ চলছে জোর কদমে


রাজ্য সরকারের সকল কর্মচারীগণের দীর্ঘ আন্দোলন বকেয়া ডি,এ । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন কোনভাবেই তা সম্ভব নয়। আসন্ন দশই মার্চ রাজ্যজুড়ে ধর্মঘট । ইতিমধ্যেই অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দল মত নির্বিশেষে প্রকাশ্যে কখনো বা পরোক্ষ সমর্থনে কর্মস্থলে উপস্থিত হয়ে কর্ম বিরতি চলেছে রাজ্যজুড়ে। তবে দিন যতই বেরোচ্ছে আন্দোলন ততই তীব্র তর হয়ে উঠেছে, স্বাস্থ্য ক্ষেত্রেও আন্দোলনের পথে। কলকাতা ধর্মতলায় অনশনে রয়েছেন অনেকেই।

নদীয়ার শান্তিপুরে বিভিন্ন শিক্ষক সংগঠন আগামী দশই মার্চ বন্ধের স্বপক্ষে বিভিন্ন বিদ্যালয়ের সামনে পোস্টার লাগাচ্ছেন। এখনো পর্যন্ত নৈতিকতা বজায় রেখে নিজের কাজে অনর্থ থেকে সন্ধ্যের অবসরে, নিজেদের মধ্যে এলাকা ভাগ করে চলছে জনমত গঠনের কাজ। তবে আগামী দশই মার্চের পর আন্দোলন কোন দিকে যাবে তা বলতে পারছেন না নিজেরাও। তবে অধিকারের অর্থ পেতে ধৈর্যের যে বাঁধ ভাঙছে, সে কথা স্পষ্ট তাদের বক্তব্যেই।

Nadia

Mar 08 2023, 12:22

স্থানীয় ডোবা থেকে এক যুবতীর মৃত দেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়,ঘটনাস্থলে পুলিশ


নদীয়া: এক যুবতীর জলে ডোবা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণনগর ষষ্ঠীতলা বারোয়ারী সংলগ্ন সারদা ঘাটে। বুধবার সকালে যুবতীর মৃত দেহ জলে ভেসে থাকতে দেখে নদীতে স্নান করতে আসা স্থানীয় মানুষজন। এর পরে খবর দেয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে তরি ঘরি পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।

এখনও পর্যন্ত যুবতীর কোন পরিচয় পাওয়া যায়নি। কোথা থেকে এই যুবতীর মৃতদেহ এখানে এলো বা কি করে তার মৃত্যু হল ,মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। একই সাথে যুবতীর পরিচয় জানার চেষ্টা করার সাথে সাথে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।

Nadia

Mar 07 2023, 19:51

কাশির সিরাপ পাচারকারী চোরাচালানকারীকে গ্রেফতার করল পুলিশ


নদীয়া: বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কাশির সিরাপ। তার আগে এক চোরাচালানকারীকে গ্রেফতার করল নদিয়ার মুরুটিয়া থানার পুলিশ। বস্তাবন্দি অবস্থায় একটি টোটো থেকে উদ্ধার হয়েছে ফেনসিডিল।

পুলিশ জানিয়েছে,ধৃতের নাম পানুপ মন্ডল। সে বাংলাদেশ সীমান্তবর্তী শিকারপুর এলাকার বাসিন্দা।

মুরুটিয়া থানার মাধপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে একটি টোটোতে তল্লাশি চালায় পুলিশ। পুলিশের তল্লাশিতে ওই টোটোর ভিতরের ক্যাবিনেট থেকে উদ্ধার হয়েছে ৬০০ বোতল কাশির নিষিদ্ধ সিরাপ। পুলিশের চোখে ধুলো দিতে ধৃত ওই কাশির সিরাপ যাত্রীবাহী টোটোর ক্যাবিনেটে লুকিয়ে পাচার করার চেষ্টা করছিল। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তদন্ত করে দেখছে পুলিশ।

Nadia

Mar 07 2023, 10:50

কালীগঞ্জে পুলিসকে লক্ষ্য করে বোমা, জখম ওসি সহ ৫ পুলিস কর্মী


নদীয়া: সোমবার রাতে নদীয়ার কালীগঞ্জের মোলান্দিতে দুষ্কৃতীদের বোমার আঘাতে ওসি সহ ৫জন পুলিস কর্মী আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মোলান্দি এলাকায় তৃণমূলের সাথে সিপিএমের সংঘর্ষ চলছিল। একাধিকবার ওই এলাকায় বোমাবাজির ঘটনাও ঘটে। গত বছর বোমাবাজির ঘটনায় আনোয়ার সেখ নামে এক তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছিলেন। সেই ঘটনায় পুলিশ মামলাও শুরু করে।

সোমবার রাতে ওই এলাকায় অভিযুক্ত সাদ্দাম সেখকে ধরতে যায় কালীগঞ্জ থানার অন্তর্গত মীরা ফাঁড়ির ইনচার্জ কৌশিক বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা। অভিযোগ সেই সময় তাদের গাড়ি লক্ষ্য করে বোমা ছেড়ে দুষ্কৃতীরা। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। খবর পেয়ে কালীগঞ্জ থানার ওসি সৌরভ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে যায়। তাঁরা গাড়ি থেকে নামতেই তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা।

এই ঘটনায় ওসি সহ পাঁচ জন পুলিশ কর্মী জখম হন। তাদের মধ্যে ওসি ও এক সিভিক ভলেন্টিয়ার মহম্মদ আলি মোল্লার আঘাত গুরুতর হওয়ায় তাদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। ওসি সৌরভ চট্টোপাধ্যায়ের বর্তমানে কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিং হোমে ও ওই সিভিক ভলেন্টিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিস কর্মীরা আহত হওয়ার পরেই দুষ্কৃতীরা এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে বোমাবাজি ও অগ্নি সংযোগ করে বলে অভিযোগ। পরে কৃষ্ণনগরের পুলিশ সুপার ঈশানি পালের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। এলাকায় এখনো আতঙ্কের পরিবেশ, পুলিশ পিকেট বসানো হয়েছে।

Nadia

Mar 06 2023, 18:23

সবজির হাট কে কেন্দ্র করে গুলি, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব আবার প্রকাশ্যে


নদীয়া: সবজির হাট কে কেন্দ্র করে চলল গুলি। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব আবার প্রকাশ্যে। হাট মালিক কে লক্ষ্য করে গুলি। তৃণমূলের প্রধানের স্বামীর ও তার দলবলের বিরুদ্ধে গুলি চালানো ও হামলার অভিযোগ। যদিও এই গুলি চালানোর ঘটনা অস্বীকার করছে পুলিশ। গুরুতর জখম অবস্থায় কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে চিকিৎসা ওই ব্যক্তি। নদীয়ার চাকদা থানার বিষ্ণুপুরের ঘটনা।এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।

চাকদা থানার বিষ্ণুপুর পদ্মবিলা এলাকায় বাসিন্দার রিপন বিশ্বাসের একটি সবজির হাট রয়েছে। পাশাপাশি, তিনি প্রোমোটারই ব্যবসাও করেন। সপ্তাহে মঙ্গল এবং শনিবার বাদ দিয়ে প্রতিদিনই ওই হাটে সবজি বিক্রি হয়। এছাড়াও ওই এলাকায় দুবড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্নপূর্ণা বিশ্বাসের স্বামী বুদ্ধবিশ্বাস বিষ্ণুপুর বাজারে মঙ্গলবার ও শনিবার একটি হাট চালান। এই হাটকে কেন্দ্র করি তাদের দুই পক্ষের শত্রুতা শুরু হয়। দুজনেই তৃণমূলের শাসকদলের সাথে যুক্ত। সম্প্রতি বেশ কয়েকবার তাদের মধ্যে বিবাদ প্রকাশ্যে আসে। এমনকি বোমাবাজির ঘটনা ঘটে বলে অভিযোগ।তবে তাদের এই বিবাদের পিছনে অন্য কোন কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান হাটকে কেন্দ্র করে তাদের এই বিবাদ।

রিপন বিশ্বাস ও তার পরিবারের দাবি গতকাল রাত্রে তিনি যখন বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন কয়েকজনকে সঙ্গে নিয়ে, ঠিক তখনই হঠাৎ তাদের উপর হামলা হয়। প্রধানের স্বামী বুদ্ধবিশ্বাসের নেতৃত্বে প্রায় ৪০ জনের একটি দল তাদের উপর হামলা চালায়। রিপনকে লক্ষ্য করে তারা কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। একটি গুলি তার কানে পাশে লাগে। এরপর লোহার রড বাঁশ দিয়ে তার উপর হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখন জহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে রাত্রেই ঘটনাস্থলে যায় চাকদা থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত তেমন কোন পদক্ষেপ নিতে লক্ষ্য করা যায়নি পুলিশকে।

Nadia

Mar 05 2023, 20:40

পলাশিপাড়াতে বোমাবাজি,পরিস্থিতি মোকাবিলায় এলাকায় পুলিশ মোতায়ন


নদীয়া: দুষ্কৃতীদের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল পলাশিপাড়ার ধাওয়াপাড়া এলাকা। বোমাবাজিতে দুজন সামান্য জখম হয়েছেন। জানা গিয়েছে আজ ধাওয়াপাড়ার বাসিন্দা সাহেব শেখের বাড়ির সামনে বোমাবাজি শুরু করে কয়েকজন দুষ্কৃতী। বাড়ি লক্ষ্য করে তাঁরা পাঁচটি সকেট বোমা ছোড়ে বলে অভিযোগ।

বোমার আঘাতে সাহেব শেখ সহ এক মহিলা সামান্য জখম হয়েছেন। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পলাশিপাড়া থানার পুলিস। ঘটনার তদন্ত শুরু করেছে তাঁরা।

Nadia

Mar 04 2023, 19:58

নদীয়ার হাঁসখালির ধর্ষণ কাণ্ডে দোভাষী নিয়ে সাক্ষ্যদান শুরু হল রানাঘাট অতিরিক্ত জেলা দায়রা আদালতে


নদীয়া: ভাষাগত কারণে ২০২২ সালের চৌঠা এপ্রিল নদীয়ার হাঁসখালি তে নাবালিকাকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছিল বলে অভিযোগ ওঠে। আজ দোভাষী নিয়ে সাক্ষ্যদান শুরু হল নদীয়ার রানাঘাট অতিরিক্ত জেলা দায়রা আদালতে।

আজ ছিল হাঁসখালি মামলার সাক্ষ্য গ্রহণ।২০২২ সালে ৪ঠা এপ্রিল হাঁসখালিতে নাবালিকা গণধর্ষণ ও মৃত্যুর ঘটনা ঘটে। এই মামলায় অভিযোগ দায়ের হয় ১০ই এপ্রিল। হাইকোর্টের অর্ডারে সিবিআই এই মামলার তদন্তভার নেয় ওই বছরের ১৩ই এপ্রিল। আজএই মামলায় সাক্ষী হয় মৃতার মায়ের।দোভাষীর মাধ্যমেই চলে সাক্ষ্য গ্রহণ পর্ব। তবে আসামী পক্ষের আইনজীবীরা দোভাষীর যোগ্যতা নিয়ে প্রশ্ন করেন। এবং আদালতে এবিষয়ে একটি পিটিশন দেন। তবে আদালত এই পিটিশন রিজেক্ট করে।আজ সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় মৃতার মায়ের সাক্ষ্য গ্রহণ।

Nadia

Mar 03 2023, 15:55

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 03.03.2023


AITC leader Ujjal Biswas interacts with the students of a school in Sadhanpara-I gram panchayat, Krishnanagar-II Block at Nadia.

Nadia

Mar 03 2023, 14:39

শিমুরালি মনসাপোতা রেলগেটে মারুতি ভ্যান ও ট্রেনের সংঘর্ষ


নদীয়া: শিমুরালি মনসাপোতা রেলগেটে একটি মারুতি ভ্যান এর সঙ্গে ট্রেনের সংঘর্ষ। স্থানীয় সূত্রে জানা যায় আজ শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল শিমুরালি এলাকাতে আসতেই ওই সময় ওই রেল গেট দিয়ে একটি মারুতি ভ্যান পাস করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে যদিও হতাহতের কোন খবর না থাকলেও এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়।

প্রশ্ন উঠেছে মারুতি ভ্যান টি রেলগেট দিয়ে যখন যাচ্ছিল তাহলে কি রেলগেট বন্ধ ছিল না ট্রেন আসছে দেখেও রেলগেট ফেলা হয়নি। তাহলে কি রেল গেটের যে কর্মরত কর্মী ছিলেন তার গাফিলতিতে এই দুর্ঘটনা? উঠেছে প্রশ্ন তদন্তে রেল পুলিশ।

Nadia

Mar 03 2023, 13:17

প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রোথিত যশা ব্যারিস্টার সত্যব্রত মুখোপাধ্যায়


নদীয়া: প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রোথিত যশা ব্যারিস্টার সত্যব্রত মুখোপাধ্যায়। তিনি সকলের কাছেই জলু বাবু নামে পরিচিত। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।বালিগঞ্জের সানি পার্কের বাড়িতে শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। বার্ধক্য জনিত রোগে তিনি মারা গিয়েছেন। তাঁর ছেলে সৌমেন্দ্র নাথ মুখোপাধ্যায় রাজ্যের বর্তমান অ্যাডভোকেট জেনারেল। ২০০০ থেকে ২০০৩ সময়কালে বিজেপি বা এনডিএ সরকারের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রীসভার দুটি গুরুত্ব পূর্ণ দপ্তরের মন্ত্রীত্ব সামলেছেন। জলু বাবু রাজ্য বিজেপি র সভাপতির দায়িত্বও সামলেছেন।

পরিবার সূত্রে পাওয়া তথ্যে, জুলু বাবু অবিভক্ত বাংলার সিলেটে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর লন্ডনে ব্যারিস্টারি পড়তে যান এবং লিংকনস ইন থেকে বার-এট-ল ডিগ্রী লাভ করেন।রাজনীতিতে সক্রিয় ভাবে প্রবেশের আগে তিনি ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে ১৯৯৯ সালে নির্বাচিত হন।

২০০০ সালে এনডিএ সরকারের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রীসভায় ভারত সরকাররের রাসায়নিক ও সার মন্ত্রী হন ও পরে শিল্প ও বাণিজ্য মন্ত্রী ছিলেন। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) প্রার্থী জ্যোতির্ময়ী সিকদারের কাছে পরাজিত হওয়ার পরে তিনি রাজ্য বিজেপির সভাপতি হয়েছিলেন ২০০৮ সালে। ২০০৯ সালের পর তিনি সক্রিয় রাজনীতি থেকে ক্রমশ দূরে চলে যান।